Chelidonium (চেলিডোনিয়াম): গুরুত্বপূর্ণ রুব্রিকসহ

Chelidonium (চেলিডোনিয়াম)।
DHMS (1st year).
♣ সমনামঃ সিনালডাইন টেটার ওর্ট, ক্যালেন্ডাইন, চিলাডাইন।
♣ উৎসঃ উদ্ভজ জার্মানি ও ফ্রান্সের আফিম জাতীয় বার্ষিক গাছড়া হতে প্রস্তুত।
♣ মায়াজমঃ সোরিক।
♣ সাইডঃ ডানপাশ, বামপাশ, ওপরে বামপাশ নিচে ডানপাশ, ডানপাশ হতে বামপাশ।
♣ কাতরতাঃ শীতকাতর।
♣ উপযোগিতাঃ জৈব উত্তাপের অভাব। ফর্সা রঙ, সুন্দর দেখতে, রোগা, পাতলা, খিটখিটে যারা যকৃৎ, পাকাশয় ও অন্ত্রের বিভিন্ন অসুখে ভোগে (পডো), সব বয়সের মেয়ে পুরুষের, সব রকম ধাতুর লোকদের পক্ষে উপযোগী । অন্যমনষ্ক, বিমর্ষ, আলস্য, হতাশ ও ক্রন্দনশীল রোগী।
♣ ক্রিয়াস্থলঃ পোট্যার সিস্টেম উদর ফুসফুস, মিউকাস মেমব্রেনগুলো, অন্ত্রমণ্ডলী, পাকাশয়, উদর, যকৃত, মাথার পেছন ভাগ, কিডনি, হাঁটু ।
♣ বৈশিষ্ট্যঃ ০১. সদাই ডান কাঁধের নিচে, ভেতরের দিকে একটি মন্দা অর্থাৎ অতীক্ষ্ণ ব্যথা- এর প্রধান লক্ষণ। ০২. রোগী অতিশয় গরমে পানীয় পছন্দ করে। ০৩. শূলব্যথার সময় কিছু খেলে এর সাময়িক উপশম হয়। ০৪. ব্যথার সময় রোগী পাগুলো গুটিয়ে বাম পাশে শুয়ে থাকে এবং চুপ করে থাকে, কেননা নড়াচড়ায় বাড়ে । ০৫. স্পর্শে বাড়ে এবং ভোজনে ও উদ্গারে উপশম ।
♣ সারসংক্ষেপঃ ফর্সা রঙ, সুন্দর দেখতে, রোগা, পাতলা, খিটখিটে যারা যকৃৎ, পাকাশয় ও অন্ত্রের বিভিন্ন অসুখে ভোগে। সদাই ডান কাঁধের নিচে, ভেতরের দিকে একটি মন্দা অর্থাৎ অতীক্ষ্ণ ব্যথা। প্রাতে, অপরাহ্ন ৪টা হতে রাত্রি ১০ টা, সঞ্চালনে, চাপপ্রয়োগে, কাশি ও স্পর্শে বাড়ে। গরম পানাহারে ও উদ্গারে জাগরণে, পেছন দিকে বাঁকালে, বিশ্রামে কমে। আলস্য, মানসিক কাজে বিতৃষ্ণা, প্রলাপ, ভ্রান্ত বিশ্বাস, উৎকণ্ঠা, বিষণ্ন, হতাশ, ক্রন্দনপরায়ণও স্মৃতিশক্তির দুর্বলতা। যকৃত বা যকৃতাঞ্চলের যে কোনো সমস্যার সাথে স্নায়বিক ব্যথা । ব্যথার সময় রোগী পাগুলো গুটিয়ে বাম পাশে শুয়ে থাকে এবং চুপ করে থাকে। গরম পানীয় পছন্দ করে। মলমূত্র ও অঙ্গাদি হলুদ বর্ণ এবং তেতো আস্বাদ।
♣ ক্রম ও সহচরঃ ১. জনডিস রোগে আচ্ছন্ন ঘুম বা অজ্ঞান হয়ে যাওয়া। ২. নাভিদেশে ব্যথা আড়াআড়িভাবে সারা পেট পর্যন্ত বিস্তৃত হয়। ৩. পেটে হাইপোকন্ড্রিয়া অঞ্চলের যে কোনো লক্ষণাবলির আহারকালে উপশম হয় । ৪. যকৃত ও যকৃতাঞ্চলের যে কোনো সমস্যা গর্ভাবস্হায় বেড়ে যায়।
