Arsenicum Album (আর্সেনিকাম অ্যালবাম): ডা.আহমেদ ফারুকী

Arsenicum Album (আর্সেনিকাম এল্বাম)
১: সমনাম: সাদা অর্সেনিক, এসিডাম আর্সেনিকাম, অর্সেনিয়াম এসিড, অর্সেনিক ট্রাই অক্সাইড।
২: উৎস: খনিজ।
৩: প্রুভার: ডা. স্যামুয়েল হ্যানিম্যান, ডা. হেরিং, ডা. ব্ল্যাক, ডা. রথ।
৪: ক্রিয়াস্থল : কিডনি, রক্ত, হৃদপি-, রক্ত সঞ্চালন, যকৃত, ফুসফুস, স্নায়ু, শ্লৈষ্মিক ঝিল্লি, মেমব্রেন।
৫: ঔষধের নিজস্ব কথা:
১ম কথা: নিদারুণ দুর্বলতা, অস্থিরতা ও মৃত্যুভয়।
২য় কথা: মধ্যদিবা বা মধ্যরাতে বৃদ্ধি কিংবা মধ্যদিবা এবং মধ্যরাতে বৃদ্ধি।
৩য় কথা: প্রবল পিপাসা সত্ত্বেও ক্ষণে ক্ষণে স্বল্প পানি পান এবং পানি পান মাত্রই বমি।
৪র্থ কথা: জ্বালা ও দুর্গন্ধ।
৬: মানসিক লক্ষণ:
চরিত্র: সান্তনায় বৃদ্ধি, ধনলিপ্সা-(৩), লোভী-(৩), কটুভাষী, লাজুক, অসন্তুষ্ট, সন্দেহযুক্ত-(৩), অভিসম্পাত দেয়, হিংসুক, বোকার ন্যায় ব্যবহার, ছুড়ে ফেলে জিনিসপত্র, ছিদ্রান্বেষী (৩), প্রতিবাদ সহ্য করতে পারে না, ঘৃণাপরায়ণ, খুঁতখুঁতে-(৩), অপরের মুখে থুতু দেয়। চমকে ওঠা: ঘুমের মধ্যে। ভ্রান্ত বিশ্বাস: ভুলে যায়। কথা: অসংলগ্ন, বিড়বিড় করে। ক্রন্দন: ঘুমের মধ্যে। ভয়: সাপের, মৃত্যুর, ভূতের। ইচ্ছা: হত্যা করার, চুরি করার, দংশন প্রবৃত্তি-(৩) বিরূপ ভাব: স্ত্রীর প্রতি।
৭: জিহ্বার লক্ষণ:
১ম গ্রেড: সাদা, বাদামি, লাল, কিনারাদ্বয় লাল, প্রান্ত লাল, শুষ্কতা, খাঁজপড়া, ফাটলযুক্ত।
২য় গ্রেড: কালো, স্ফীতি, জিহ্বাকণ্টক খাড়া হয়ে থাকে, মসৃণ চকচকে বার্নিস করার ন্যায়, চিকন, ম্যাপের মতো তালি তালি।
৩য় গ্রেড: হলদে, মূলদেশ হলদে, কম্পন, পুরু অনুভূতি।
৮: পার্শ্ব:
১ম গ্রেড: ডানে, বামে।
৩য় গ্রেড: একপাশে, ডানের পর বামে, বামের পর ডানে।
৯: গঠন:
১ম গ্রেড: শীর্ণতা, শিশুদের শীর্ণতা।
২য় গ্রেড: মেদ প্রবণতা।
১০: মল:
১ম গ্রেড: ভুক্তদ্রব্যযুক্ত, দুর্গন্ধ।
২য় গ্রেড: কঠিন শ্লেষ্মাযুক্ত বা পিচ্ছিল, নিষ্ফল মলবেগ ও কুন্থন।
৩য় গ্রেড: গুটি গুটি, বৃহৎ।
১১: মূত্র:
জ্বালা: মূত্র ত্যাগকালে। বর্ণ: হালকা হলুদ। গন্ধ: দুর্গন্ধ। তলানি: শ্লেষ্মা।
১২: শয়ন ও নিদ্রা:
১ম গ্রেড: নিদ্রাহীনতা, ঘুম ঘুম ভাব।
২য় গ্রেড: গভীর নিদ্রা, অতৃপ্তিকর নিদ্রা, বসে বসে ঘুমায়।
৩য় গ্রেড: উপুড় হয়ে, মাথার নীচে হাত রেখে ঘুমায়, চিৎ হয়ে, কুকুরর ন্যায় কুণ্ডলী হয়ে।
১৩: স্বপ্ন:
১ম গ্রেড: দুর্ঘটনা সম্বন্ধে, উৎকণ্ঠাকর, মৃতব্যক্তি, কষ্টকর অবস্থা, ভীতিকর।
২য় গ্রেড: বিপদ, বিব্রত হওয়ার, অগ্নির, দুর্ভাগ্যের, বিষাদময়, ঝড়ের, বজ্রের সহিত ঝড়ের, বিরক্তি উৎপাদক, পানির।
