Formica Rufa (ফরমিকা রুফা)
Formica Rufa (ফরমিকা রুফা):
#নিজস্বকথা:
(১) বাত বেদনা, নড়াচড়ায় বৃদ্ধি ও চাপে উপশম, ডানদিকে অধিক আক্রান্ত।
(২) পলিপ, গ্যাঁজের মত টিউমার।
(৩) পাকস্থলীর উর্দ্ধাংশে চাপবোধ ও নিম্নাঙ্গে দুর্বলতা।
(৪) বুকে চাপবোধ ও পেশীর দুর্বলতা।
# চরিত্রগত লক্ষণ:
১. বাত, গেঁটে বাত, বহু পুরাতন বাত, নাক ও কাণের পলিপ, আমবাত।
২. গাঁট শক্ত, টেনে খেঁচে ধরা বেদনা, নড়াচড়ায় বৃদ্ধি এবং চাপে উপশম, ডানদিকে অধিক আক্রান্ত।
৩. কাণে গুন গুন শব্দ বোধ হয় যেন ফুলিয়াছে।
৪. পাকস্থলীর উর্ধাংশে সর্বদাই চাপবোধ ও তথায় জ্বালা। পাকস্থলী হতে ব্রহ্মতালু পর্যন্ত ব্যথা স্থান
পরিবর্তন করে। পেটের বায়ু নি:সরণ করতে পারা যায় না।
৫. প্রচুর ঘাম, তাতে উপশম হয় না।
৬. ঠান্ডায় এবং শীতল জলে ধোয়ার কাজ করলে, আর্দ্রতায়, তুষার ঝটিকার আগে বৃদ্ধি।
৭. গরমে, চাপনে, মধ্যরাত্রের পরে, চুল আঁচড়ালে, ঘষার উপশম।
৮. মূত্র রক্তময়, এলবুমেনযুক্ত, সেইসাথে অত্যধিক মূত্রবেগ; প্রচুর ইউরেট প্রস্রাবে দেখা যায়।
৯. মাথা বেদনাসহ গা বমি এবং হলদে রং এর শ্লেষ্মাযুক্ত বমি।
১০. সকাল বেলা খুব সামান্য পরিমাণে এবং কষ্টের সংগে বায়ু বের হয়; অত:পর সরলান্ত্রের মধ্যে উদরাময়ের মত ব্যথানুভূতি। বাহ্যের পূর্বে পেট বেদনা, সেই সাথে ঠান্ডা বোধ যে থর থর করে কাঁপতে হয়। গুহ্যদ্বারে সংকোচন বোধ, মলত্যাগের আগে নাভির চারদিকে টেনে ধরার মত ব্যথা।
১১. নাক, কাণ প্রভৃতি স্থানে যে সমস্ত কোমল অর্বুদ দেখা যায় উহাদের সৃষ্টির উপর ইহার প্রতিরোধক প্রভাব রয়েছে।
১২. নিম্নাঙ্গের দূর্বলতা, উরু সন্ধিতে বেদনা, বুকে চাপবোধ, জরায়ু বেদনা, শুক্রক্ষরন, দূর্বলতা।
১৩. বর্জনীয় খাবার: কফি।