< বৃদ্ধিঃ প্রাতে, পূর্বাহ্নে, অপরাহ্নে, অপরাহ্ন ৪টায়, অপরাহ্ন ৪টা হতে রাত্রি ১০টা, মধ্য রাতের আগে, মধ্য রাতের পরে, রাত ৪টা, খোলা বাতাসে, মদ জাতীয় উত্তেজক পদার্থে, অবস্হান পরিবর্তনে, আবহাওয়া পরিবর্তনে, ঠাণ্ডা হতে গরম পড়লে, আহারের আগে, আহারের পরে, দৈহিক পরিশ্রমে, খাদ্য: বিয়ার মদে, শীতল পানীয়ে, দুধে, সঞ্চালনে, জাগরণে,চাপপ্রয়োগে, নিচে বসতে গেলে, ঘুমের সময়ে, ঘুমের পর, স্পর্শে প্রকোপ, ঘুম থেকে জাগরণে, হাঁটলে, মুক্ত বাতাসে, ডানদিকে, নাড়াচড়ায়, আবহাওয়া পরিবর্তনে, কাশি, স্পর্শে, গরমে ও গরম প্রয়োগে, গরম ঘরে।
> হ্রাসঃ সন্ধ্যাকালে, খোলা বাতাসে, গোসলে, আক্রান্ত অঙ্গে পানি দিলে, আহারের পরে, খাদ্য: গরম দুধে, গরম পানীয়ে, ওপুড় হয়ে শুলে, জাগরণে, চাপে, মদে, গরম খাদ্যে, দুপুরের খাবার পর, চাপে, পেছন দিকে বাঁকালে, আক্রান্ত অংশ ঘর্ণণে, বিশ্রামে।
♣ কারণঃ আবহাওয়া পরিবর্তনের জন্য, যকৃত পীড়ার ইতিহাস থাকলে।
♣ ইচ্ছাঃ গরম পানীয়, দুধ, গরম খাবার।
♣ ক্রিয়ানাশকঃ অ্যাকোন, ক্যাম্ফ (টেস্টি), ক্যামো, কফি, ভাইনাম, অ্যাসিড, সুরা।
♣ এটি ক্রিয়ানাশকঃ ব্রায়ো।
♣ প্রয়োগঃ অম্ল, মদ এবং কফি চেলিডোনিয়ামের ক্রিয়া সীমাবদ্ধ করে দেয় । -ডা. এইচ.সি.মরো।
= উপরোক্ত লক্ষণ সাদৃশ্যে যে কোন রোগেই আমরা চেলিডোনিয়াম প্রয়োগ করতে পারবো।
গুরুত্বপূর্ণ কয়েকটি রুব্রিকঃ (ক্যান্ট রেপার্টরী অনুযায়ী)
১) উৎকণ্ঠা: বিবেক দংশনে- A= অ্যালু, আর্স, অরাম, চেলিডো, ডিজি, সোরিন।
২) প্রলাপ (Delirium) – A= অ্যাগারি, আর্স, অরাম-ট্রি, বেল, ব্রায়ো, ক্যানা-ই, চেলিডো, হায়োস, ল্যাকে, লাইকো, নাই-অ্যাসি, ওপি, রাস, সিকেলি, স্ট্র্যামো।
৩) আলস্য, কাজ-কর্মে অনিচ্ছা (Indolence, aversion to work )/ উচ্চাকাঙ্ক্ষা (Ambition) লুপ্ত- A= কার্বো-সাল, চেলিডো, চায়না, গ্র্যাফ, ল্যাকে, ন্যাট্র-মি, নাই-অ্যাসি, নাক্স-ভ, সিপি, সালফ।
৪) কাজ, মানসিক কাজে বিতৃষ্ণা (Work aversion to mental)- A= অ্যালোজ, ব্যাপটি চেলিডো, চায়না, ল্যাসি, নাক্স-ভ ফস।
৫) প্রাতে (Morning) বাড়ে- A= অ্যাগারি, অ্যামন-মি, আর্জ-মে, আর্স-আই, অরাম, ব্রায়ো, ক্যাল্ক, ক্যাল্ক-ফ্লু, কার্বো-অ্যানি, কার্বো-সাল, কার্বো-ভে, ক্যামো, চেলিডো, সিনা, ক্রোকা, ক্যালি-বাই, ক্যালি-নাই, ল্যাকে, ন্যাট-আর্স, ন্যাট্র-মি, নাই-অ্যাসি, নাক্স-ভ, ওনোস, পেট্রো, ফস-অ্যাসি, ফস, পালস, রডো, রাস, রোমেক্স, সিপি, স্পাইজে, স্কুই, সালফ, ভ্যালের ।
