Sulphur (সালফার): গুরুত্বপূর্ণ রুব্রিকসহ

সালফার (Sulphur)
DHMS (3rd year).
♣ সমনামঃ ব্রাইমস্টোন, ফ্লাওয়ার সালফার।
♣ মায়াজমঃ সোরিক, সাইকোটিক, সিফিলিটিক, টিউবারকুলার।
♣ সাইডঃ ডানপাশ, বামপাশ, ওপরে বামপাশ নিচে ডানপাশ, ডানপাশ হতে বামপাশ
♣ কাতরতাঃ শীতকাতর, গরমকাতর।
♣ উপযোগিতাঃ খর্বতা, শীর্ণতা, কৃশ/ শুকনো ব্যক্তি, স্তনদুগ্ধপায়ী শিশু, মেদ প্রবণতা, মোটা, রক্তপ্রধান ধাতু বিশিষ্ট ব্যক্তি। প্রতিক্রিয়ার অভাব, সামনে ঝোঁকা, কুঁজো হয়ে চলা, গোসলে ভীতি, শ্লেষ্মাক্ষরণ বর্ধিত। শিরা-উপশিরায় অতিরিক্ত রক্তসঞ্চয় বিশেষতঃ যকৃতের শিরাতে, এরূপ লোকদের অসুখে উপযোগী।
♣ ক্রিয়াস্থলঃ রক্ত সঞ্চালন ভেনাস, পোর্টেল, উদর, পরিপোষণ যন্ত্রসমূহ, মিউকাস মেমব্রেনস, সেরাস, রেকটাম, বুক, চামড়া, চর্মগ্রন্থি, মাথার তালু, সন্ধি, গ্রন্থিগুলো, স্নায়ুমন্ডলী, শ্বাসযন্ত্র।
♣ বৈশিষ্ট্যঃ সালফারের কাজ কেন্দ্র ত্যাগী, ভেতর থেকে বাইরের দিকে; চামড়ার সাথে বিশেষ সম্বন্ধ থাকায়, এটি চামড়ায় গরম, জ্বালা, তার সাথে চুলকানি উৎপন্ন করে, ঐ জ্বালা বিছানার গরমে বেড়ে যায়।
♣ সারসংক্ষেপঃ প্রতিক্রিয়ার অভাব, খর্বতা, শীর্ণতা, কুঁজো হয়ে চলা, গোসলে ভীতি ও রক্তপ্রধান ধাতু বিশিষ্ট। অপরিষ্কার-অপরিচ্ছন্নতা, দুর্গন্ধ, দেহের রন্ধ্রগুলো লালবর্ণ। উৎকন্ঠা, অহমিকা, ছিদ্রাম্বেষী, সমালোচনাপ্রবণ, খিটখিটে, ঔদাসীনতা, আলস্য, ঝগড়াটে, ধর্মানুরাগ, অস্হিরতা, ভীরু, ব্যস্তবাগীশ, ভ্রান্ত বিশ্বাস, ভ্রান্ত দর্শন, চমকে ওঠে ও কাঁদে। সকালে, বিকেলে, সন্ধ্যায় ও সূর্যাস্তের পর নিদ্রালুতার সাথে অনিদ্রা। ব্রম্মতাল, হাতের তালু ও পায়ের তলায় উত্তাপ ও জ্বালা।
♣ < বৃদ্ধিঃ প্রাতে, প্রাত ১১টায়, পূর্বাহ্নে, সন্ধাকালে, রাতে, গোসলে, দৈহিক পরিশ্রমে, দুধে, ঋতুস্রাবের আগে ও সময়ে, দাঁড়ালে, গরম ঘরে, আহারের আগে, সময়ে ও পরে বাড়ে।
♣ > হ্রাসঃ খোলা বাতাসে, পোশাক ঢিলা করে দিলে, সঞ্চালনে, হাঁটলে ও ঠান্ডা লাগালে কমে।
= উপরোক্ত লক্ষণ সাদৃশ্যে যে কোন রোগেই আমরা সালফার প্রয়োগ করতে পারবো।

