Kali Phos (ক্যালি ফস): গুরুত্বপূর্ণ রুব্রিকসহ

ক্যালি ফস (Kali Phos)।
DHMS (2nd year).
♣ সমনামঃ পটাসিয়াম ফসফেট, ফসফেট অব পটাস, পটাস ফসফাস । ।
♣ মায়াজমঃ সোরিক, টিউবারকুলার।
♣ কাতরতাঃ শীতকাতর।
♣ উপযোগিতাঃ শীর্ণতা, জৈব উত্তাপের অভাব। এটা একটি স্নায়ুমণ্ডলীর পক্ষে শ্রেষ্ট উত্তেজক ওষুধ। ঠাণ্ডা লাগার প্রবণতা, দুর্বলতা এবং ক্লান্তি। বিশেষভাবে অল্পবয়স্কদের পক্ষে উপযোগী। দৈহিক স্নয়ু-মণ্ডলীর পীড়িত অবস্হা স্নায়ুশশক্তির অভাব থেকে রোগের উদ্ভব হয়; স্নায়বিক দুর্বলতা, মানসিক ও দৈহিক অবসাদ রোগে এটা দ্বারা উৎকৃষ্ট ফল পাওয়া যায়।
♣ ক্রিয়াস্থলঃ স্নায়ু, মস্তষ্ক, রজ্জু ।
♣ বৈশিষ্ট্যঃ শুসলারের মতো- কেলি ফস, ব্রেইন, স্নায়ু, মাংসপেশি, রক্ত (কণিকা ও রক্তরস) কোষে বিদ্যমান এবং কোষের অভ্যন্তরীণ তরল পদার্থের থাকে এবং এসব অনুর গতিতে যদি কোনো বিঘ্ন ঘটে তবে উৎপন্ন হয়- যথাক্রমে (১) চিন্তা কোষগুলোর মাঝে হতাশা, উৎকণ্ঠা, ভীতি, অশ্রুপূর্ণ বা ছিঁচ কাঁদুনে, গ্রহ-পীড়া, সন্ধিগ্ধপূর্ণ বা সন্দেহপরায়ণ, জনতাভীতি, ও দুর্বল স্মৃতিশক্তি। (২) যেসব স্নায়ু দ্বারা ধমনি ও শিরাদির নাড়ি; পরে বাধাপ্রাপ্ত। (৩) সেনসরি নার্ভে : পক্ষাঘাতের অনুভুতি ও তার সাথে বেদনা। (৪) গতি বিধায়ক স্নায়ুতে ; মাংসপেশি ও স্নায়ুতে দুর্বলতা এমনকি পক্ষাঘাত । (৫) সিমপ্যাথেটিক স্নায়ুর পরিপোষণকারী তন্তুতে পরিপোষণে বাধা ; ক্রিয়ার বৈশিষ্ট্য হলো মনের অবসন্নতা; মানসিক সংঘাত হতে উৎপন্ন রোগ, অবসাদ-বায়ু, হিস্টিরিয়া, ধাতুদুর্বলতা, স্নায়ুবিক অনিদ্রা, উত্তেজিত দুর্বলের আক্ষেপ এটি আরোগ্য করে : সেপটিক অবস্হা ও দূষিত জ্বর এবং রক্তস্রাব, বিগলিত ক্ষত রোগ, স্কার্ভি, গলিত স্যঙ্কার, কার্বাঙ্কলস, টাইফয়েড, টাইফাস জ্বর, অহগতিশীল অবস্হা, ক্রমাগত মাংসপেশির শীর্ণতা, পাকস্হলীর গোলকার ক্ষত (সিমপ্যাথেটিক স্নায়ুর পরিপোষণকারী তন্তুর ক্রিয়ার বাধার ফলে) টাক (শুসলারে মতে একই কারণে)।
