HBS Agtive (এইচবিএস এজটিভ)

HBS Agtive (এইচবিএস এজটিভ):
# চরিত্রগত লক্ষণ:
(১) মাথায় যন্ত্রণা, ঘুমের পর হঠাৎ রোগলক্ষণ প্রকাশ হয়।
(২) ক্ষুধা মন্দা এবং বমি বমি ভাব বা বমি হয়ে থাকে।
(৩) পেটে ব্যথা এবং সেই সাথে জ্বর হয়।
(৪) প্রস্রাব গাঢ় বা প্রস্রাবের রং হলুদ হয়।
(৫) মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে ব্যথা হয়।
(৬) আক্রান্ত ব্যক্তি সবসময় অস্বস্তি অনুভব করে।
(৭) গায়ের চামরার উজ্জলতা নষ্ট হয়ে যায়।