Pulsatilla (পালসেটিলা) #নিজস্বকথাঃ ১। পরিবর্তনশীলতা। ২। নম্রতা ও ক্রন্দনশীলতা । ৩। তৃষ্ণাহীনতা। ৪। গরমে বৃদ্ধি ও গাত্র সর্বদা উত্তপ্ত। #মূলকথাঃ ১। রোগী সহজেই কান্না করে, ডাক্তারের নিকট রোগের কথা বলতে গিয়ে কান্না করে। ২। পরিবর্তনশীল লক্ষণ, ভ্রমনশীল বেদনা ছিন্ন করার মত, টেনে ধরার মত। ৩। বেদনার সহিত সর্বদা শীত শীত লাগে, বেদনা হঠাৎ আসে এবং
Phosphorus (ফসফরাস) #নিজস্বকথাঃ ১। তীক্ষ্ণ বুদ্ধি, লম্বা, পাতলা একহারা চেহারা। ২। রক্তস্রাবের প্রবণতা। ৩। বামপার্শ্ব ও চেপে শুতে পারে না। ৪। রাক্ষুসে ক্ষুধা, জ্বালা ও শুন্যবোধ। #মূলকথাঃ ১। শরীরের অল্প স্থানে জ্বলে এবং শরীরের নানা স্থান যেমন- মুখ, পাকস্থলী, ক্ষুদ্র অন্ত্র, মলদ্বার ইত্যাদি স্থানে জ্বলে, হাতে জ্বালা শুরু হয়ে মুখমণ্ডলে ছড়িয়ে পড়ে, মেরুদণ্ড জ্বালা এর
ফাইটোলাক্কা (Phytolacca) #নিজস্বকথাঃ ১। স্তন ও স্তনের যে কোন প্রদাহে। ২। রাতে বৃদ্ধি, শয্যার উত্তাপে বৃদ্ধি, বর্ষায় বৃদ্ধি। ৩। স্পর্শকাতরতা ও অস্থিরতা। ৪। দাঁতে দাঁতে বা মাঢ়িতে মাঢ়িতে চেপে ধরতে ইচ্ছা। #মূলকথাঃ ১। গ্লান্ড আক্রন্ত হয়, গ্লান্ড বড়, পাথরের মত শক্ত ও বেদনাযুক্ত, বিশেষ করে স্তন আক্রান্ত হয়। ২। খাদ্যনালীর ক্ষতের কারণে গরম তরল পান