Allium Cepa (এলিয়াম সেপা):গুরুত্বপূর্ণ রুব্রিকসহ
অ্যালিয়াম সেপা (Allium Cepa)
D.H.M.S. (1st year).
♣ সমনামঃ সিপা, রেড ওনিয়ন
♣ মায়াজমঃ সোরিক, সাইকোটিক ।
♣ ব্যবহৃত ধাপঃ একিউট (সাধারণত)
♣ সাইডঃ বামদিক, বামদিক থেকে ডানদিক।
♣ কাতরতাঃ গরমকাতর।
♣ উপযোগিতাঃ গায়কদের সর্দিরোগ, গরম ঘরে এবং সন্ধ্যার দিকে বৃদ্ধি, মুক্ত বাতাসে উপশম। বিশেষ শ্লেষ্মা-প্রধান-ধাতু ব্যক্তি পক্ষে ও বর্ষকালীন ভেজা আবহাওয়ায় উৎপন্ন রোগে উপযোগী।
♣ ক্রিয়াস্থলঃ চোখ, নাক গলা, স্বরযন্ত্র, মিউকাস মেমব্রেন, পাকস্থলী, নার্ভ ।
♣ বৈশিষ্ট্যঃ এটি চোখের পাতা, মুখগহ্বর, গলদেশ, মূত্রথলি ও চামড়ায় প্রদাহের সৃষ্টি করে। মিউকাস মেমব্রেন প্রদাহ ও বর্ধিত স্রাব : স্নায়ুশূল, লম্বা সূতার মতো : মুখমণ্ডল, মাথা ঘাড় ও শরীরের যে কোনো স্হানে হতে পারে : সন্ধ্যায় বাড়ে : মাথার অতি গভীর থেকে কান পর্যন্ত ।
♣ সারসংক্ষেপঃ শ্লেষ্মা-প্রধান-ধাতু ব্যক্তির মিউকাস মেমব্রেনের প্রদাহ ও বর্ধিত স্রাব-নাক হতে ক্ষতকর শ্লেষ্মাস্রাব; এবং সর্দি-কাশির সাথে অবিরত হাঁচিসহ অন্যান্য পীড়া ; উত্তাপের ঝলকাবোধ (সন্ধাকালে) সূতোর মতো লম্বা ও সরু ব্যথা। সন্ধ্যায়,উষ্ণতায় ও গরম ঘরে বাড়ে এবং খোলা বাতাসে, মাসিকের সময় (মাথাব্যথা), শীতল পানীয়ে ও গোসলে কমে । উৎকণ্ঠা, বিষণ্নতা উদ্বিগ্নতা, মনের বিশৃঙ্খল অবস্থা ও বুদ্বিমত্তার খর্বতা । পেটে দুর্গন্ধযুক্ত অতিরিক্ত বায়ু সঞ্চার । পা ভিজে রোগ সৃষ্টি।
♣ ইচ্ছাঃ কাঁচা পেঁয়াজ ।
♣ অসহ্যঃ শশা ও কাঁচা ফলমূল খেলে পেট ব্যথা ।
♣ বৃদ্ধিঃ সন্ধাকালে, রাত ২ টায়, গরমঘরে, গরম বাতাসে, উপবেশনে, ঠাণ্ডা বাতাসে, ভেজা আবহাওয়ায়, শসা খেলে, কফিপানে ।
♣ হ্রাসঃ ঠাণ্ডাঘরে, খোলা বাতাসে, চলে বেড়ালে, মাসিকের সময় (মাথাব্যথা), পেঁয়াজ খেলে, গোসলে, শীতল পানীয়ে ।
♣ কারণঃ আর্দ্র ঠাণ্ডা হাওয়া ও আবহাওয়ায় থাকার কুফল। বসন্তকালে ঠাণ্ডা; আগস্টে হে-ফিভার; শরতকালে আক্ষেপিক কাশির মহামারি। পায়ের তলা আর্দ্র। বাসি মাছ খাওয়া থেকে। আঘাত। অস্ত্রোপচার (পরে তীক্ষ্ণ ব্যথা) । শসা বা সালাদ অদিক পরিমাণে খাওয়া। পিচ ফলের প্রতি এলার্জি। অতীত ইতিহাস ঃ ফরসেপ ডেলিভারি, অঙ্গচ্ছেদ, ল্যারিংজাইটিস, ন্যাজাল পলিপাস ।
