Belladona (বেলাডোনা): গুরুত্বপূর্ণ রুব্রিকসহ
Belladona (বেলেডোনা)
DHMS (1st year).
♣ সমনামঃ এটরোপা বেলেডোনা, ডেডলি নাইট সেড, বিউটিফুল লেডি।
♣ মায়াজমঃ সোরিক, টিউবারকুলার, সিফিলিটিক।
♣ সাইডঃ ডানপাশ, ওপরে বামপাশ নিচে ডানপাশ, ডানপাশ হতে বামপাশ।
♣ কাতরতাঃ শীতকাতর।
♣ উপযোগিতাঃ রক্তপ্রধান ধাতু বিশিষ্ট ব্যক্তি, হৃষ্টপুষ্ট, মোটাসোটা, হাস্যময়, প্রফুল্ল, প্রাণবন্ত, সুন্দর চেহারা। পিত্ত, রস ও রক্তপ্রধান ধাতুর লোক যারা সুস্হ অবস্হায় ভাবভঙ্গী ও চলাফেরায় সজীবতা বিদ্যমান ও আমেদপ্রিয়। কফ ও পিত্তপ্রধান ধাতুবিশিষ্ট। মোটা স্ত্রীলোক ও শিশু যাদের পাতলা চুল, গায়ের রঙ ফর্সা, অনূভূতিপ্রবণ, স্মায়ুবিক, টিউবারকুলার ধাতুযুক্ত, একটুতেই সর্দি-কাশি লাগে, চুল কাটার পরে বা ঠাণ্ডা বাতাসে চড়লে টনসিল প্রদাহ হয় (অ্যাকোন, হিপার, রাস)।
♣ ক্রিয়াস্থলঃ মস্তিষ্ক, স্নায়ুকেন্দ্র, রক্তবাহিনালী, কৈশিকনালী, শ্লৈষ্মিক ঝিল্লী, চক্ষু, মুখ, গহ্বর, গলদেশ, গাত্রদেশ, গাত্রচর্ম, ডানদিক, হৃদপিণ্ড, ফুসফুস।
♣ বৈশিষ্ট্যঃ বেলেডোনার ব্যথা নিচের দিকে ধাবিত হয় যেমন মাথা থেকে দূরে। সাইলিসিয়া ও জেলসের ব্যথা পিঠে ওপর দিকে ওঠে। স্হুলমাত্রার ব্যবহারে এর দ্বারা হৃদপিণ্ডের (নিউমোগ্যাস্ট্রিকের) পক্ষাঘাত, সিমপ্যাথেটিকের শক্তি বৃদ্ধি, হৃদপিণ্ডের ক্রিয়া দ্রুত এবং নাড়ি পূর্ণ ও বেগবতী হয়।
♣ সারসংক্ষেপঃ হৃষ্টপুষ্ট, মোটাসোটা, হাস্যময়, প্রফুল্ল, প্রাণবন্ত, পিত্ত, রস ও রক্তপ্রধান ধাতুর লোক। উত্তাপ, আরক্তিমতা, দপদপকর ; ঢেউয়ের মতো অনুভূতি, জ্বালা, স্পর্শকাতরতা ও সংবেদনশীলতা। ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায়। অপরাহ্নে, সন্ধাকালে, বায়ু প্রবাহে, ঠান্ডা লাগালে পরে, সঞ্চালনে, ঘুমের শুরুতে ও ঘুমের সময়ে, স্পর্শে ও হাঁটলে বাড়ে। গরম ঘরে, অন্ধকারে, শুয়ে থাকলে ও উনুনের গরমে কমে। উৎকন্ঠা, দংশনে প্রবৃত্তি, খিটখিটে, অস্থিরতা ও স্নায়বিকতা, হঠাৎ চকিত হয়, প্রলাপ, ভ্রান্তবিশ্বাস ও ভয়। চুল কাটলে, সূর্যে, ঘাম চাপা পড়ায়, ঠান্ডায় রোগোৎপত্তি। জ্বরে শীত, উত্তাপ ও ঘামাবস্হাগোলো পর্যায়ক্রমে আসে।
♣ অনুভূতিঃ ১) যখন চোখ বন্ধ করে তখন উদ্ভট দৃশ্য দেখে। ২) দপদপকর মাথা ব্যথা গুলিবেঁধামতো অনুভূতির সাথে শেষ হয়। ৩) পড়ে যাওয়ার অনুভূতিতে নিদ্রাহীনতা দেখা দেয়।
♣ ক্রম ও সহচর লক্ষণঃ ১) ঘুমের মাঝে প্রলাপজাতীয় কথা বলে। ২) ভয়াবহ উদরাময় ও বমি সাথে মাথাব্যথায় চেহারা লাল হয়ে যায়। ৩) জ্বরে শীত, উত্তাপ ও ঘামাবস্হাগুলো পর্যায়ক্রমে আসে।
