Category: Medicine-K,L,M

Lobelia Erinus (লোবেলিয়া ইরিনাস)

Lobelia Erinus (লোবেলিয়া ইরিনাস): #নিজস্বকথা: (১) ক্যান্সারজনিত চর্মের অস্বাভাবিক বিবৃদ্ধি ও শুষ্কতা। (২) মুখমন্ডলের এপিথেলিওমা ও আঙুলসমূহে উদ্ভেদ। (৩) পেটের ভিতর বা মস্তিষ্কের টিউমার। (৪) ওমেনটাম বা অন্ত্রপ্লাবকের ক্যান্সার। # চরিত্রগত লক্ষণ: ১. ক্লিনিকাল, ক্যান্সার : টিউমার/অর্বুদ। ২. বুক, ক্যান্সার, স্তনে। ৩. ক্যান্সার, ওমেনটাম/অন্ত্র প্লাবকের। ৪. চর্ম, ক্যান্সারজনিত চর্মের অসাভাবিক বৃদ্ধি। ৫. মুখমন্ডল, উদ্ভেদ, এপিথেলিওমা/চর্মের

Lachnanthes (ল্যাকনান্থিস)

Lachnanthes (ল্যাকনান্থিস): #নিজস্বকথা: (১) ঘাড়বাত, ঘাড় আড়ষ্ট। (২) থাইসিস বা যক্ষাকাশ পীড়ার প্রথম আক্রমন অবস্থার কাশি। (৩) হাত পায়ের তলায় জ্বালা। (৪) পেটডাকা- মলবেগ কিন্তু বাহ্যে হয় না, নিউমোনিয়াসহ পেটফোলা। # চরিত্রগত লক্ষণ: ১. পিঠে ও ঘাড়ে অত্যন্ত বেদনাসহ ঘাড়ের আড়স্টতা, মাথা ও ঘাড় যেন কেহ ডানদিকে খেঁচিয়া ধরিয়াছে। ২. অনুক্ষণ জ্বর,শরীর শুকাইয়া যাওয়া, কষ্টদায়ক

Kalmia Lat (ক্যালমিয়া লেট)

Kalmia Lat (ক্যালমিয়া লেট): # নিজস্বকথাঃ (১) ব্যথা নিম্নগামি কিন্তু বাতবেদনা ক্রমশ হৃৎপিণ্ড আক্রমণ করে, বামপার্শ্বে শুইতে অক্ষম। (২) স্বল্পমূত্র, শোথ, নাড়ীর গতি মন্দ। (৩) সঞ্চালনে বৃদ্ধি কিন্তু উত্তাপ প্রয়োগে বা ঠাণ্ডায় উপশম হয়না। (৪) গর্ভাবস্থায় মূত্রস্বল্পতা সহিত দৃষ্টি-বিভ্রম বা চক্ষশূল, যন্ত্রণা- সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত। # মূলকথা ঃ ১। হেলান দিলে বা চিত হয়ে

Kreosot (ক্রিয়োজোট): গুরুত্বপূর্ণ রুব্রিকসহ

Kreosot (ক্রিয়োজোট)। DHMS (3rd year). ♣ সমনামঃ হাইড্রেড অব ফিনাইল, বীচউড ক্রিয়োজোট, উডটার, পরিশ্রুত আলকাতরা। ♣ মায়াজমঃ সোরিক, সাইকোটিক, সিফিলিটিক, টিউবারকুলার। ♣ সাইডঃ বামপাশ, বামপাশ হতে ডানপাশ। ♣ কাতরতাঃ শীতকাতর। ♣ উপযোগিতাঃ জৈব উত্তাপের অভাব। রক্তস্রাবপ্রবণ ধাতু ; সামান্য আঘাতেই প্রভৃত রক্তস্রাব হয়। কৃশ, শীর্ণ, লম্বাদেহ এবং দীর্ঘাঙ্গী স্ত্রীলোক। যাদের গায়ের রঙ কালো, যারা সামান্য

Mezereum (মেজেরিয়াম): ডা.এইচ.সি.এলেন

Mezereum (মেজেরিয়াম) #নিজস্বকথাঃ (১) উদ্ভেদ বা একজিমা হতে প্রচুর রস নিঃসরণ। (২) টিকাজনিত কুফল ত্বক বা চর্ম রোগ চাপা দেয়ার কুফল। (৩) রাত্রে বৃদ্ধি। (৪) অত্যন্ত রাগী কিন্তু পরক্ষণেই অনুতপ্ত, উম্মাদ। #মূলকথাঃ ১। চর্ম উদ্ভেদ নেই কিন্তু চুলকায়, চুলকানোর সময় চুলকানি অন্য স্থানে সরে যায়। ২। চর্ম উদ্ভেদের উপরে (সাদা) মোটা চলটা পরে, চলটার নিচে

