Mag Phos (ম্যাগ ফস): গুরুত্বপূর্ণ রুব্রিকসহ
ম্যাগনেসিয়া ফসফরিকা (Mag Phos)।
DHMS (2nd year).
♣ সমনামঃ ম্যাগনেসিয়া ফসফেট, ফসফেট অব ম্যাগনেসিয়া।
♣ মায়াজমঃ সাইকোটিক, টিউবারকুলার।
♣ সাইডঃ ডানদিক।
♣ কাতরতাঃ শীতকাতর।
♣ উপযোগিতাঃ জৈব উত্তাপের অভাব। চেহারা পাতলা, শুকিয়ে গেছে অত্যন্ত স্নায়বিক, গায়ের রঙ কালো বিশেষতঃ তাদের রোগে উপযোগী। দেহের ডানদিকের রোগ। মাথা, কান, মুখ, বুক, ডিম্বাশয়, সায়াটিকা নার্ভ সব ডান দিকে আক্রান্ত হয় (বেল, ব্রায়ো, চেলিডো, কেলি-কা, লাইকো, পডো)
♣ ক্রিয়াস্থলঃ স্নায়ু, মাংসপেশি, মুখমণ্ডল, মাথা, ডানদিক।
♣ বৈশিষ্ট্যঃ ফসফেট অব ম্যাগনিসিয়া সাধারণত রক্তকণিকা, মাংসপেশি, মস্তিষ্ক, মেরুদন্ডের মজ্জা, স্নায়ু ও দাঁতে উপস্হিত থাকে। এর অণুর বিঘ্ন সৃষ্টির ফলে, ব্যথা খিলধরা ও পক্ষাঘাত হয়। ব্যথাগুলোর চিড়িকমারা বিদ্যুৎ চমকানোর মতো, অথবা ছিদ্রকর; প্রায়ই যোগ থাকে সময় সময় ব্যথা ঘুরে বেড়ায়; হ্রাস গরমে : হ্রাস চাপে ; বৃদ্ধি হালকা স্পর্শে।
♣ সারসংক্ষেপঃ জৈব উত্তাপের অভাব। দেহের ডানদিকের রোগ। স্হান পরিবর্তনশীল খিলধরা তঅব্র ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায়। ঠাণ্ডা পানিতে গোসলে, সাধারণভাবে ঠাণ্ডায়, ঠাণ্ডা বাতাসে, অনাচ্ছাদনে, মুক্ত বাতাসে ও শীতল পানীয়ে বাড়ে। চাপে, উনুনের গরমে, ঘর্ষণে, দ্বিভাজ হলে, শক্তচাপে, গরম পানিতে গোসলে, গরম পানি পানে, উত্তাপে কমে। ভয়, দর্বল, ক্লান্ত, অবন্ন। মানসিক পরিশ্রমে অক্ষমতা। উত্তেজনাপ্রবণতা: শিরঃপীড়াকালে, চেতনার বিভ্রান্তি, দীর্ঘশ্বাস, হাই তোলে, নিদ্রালুতা ও খুব ভুলোমন। লিখনে অগ্রবাহুতে টেনে ধরার মতো ব্যথা হয়। দৃষ্টা সংক্রান্ত সমস্যা হতে মাথাব্যথা হয়।
♣ক্রম ও সহচর লক্ষণঃ১) লিখলে অগ্রবাহুতে টেনে ধরার মতো ব্যথা হয়। ২) লিখলে ঊর্ধ্বংঙ্গে টান লাগে। ৩) ঠাণ্ডা পানি দিয়ে ঘাড় ধোলে কানে ব্যথা হয়। ৪) স্নায়ুবিক ব্যথায় উত্তাপ প্রয়োগে ব্যথার উপশম।
<বৃদ্ধিঃ বায়ু প্রবাহে, গোসলে, ঠাণ্ডা পানিতে গোসলে, সাধারণভাবে ঠাণ্ডায়, ঠাণ্ডা বাতাসে, ঠাণ্ডা লাগালে, খাদ্য: শীতল পানীয়ে, সঞ্চালনে, অনাচ্ছাদনে, হাঁটলে, মুক্ত বাতাসে, বায়ুপ্রবণ ও ঝড়ো আবহাওয়া, সকল লক্ষণ শীতল বায়ুতে, পানিতে, ঠাণ্ডা বাতাসের ঝাপটা লেগে, খোলা বাতাসে, ঠাণ্ডা পানিতে, ডান পাশে চেপে শোলো, স্পর্শে, নির্দিষ্ট সময়ান্তরে, রাতে, উল্লাসে, দুধ পানে, চিৎ হয়ে শয়নে।
