Glonoine (গ্লোনোইন): গুরুত্বপূর্ণ রুব্রিকসহ

Glonoine (গ্লোনোইন)।
DHMS (1st year).
♣ সমনামঃ গ্লোনোইনাম, গ্লোনইন নাইট্রো-গ্লিসারিন।
♣ মায়াজমঃ সোরিক, টিউবারকুলার।
♣ সাইডঃ ডানপাশ।
♣ কাতরতাঃ গরমকাতর।
♣ উপযোগিতাঃ স্নায়বিক, অল্পে উত্তেজিত, রক্তপ্রধান; উজ্জ্বল রঙ, অনুভূতিপ্রবণ মহিলাদের ক্ষেত্রে, যারা সহজেই অভিভূত হয়ে পড়ে এমন পুরুষদের পক্ষেও উপযোগী।
♣ ক্রিয়াস্থলঃ মেডুলা অবলঙ্গাটা, নিউমোগ্যাস্টিক নার্ভ ও মস্তিষ্কের শিরা, আর্টার, মস্তিষ্ক, ভ্যাসো মোটরস-রক্ত সসঞ্চালন, মাথা, হার্ট, ম্যাসটয়েডস, শ্বাসযন্ত্র।
♣ বৈশিষ্ট্যঃ গ্লোনইনের মূলসুর হচ্ছে রক্ত সঞ্চালনের হঠাৎ করে ও ভয়ানকভাবে অনিয়মিত অবস্হার উৎপত্তি ঘটান। এটি খুব তাড়াতাড়ি ও ভয়ানকভাবে ক্রিয়া করে। প্রবলভাবে কার্যকর বিষ্ফোরকের “দস্তখত” বলা যেতে পারে “বিষ্ফোরিত ” ও “বিস্তার “।
♣ সারসংক্ষেপঃ স্নায়বিক, রক্তপ্রধান যারা সহজেই অভিভূত হয়। “বিষ্ফোরিত “ও “বিস্তার “। মনের বিশৃঙ্খল অবস্হা। অঙ্গ-প্রত্যঙ্গ বড়ো হয়ে যাওয়ার মতো অদ্ভূত অনুভুতি। মুখমন্ডল আগুনের মতো উজ্জ্বল লালবর্ণ। গরমে, উষ্ণতায়, সূর্যরশ্মি ও উন্মুক্ত আগুনের তাপে,বাতাসে, অবরুদ্ধে, চুল কাটলে ও টুপির চাপে বাড়ে। টুপি খুললে, চাপে, স্হিরভাবে অবস্হানে, মাথা ঠাণ্ডা পানি দিয়ে ধুলে, গোসলে, ঘামে কমে। মনের বিশৃঙ্খল অবস্হা, বিস্তৃতিপরায়ণ, অলসভাব, প্রতিবাদ অসহ্য, ভয় ও স্বল্পবাক। রক্তসঞ্চয়, শারীরিক ও সূর্যাঘাতের মন্দফল। মাথার পেছনে সংকোচনবোধ- চারদিকে ছড়িয়ে পড়ে। নিদ্রাতুর অবস্হা বা ঘুম ঘুম ভাব সে সাথে চেহরা উত্তপ্ত বা ফ্যাকাসে।
♣ অনুভূতিঃ বাম নাসারন্ধ্রে শব্দ যেন এটি হার্ট থেকে আসছে।
♣ ক্রম ও সহচর লক্ষণঃ মাথার পেছনে সংকোচনবোধ আর এ সংকোচনবোধ ওপর দিকে, নিচের দিকে এবং কানের দিকে বিস্তৃত হয়।
< বৃদ্ধিঃ ওপরদিকে ওঠতে, ঠান্ডা লাগালে পরে, কফিপানে, শুয়ে থাকলে, সঞ্চালনে, আক্রান্ত অঙ্গের সঞ্চালনে, হাঁটলে, গরমে, উষ্ণতায়, বাতাসে, মুক্তবাতাসে, মদে, রোদে, গরম আবহাওয়ায়, সূর্যরশ্মি ও উন্মুক্ত আগুনের কাছে, অবরুদ্ধে ( ঋতুস্রাব), মদ, গ্যাস লাইট, চুল কাটলে, মাথা নিচু করলে, সিঁড়িতে ওঠলে, গ্যামালোকে, নড়াচড়ায় ( মাথাব্যথা), টুপির চাপে, মাথা পেছন দিকে বাঁকালে, ঝাঁকি লাগলে।