♣ সারসংক্ষেপঃ শীর্ণতা, জৈব উত্তাপের অভাব। ঠাণ্ডা লাগার প্রবণতা, দুর্বলতা এবং ক্লান্তি। সিমপ্যাথেটিক স্নায়ুর পরিপোষণকারী তন্ত্ততে পরিপোষণে বাধা। সামান্য স্পর্শও রোগীকে চমকিয়ে দেয়। সঙ্গমের পরে, সাধারণভাবে ঠাণ্ডায়, অতিরিক্ত যৌনক্রিয়ার পর, দাঁড়ালে, মানসিক পরিশ্রমে, স্পর্শে, শীতকালে ও আহারের পর বাড়ে। ঋতু আরম্ভ হলে, উদ্গারে, গরমে, নিদ্রায়, ধীরে ধীরে সঞ্চালনে, আমোদ-প্রমোদে ও কোনো কিছুতে হেলান দিলে কমে। বিষণ্নতা, চমকে ওঠে, ভয়, স্মৃতিশক্তির দুর্বলতা, অধৈর্যভাব, ঔদাসীনতা, খিটখিটে, ধর্মানুরাগ ও গৃহকাতরতা। মানসিক ও শারীরিক অবসন্নতা, সকল স্রাব অতিশয় দুর্গন্ধময় ও অনিদ্রা। অতিরিক্ত কাজ করা হতে অসহায়ত্বভাব বা স্বল্পবাক হয়ে যাওয়া।
♣ অনুভূতিঃ ১) মনে হয় যেনো জিব তালুর সাথে এঁটে রয়েছে । ২) যেনো একটি বল গলার ওপরের দিকে ওঠছে। ৩) আঙুলের আগা অবশ।
♣ ক্রম ও সহচর লক্ষণঃ ১) প্রসবোত্তর জ্বরকালীন উন্মাদনা। ২) স্নায়বিক মহিলাদের প্রচুর পরিমাণে ঋতুস্রাব হয়।
< বৃদ্ধিঃ প্রাতে, পূর্বাহ্নে, সন্ধাকালে, রাতে, খোলা বাতাসে, সঙ্গমের পরে, সাধারণভাবে ঠাণ্ডায়, সঞ্চালন আরম্ভকালে, অতিরিক্ত যৌনক্রিয়ার পর, দাঁড়ালে, দ্রুত প্রকোপ বাড়ে, বিষাদিত হলে, উত্তেজিত হলে, মানসিক পরিশ্রমে, মানসিক বা শারীরিক অবসাদে, স্পর্শে, ঠাণ্ডায়, বয়োঃসন্ধিকালে, সঙ্গমে, খাবারের পর, ক্রমাগত সঞ্চালনে, গোলমালে, শব্দে, ঋতুস্রাবের আগে, স্হিরভাবে থাকলে, ঘুমে, বসে থাকার পর ওটে বসলে, একাকী থাকলে, আলো, বিশ্রামকালে, ঠাণ্ডা বাতাসে, শীতকালে, আর্দ্র আবহাওয়ায়, আহারের পর।
> হ্রাসঃ ঋতু আরম্ভ হলে, শয়নে, বসলে কোমর বেদনা, নুয়ে থাকলে শূলবেদনা, উদ্গারে, গরমে, নিদ্রায়, আহারে, ধীরে ধীরে সঞ্চালনে, মানসিক প্রফুল্লতায়, অনেক লোকে ভিড়ে, আমোদ-প্রমোদ, দাঁড়ালে, হাত সঞ্চালনে, কোনো কিছুতে হেলান দিলে, বিশ্রামে, পুষ্টিকর খাবারে।
♣ কারণঃ জৈব তরল পদার্থের ক্ষয়, রক্তে জীবানুসংক্রমণ, হস্তমৈথুন, দুঃসংবাদ।
♣ ইচ্ছাঃ লোকসঙ্গ।
= উপরোক্ত লক্ষণ সাদৃশ্যে যে কোন রোগেই আমরা ক্যালি-ফস প্রয়োগ করতে পারবো।

গুরুত্বপূর্ণ কয়েকটি রুব্রিকঃ ( ক্যান্ট রেপার্টরী অনুযায়ী)