৬) অপরাহ্নে (Afternoon) বাড়ে- A= বেল, ক্যালি-নাই, লাইকো, পালস, রাস, সিপি, সাইলি, সিনাপি-না, থুজা, জিঙ্ক। B= অ্যাগারি, অ্যালোজ, অ্যালু, অ্যাম্ব্রা, অ্যান্টি-ক্রু, অ্যামন-মি, অ্যাপিস, আর্জ-মে, আর্জ-নাই, আর্স, অ্যাসাফ, অ্যাসের, ব্যারা-মি, বিসমা, বোভি, ব্রায়ো, ক্যাল্ক-ফ, ক্যান্থা, চেলিডো, সাইকু, সিমিসি, কলো, ডিজি, ডালকা, ইগ্নে, ক্যালি-বাই, লরো, লিডাম, ম্যাঙ্গে, মার্ক, মস্কাস, মিউ-অ্যাসি, ন্যাট্র-মি, নাক্স-ভ , ওলিয়ে, ফস, ফস-অ্যাসি, টিলি, রুমেক্স, স্যাম্বু, সার্সা, সেলি, সেনেগা, স্ট্রিলি, সালফ, টিউক্রি, ভ্যালের, ভায়োলা-ট্রা।
৭) উৎকন্ঠা (Anxiety), সর্বাঙ্গীন, দৈহিক -A= আর্জ-নাই, আর্স,ক্যাম্ফর, ক্যামো, ডিজি, ইপি, নাক্স-ভ, ফস-অ্যাসি, ফস, পালস, সালফ। B= অ্যামিল-নাই, অ্যান্টি-টা, ব্রায়ো, ক্যাল্ক, ক্যান্থা, চেলিডো, চায়না, কফি,কলচি, কুপা, ফেরাম, ফেরা-আর্স, ফেরা-আই, আই, লাইকো, সিকেলি, সিপি, স্ট্যানা, স্ট্যাফি, টিউক্রি, ভিরেট, জিঙ্ক।
৮) গোসলে উপশম- A= অ্যাসের, লিডাম, পালস। B= অ্যামন-মি, অ্যাপিস, চেলিডো, ইউফ্রে, ল্যাক-ক্যান।
৯) আক্রান্ত অঙ্গে পানি দিলে উপশম- A= অ্যাসের, পালস। B= অ্যামন-মি, কস্টি, চেলিডো।
১০) অবস্হান পরিবর্তনে বাড়ে ( Change of position agg.)- A= ক্যাপসি, ইউফরবি, ফেরাম, পালস। B= ব্রায়ো, কার্বো-ভে, চেলিডো, কোনি, ল্যাকে, লাইকো, ফস, স্যাম্বু।
১১.১) আহারের আগে ( Eating, before) – A= আই, লরো, ন্যাট্র-কা, ফস। B= অ্যাম্রা, আর্স, বোভি, ক্যাল্ক, চেলিডো, চায়না, ক্রোকা, ফেরাম, গ্র্যাফ, ইগ্নে, ল্যাকে, ন্যাট্র-ফস, প্লাম্বা, পালস, রাস, স্যাবাডি, স্ট্রনসি, সালফ।
১১.২) আহারের পরে উপশম- A= আই, ন্যাট্র-কা, ফস, ন্যাট-কা, ফস, সিপি, স্পঞ্জি। B= অ্যানাকা, বোভি, ব্রায়ো, ক্যানা-স্যাট, কস্টি, চেলিডো, ফেরাম, গ্র্যাফ, হিপার, ইগ্নে, ক্যালি-কা, লরো, ন্যাট্র-ফস, ওনোস, পালস, স্যাবাডি, ট্রন্সি।
১২) উপবাসকালে ( Fasting, while) – A= ক্যাল্ক, ক্রোকা, আই, ল্যাকে, প্ল্যাটি, প্লাম্বা, র্যানান-বা, সিপি, স্ট্যাফি, ট্যাবে।
১৩.১) খাদ্য : গরম দুধে উপশম- চেলিডো।
