মহাত্মা হ্যানিম্যান বলিয়াছেন হোমিওপ্যাথিক চিকিৎসায় সাফল্যের জন্য নির্ভুল ঔষধ নির্বাচনই যথেষ্ট নহে, পরন্তু কিরুপ ক্ষেত্রে কত শক্তির কি পরিমান বা মাত্রা প্রয়োগ করা উচিত সে সম্পর্কে জ্ঞান থাকা উচিত। আমরা সকোলেই জানি হোমিওপ্যাথিতে রোগ বলিতে কোন স্হুল বস্তু বুঝায় না এবং তাহা আমাদের সুস্হ্য দেহকেও আক্রমণ করে না। সোরা যাহাকে আমি যৌন চেতনার বিকৃত পরিণতি
হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণকালীন যা আপনার করনীয়: ১. ঔষধ সেবনের আগে ও সেবনের পরে আধা ঘন্টার মধ্যে কিছু খাবেন না। ২. আপনার সহ্য হয় এমন পুষ্টিকর ও সহজপাচ্য খাদ্য খাবেন। ৩. প্রতিদিন নির্দিষ্ট সময় আহার করবেন ও নিদ্রায় যাবেন। ৪. দৈনিক কমপক্ষে ৬ ঘন্টা ঘুমাবেন। ৫. দৈনিক প্রচুর শীতল পানি পান করবেন (৪ থেকে ৫ লিটার)।
যে সকল হোমিওপ্যাথিক চিকিৎসকগণ দশমিক ও শততমিক ঔষধ ব্যবহারের পক্ষে কথা বলেন সে সকল চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আপনারা জেগে জেগে ঘুমানোর ভান করেন কেন ? নতুন ডাক্তারদেরকে বিভ্রান্তিতে রেখে। আপনারা হোমিওপ্যাথির মূলকথা সবই জানেন, তাহলে নতুনদেরকে কেন সব কথা খোলাখুলি বলছেন না। যাদের হোমিওপ্যাথিতে গ্রহণযোগ্যতা আছে তাদের এ ব্যাপারে কথা বলা উচিৎ। বর্তমান
ব্যাসিলিনাম এবং টিউবারকুলিনাম ঔষধ দুটিকে অনেক লেখকগণ একত্রে আলোচনা করেছেন এবং একই ঔষধ বলেছেন কিন্তু এদের সোর্স যেমন আলাদা তেমনি ব্যবহারিক ক্ষেত্রেও অনেক পার্থক্য দেখা যায়। যেমন-#ব্যাসি-একিউট ক্ষেত্রে। *টিউব-ক্রণিক ক্ষেত্রে। #ব্যাসি-চর্মরোগপ্রবণ হবে। *টিউব-সহজেই ঠান্ডা লাগার প্রবণতা সম্পন্ন হবে। #ব্যাসি-শুষ্কতা থাকবে, ভেজাভাব থাকবেনা। *টিউব-স্রাব নির্গত হবে, ভেজা ভাব থাকবে, অধিক পরিমাণে গয়ের থাকবে। #ব্যাসি- নিঃশ্বাস বন্ধ
Theory of Homoeopathy Action & amp; Duration. (ঔষধের সেবন বিধি তত্ত্ব) Q (মাদার টিংচার) থেকে CM পর্যন্ত শক্তির ঔষধ ব্যবহারঃ ———————————————————– Q (এক দিন)=২ ঘন্টা পরপর ১০ ফোঁটা করে। 3x (২ দিন)=৩ ঘন্টা পরপর ১০ ফোঁটা করে। 3০x (৩ দিন)= ৪ ঘন্টা পরপর ৫ ফোঁটা করে। 2০০x (৫ দিন)= ৬ ঘন্টা পরপর ৫ ফোঁটা করে।
হোমিওপ্যাথি চিকিৎসার উপরে অনেকেরই অগাধ আস্থা থাকে। অনেকে রীতিমতো উপকারও পান হোমিওপ্যাথিক চিকিৎসায়। কিন্তু ওষুধ খাওয়ার কিছু নিয়ম রয়েছে, যা না মানলে রোগের হাত থেকে মুক্তি মিলবে না। কী রকম নিয়ম? আসুন, জেনে নেওয়া যাক— ? হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার ১০ মিনিট আগে বা পরে কিছু খাবেন না। ? হোমিওপ্যাথিক ওষুধ যতদিন খাবেন ততদিন কোনও রকম