< বৃদ্ধিঃ অপরাহ্নে, সন্ধাকালে, বায়ু প্রবাহে, ঠাণ্ডা লাগালে পরে, মাথায় ঠাণ্ডা লাগালে, ঝাঁকুনি লাগায়, সঞ্চলনে, ঘুমের আগে, ঘুমের শুরুতে ও ঘুমের সময়ে, সূর্যালোকে থাকার ফলে, গ্রীষ্মকালে, স্পর্শে, হাঁটলে, বায়ুতে, ঠাণ্ডা বাতাস, চুল কাটলে, আলো, আলোকোজ্জ্বল ও চকচকে পদার্থের দিকে তাকালে (স্ট্যামো, লাইসিন), মস্তক অনাবৃত রাখলে, ঘামের পর, শুয়ে থাকলে, উনুনের গরমে কমে।
> হ্রাসঃ হেলান দেয়ার মতো অবস্হায় থাকলে, মাথায় চাপ দিলে উপশম, হাল্কা আচ্ছাদনে, বিছানার বিশ্রামে, সোজা হয়ে দাঁড়ালে, গরম ঘরে, অন্ধকারে, শুয়ে থাকলে, শুয়ে থাকার পরে, একপাশে চেপে শুলে, ব্যথাযুক্ত পাশে শুলে, ব্যথাশূন্য পাশে শুলে, চুম্বক শক্তিতে, নিচে বসতে গেলে, উনুনের গরমে, মদে, আক্রান্ত অঙ্গে হাত রাখলে, ঋতুস্রাবকালে।
♣ কারণঃ চুল কাটলে, সূর্যে, ঠাণ্ডা খোলা বাতাসে, ঠাণ্ডায় মাথা খোলা রাখলে, মাথা ভেজা থাকলে, রোদ লাগলে, মাংসের কাবাব বিশেষ, ঘাম চাপা পড়া।
♣ ইচ্ছাঃ লেবু, লেবুর রস, গরম পানীয়, দুষ্প্রাচ্য দ্রব্য, শীতল জলের প্রবল তৃষ্ণা, আলো পেতে।
♣ অনিচ্ছাঃ মাংস, খাদ্য, তরল পদার্থ, অম্ল, দুধ, কফি, বীয়ার।
♣ ক্রিয়ানাশকঃ বৃহৎ মাত্রার কুফলে- ভ্যাজিটেবল অ্যাসিড, সবুজ চা, কফিয়া, হায়োস। ক্ষুদ্র মাত্রার কুফলে- ক্যাম্ফ, কফি, অরাম-ট্রি, অ্যাট্রোপি চায়না, কুপ্রা, ফেরাম, হায়োস, জ্যাবুরান্ডি, মার্ক, ওপি, প্লাটি, প্লাম্বা। অ্যাকোন, হিপার, ব্রায়ো, পালস।
♣ শত্রুভাবাপন্নঃ অ্যাসিড-অ্যাসেটিক, ভিনেগার।
♣ প্রয়োগঃ ১) প্রদাহের প্রাথমিক অবস্হায় একোনাইটি, প্রদাহটি স্হান পরিগ্রহ করলে বেলেডোনা এবং পুজঁসঞ্চার আরম্ভ হলে মার্কারি ও হিপার প্রয়োজন হয়। ২)তরুণ রোগে পুনঃ পুনঃ প্রয়োগ করতে হয়। ৩) ক্যাল্কেরিয়া বেলেডোনার অনুপূরক এবং ক্রনিক। পুনঃ পুনঃ বেলেডোনার লক্ষণ উপস্হিত হলে- ক্যাল্কেরিয়া-কার্ব ব্যবহার করবে।
= উপরোক্ত লক্ষণ সাদৃশ্যে যে কোন রোগেই আমরা বেলেডোনা প্রয়োগ করতে পারবো।
গুরুত্বপূর্ণ কয়েকটি রুব্রিকঃ
১) ভর্ৎসনায় (Admonition)- লক্ষণগুলো বেড়ে যায়- C= বেল, প্লাটি।
২) দংশন প্রবৃত্তি (Biting)-A= বেল, স্ট্যামো। B= ক্যাল্ক, ক্যাম্ফ, ক্যান্হা, কার্বো-সাল, কুপ্রা, হায়োস, ল্যাকে, লাইসি, ফাইটো, ভিরেট।
৩) প্রলাপ (Delirium)- ভীতিযুক্ত- A= বেল, স্ট্র্যামো। B= অ্যাট্রোপি, হায়োস, ওপি, ফস, পালস, ভিরেট।