১) ক্রোধ (Anger) -: প্রচণ্ড- A= অ্যাকোন, অ্যানাকা, অরাম, ক্যামো, হিপার, নাই-অ্যাসি, ন্যাক্স-ভ, ট্যারেন্টু। B= অ্যাপিস, আর্স-আই, বেল, ক্যাল্ক, ক্যাল্ক-ফস, ক্যাল্ক-সাল, ক্যাপসি, কার্বো-অ্যানি, কার্বো-সাল, কার্বো-ভে, কস্টি, ককুল, কফি, কলো, কোনি, ক্রোকা, ডালকা, গ্র্যাফ, হায়োস, আই, ইপি, ক্যালি-ফস, লিডাম, মেজের, মস্কাস, মিউ-অ্যাসি, ন্যাট্র-সাল, পেলাডি, ফস-অ্যাসি, ফস, সোরিন, রাস, স্ট্যানা, স্ট্রনসি, ট্যারেন্টু, থুজা, জিঙ্ক।
২) উৎকন্ঠা: ভয়ের সাথে- A= অ্যাকোন, অ্যানাকা, আর্স, কস্টি, ইগ্নে, সোরিন, সিকেলি। B= অ্যালু, অ্যামন-মি, অরাম, ব্যারা-কা, ক্যাল্ক, ক্যান্থা, চায়না, চিনি-সাল, ককুল, কফি, কুপ্রা, ডিজি, গ্র্যাফ, হিপার, ক্যালি-আর্স, ক্যালি-কা, ক্যালি-ফস, ক্রিয়ো, লাইকো, ম্যাগ-কা, মার্ক, ন্যাট্র-মি, নাই-অ্যাসি, ফস, প্লাটি, পালস, রাস, সিপি, স্পাইজে, স্ট্রনসি, ভিরেট।
৩) লোকসঙ্গ: আকাঙ্ক্ষা করে- A= আর্জ-নাই, আর্স, বিসমা, হায়োস, ক্যালি-কা, ল্যাক-ক্যান, লাইকো, ফস। B= অ্যাপিস, ক্যাল্ক, ক্যাম্ফ, ক্লিমে, কোনি, ইল্যাপ্স, জেলস, ইগ্নে, ক্যালি-আর্স, ক্যালি-ফস, মেজের, নাক্স-ভ, প্যালাডি, পালস, সিপি,স্ট্রিকনি।
৪) ) নৈরাশ্য ( Despair) /আশাশূন্য (Hopeless) – A= আর্স, অরাম, ক্যাম্ফ, কফি, হেলি, ইগ্নে, সোরিন। B= অ্যাকোন, অ্যাম্রা, আর্জ-নাই, আর্স-আই, ক্যানা-ই, কস্টি, ককুল, কোনি, ক্রোটেল, গ্র্যাফ, ক্যালি-ফস, ল্যাকে, লিলি-টি, লাইকো, মার্ক, মেজের, ন্যাট্র-আর্স, ন্যাট্র-কা, ন্যাট্র-মি, নাই-অ্যাসি, পালস, রাস, স্ট্র্যামো, সালফ, ভিরেট।
৫) মানসিক পরিশ্রমে বৃদ্ধি (Exertion) : –
A- আর্জ-মেট, আর্জ-নাই, অরাম, ক্যাল্ক, ক্যাল্ক-ফস, ইগ্নে, ক্যালি-ফস, ল্যাকে, লাইকো, ন্যাট্র-কা, ন্যাট্র-মি, নাক্স-ভ, সেলিনি, সিপি, সাইলি, স্ট্যাফি।
৬) ভয়: একাকি থাকলে- A= আর্জ-নাই, আর্স, ক্রোটন-টিগ, হায়োস, ক্যালি-কা, লাইকো, ফস। B= অ্যাপিস, ক্যাম্ফ, ক্লিমে, কোনি, ইল্যাপ্স, জেলস, ক্যালি-ফস, ল্যাক-ক্যান, লাইসি, পালস, সিপি, স্ট্র্যামো।
