Abrotanum (অ্যাব্রোটেনাম) গুরুত্বপূর্ণ রুব্রিকসহ
Abrotanum (অ্যাব্রোটেনাম)।
DHMS (3rd year).
সমনামঃ লেডিস লাভ, বয়েস লাভ, সাউদার্ন উড।
মায়াজমঃ সোরিক, সাইকোটিক, সিফিলিটিক, টিউবারকুলার।
কাতরতাঃ শীতকাতর।
উপযোগিতাঃ যাদের দেহের চামড়া থলথলে ভাঁজে-ভাঁজে ঝুলে থাকে, দুর্বল ঘাড়, মাথা সোজা করে রাখতে পারেনা, কেবলমাত্র নিম্নাঙ্গের শীর্ণতা।
ক্রিয়াস্থলঃ পরিশোধন যন্ত্রগুলো, ফাইব্রিনাস এবং সিরাস টিস্যু, নিউট্রিমন বা পোষণ, স্নায়ু, শিরা, শারীরিক পুষ্টি সাধন।
বৈশিষ্ট্যঃ অ্যাব্রোটেনামের সবচেয়ে মুখ্য লক্ষণ হলো শীর্ণতা, অধিকাংশ ক্ষেত্রে নিম্নাঙ্গগুলোতে লক্ষ্য করা যায়। এতে রয়েছে প্রখর গরহজম ও অস্বাভাবিক ক্ষুধা।
সারসংক্ষেপঃ নিম্নাঙ্গে শীর্ণতা( বিশেষ করে শিশুদের), সেই সাথে প্রখর গরহজম ও অস্বাভাবিক ক্ষুধা। সূঁচফোটানো ব্যথা (অভ্যন্তরিক); উদরাময়ে উপশম; ঠান্ডা বাতাসে বাড়ে। খামখেয়ালিপনা, বাচালতা, উত্তেজনাপ্রবণ, উৎকন্ঠা ও নিষ্ঠুরতা। পর্যায়ক্রমে বিভিন্ন রোগ বা রোগান্তর প্রাপ্তি। পরিবর্তনশীল বাত রোগ।
অনুভূতিঃ যেন পাকস্থলী পানির মাঝে ঝুলে রয়েছে বা সাঁতার কাটছে।
ইচ্ছাঃ দুধে ভেজা রুটি, দুধে সিদ্ধ রুটি।
অসহ্যঃ কফি পান।
বৃদ্ধিঃ ঠান্ডা বাতাসে, স্রাব বাধাপ্রাপ্ত বা চাপা পড়লে, আদ্র শীতল বায়ুতে, ঘন কোয়াশায়, বাতলক্ষণ চাপা পড়লে।
হ্রাসঃ পাতলা পায়খানা হলে, নড়াচড়া করলে।
কারণঃ হঠাৎ ডায়রিয়া অথবা যে কোনো স্রাব অবরুদ্ধ হলে। ম্যালনিউট্রিশন। বুকে পানিজমা অথবা পূঁজ জমা রোগে অস্ত্রোপচারের পর। ডাইজেশন অথবা আত্তীকরণ বা অ্যাসিমিলেশন এর অপূর্ণতা।
ক্রিয়ানাশকঃ ক্যাম্ফর, নাক্স-ভ।
প্রয়োগঃ ছেলেদের নাক দিয়ে রক্ত পড়া, নাভী দিয়ে রস-রক্ত পড়া, অন্ডকোষ ফোলা এবং তার সাথে শরীর শুকিয়ে যেতে থাকলে এটি বিশেষ ফলপ্রদ।—–ডাঃ ক্যান্ট।
উপরোক্ত লক্ষণ সাদৃশ্যে যে কোন রোগেই আমরা অ্যাব্রোটেনাম প্রয়োগ করতে পারবো।
#গুরুত্বপূর্ণ কয়েকটি রুব্রিকঃ
১) উৎকন্ঠা (Anxiety)/ দুশ্চিন্তাপূর্ণ (Cares) / অমঙ্গল সম্বন্ধে পূর্বাভাষযুক্ত (Forebodings) – A-অ্যাকোন, আর্জ-নাই, আর্স, অরাম, বেল, ব্রায়ো, ক্যাল্ক, ক্যালি-ফস, ক্যাল্ক-সাল, ক্যাম্ফ, কার্বো-সাল। কার্বো-ভে, কস্টি, চায়না, কোনি, আই, ক্যালি-কা, ক্যালি-সাল, লাইকো, মেজের, ন্যাট্র-কা, নাই-অ্যাসি, ফস, সোরিন, পালস, রাস, সিকেলি,সালফ, ভিরেট। B- অ্যাব্রোটে, ইথু, অ্যালু, অ্যামন-ক্, অ্যানাকা, অ্যান্টি-টা, অ্যান্টি-ক্রু, আর্জ-মে,আর্জ-মে, আর্নি, ব্যারা-কা, বোরা, ক্যান্হা, কার্বো-অ্যানি, ক্যামো, চেলিডো, ককুল, কফি, কলো, কুপ্রা, ড্রসে, ফেরাম, ফ্ল-অ্যাসি, জেলস, গ্র্যাফ, হিপার, হায়োস, ইগ্নে, ল্যাকে, লিডাম, ম্যাগ-কা, মার্ক, ন্যাট্র-ফস, ন্যাট্র-মি, নাক্স-ভ, ওপি, পেট্রো, ফস-অ্যাসি, প্লাটি, প্লাম্বা, স্যাবি, সিপি, সাইলি, স্পাইজে, স্পঞ্জি, স্ট্র্যামো, স্ট্যানা, থুজা, জিঙ্ক।