♣ শত্রুভাবাপন্নঃ অ্যালিয়াম স্যাট, অ্যালোজ, সাইলি, ক্যালাডি ।
♣ ক্রিয়ানাশকঃ আর্নি, (দাঁতব্যথা), ক্যামো (উদরশূল), নাক্সভম (আগস্ট মাসের সর্দি) থুজা (পেঁয়াজ খাওয়ার পরের কুফল), ভেরেট্রাম ।
♣ প্রয়োগঃ
* ঠিক আহারের পরই ওই ওষুধটি প্রয়োগ করা হয়। ডা.টি. সি.মন্ডল।
**অ্যালিয়াম সিপা দেবার পর যখন নাকের সর্দি উপসম হয়ে বুকে বসে যায় ও কাশি হয় তখন ফসফরাস অতি সুন্দর কাজ করে ।
উপরোক্ত লক্ষণ সাদৃশ্য যে কোন রোগেই আমরা অ্যালিয়াম সেপা প্রয়োগ করতে পারবো।
গুরুত্বপূর্ণ কয়েকটি রুব্রিকঃ
১) উৎকণ্টাঃ B= অ্যাব্রোটে, ইথু, অ্যালি-স্যা ।
২) ভুল করে : বানান করতে – B= লাইকো, মেডো,। C=অ্যালি-স্যা, অ্যামন-কা, ক্রোটেল, ফ্লু-অ্যাসি, হেলোনি, হাইপেরি, ল্যাক্টি-অ্যাসি, ল্যাকে, নাক্স-ম, নাক্স-ভ, স্ট্র্যামো, সালফ ।
৩) মনের বিশৃঙ্খল অবস্হা (Confusion) : B= অ্যাকোন, অ্যাক্টি-স্পি, ইস্কু, ইথু, অ্যাগারি, অ্যালি-স্যা।
৪) সন্ধাকালে (Evening) B=অ্যাকোন, অ্যালি-স্যা, অ্যামন-মি, অ্যানা-কা।
৫) রাত ২ টায় বাড়ে – অ্যালি-স্যা, অরাম-মি, বেঞ্জু-অ্যাসি, ড্রসে, ফেরাম, ।
৬) খোলা বাতাসে উপশম- A=অ্যালু, আর্জ-নাই, আর্স, ক্যানা-ই, আই, ক্যালি-আই, ম্যাগ-কা, ম্যাগ-মি, ন্যাট্র-সাল, পালস, রাস, স্যাবাডি, স্যাবি । B=অ্যাকো, অ্যাগ্নাস, অ্যালি-স্যা, অ্যালো, অ্যামন-মি, অ্যামিল-নাই, অ্যান্টি-ক্রু, অ্যাপিস, অ্যাসাফ, অ্যাসের, অ্যাট্রো, অরাম, বোভি, ব্রায়ো, ক্যাক্টা, ক্যালাডি, ক্যাল্ক-সাল, ক্যাম্ফ, কার্বো-সাল, কার্বো-ভে, চেলিডো, কফি, কোনি, ডিজি, ডায়োস্কো, ফ্লু-অ্যাসি, গ্যাম্বো, গ্র্যাফ, হেলি, হায়োস, ইপি, ক্যালি-বাই, ক্যালি-নাই, ক্যালি-সাল, ল্যাকে, লাইকো, মেজের, ন্যাট্র-মি, ফস, ফাইটো, প্ল্যাটি, সিকেলি, সেনেগা, সিপি, স্পঞ্জি, সালফ, টেলু, জিঙ্ক ।
৭) ঠাণ্ডা বাতাসে বাড়ে- A= অ্যাগারি, অ্যালি-স্যা, আর্স, অরাম ব্যারা-কা, ক্যাল্ক, ক্যাল্ক-ফস, ক্যাম্ফ, কস্টি, সিমিসি, সিস্টা, ডালকা, হেলি, হিপার, হাইপেরি, ক্যালি-আর্স, ক্যালি-কা, লাইকো, ম্যাগ-ফস, মস্কাস, নাক্স-ম, নাক্স-ভ, সোরিন, র্যানান-বা, রডো, রডো, রাস, রিউমেক্স, স্যাবাডি, সিপি, সাইলি, স্ট্রনসি ।
