Abis Nigra (এবিস নাইগ্রা)

৫১.১। Abis Nigra (এবিস নাইগ্রা):
# নিজস্বকথাঃ
(১) পাকস্থলীর পীড়ার বায়ু ও অম্লের লক্ষণের সহিত হৃদপিণ্ডের পীড়া।
(২) আহারের পর পেট বেদনা, অতিরিক্ত চা পান ও তামাক খাওয়ার জন্য বদহজম।
(৩) বুকের ভিতর বা ভুক্তদ্রব্য পেটের ভিতর শক্ত গোলার মত আটকে থাকার অনুভুতি।
(৪) দুপুরে ও রাতে অত্যন্ত ক্ষুধা, সকালে ক্ষুধাহীনতা।
# উপযোগিতাঃ
১। অনিদ্রা, কোষ্ঠবদ্ধতা, চা পান ও তামাকের কুফল, অ¤øশূল বেদনা, হৃৎপিন্ডের পীড়া, ঋতুস্রাব।
২। যে কোন পীড়ায় বায়ু ও অম্লের লক্ষণ।
৩। লেখাপড়ার কার্য বা চিন্তা করিবার ক্ষমতা লোপ।
৪। দিবসে নিদ্রালু, রাত্রে অনিদ্রা।
৫। আহারের পর পেটে বেদনা, ভুক্ত দ্রব্য পেটে গোলার মত হইয়া থাকা।
৬। বেলা দ্বি প্রহরে ও রাত্রিতে অত্যন্ত ক্ষুধা হয়, এমনকি ক্ষুধার জন্য নিদ্রা হয় না; কিন্তু প্রাতকালে কোন ক্ষুধা থাকে না।
৭। হৃৎপিন্ডে তী² বেদনা, হৃৎপিন্ড ভারি ও হৃৎপিন্ডের ট্রাকিয়া ধীর হয়। মনে হয় সেখানে একটা কিছু আটকে আছে। এইজন্য রোগী বার বার কাশে।
৮। ঋতুস্রাব ২/৩ মাস অন্তর হয় ও পূণরায় বন্ধ হয়।
৯। আহারের পরক্ষনেই পেটে বেদনা বৃদ্ধি।
১০। নিঃশ্বাসে দুর্গন্ধ।
১১। শুইলেই হাঁপাইয়া পড়ে।
১২। চা ও তামাক খাওয়ার ফলে অজীর্ণরোগ।
১৩। জ্বরে -পর্যায়ক্রমে শীত ও উত্তাপবোধ।
১৪। বর্জনীয় খাবার- চা।
#ডা.এইচএম আলীমুল হক, ডিএইচএমএস (বিএইচবি), কিউএইচসিবি (বিইউবি)।
চেম্বার: আলহক্ব হোমিও ফার্মেসী, মৌচাক, কান্দাপাড়া, মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।
#চিকিৎসা বিষয়ক পরামর্শের জন্য ১০০টাকা বিকাশ করুন এই নাম্বারে ০১৯২০-৮৬৬৬১০ তারপর সকাল ৯.৩০ থেকে রাত ৯.৩০ পর্যন্ত (শুক্রবার ও নামাজের সময় ছাড়া) কল করুন।