ফেরাম ফসফরিকাম (Ferrum Phos)। DHMS (2nd year). ♣ সমনামঃ ফেরিক ফসফেট, ফেরি ফসকাম, ফসফেট অব আয়রন। ♣ মায়াজমঃ সোরিক, সাইকোটিক, টিউবারকুলার। ♣ সাইডঃ ডানপাশ। ♣ কাতরতাঃ শীতকাতর। ♣ উপযোগিতাঃ শ্লেষ্মা ও রসপ্রধান ধাতুতে প্রযোজ্য। ফেরাম ফসের রোগী রক্তাধিক্যযুক্ত ও বলবান নয়, সে দুর্বল স্নায়ুবিক প্রকৃতির, রক্তশূন্য কিন্তু মাঝে মাঝে রক্তোচ্ছ্বাস দেখা দিয়ে রক্তিমাভ হয়ে ওঠে।