Fraxinus Am (ফ্রাক্সিনাস এম)

Fraxinus Am (ফ্রাক্সিনাস এম):
#নিজস্বকথা:
(১) জরায়ুর স্থানচ্যূচি।
(২) জরায়ুর টিউমার।
(৩) পুরাতন বাত, গেঁটে বাত, গ্রন্থিস্ফীতি।
(৪) উপরের পেটে বেদনা, ন্যাবা, গরহজম।
# চরিত্রগত লক্ষণ:
১. জরায়ুর বিবৃদ্ধি, জরায়ুর স্থানচ্যুতি, জরায়ুর টিউমার, বাধক, মেট্রাইটিস।
২. প্রসবের পর জরায়ুর আকার ঠিক স্বাভাবিক অবস্থায় পরিনত না হওয়া।
৩. জরায়ুর সন্মুখ দিকে বাঁকিয়া আসা।
৪. জরায়ুর পশ্চাৎ দিকে বাঁকিয়া বা ঘুরিয়া যাওয়া।
৫. জরায়ুর বহির্নিগমন।
৬. পায়ের তলায় খিল ধরা।
৭. পানির মত প্রদর স্রাব যা জায়গাটিকে ক্ষয় করে না।
৮. ঠান্ডা অনুভূতি বিশিষ্ট সুড়সড়ি এবং তাপের ঝলকা সমুহ।
৯. বিকালে বৃদ্ধি।
১০. বাম দিকের কুচকী প্রদেশে স্বল্পাঘাতের ব্যথার অনুভূতি; ঠেলে নেমে আসছে এরুপ অনুভূতি বিশিষ্ট যন্ত্রণা; ইহা উরুদেশ পর্যন্ত বিস্তৃত।