> হ্রাসঃ চাপে, উনুনের গরমে, ঘর্ষণে, দ্বিভাজ হলে, শক্তচাপে, গরম পানিতে গোসলে, গরম পানি পানে, উত্তাপে, সামনের দিকে নত হলে, সঙ্কোচিত হলে।
♣ কারণঃ দাঁতওঠা। ঠাণ্ডা বাতাস। ঠাণ্ডায় গোসল। শীতল পানিতে দণ্ডায়মান থাকলে। শীতল কর্দমসহ কাজ করলে। অধ্যয়ন। ক্যাথেটার ব্যবহারের অভ্যাস।
♣ ক্রিয়ানাশকঃ বেল, জেলস, ল্যাকে।
♣ অনুপূরকঃ টিউবার।
♣ অপথ্যঃ দুধ।
♣ বর্জনীয় ঃ ঠাণ্ডা পানিতে গোসল।
= উপরোক্ত লক্ষণ সাদৃশ্যে যে কোন রোগেই আমরা ম্যাগ-ফস প্রয়োগ করতে পারবো।
গুরুত্বপূর্ণ কয়েকটি রুব্রিকঃ (ক্যান্ট রেপার্টরী অনুযায়ী)
১) উত্তেজনাপ্রবণতা: শিরঃপীড়াকালে- A= সিফিলি। B= অ্যামন-কা, অ্যানাকা, আর্স, ক্রিয়ো, ল্যাক-ক্যান, ম্যাগ-ফস, ন্যাট্র-কা, নিক্কো, ফস।
২) আপন মনে কথা বলে Talks to himself) –
B= অ্যান্টি-টা, অরাম, হায়োস, ক্যালি-বাই। C= অ্যাপিস, বেল, ক্লোরেল, ম্যাগ-ফস, মার্ক, মস্কাস, মিউ-অ্যাসি, নাক্স-ম, ওন্যান, ওপি, ফস-অ্যাসি, প্লাম্বা, পাইরো, র্যানান-বা, রাস, স্ট্র্যামো, ট্যাবে, ট্যারাক্সি, ভাইপে।
৩) ঠান্ডা পানিতে গোসলে বাড়ে- A= অ্যান্টি-ক্রু, ম্যাগ-ফস, রাস, টিউবার।
৪) সাধারণভাবে ঠান্ডায় বাড়ে-(Cold in general agg)- A= আর্স, ব্যারা-কা, ক্যাল্ক-আর্স, ক্যাল্ক, ক্যাল্ক-ফ্লু, ক্যাল্ক-ফস, ক্যাল্ক-সিলি, ক্যাপসি, কস্টি, চায়না, ডালকা, গ্র্যাফ, হিপার, হাইপেরি, ক্যালি-আর্স, ক্যালি-কা, ক্যালি-ফস, লাইকো, ম্যাগ-ফস, মস্কাস, ন্যাট্র-আর্স, নাই-অ্যাসি, নাক্স-ভ, ফস, সোরিন, পাইরো, র্যানান-বা, রাস, রিউমেক্স, স্যাবাডি, সিপি, সাইলি, স্পাইজে, স্ট্রনসি।
৫) ঠাণ্ডা বাতাসে বাড়ে- A= অ্যাগারি, অ্যালি-স্যা, আর্স, অরাম, ব্যারা-কা, ক্যাল্ক, ক্যাল্ক-ফস, ক্যাম্ফ, কস্টি, সিমিসি, সিস্টা, ডালকা, হেলি, হিপার, হাইপেরি, ক্যালি-আর্স, ক্যালি-কা,লাইকো, ম্যাগ-ফস, মস্কাস, নাক্স-ভ, নাক্স-ম, সোরিন, র্যানান-বা, রডো, রাস, রিউমেক্স, স্যাবাডি, সিপি, সাইলি, স্ট্রনসি ।