গুরুত্বপূর্ণ কয়েকটি রুব্রিকঃ (ক্যান্ট রেপার্টরী অনুযায়ী)
১) ক্রোধ (Anger) ঃ-খিটখিটে ভাব- অ্যাকোন, অ্যানাকা,আর্স, অরাম, ব্রায়ো, ক্যামো, ইগ্নে ক্যালি-কা,ক্যালি-সাল, লাইকো, ন্যাট্র-মি, নাই-অ্যামি,নাক্স-ভ, পেট্রো,সিপি,স্ট্যাফি, সালফ।
২) উত্তর দেয়: অস্বীকার করে- A= ফস, সালফ।
৩) ছিদ্রাম্বেষী (Censorious )/দোষদর্শী/সমালোচনাপ্রবণ (Critical)/দোষ ধরার প্রবৃত্তিযুক্ত (Faultfinding) A= আর্স, সালফ। B= আর্নি, ব্যারা-কা, কস্টি, ইপি, ল্যাকে, লাইকো, মেজের, নাক্স-ভ, প্ল্যাটি, সিপি, ভিরেট।
৪) ভ্রান্তবিশ্বাস (Delusions)/ বিকৃত বুদ্ধি (Crazy)/ ধারণা বদলায় না (Fixed notions): A- আর্জ-নাই, বেল, ক্যানা-ই, ককুল, হায়োস, ইগ্নে, ল্যাকে, পেট্রো, ফস-এসিড, স্যাবাডি, স্ট্র্যামো, সালফ।
৫) ভ্রান্ত দর্শন, কল্পনা করে- A= ক্যানা-ই, হায়োস, ইগ্নে, ল্যাকে, স্ট্র্যামো, সালফ।
৬) তাড়াতাড়ি করে ( Hurry) : A- লিলি-টি, মেডো, মার্ক, ন্যাট্র-মি, সালফ, সাল-অ্যাসি, ট্যারেন্টু।
৭) উত্তেজনাপ্রবণতা (Irritability) – A= অ্যাকোন, অ্যালু, অ্যান্টি-ক্রু, অ্যাপিস, অরাম, বেল, বোভি, ব্রায়ো, ক্যাল্ক, কার্বো-সাল, কস্টি, ক্যামো, গ্র্যাফ, হিপার, ক্যালি-কা, ক্যালি-আই, ক্যালি-সাল, লিলি-টি, লাইকো, ন্যাট্র-কা, ন্যাট্র-মি, নাই-অ্যাসি, নাক্স-ভ, পেট্রো, ফস-অ্যাসি, ফস, প্ল্যাট, পালস, র্যানান-বা, রাস, সিপি, সাইলি, স্ট্যাফি, স্ট্রিকনি, সালফ, সাল-অ্যাসি, থুজা, ভিরেট-ভি, জিঙ্ক।
৮) মানসিক অবসাদ ( Prostration of mind/প্রোসট্রেইশন অপ মাইন্ড) / মানসিক শ্রম, সহ্য করতে পারে না ( Mental effort, inability to sustain) – A- আর্জ-মে, অরাম, কোনি, কুপ্রা, ফেরা-পিক্রি, ক্যালি-ফস, ল্যাকে, লাইকো, ন্যাট্র-কা, ন্যাট্র-ফস, নাই-অ্যাসি, নাক্স-ভ, ফস-এসিড, ফস, পিক্রি-অ্যাসি, সিপি, সাইলি, সালফ।
৯) কলহপ্রিয় (Quarrelsome) – A= অরাম, ইগ্নে, নাক্স-ভ, পেট্রো, সালফ, ট্যারেন্টু।