> হ্রাসঃ ঠান্ডা লাগালে, শুয়ে থাকলে, বসে থাকলে, খোলা বাতাসে, চাপে ( মাথাব্যথা), ঠান্ডা প্রয়োগে, মদপানে, টুপি ফেলে দিলে ( মাথাব্যথা), স্থিরভাবে অবস্হানে, মাথা ঠান্ডা পানি দিয়ে ধুলে, গোসলে, ঘাম হলে ( গা বমিবমি)।
♣ কারণঃ ভয়, অথবা আতঙ্ক, কর্কশ শব্দ, সূর্যোত্তাপ, অগ্নিউত্তাপ, আঘাত, ধাক্কা, চুল কাটলে, উজ্জ্বল বরফ।
♣ ইচ্ছাঃ ঘরে শান্ত হয়ে থাকলে।
♣ অনিচ্ছাঃ খাদ্যে।
♣ ক্রিয়ানাশকঃ অ্যাকোন, ক্যামো, কফি, নাক্স-ভ, ক্যাম্ফ।
♣ প্রয়োগঃ ঠিক পূর্ববর্তী ঋতুকালীন গ্লোনোইনের প্রয়োগে ঝুঁকি আছে। এতে পরবর্তী ঋতুস্রাব আবির্ভাব ব্যর্থই হবে। — ডা. এইচ. সি. মরো।
= উপরোক্ত লক্ষণ সাদৃশ্যে যে কোন রোগেই আমরা গ্লোনইন প্রয়োগ করতে পারবো।
গুরুত্বপূর্ণ কয়েকটি রুব্রিকঃ (ক্যান্ট রেপার্টরী অনুযায়ী)
১) মনোসংযোগ : কষ্টকর- A= অ্যানাকা, ব্যারা-কা, কার্বো-সাল, কার্বো-ভে, কস্টি, গ্লোন, গ্র্যাফ, হেলি, ল্যাকে, ল্যাসি, লাইকো, ন্যাট্র-আর্স, নাক্স-ভ, নাক্স-ম, ফস-অ্যাসি, ফস, সিপি, সাইলি।
২) মনের বিশৃঙ্খল অবস্হা : সুপরিচিত পথেও পথ ভুল করে-A= গ্লোন। B= মার্ক, নাক্স-ম, পেট্রো। র্যানান-বা, থুজা।
৩) অলসভাব : গ্যাসের অালোকের কুফলে-A= গ্লোন। B= কস্টি।
৪.১) বিস্তৃতিপরায়ণ : সুপরিচিত রাস্তাকে- A= গ্লোন। B= পেট্রো, নাক্স-ম।
৪.২) বিস্তৃতিপরায়ণ : রাস্তার কোনদিকে তার বাড়ি সে সম্বন্ধে – A= গ্লোন। B= নাক্স-ম, পেট্রো।
৫) স্মৃতিশক্তির দুর্বলতা (Memory weakness of)- A= অ্যাম্ব্রা, আর্জ-নাই, আর্স, ব্যারা-কা, বিউফো, বিউফো-সা, কার্বো-সাল, কস্টি, কলচি, কোনি, গ্লোন, হেলি, হিপার, হায়োস, ক্যালি-ফস, ল্যাকে, লাইকো, মেডো, মার্ক, নাই-অ্যাসি, নাক্স-ম, ফস-অ্যাসি, ফস, প্ল্যাটি, প্লাম্বা, সিপি, ভিরেট।
৬) ভুল করে: স্থান সম্বন্ধে / স্থান সম্বন্ধে ভুল ( Locality, errors of) – A= ক্যানা-ই, গ্লোন, নাক্স-ম, পেট্রো। B= ইস্কু, অ্যাট্রো, বেল, বোভি, ব্রায়ো, ক্যামো, সাইকু, হুরা, ল্যাকে মার্ক-সল, ন্যাট্র-মি, প্যারিস, ফস, সোরিন, স্ট্র্যামো, সালফ, ভ্যালের, ভিরেট।
৭) চিনতে পারে না: সুপরিচিত রাস্তাগুলো- A= গ্লোন, নাক্স-ম। B= ক্যানা-ই, ল্যাকে, পেট্রো।
৮) কথা বলতে ইচ্ছে করে না, চুপ করে থাকতে চায়, স্বল্পবাক / নির্বাক ( Silent) – A= অরাম, কার্বো-অ্যানি, ককুল, গ্লোন, নাক্স-ম, ফস-অ্যাসি, ফস, প্ল্যাটি, পালস, সালফ, ভিরেট, জিঙ্ক।