৮) আকুঞ্চন বাহ্যিকভাবে (Construction externally) -A=সিমিসি, ককুল, গ্র্যাফ, হায়োস, মার্ক, নাই-অ্যাসি, নাক্স-ভ, প্লাম্বা, রাস, স্ট্যানা, স্ট্র্যামো । B= অ্যাকোন, ইস্কু, অ্যাগারি, অ্যালি-স্যা।
৯) খাদ্য: কফি পানে বাড়ে -C= অ্যালি-স্যা, আর্স, অরাম-টি, অ্যাস্টের, বেল, বোভি ।
১০) খাদ্য : শীতল পানীয়ে উপশম- C= অ্যাকোন-ফে, অ্যালি-স্যা, অ্যালোজ, অ্যানাকা, অ্যাপিস, বোরা, ক্যাল্ক ।
১১) উত্তাপের ঝলকাবোধ (Flashes of heat) : সন্ধাকালে -C= অ্যাকোন, অ্যালি-স্যা, অরাম-ট্রি, বোরা, কার্বো-অ্যানি, কার্বো-ভে, ইল্যাপ্স, মার্ক-কর, ন্যাট্র-ফস, নাই-অ্যাসি, ফস ।
১২) শ্লেষ্মাক্ষরণ বর্ধিত (Mucous secretion increased) -A=অ্যালি-স্যা,ক্যাল্ক, ডালকা, হাইড্রা, আই, ক্যালি-বাই, ল্যাকে, লাইকো, মার্ক,নাক্স-ভ, পেট্রো, ফস, পালস, সালফ, ট্যাবে । B=অ্যালু, অ্যামন-মি, অ্যামন, আর্জ-নাই, আর্স, ব্যারা-কা, ব্যারা-মি, বেল, বোরা, ক্যানা-স্যাট, ক্যাপসি, কার্বো-সাল, কস্টি, ক্যামো, চায়না, সিনা, কোক্কাস, কোনি, কোপেই, ইউফ্রে, ফেরাম, হিপার, হায়োস, ইপি, ক্যালি-কা, ক্যালি-আই, ন্যাট্র-কা, ন্যাট্র-মি, নাই-অ্যাসি, নাক্স-ম, ওলিয়ে, প্যারিস, রাস, রিউমেক্স, স্যাম্বু, সেনেগা, সিপি, সাইলি, স্কুই ।
১৩) নাড়ির গতি অস্বাভাবিক (Pulse abonormal): পূর্ণতা(Pull) -অ্যাকোন, অ্যান্টি-টা,অ্যাসাফ, বেল, বার্বে, ব্রায়ো, চেলিডো, জেলস,হায়োস,ইগ্নে, ক্যালি-নাই, মার্ক-সায়া,স্ট্র্যামো । B= অ্যালি-স্যা, আর্নি, ক্যাম্ফ, চায়না, কুপ্রা, ডালাক, ইউপে-পার্ফ, গ্লোন, হিপার, ক্যালি-কা, ল্যাকে, লিডাম, মার্ক, মেজের।
১৪) বামদিক (left) -A=আর্জ-নাই, অ্যাসাফ, অ্যাসার, ক্যাপটিস, সিনা, ক্লিমে, ক্রোকা, গ্র্যাফ, ক্রিয়ো, ল্যাকে, স্যালে, সিপি,স্কুই, সালফ । B=অ্যালি-স্যা, অ্যাম্ব্রা, অ্যানাকা, অ্যান্টি-ক্রু, অ্যান্টিম-টা, অ্যাপিস, আর্জ-মে, আর্নি, অ্যাসার-টি, বার্বে, ব্রায়ো, ক্যাল্ক, চেলিডো, চায়না, সিমিসি, কলচি, কলো, ক্রোট-টি, কুপ্রা, ডালকা, ইউফ্রে, ফেরাম, গুয়াই, ক্যালি-ক্লোর, রডো, স্যাবি, সাইলি, স্পাইজে, ট্যারাক্স।