১০) ধর্মানুরাগ (Religious affection)- A= হায়োস, ল্যাকে, লিলি-টা, সালফ, ভিরেট, জিঙ্ক। B= আর্জ-নাই, আর্স, অরাম, বেল, ক্যাল্ক, কার্বো-ভে, ক্যামো, চেলিডো, গ্র্যাফ, ইগ্নে, ক্যালি-ফস, লাইকো, মেডো, মেজের, প্ল্যাটি, সোরিন, পালস, সিপি, স্ট্র্যামো।
১১) অস্হিরতা, স্নায়বিকতা (Restlessness, nervousness) /অস্হির (Fidgety) – অ্যাকোন, অ্যানাকা,আর্জ-নাই,আর্স,আর্স-আই,ব্যাপটি,বেল,ক্যাল্ক,ক্যাল্ক -ফস,ক্যাম্ফ,সিমিসি,সাইকু, কলো, কুপ্রা, কুপ্রা-আর্স,ফেরাম, ফেরা-আর্স, হায়োস, লাইকো, মার্ক, প্লাম্বা, পালস, রাস, সিকেলি,সিফি, সাইলি,স্ট্যাফি, স্ট্র্যামো, সালফ,ট্যারেন্টু,জিঙ্ক ।
১২) প্রাতে (Morning) বাড়ে- A= অ্যাগারি, অ্যামন-মি, আর্জ-মে, আর্স-আই, অরাম, ব্রায়ো, ক্যাল্ক, ক্যাল্ক-ফ্লু, কার্বো-অ্যানি, কার্বো-সাল, কার্বো-ভে, ক্যামো, চেলিডো, সিনা, ক্রোকা, ক্যালি-বাই, ক্যালি-নাই, ল্যাকে, ন্যাট-আর্স, ন্যাট্র-মি, নাই-অ্যাসি, নাক্স-ভ, ওনোস, পেট্রো, ফস-অ্যাসি, ফস, পালস, রডো, রাস, রোমেক্স, সিপি, স্পাইজে, স্কুই, সালফ, ভ্যালের।
১৩) রাতে (Night) বাড়ে- A= অ্যাকোন, আর্জ-নাই, আর্নি, আর্স, আর্স-আই, ক্যাল্ক, ক্যাল্ক-আই, ক্যাল্ক-ফস, ক্যাল্ক-সাল, কার্বো-অ্যানি, কার্বো-সাল, ক্যামো, চায়না, সিন্নাবে, কফি, কলচি, কোনি, সাইক্লে, ডালকা, ফেরাম, ফেরা-আর্স, ফেরা-আই, গ্র্যাফ, হিপার, হায়োস, আয়োড, ইপি, ক্যালি-আর্স, ক্যালি-বাই, ক্যালি-কা, ক্যালি-আই, ল্যাকে, লিলি-টা, ম্যাগ-কা, ম্যাগ-মি, ম্যাঙ্গে, মার্ক, নাই-অ্যাসি, ফস, প্লাম্বা, সোরিন, পালস, রাস,রোমেক্স, সিপি, সাইলি, স্ট্রনসি, সালফ, ট্যালু, জিঙ্ক ।
১৪) গোসলে (Bathing) ভীতি- A= অ্যামন-কা, অ্যান্টি-ক্রু, ক্লিমে, সোরিন, রাস, সিপি, স্পাইজে, স্পাইজে, সালফ।
১৫) মুক্তবাতাসে বাড়ে ( in open air agg.)- A= আর্স, ক্যাল্ক, ম্যাগ-ফস, নাক্স-ভ, স্পাইজে, সালফ। B= বেল, ব্রায়ো, ক্যাম্ফ, কার্বো-অ্যাসি, কার্বো-অ্যানি, কার্বো-ভে, চেলিডো, সিনা, কফি, কলচি, কোনি, ইউফ্রে, মার্ক, স্ট্র্যামো, ভায়ো-ট্রা।
১৬) আবরণে বাড়ে ( wraps agg.)- A= অ্যাপিস, লাইকো, পালস, সিকেলি, সালফ।