Acid Chryso (এডিস ক্রাইসো)

১০২.১। Acid Chryso (এডিস ক্রাইসো):
#নিজস্বকথা:
১। দাদ, সোরায়সিস, হার্পিস, একনি-রোজেসিয়া, নিম্নাঙ্গের একজিমা, খোঁস –পাচড়া।
২। চর্ম রোগের অসহনীয় চুলকানি, প্রচুর পরিমানে দুর্গন্ধ স্রাব, মাদার বাহ্যিক ব্যবহার্য।
৩। চক্ষুর শ্বেত ক্ষেত্রের প্রদাহ।
৪। শিশুর অধিক পরিমানে পিত্ত বাহ্যে ও পিত্ত বমন।

# চরিত্রগত লক্ষণ:
১। দাদ, কেশদাদ, বয়োব্রণ, আঁচিল, চুলকানি, রসস্রাবী একজিমা বা কাউর (নিম্নাঙ্গে) ক্ষত এবং নানবিধ চর্মরোগে এই ঔষধটি ফলপ্রদ।
২। সোরাইসিস, একজিমা, মামড়ীযুক্ত উদ্ভেদ- তাতে প্রচুর দুর্গন্ধযুক্ত পুজ জন্মে সে ক্ষেত্রে ইহা বেশ কার্যকরী।
৩। চর্মরোগ মাত্রই ধীরে চিকিৎসা হয়। ধৈর্য অবলম্বন না করিলে চর্মরোগ চিকিৎসা হয় না।
৪। চক্ষুর শে^ত ক্ষেত্রের প্রদাহে ইউফ্রেসিয়ার ন্যায় ইহাও অনেক ক্ষেত্রে কার্যকরি হয়।
৫। শিশুদের অধিক পরিমাণ পিত্তবাহ্য পিত্তবমি হইতে থাকিলে এই ঔষধ ক্যামোমিলা ও আইরিসের ন্যায় উপকারী।

#সংকলনে: ডা.এইচ.এম.আলীমুল হক
ডিএইচএমএস (বিএইচবি), কিউএইচসিবি (বিইউবি)
চেম্বার: আলহক্ব হোমিও ফার্মেসী, মৌচাক, মিজমিজি
সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।
চিকিৎসা বিষয়ক পরামর্শের জন্য ১০০টাকা বিকাশ করুন এই নাম্বারে ০১৯১৬-৫১১ ৩৩৭ (পার্সনাল)। তারপর কল করুন এই নাম্বারে: 01816-511337 (সকাল ৯.৩০ থেকে রাত ৯.৩০ পর্যন্ত নামাজের সময় ছাড়া)