Uranium Nitric (ইউরেনিয়াম নাইট্রিক)
Uranium Nitric (ইউরেনিয়াম নাইট্রিক):
#নিজস্বকথা:
(১) ডায়াবেটিস মেলিটাস, শর্করাযুক্ত বহুমুত্রজনিত পিপাসা ও ক্ষুধা, শরীর শুকাইয়া যাওয়া।
(২) ধ্বজভঙ্গ, ঋতুরোধ।
(৩) পেটের মধ্যে অতিরিক্ত বায়ু, উদগার।
(৪) শোথ, উদরী, নেফ্রাইটিস ও উচ্চরক্তচাপ।
# চরিত্রগত লক্ষণ:
১. শর্করাযুক্ত বহুমূত্র, ক্ষত, পাকস্থলীতে ও ডিউডেনামে ক্ষত, সম্পূর্ন ধ্বজভংগ, গর্ভাবস্থায় পোয়াতির বহুমূত্র, শোথ|
২. দিন অপেক্ষা রাত্রিতে অনেকবার বহু পরিমানে প্রস্রাব হয়|
৩. অত্যন্ত ক্ষুধা, অত্যন্ত পিপাসা, রোগী বেশ খায় দায় অথচ দিন দিন শীর্ণ হইতে থাকে|
৪. প্রস্রাবের রং দুধের ন্যায়, কখনও বা ঈষৎ হলুদ বর্ণের এবং আমিষ গন্ধ বিশিষ্ট|
৫. পেটে বায়ু জমে, পেট ফাঁপা কিন্তু লাইকোপোডিয়াম থেকে অল্প|
৬. পাকস্থলীর ক্ষতে অত্যধিক জ্বালা। পাকস্থলীতে ক্ষতজনিত রক্ত মিশ্রিত শ্লেষ্মা এবং কফির তলানির ন্যায় পানি বমি, সেই সংগে ডিউডেনামে বেদনা ও স্পর্শকাতরতা।
৭. বহুমূত্র রোগীর স্বভাব বড়ই খিটখিটে, শয্যা হতে উঠিতে অত্যন্ত ক্লান্তি বোধ। চট করে রেগে যায়।
৮. গায়ে জ্বালা, বমন, পেটে বেদনা।
৯. সম্পূর্ন ধবজংগ, তৎসহ স্বপড়বদোষ, লিঙ্গ শিথিল, ঠান্ডা ও ঘর্মাক্ত।
১০. দিবারাত্র প্রচুর প্রস্রাব। মূত্রদ্বারে জ্বালা অনুভব করে ও অত্যন্ত টক গন্ধযুক্ত মূত্র। প্রস্রাবের বেগ ধারন করিতে পারে না, মূত্রবেগ ধারণ করলে ব্যথা।
১১. বমিভাব, বমি।
১২. ইহার সাময়িক লক্ষণ-অত্যন্ত শীর্ণতা, অবসাদ, উদরী ও সর্বাঙ্গীণ শোথ।
১৩. পিঠব্যথা ও বিলম্বিত ঋতুস্রাব।
১৪. শ্লৈষ্মিক ঝিল্লী ও ত্বকের শুষ্কতা।