৬.১) আকুঞ্চন বাহ্যিকভাবে ( Constriction externally) – A= সিমিসি, ককুল, গ্রাফ, হায়োস, মার্ক, নাই-অ্যাসি, নাক্স-ভ, প্লাম্বা, রাস, স্ট্যানা, স্ট্র্যামো। B= অ্যাকোন, ইস্কু, অ্যাগারি, অ্যালি-স্যা, অ্যামিল, অ্যানাকা, অ্যান্টি-টা, ম্যাগ-কা,,,,
৬.২) আকুঞ্চন: অভ্যন্তরীন – A= বেল, ক্যাক্টা, চায়না, কলো, ইগ্নে, ম্যাগ-ফস, ন্যাট্র-মি, নাই-অ্যাসি, নাক্স-ভ, প্ল্যাটি, প্লাম্বা, পালস, স্ট্র্যামো, সালফ।
৭) জৈব উত্তাপের অভাব ( Heat, flashes of) – A= অ্যারেনি, আর্স, ব্যারা-কা, ক্যাল্ক, ক্যাল্ক-আর্স, ক্যাল্ক-ফস, ক্যাম্ফ, কার্বো-অ্যানি, কস্টি, সিস্টা, ক্রোটেল-ক্যাস্ক, ডালকা, ফেরাম, গ্র্যাফ, হেলি, হিপার, ক্যালি-আর্স, ক্যালি-বাই, ক্যালি-কা, ক্যালি-ফস, লিডাম, ম্যাগ-ফস, নাই-অ্যাসি, নাক্স-ভ, ফস-এসিড, ফস, সোরিন, পাইরো,রাস, সাইলি।
৮) ব্যথা: সহসা উপস্থিত হয় এবং সহসা অন্তর্হিত হয়- B= আর্জ-নাই, ফাইটো। C= অ্যাসাফ, অ্যাস্টের, বেল, ক্যান্থা, কার্বো-সাল, ইউপে-পার্প, ফ্লু-অ্যাসি, ইগ্নে, ক্যালি-বাই, ক্যালমি, লাইকো, ম্যাগ-ফস, মার্ক-কর, নাই-অ্যাসি, স্যাবি, স্পাইজে।
৯) ব্যথা: পেশিতে চারদিকে ছড়িয়ে পড়া ব্যথা- B= আর্জ-নাই, ম্যাগ-কা, টেলু। C= বার্বে, ডায়োস্কো।
১০) ভ্রাম্যমান ব্যথা (Wandering)- A= চেলিডো, জেলস, ইগ্নে, ক্যালি-বাই, ক্যালি-সাল, ল্যাক-ক্যান, লিডাম, পালস। B= অ্যামন-মি, আর্নি, অরাম, বেল, ক্যাল্ক-ফস, কার্বো-সাল, কার্বো-ভে, কলো, কস্টি, চায়না, কলচি, ডায়োস্কো, আইরি, ক্যালি-কা, ক্যালমি, ল্যাকে, ম্যাগ-ফস, ম্যাঙ্গে, নাক্স-ম, ফাইটো, প্লাম্বা, র্যনান-বা, স্যাবি, সেলি-অ্যাসি, স্পাইজে, সেলি, টিউবার।
১১) চাপে উপশম ( amel)- A= ব্রায়ো, কলো, কোনি, লিলি-টি, ম্যাগ-মি, ম্যাগ-ফস, ন্যাট-কা, প্লাম্বা, পালস, সাইলি।
১২) অনাচ্ছাদনে বাড়ে ( Uncovering agg.)- A= আর্স, হিপার, ক্যালি-আর, ক্যালি-কা, লাইকো, ম্যাগ-ফস, নাক্স-ম, নাক্স-ভ, রডো, রাস, সাইলি, স্কুই, স্ট্রনসি।
১৩) মুক্তবাতাসে বাড়ে ( in open air agg.)- A= আর্স, ক্যাল্ক, ম্যাগ-ফস, নাক্স-ভ, স্পাইজে, সালফ। B= বেল, ব্রায়ো, ক্যাম্ফ, কার্বো-অ্যাসি, কার্বো-অ্যানি, কার্বো-ভে, চেলিডো, সিনা, কফি, কলচি, কোনি, ইউফ্রে, মার্ক, স্ট্র্যামো, ভায়ো-ট্রা।
১৪) উনুনের গরমে উপশম- A= আর্স, ব্যারা-কা, হিপার, ইগ্নে, ম্যাগ-ফস, রাস, সাইলি।