৪) প্রলাপ (Delirium)- প্রফুল্ল – B= বেল, স্ট্র্যামো।C= অ্যাগারি, অরাম, ক্যানা-স্যাট, কোনি, হায়োস, ল্যাকট্রো।
৫) প্রলাপ (Delirium)- ক্রোধোন্মাত্ত,গর্জনশীল- A= অ্যাগারি, বেল, ক্যান্থা, হায়োস, লাইকো, নাই-অ্যাসি,,ওপি স্ট্র্যামো, ভিরেট।
৬) প্রলাপ (Delirium)- ঘুমের মাঝে- A= অ্যাপিস, বেল। B= ক্যাক্টা, জেলস, ওপি।
৭ ) প্রলাপ (Delirium)- প্রচণ্ড- A= আর্স, বেল, হায়োস, স্ট্যামো।
৮) ভ্রান্ত বিশ্বাস (Delusions)- কুকুর দেখে- A= বেল। B= ইথু, ক্যাল্ক, স্ট্র্যামো। C= আর্নি, লাইকো, মার্ক, পালস, সাইলি, সালফ, ভিরেট, জিঙ্ক।
৯) ভ্রান্ত বিশ্বাস (Delusions)- কালো বর্ণের কুকুর দেখে-C= বেল।
১০) ভ্রান্ত বিশ্বাস (Delusions)- মূর্তি, ছায়ামূর্তি দেখে- A= বেল, ল্যাকে। B= অ্যাম্ব্রা, অ্যাপিস, আর্জ-নাই, আর্স, কার্বো-ভে, ক্রোটেল, হিপার, হায়োস, লাইকো, মার্ক,ন্যাট্র-মি, ওপি, ফস,স্যাম্বু, ট্যারেন্টু, থুজা, জিঙ্ক।
১১) ভ্রান্ত বিশ্বাস (Delusions)- পোকা দেখে- A= আর্স, বেল,। B= ল্যাক-ক্যান। C= কস্টি,ডিজি, হায়োস, মার্ক, ফস, প্লাম্বা, পালস, স্ট্যামো, ট্যারেন্টু।
১২) ভয়, কুকুরের- A= বেল, চায়না। B= কস্টি, হায়োস, স্ট্যামো, টিউবার।
১৩) উন্মাদ (Insanity, madness) পাগলামি- A= আর্স, বেল, হায়োস, লাইকো, মার্ক, নাক্স-ভ স্ট্যামো, ট্যারেন্টু।
১৪) আলো পেতে চায় (Light, desire,for)- A= বেল,জেলস, স্ট্যামো। B= অ্যাকোন, অ্যামন-মি, ক্যাল্ক।
১৫) কাতরতা প্রকাশ করে, আর্তনাদ করে (Moaning, groaning) / আর্তনাদ করে (Groaning)/ ঘিন ঘিন করে (Whining)- A= অ্যাকোন, বেল, ক্যানা-ই, ক্যালি-কা।
১৬) প্রচণ্ড ক্রোধ: হিংসাত্মক- A= বেল, হায়োস, স্ট্র্যামো। B= অ্যাগারি ।
১৭) চিনতে পারে না (Does not recognize) তার আত্মীয়দেরকে- A= বেল, হায়োস। B= অ্যানাকা, গ্লোন, ল্যাকে, মার্ক, ওপি, স্ট্র্যামো, ভ্যালের, জিঙ্ক।
১৮) অত্যানুভূতিযুক্ত: কথা-বার্তায়- আলোকে- A= বেল, নাক্স-ভ, ফস। B= অ্যাকোন, কলচি, ক্যালি-ফস। C= আর্স, ল্যাক-ক্যান।
১৯) উজ্জ্বল বস্ত দেখলে বাড়ে (Shining objects agg.) A= বেল, লাইসি। B= ক্যান্থা, হায়োস, স্ট্র্যামো। C= বিউফো, ক্যাম্ফ, ক্যানা-ই, ল্যাকে, ফস।
২০) চমকে ওঠে: ভয় হতে- A= বেল, বোরা, হায়োস, ক্যালি-কা, ক্যালি-ফস, ন্যাট্র-কা, ন্যাট্র-মি, ন্যাট্র-সাল, নাই-অ্যাসি, স্ট্র্যামো ।
২১) চমকে ওঠে: ঘুম হতে- A= বেল, বোরা, কস্টি, হায়োস, স্পঞ্জি।
