Anacardium Oxi (অ্যানাকার্ডিয়াম অক্সি)

Anacardium Oxi (অ্যানাকার্ডিয়াম অক্সি):
#নিজস্বকথাঃ
(১) চর্মের পীড়ায় ফোস্কার ন্যায় উদ্ভেদ, বিশেষতঃ মুখমন্ডলে, অসহ্য চুলকানি।
(২) বিসর্প, ইরিসিপেলাস, ডানদিক হতে বামদিকে যায়। কুষ্ঠরোগ অসাড় ও দাঁদ।
(৩) পায়ের তলার চামড়া ফাঁটা-ফাঁটা, আঁচিল, পায়ের কড়া, ক্ষত ।
(৪) ঘাড়ের বাতের বেদনায় ঘাড় সেঁটে ধরে থাকার মত অনুভূতি, একটু নড়াচড়ায় বেদনা বৃদ্ধি।
# উপযোগিতাঃ
১। বিসর্প, ইরিসিপেলাস, চর্ম প্রদাহ।
২। মুখমন্ডলে বা দেহ ত্বকে ফোস্কার মত টোপ তোলা উদ্ভেদ, ফোস্কার মধ্যস্থল বসা, পরে লেপার মত হয় ও অত্যন্ত চুলকায় (রাসটক্স)।
৩। চর্মপীড়া, চর্মে অসহ্য চুলকানিযুক্ত উদ্ভেদ। এমনকি বসন্তের উদ্ভেদও অসহ্য চুলকানি।
৪। কুষ্ঠব্যাধি আক্রান্ত স্থান অসাড়, চর্মে কোন অনুভূতি থাকে না।
৫। পীড়ার গতি বাম হতে ডানদিকে যায়।
৬। হাত ও পায়ের তলায় বা চেটোর উপর আঁচিল।
৭। পায়ের কড়া ও ক্ষত, পায়ের তলার চামড়া ফাটা ফাটা। গা হাত-পা ফাটা।
৮। ঘাড়ের বাত, বেদনায় ঘাড় সেটে ধরার মত বেদনা হয়, অধিকাংশ সময় ঘাড় একদিকে বেকে যায়, একটু নড়াচড়াতেই বৃদ্ধি।
৯। অ¤øশূল আহারে হ্রাস।
১০। প্রতিশব্দ- কেশুনাট, প্রধান ক্রিয়াস্থল- চর্মে, অনুপুরক- রাসটক্স।