২) নিষ্ঠুরতা ঃ (Cruelty) / অমানুষিকতা ঃ (Inhumanity) -A- অ্যানাকা। B- প্ল্যাটি অ্যাব্রোটে, অ্যাবসি, ক্রোকা, কিউরে, নাক্স-ভ, ওপি।
৩) উত্তেজনাপ্রবণতা ( Irritability) : শিশুদের- A- ক্যামো, সিনা, ম্যাগ-কা। B- ক্যাল্ক-ফস, আই, সাইলি। C- অ্যাব্রোটে, অ্যান্টি-ক্রু, অ্যান্টি-টা, আর্স, বেঞ্জু-অ্যাসি, বোরা, গ্র্যাফ, লাইকো, পালস, স্যানিকি, সিপি, জিঙ্ক।
৪) মনোভাব সুন্দর ঃ (Mood agreeable) / রসিকতা (Humor) / খামখেয়ালি (Whimsical) – অ্যাব্রো, অ্যান্টি-টা, ইগ্নে, ল্যাকে, মিনিয়ে, প্ল্যাটি, সাল-অ্যাসি, জিঞ্জি।
সাধারণ
৫)ঠান্ডা বাতাসে বাড়ে- A- অ্যাগারি, অ্যালি-স্যা, আর্স, অরাম, ব্যারা-কা, ক্যাল্ক, ক্যাল্ক-ফস, ক্যাম্ফ, কস্টি, সিমিসি, হিপার, হাইপেরি, লাইকো, ম্যাগ-ফস, নাক্স-ভ, সোরিন, রাস, সিপি, সাইলি,। B- অ্যাব্রোটে, অ্যাকোন, ইস্কু, অ্যালু, অ্যামন-কা, ব্রায়ো, কার্বে-অ্যানি, ককুল, কলচি, কলো, কোনি, ফেরাম, গ্র্যাফ, হায়োস, ইগ্নে, ইপি, ক্যালি-বাই, ক্রিয়ো, ম্যাগ-কা, মার্ক, ন্যাট্র-ফস, নাই-অ্যাসি, ফস, পালস, সালফ, থুজা, ভিরেট।
৬) শীর্ণতাঃ (Emaciation) -A- অ্যাব্রোটে, আর্স, ব্যারা-কা, ক্যাল্ক, চায়না, ফেরাম, গ্র্যাফ, হেলি, আই, লাইকো, ন্যাট্র-মি, নাই-অ্যাসি, নাক্স-ভ, ফস, প্লাম্বা, সেলি, সাইলি,স্ট্যানা, সালফ, টিউবার।B- অ্যালু, অ্যাপিস, আর্জ-নাই, ব্রায়ো, ক্যাল্ক-ফস, ক্যাম্ফ, ক্যান্হা, কার্বো-ভে, ক্যামো, চেলিডো, ক্লিমে, ককুল, কলচি, কলো, কুপ্রা, আই, ফ্লু-অ্যাসি, হিপার, হাইড্রা, ইগ্নে, ইপি, ল্যাকে, মার্ক, ন্যাট্র-ফস, ওপি, পেট্রো, ফস-অ্যাসি, পালস, সার্সা, সিকেলি, ভিরেট।
শীর্ণতাঃ শিশুদের (পুয়ে পাওয়া) – আর্স, আর্স-আই, ক্যাল্ক, ক্যাল্ক-ফস,আই, ন্যাট্র-মি, সাইলি
অ্যাব্রোটে, আর্জ-নাই, কার্বো-ভে, হাইড্রা, ক্রিয়ো, নাক্স-ম, নাক্স-ভ, ওলি-জে, ওপি, ফস, সোরিন, পালস, সিপি, সালফ,।
শীর্ণতাঃ ওপরের দিকে বিস্তারশীল- অ্যাব্রোটে, আর্জ-নাই।
৭) রোগান্তর প্রাপ্তি ( Metastasis) – A- অ্যাব্রো। B- কার্বো-ভে, কুপ্রা, পালস। C- কলচি, ল্যাক-ক্যান, স্যাঙ্গুই, সালফ।
৮) সূঁচফোটানো ঃ (Stitching) – ব্যাথা : অভ্যন্তরীকভাবে- A- অ্যাসাফ, বার্বে, বোরা, ব্রায়ো, ক্যান্হা, চেলিডো, স্পাইজে। B- অ্যাব্রো, অ্যাকোন, অ্যালু, আর্স, অরাম, ক্যাল্ক, কস্টি, সিনা, কলো, কোনি, ডালকা, ফেরাম, গ্লোন, গুয়াই, ক্যালি-বাই, ক্যালি-আই, ক্যালি-নাই, ক্যালমি, ক্রিয়ো, লাইকো, ম্যাগ-কা, ন্যাট্র-মি, নাক্স-ভ, ফস-অ্যাসি, রাস, সার্সা, স্ট্যাফি, সালফ, থুজা, জিঙ্ক।