Lycopodium (লাইকোপডিয়াম): ডা.এইচ.সি.এলেন

Lycopodium (লাইকোপডিয়াম) #নিজস্বকথাঃ ১। ডানে অঙ্গে রোগাক্রমন বা প্রথমে ডান অঙ্গে ও পরে বাম অঙ্গে আক্রমণ। ২। গরম খাবারে স্পৃহা ও বায়ুর প্রকোপ। ৩। ভীরুতা, কৃপণতা ও নিঃসঙ্গপ্রিয়তা। ৪। অল্প খেয়ে ক্ষুধা মিটে যায়। সকল ক্ষেত্রে অম্লস্বাদ। ৫। তলপেটে বায়ু জমে উর্দ্ধভাগশীর্ণ নিম্নাংশ স্থূল। #মূলকথাঃ ১। বিকালে ৪টা হতে ৮টায় বিশেষভাবে ৫টায় রোগের বৃদ্ধি। ২।

Ledum Pal (লিডামপাল): ডা.এইচ.সি.এলেন

Ledum Pal (লিডামপাল) #নিজস্বকথাঃ (১) ঠান্ডা পানিতে বেদনা উপশম। (২) নিম্নাঙ্গে রোগাক্রমন বা প্রথমে নিম্নাঙ্গে ও পরে উর্ধ্বাঙ্গে। (৩) শোথ। (৪) স্নায়ুকেন্দ্রে আঘাত। #মূলকথাঃ ১। ব্যথা পায়ের পাতা হতে আরম্ব হয়ে উপরের দিকে উঠে। ২। শরীরের স্বাভাবিক উত্তাপের অভাব কিন্তু বাহিরের উত্তাপ সহ্য হয় না, পায়ের তলায় বরফ ঠান্ডা দিলে উপশম। ৩। আক্রান্ত স্থান লাল,

Lachesis (ল্যাকেসিস): ডা.এইচ.সি.এলেন

Lachesis (ল্যাকেসিস) #নিজস্বকথাঃ (১) নিদ্রায় বৃদ্ধি। (২) ঈর্ষা, স্পর্শকাতরতা ও বাচালতা। (৩) বাম অঙ্গে রোগাক্রমণ বা প্রথমে বামদিকে পরে ডান দিকে। (৪) নির্গমণে নিবৃত্তি। #মূলকথাঃ ১। অত্যন্ত বাচাল, আনন্দ প্রিয়, ঠাট্টা প্রিয়, মহান ব্যক্তি হওয়ার অনুভূতি, ঈর্ষাপরায়ণ, সন্দেহবাতিক, ক্রমাগত কথা বলে, গান গায় ও শীষ দেয়, অপকার করার ইচ্ছা, প্রতিহিংসাপ্রবণ, থুথু দেয়, উপহাস করে, তার

Mezereum (মেজেরিয়াম): গুরুত্বপূর্ণ রুব্রিকসহ

মেজেরিয়াম (Mezereum)। D.H.M.S. (3rd year). ♣ সমনামঃ মেজেরিয়াম চামেলিয়া জার্মানিকা, স্পার্জ অলিভ। ♣ মায়াজমঃ সোরিক, সাইকোটিক, সিফিলিটিক। ♣ সাইডঃ ডানপাশ, বামপাশ, ওপরে ডানপাশ। ♣ কাতরতাঃ উভয়কাতর। ♣ উপযোগিতাঃ মেজেরিয়াম সাধারণতঃ চামড়ার রোগে, বিশেষত ছোট ছোট ছেলেদের মাথায় চামড়া রোগের প্রাধান্য থাকলে এটি ব্যবহৃত হয়ে থাকে। সর্দি কাশিতে ভোগে, গন্ডমালা স্বভাব অস্হিরচিত্ত ও পাতলা চুল এমন

Lycopodium (লাইকোপোডিয়াম): গুরুত্বপূর্ণ রুব্রিকসহ

লাইকোপোডিয়াম (Lycopodium)। D.H.M.S. (4th year). ♣ সমনামঃ ক্লাব মস, নেকড়ের থাবা, ভেজিটেবল সালফার। ♣ মায়াজমঃ সোরিক, সাইকোটিক, টিউবারকুলার, সিফিলিটিক। ♣ সাইডঃ ডানপাশ, ওপরে ডানপাশ নিচে বামপাশ, ডানপাশ হতে বামপাশ, বামপাশ। ♣ কাতরতাঃ গরমকাতর। ♣ উপযোগিতাঃ যাদের তীক্ষ্মবুদ্ধি অথচ দেহ দুর্বল ও কৃষ্ণকায়, দেহের ওপরভাগ শুকনো অথচ নিচের দিক সামান্য শোথগ্রস্থ; যকৃত ও ফুসফুসের রোগে ভোগে