৯) রক্ত সঞ্চয় (Congestion of blood)- A= অ্যাকোন, ইস্কু, বেল, ক্যাক্টা, চায়না, ফেরাম, গ্লোন, মেলিলো, নাক্স-ভ, ফস, সালফ, ভায়োলা-ও। B= অ্যালো, অ্যালু, অ্যাপিস, আর্নি, অরাম, বোরা, ব্রায়ো, ক্যাল্ক, কার্বো-সাল, কার্বো-ভে, কফি, ফেরা-আই, গ্র্যাফ, হ্যামামে, হেলি, ল্যাকে, লাইকো, ন্যাট্র-মি, নাই-অ্যাসি, সোরিন, র্যানান-বা, রাস, সেনেগা, সিপি, সাইলি।
১০) আক্ষেপ: মৃগীরোগ সদৃশ- A= অ্যাগারি, আর্জ-নাই, বেল, ক্যাল্ক, কস্টি, সাইকু, সিনা, কুপ্রা, গ্লোন, হায়োস, প্লাম্বা, স্ট্যামো, সালফ, ভিস্কা ।
১১) মূর্চ্ছাকল্পতা ( Faintness, fainting) – A= অ্যাকোন, আর্স, ব্রায়ো, কস্টি, ক্যামো, চায়না, ক্রোটেল, ডিজি, গ্লোন, ইগ্নে, আই, ল্যাকে, মস্কাস, নাক্স-ম, নাক্স-ভ, প্লাম্বা, রডো, পালস, সিপি, স্ট্র্যামো, সালফ, স্যাম্বুল, ভিরেট।
১২) উত্তাপের ঝলকাবোধ ( Flashes of heat) A= ক্যাল্ক, কস্টি, ককুল, গ্লোন, ল্যাকে, লাইকো, ম্যাঙ্গে, ন্যাট্র-সাল, নাই-অ্যাসি, ফস, সোরিন, সিপি, সালফ, সাল-অ্যাসি, স্যাম্বুল, থুজা, টিউবার।
১২.১) উত্তাপের ঝলকাবোধ : ওপর মখে – A= গ্লোন, সিপি। B= ক্যাল্ক, ফেরাম, গ্র্যাফ, ক্যালি-কা, লাইকো, ফস, সোরিন, স্পঞ্জি, সালফ, স্যাম্বু, ভ্যালের।
১৩) রক্তের উচ্ছ্বাস (Orgasm of blood)- A= অ্যাকোন, আর্জ-নাই,অরাম, বেল, ক্যাল্ক, ক্যাল্ক-সাল, কার্বো-সাল, ফেরাম, গ্লোন, ক্রিয়ো, ল্যাকে, লাইকো, ফস, স্পঞ্জি, স্ট্যামো, সালফ।
১৪) নাড়ির গতি বাহ্যিকভাবে ( Pulsation externally) – A= ক্যাল্ক, ফেরাম, ফেরা-আই, গ্লোন, গ্র্যাফ, ক্যালি-কা, ক্যালি-সাল, ক্রিয়ো, ল্যাকে, ম্যালি, ওলিয়ে, পালস, সালফ।
১৪.১) নাড়ির গতি অস্বাভাবিক : অতিদ্রুত গতি- A= অ্যাকোন, অ্যাপিস, আর্স, আর্স-আই, অরাম, বেল, ব্রায়ো, কলিন, কোনি, ক্রোট-কা, ফেরা-ফস, ফস, জেলস, গ্লোন, আই, মার্ক, ন্যাট্র-মি, নাক্স-ভ, ওপি, ফস-অ্যাসি, ফস, পাইরো, রাস, সিকেলি, সাইলি, স্পাইজে, স্ট্র্যামো, সালফ, ভিরেট-ভি।
১৪.২) নাড়ির গতি অস্বাভাবিক এবং সবিরাম- A= ক্যান্হা, গ্লোন, হায়োস, প্লাম্বা।
১৫) সূর্যালোকে থাকার ফলে ( Sun, from exposure to): A=অ্যান্টি-ক্রু গ্লোন, পালস।
১৬) গরমে, উষ্ণতায় বাড়ে ( Warm agg.)- A= অ্যালু, অ্যাপিস, আর্স-আই, উইফর্বি, ফেরাম, জেলস, গ্লোন, ক্যালি-ব্রো, আয়োড, লিডাম, পালস, সিকেলি।
১৭) বাতাসে বাড়ে ( air agg.)- A= আর্স-আই, গ্লোন, ইগ্নে, আই, ক্যালি-সাল, ল্যাকে, মার্ক, পালস।