Calc-Phos (ক্যাল্কে.ফস্) #নিজস্বকথাঃ ১। স্ক্রুফিউলা বা ধাতুগত দুর্বলতা ও উদরাময়। ২। মানসিক পরিবর্তনশীলতা। ৩। ঠান্ডায় বৃদ্ধি এবং রোগের কথা মনে পড়লে বৃদ্ধি। ৪। ঋতুকালে মুখমন্ডলে উদ্ভেদ। (অস্থির উপর ভাল কাজ করে।) #ক্রিয়াক্ষেত্রঃ ডা.হাসান মির্জা ১। অপর নাম- ফসফেট অফ লাইম, ক্যালসিয়াম ফসফেট। ইহা টিস্যু নির্মানে অগ্রগন্য। লবন ব্যতীত সর্বপ্রকার ব্যঞ্জনই যেমন অখাদ্য হয়ে পড়ে, তেমনি
Calc- Carb (ক্যাল-কার্ব) #নিজস্বকথাঃ ১। দেহের স্থুলতা শিথিলতা ও শ্লেষ্মা প্রবণতা। ২। ভীরুতা ও ভ্রান্তধারণা। ৩। মাথার ঘামে বালিশ ভিজে যায় ও অল্পে ঠান্ডা লাগে। ৪। ডিম খাবার প্রবল ইচ্ছা কিন্তু দুধ সহ্য করতে পারে না। #মূলকথাঃ ১। শিশু দেখতে মোটা সোটা, থলথলে, কিন্তু বলিষ্ঠ নয়, শীর্ণতাও থাকতে পারে, শীর্ণ হলে পেটটি বড় দেখায়, অলস,
ক্যালকেরিয়া হোমিওপ্যাথিক এই ঔষধটির নাম উচ্চারন করলে আমাদের যে ঔষধটির নাম ভেসে আসে তা হল ক্যালকেরিয়া কার্ব। যার উৎস সামুদ্রিক শামুক থেকে। সহজ কথায় বলতে গেলে আমাদের দেশে পানের সাথে যে চুনটি ব্যবহৃত হয় তাই ক্যালকেরিয়া।হোমিওপ্যাথিক মেটেরিয়াতে ক্যালকেরিয়া কার্ব ছাড়াও ক্যালকেরিয়া সংশ্লিষ্ট অনেক ঔষধ আছে। যেমন-ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া আর্স, ক্যালকেরিয়া এসেট, ক্যালকেরিয়া পিক্রেটা,