২২) আঘাত করে (Striking)-A= বেল, হায়োস। B= আর্জ-মে, ক্যান্থা, কুপ্রা গ্রোন, ইগ্নে, ক্যালি-কা, লাইকো, নাক্স-ভ প্ল্যাটি, স্ট্র্যামো, স্ট্রনসি, ট্যারেন্টু।
২৩) অপরাহ্নে (Afternoon) বাড়ে- A= বেল, ক্যালি-নাই, লাইকো, পালস, রাস, সিপি, সাইলি, সিনাপি-না, থুজা, জিঙ্ক।
২৪) মাথায় ঠাণ্ডা লাগালে বাড়ে- A= বেল, সিপি সাইলি। B= লিডাম, পালস।
২৫) প্রদাহ, বাহ্যিকভাবে (Inflammation, externally)- A= আর্স, বেল, ইচিনে, ল্যাকে, পালস, সাইলি, স্ট্যাফি।
২৬) কঠিনতা: গ্রন্হিগুলোতে- A= ব্যাডি, ব্যারা-মি, বেল, ব্রোমি, ক্যাল্ক, ক্যাল্ক-ফ্লু, কার্বো-অ্যানি, ক্লিমে, কোনি, আই, ফাইটো, স্পঞ্জি, সালফ।
২৭) সঞ্চলনে বাড়ে (Motion agg.) A= বেল, বিসমা, ব্রায়ো, চেলিডো, চায়না, ককুল, কলচি, কলো, গুয়াই, লিডাম, মার্ক, নাক্স-ভ, র্যানান-বা, স্যাবি, সাইলি, সালফ।
২৮) ব্যথা: সহসা উপস্হিত হয়- A= বেল, নাই- B= আর্জ-মে, পালস, স্যাবি, ট্যাবে, ভ্যালের ।
২৯) মোটা, রক্তপ্রধান ধাতু বিশিষ্ট ব্যক্তি- (plethora)- A= অরাম, বেল, ক্যাল্ক, ক্যালি-বাই, ফস, সাইলি, সালফ।
৩০) ডান দিক (Right) A= আর্জ-মে, আর্স, অরাম, ব্যাপটি, বেল, ব্রায়ো, ক্যাল্ক, ক্যান্থা, চেলিডো,
কলো, কোনি, ক্রোট-কা, ক্রোট-হ,লাইকো, নাক্স-ভ, পালস, স্যাঙ্গুই,সার্সা, সিকেলি।
৩১.১) ঘুমের শুরুতে বাড়ে (at beginning agg.)- A= আর্স, বেল, ব্রায়ো, ক্রোট-হ, ক্যালি-কা, ল্যাকে পালস, সিপি।
৩১.২) ঘুমের সময়ে বাড়ে (during)- A= আর্নি, আর্স, বেল, বোরা, ব্রায়ো, হিপার, হায়োস, মার্ক, ওপি, পালস, সাইলি।
৩২.১) সাধারণ ফোলা: আক্রান্ত অংশে (Affected parts of)- A= অ্যাকোন, অ্যাক্টি-স্পাই, বেল, ব্রায়ো, ক্রোট-হ, ইউফ্রে, জেলস, ম্যাগ-কা, পালস, রডো, রাস, সিপি, সাইলি, স্পঞ্জি, সালফ।
৩২.২) সাধারণ ফোলা: গরম (Hot)- A= বেল, ব্রায়ো, মার্ক।
৩৩) স্পর্শে প্রকোপ বাড়ে (Touch agg) -A= অ্যাগারি, অ্যাপিস, আর্জ-মে, অ্যাসাফ, বেল, ক্যামো, ককুল, কফি, কলচি, ক্রোট-কা, কুপা, হিপার, হায়োস, ক্যালি-আর, ক্যালি-কা, লাইকো, নাই-অ্যাসি, রডো, সাইলি, স্ট্যাফি, সালফ।
৩৪) দ্রুত প্রকোপ বাড়ে (fast agg.)- A= আর্স, বেল, ব্রায়ো, কফি, কোনি, হায়োস, ক্যালি-ফস, নাই-অ্যাসি, ফস, পালস, সালফ, সাইলি।
৩৫) ঢেউয়ের মতো অনুভূতি (Wavelike sensation)- A= বেল, সালফ। B= বিসমা, নাই-অ্যাসি, সিপি।
৩৬) ঠাণ্ডা বাতাস (cold)- A= বেল, হিপার, নাক্স-ভ। B= অ্যাকোন, আর্স, অ্যাসার, ব্রায়ো, কস্টি, ক্যামো, ক্যালি-বাই, সিপি, সিল।