Mezereum (মেজেরিয়াম) #নিজস্বকথাঃ (১) উদ্ভেদ বা একজিমা হতে প্রচুর রস নিঃসরণ। (২) টিকাজনিত কুফল ত্বক বা চর্ম রোগ চাপা দেয়ার কুফল। (৩) রাত্রে বৃদ্ধি। (৪) অত্যন্ত রাগী কিন্তু পরক্ষণেই অনুতপ্ত, উম্মাদ। #মূলকথাঃ ১। চর্ম উদ্ভেদ নেই কিন্তু চুলকায়, চুলকানোর সময় চুলকানি অন্য স্থানে সরে যায়। ২। চর্ম উদ্ভেদের উপরে (সাদা) মোটা চলটা পরে, চলটার নিচে
Ledum Pal (লিডামপাল) #নিজস্বকথাঃ (১) ঠান্ডা পানিতে বেদনা উপশম। (২) নিম্নাঙ্গে রোগাক্রমন বা প্রথমে নিম্নাঙ্গে ও পরে উর্ধ্বাঙ্গে। (৩) শোথ। (৪) স্নায়ুকেন্দ্রে আঘাত। #মূলকথাঃ ১। ব্যথা পায়ের পাতা হতে আরম্ব হয়ে উপরের দিকে উঠে। ২। শরীরের স্বাভাবিক উত্তাপের অভাব কিন্তু বাহিরের উত্তাপ সহ্য হয় না, পায়ের তলায় বরফ ঠান্ডা দিলে উপশম। ৩। আক্রান্ত স্থান লাল,
Lachesis (ল্যাকেসিস) #নিজস্বকথাঃ (১) নিদ্রায় বৃদ্ধি। (২) ঈর্ষা, স্পর্শকাতরতা ও বাচালতা। (৩) বাম অঙ্গে রোগাক্রমণ বা প্রথমে বামদিকে পরে ডান দিকে। (৪) নির্গমণে নিবৃত্তি। #মূলকথাঃ ১। অত্যন্ত বাচাল, আনন্দ প্রিয়, ঠাট্টা প্রিয়, মহান ব্যক্তি হওয়ার অনুভূতি, ঈর্ষাপরায়ণ, সন্দেহবাতিক, ক্রমাগত কথা বলে, গান গায় ও শীষ দেয়, অপকার করার ইচ্ছা, প্রতিহিংসাপ্রবণ, থুথু দেয়, উপহাস করে, তার