Iris Vers (আইরিস ভার্স)
Iris Vers (আইরিস ভার্স)
#নিজস্বকথা:
১। স্থান পরিবর্তনশীল বেদনা। বামদিকের সাইটিকা।
২। গল গ্রন্থি, পাচক গ্রন্থি, লালা গ্রন্থি, অন্ত্র গ্রন্থি এবং পাকাশয়, শ্লৈষ্মিক ঝিল্লি বিশেষঃ ভাবে আক্রান্তহয়।
৩। কোষ্ঠকাঠিন্য, সমগ্র অন্ননালীতে জ্বালা।
৪। আধকপালে শিরঃপীড়া এবং কলেরা জাতীয় উদরাময়।
#মূলকথাঃ
১। ছুটির দিনে মাথা ব্যথা, যকৃৎ ও পাকস্থলীর বিকৃতির জন্য মাথাব্যথা।
২। তৈলাক্ত নাসিকা ও মুখে চর্বির স্বাদ ও চটচটে লালা।
৩। মলদ্বার হতে গলা পর্যন্ত জ্বলে।
৪। টক, পিত্ত ও রক্তমিশ্রিত ঝাঝাল বমি।
৫। মুখে লালার মত প্রচুর থুথু উঠে।
# চরিত্রগত লক্ষণ:
১. বমি হইবার পর গলার মধ্যে জ্বালা এবং মলত্যাগের পর মলদ্বারে জ্বালা।
২. সকল স্রাবই অত্যন্ত ক্ষতকর।
৩. জিহবা বরফের মত ঠান্ডা।
৪. বমি অত্যন্ত টক,গলনলী জ্বলিয়া যায়।
৫. গতিশীল বেদনা, ডানদিক হইতে বামদিকে ধাবিত হয়।
৬. মুখ ও গলার ভিতর আগুনের পোড়ার মত জ্বালা যন্ত্রনা।
৭. ভোর ২/৩টায়, অধিক চলা ফেরায় (মাথা ধরা), গরম ঘরে, সন্ধ্যায়, রাত্রে, বিশ্রামে, ঠান্ডা বাতাসে বৃদ্ধি।
৮. কলিক-বায়ু নি:সরণে, সামান্য নড়াচড়ায় (মাথাধরা), সামনে ঝুঁকিলে, খোলাবাতাসে (মাথাধরা) উপশম।
৯. আহারীয় বস্তু সমস্তই অম্লে পরিণত হয়।
১০. উদরাময়, রক্তামাশয় ইত্যাদি প্রত্যেক শরৎ ও বসন্তকালে এবং পেটের পীড়া ও অ¤ø শুলানি প্রত্যহ রাত্রি ২/৩টায় আবির্ভূত হয়।
১১. মুখ হইতে অনবরত লালাস্রাব, ঘন আঠার মত পদার্থ বমন, উহা দড়ির মত ঝুলিতে থাকে।
১২. গলা হতে মলদ্বার পর্যন্ত জ্বালা।
১৩. বমি, মিউকাস, তাহা দড়ির মত ঝুলিতে থাকে।
১৪. বমি টক বা তেঁতো বা মিষ্টি
১৫. আধ কপালে মাথা ধরা, মাথা ধরার আরম্ভে চোখে কিছুই দেখিতে পায় না।
১৬. আঙ্গুঁলহাড়া, উদরাময়, কলেরা, আধকপালে মাথা ব্যথা, ষ্টমাটাইটিস, লিভারের পীড়া, নিদ্রা, পিত্তের স্রাব বৃদ্ধি।
১৭. বর্জনীয় খাবার : ফল, দুধ।