১৩.২) খাদ্য: গরম পানীয়ে উপশম- A= আর্স, নাক্স-ভ, রাস। B= অ্যালু, ব্রায়ো, কার্বো-সাল, সিড্রন, চেলিডো, লাইকো, নাক্স-ম, সালফ।
১৪) ) ভারবোধ : অভ্যন্তরীণভাবে- A- অ্যাকোন, অ্যালোজ, বিসমা, ক্যাল্ক, চেলিডো, জেলস, ন্যাট্র-মি, নাক্স-ভ, পেট্রো, ফস, পালস, রাস, সিপি, সাইলি, স্ট্যানা, সালফ।
১৫) সঞ্চলনে বাড়ে (Motion agg.) A= বেল, বিসমা, ব্রায়ো, চেলিডো, চায়না, ককুল, কলচি, কলো, গুয়াই, লিডাম, মার্ক, নাক্স-ভ, র্যানান-বা, স্যাবি, সাইলি, সালফ।
১৬.১) ব্যথা : টেনে ধরার মতো- A= কার্বো-ভে, চেলিডো, কলো, গ্র্যাফ, নাই-অ্যাসি, ভ্যালের।
১৬.২) ব্যথা : চিমটি কাটার মতো, অভ্যন্তরীক- A= আর্স, আর্স-আই, চেলিডো, কলো, গ্র্যাফ, ইগ্নে, লাইকো, ভার্বাস।
১৬.৩) সূঁচফোটানো ব্যথা: অভ্যন্তরীকভাবে- A= অ্যাসাফ, বার্বে, বোরা, ব্রায়ো, ক্যানা-ই, ক্যান্হা, কার্বো-সাল, চেলিডো, চায়না, ক্যালি-কা, ক্যালি-সাল, ল্যাকে, লিডাম, মার্ক, মার্ক-কর, নাই-অ্যাসি, ফস, প্ল্যাটি, পালস, সিপি, সাইলি, স্পাইজে।
১৬.৪) ব্যথা : সূঁচফোটানো : ব্যথা বর্হিমুখী- A= আর্জ-মে, অ্যাসাফ, চেলিডো, চায়না, ককুল, কফি, কলচি, কোনি, মার্ক, প্যালা, ফস-অ্যাসি, স্পাইজে, স্পঞ্জি, স্ট্যানা, সালফ, ভ্যালের।
১৬.৫) ভ্রাম্যমান ব্যথা- A= চেলিডো, জেলস, ইগ্নে, ক্যালি-বাই, ক্যালি-সাল, ল্যাক-ক্যান, লিডাম, পালস।
১৭.১) নাড়ির গতি অস্বাভাবিক (Pulse abonormal): পূর্ণতা(Pull) -অ্যাকোন, অ্যান্টি-টা,অ্যাসাফ, বেল, বার্বে, ব্রায়ো, চেলিডো, জেলস,হায়োস,ইগ্নে, ক্যালি-নাই, মার্ক-সায়া,স্ট্র্যামো ।
১৭.২) নাড়ির গতি অস্বাভাবিক : কঠান- A= অ্যাকোন, বেল, বার্বে, ব্রায়ো, চেলিডো, হায়োস, স্ট্র্যামো।
১৮) জাগরণে : উপশম – A= অ্যালু, অ্যামন-কা, অ্যাসাফ, ক্যাল্ক, কস্টি, চেলিডো, চায়না, সাইকু, স্যাম্বু, সিপি।
১৯ ) ডান দিক (Right) A= আর্জ-মে, আর্স, অরাম, ব্যাপটি, বেল, ব্রায়ো, ক্যাল্ক, ক্যান্থা, চেলিডো, কলো, কোনি, ক্রোট-কা, ক্রোট-হ, লাইকো, নাক্স-ভ, পালস, স্যাঙ্গুই, সার্সা, সিকেলি।
২০) ক্লান্তিবোধ ( Weariness) – A= অ্যালু, বেঞ্জু-অ্যাসি, ক্যাল্ক-ফস, ক্যানা-স্যাট, ক্যান্থা, ক্যাপসি, কার্বো-সাল, চেলিডো, সাইকু, ক্রোকা, ফেরাম, জেলস, গ্র্যাফ, ক্যালি-ফস, লাইকো, পালস, রুটা, স্ট্যাফি, সালফ।