৩য় গ্রেড: প্রণয় সম্পর্কিত, কালো মূর্তি, বিড়াল, জাগ্রত হওয়ার পর নিদ্রা গেলে পূর্ববর্তী স্বপ্নই অপ্রতিহতভাবে চলতে থাকে, অন্ধকারের, মৃত্যু, কঠিন পরিশ্রম করার, অবাস্তব ভয়ঙ্কর দুঃস্বপ্নের, সুখকর, কেউ ভয় দেখাচ্ছে, সুস্পষ্ট বা সজীব, পানি হতে বিপদের।
একক লক্ষণ: কালো ভূত-প্রেতের, কালো পানির।
১৪: ঘর্ম:
১ম গ্রেড: প্রভূত ঘর্ম, ঠাণ্ডা ঘর্ম, ঘর্মে বৃদ্ধি।
৩য় গ্রেড: আক্রান্ত অঙ্গে।
১৫: স্নানে:
২য় গ্রেড: আক্রান্ত অঙ্গে জলে উপশম।
৩য় গ্রেড: উপশম।
১৬: কাতরতা:
১ম গ্রেড: শীতকাতর।
১৭: পিপাসা:
প্রকৃতি: পিপাসা-(৩), জ্বালাকর,তীব্র-(২), অত্যধিক-(৩), অদম্য-(৩)। শীতাবস্থার : পূর্বে-(৩), সময়-(১), পরে-(৩) জ্বর: জ্বরের সময়-(৩)
ঘর্ম: ঘর্মের সময়-(৩)
পরিমাণ: বেশী করে-(৩), বেশী করে পুনঃপুন-(১), অল্প অল্প করে-(৩), বার বার অল্প অল্প-(৩)
পিপাসাহীনতা: পিপাসাহীনতা-(২), জ্বরের সময়-(২)
১৮: ক্ষুধা:
১ম গ্রেড: বর্ধিত, অভাব
২য় গ্রেড: খাদ্যে অনীহা ক্ষুধা থাকা সত্ত্বেও
৩য় গ্রেড: সামান্য আহারেই পরিতৃপ্তি।
একক লক্ষণ: শীতাবস্থার পর ক্ষুধার বৃদ্ধি।
১৯: ইচ্ছা:
১ম গ্রেড: মিষ্টি, গরম খাবার, গরম পানীয়।
২য় গ্রেড: দুধ, টক, কফি, রুটি, ঠাণ্ডা খাবার।
৩য় গ্রেড: ঝাল জিনিস, চর্বি, ফল, গরম স্যুপ, তরল খাবার, শাক-সব্জি
২০: অনিচ্ছা:
১ম গ্রেড: ফল
২য় গ্রেড: মাংস, মিষ্টি, চর্বি
৩য় গ্রেড: দুধ
২১: অসহ্য খাদ্য
১ম গ্রেড: ঠাণ্ডা খাবারে, ফল, তরল খাবার, খারাপ মাংস।
২য় গ্রেড: মাখন, পুরাতন পনির, চর্বি, বরফ জমানো খাদ্য, মাংস, দুধ, টক খাদ্য।
৩য় গ্রেড: সীম ও মটরে, কফি পানে, বিয়ার, বাঁধাকপি, পচা মাছ, বায়ু উৎপন্ন করে এমন খাদ্য, মধু, মাংস রান্নার গন্ধে, চা, শাক-সবজি, মিষ্টি।
২২: উপযুক্ত খাদ্য:
২য় গ্রেড: দুধ,
৩য় গ্রেড: ঠাণ্ডা পানীয়ে, কফি পানে।
২৩: মায়াজম:
সোরিক (++), সিফিলিটিক (++), সাইকোটিক (++), টিউবারকুলার (+++)
২৪: হ্রাস-বৃদ্ধি:
বৃদ্ধি: আক্রান্ত পার্শ্বে শয়ন করলে, বেলা ১ হতে ২টার মধ্যে, রাতে দ্বিতীয় প্রহরের পর, ঠাণ্ডায় এবং শীতল বস্তু পানাহারে।
উপশম: উত্তাপে।
২৫: অনুপূরক: All-s. Carb-v. Natr-s. Phos. Pyrog. Thuj.
২৬: পরবর্তী ঔষধ: Aran. Arn. Apis. Bell. Ac. fluor. Bar-c. Cact. Calc-ph. Cham. Chin. Cic. Ferr. Hep. Iod. Ipec. Kali-b. Lach. Lyc. Merc. Ntr-s. Nux. Hpos. Ran-sc. Sulph. Thuja. Verat.
২৭: শত্রুভাবাপন্ন: –
২৮: প্রতিষেধক:
Chin. Sul. Camph. Carb-c. Chin. Euph. Ferr. Graph. Hep. Iod. Ipec. Kali-b. Merc. Nux. Nux-m. Op. Samb. Sulph. Tabac. Verat.
২৯: ক্রিয়াকাল : ৬০-৯০ দিন.