Aurum Mur Nat (অরাম মিউর ন্যাট)
Aurum Mur Nat (অরাম মিউর ন্যাট)
# চরিত্রগত লক্ষণ:
১। জরায়ুর তীব্র তরুন প্রদাহ, অর্শ রোগ, জরায়ুর পুরাতন প্রদাহ, স্তন ও জরায়ুর ক্যান্সার, কামোন্মাদ, ডিম্বোকোষের শোথ, বন্ধ্যাত্ব, পুরাতন বাত, গেঁটে বাত, গ্রন্থি স্ফীতি, ন্যাবা, গরহজম, উপদংশ, বাগী, তামাক ও আফিমের কুফল, জরায়ুর টিউমার, শ্বেতপ্রদর।
২। জরায়ু ও ডিম্বকোষে রক্ত সঞ্চয়াধিক্য বশত: প্রদাহ, জরায়ু গ্রীবার কাঠিন্য, পুনঃ পুনঃ গর্ভস্রাব, জরায়ু গ্রীবার ও যোনি দেশের ক্ষত, জরায়ুর বহির নির্গমন, ডিম্বকোষের বিবৃদ্ধি ও কাঠিন্য।
৩। হৃৎস্পন্দন এবং জরায়ু প্রভৃতি স্ত্রী যন্ত্র শক্ত হইয়া যাওয়া ইহার বিশেষত্ব।
৪। খাইবার পর বিশ্রামে, শীতল জলীয় বায়ুতে এবং আশ্বিন মাসের শেষ হইতে বসস্তকাল পর্যন্ত
(মাথাধরা), গরমে -বৃদ্ধি ।
৫। সন্ধ্যাকালে (মাথা ), গোসলে, শৈত্যে- উপশম।
৬। অল্প বয়স্কা বালিকাদের বুক ধড়ফড় করা।
৭। পেটে ও পিঠে ঠান্ডাবোধ।
৮। জিবের ডগা জ্বালা করে,সূচীবিদ্ধ যাতনা এবং কাঠিন্য; লালাস্রাব।
৯। সাদা মল।
১০। অর্শের বলি বাহির হইয়া পড়ে ও যন্ত্রণা হয়।
১১। যে স্ত্রীলোকের গর্মী রোগ আছে, তাহাকে এই ঔষধ দিলে তার সন্তানের গর্মীরোগ হইবে না।
১২। অতিরজঃ।
১৩। প্রদর স্রাব যেখানে লাগে সেইখানে হাজিয়া যায়।
১৪। খাইবার পর বাহ্যে পায়।
১৫। জরায়ু শক্ত হইবার জন্য গর্ভপাত।
১৬। সম্পর্ক: বি= কফিয়া, নাক্স।