৭) গৃহকাতরতা (Home, sickness)- A= ক্যাপসি, কার্বো-অ্যানি, ফস-অ্যাসি। B= অরাম, কস্টি, ক্লিমে, ইগ্নে, ক্যালি-ফস, মার্ক, ন্যাট্র-মি, সাইলি, স্ট্যাফি।
৮) গুল্মবায়ু রোগ ( Hysteria) : A= অ্যাসাফ, অরাম, কস্টি, ককুল, কোনি, জেলস, ইগ্নে, ক্যালি-ফস, ল্যাকে, ম্যাগ-মি, ন্যাট্র-মি, নাই-অ্যাসি, নাক্স-ম, পালস, সিপি, সাইলি, ট্যারেন্টু, ভ্যালের, ভিরেট।
৯) ) স্মৃতিশক্তির দুর্বলতা (Memory weakness of)- A= অ্যাম্ব্রা, আর্জ-নাই, আর্স, ব্যারা-কা, বিউফো, বিউফো-সা, কার্বো-সাল, কস্টি, কলচি, কোনি, গ্লোন, হেলি, হিপার, হায়োস, ক্যালি-ফস, ল্যাকে, লাইকো, মেডো, মার্ক, নাই-অ্যাসি, নাক্স-ম, ফস-অ্যাসি, ফস, প্ল্যাটি, প্লাম্বা, সিপি, ভিরেট।
১০) ) মানসিক অবসাদ ( Prostration of mind/প্রোসট্রেইশন অপ মাইন্ড) / মানসিক শ্রম, সহ্য করতে পারে না ( Mental effort, inability to sustain) – A- আর্জ-মে, অরাম, কোনি, কুপ্রা, ফেরা-পিক্রি, ক্যালি-ফস, ল্যাকে, লাইকো, ন্যাট্র-কা, ন্যাট্র-ফস, নাই-অ্যাসি, নাক্স-ভ, ফস-এসিড, ফস, পিক্রি-অ্যাসি, সিপি, সাইলি, সালফ।
১১) ধর্মানুরাগ (Religious affection)- A= হায়োস, ল্যাকে, লিলি-টা, সালফ, ভিরেট, জিঙ্ক। B= আর্জ-নাই, আর্স, অরাম, বেল, ক্যাল্ক, কার্বো-ভে, ক্যামো, চেলিডো, গ্র্যাফ, ইগ্নে, ক্যালি-ফস, লাইকো, মেডো, মেজের, প্ল্যাটি, সোরিন, পালস, সিপি, স্ট্র্যামো।
১২) বিষন্নতা, মানসিক অবসাদ ( Sadness, mental depression) – A= অ্যাকোন, আর্স, আর্স-আই, অরাম, অরাম-মি, ক্যাল্ক, ক্যাল্ক-আর্স, ক্যাল্ক-সাল, কার্বো-অ্যানি, কার্বো-সাল, কস্টি, ক্যামো, চায়না, সিমিসি, ক্রোট-কা, ফেরাম, ফেরা-আই, জেলস, গ্র্যাফ, হেলি, হিপ্পো, ইগ্নে, আই, ক্যালি-ব্রো, ক্যালি-ফস, ল্যাক-ক্যান, ল্যাকে, ল্যাপ্টে, লিলি-টি, লাইকো, মার্ক, মেজের, মিউরে, ন্যাট-আর্স, ন্যাট্র-কা, ন্যাট্র-মি, ন্যাট্র-সাল, নাই-অ্যাসি, প্ল্যাটি, সোরিন, পালস, রাস, সিপি, স্ট্যানা, সালফ, থুজা, ভিরেট।
১৩.১)চমকে ওঠে: সহজেই- A= বোরা, ক্যালি-কা, ক্যালি-ফস, ন্যাট্র-কা, ন্যাট্র-মি, ন্যাট্র-ফস।
১৩.২) চমকে ওঠে: ভয় হতে- A= বেল, বোরা, হায়োস, ক্যালি-কা, ক্যালি-ফস, ন্যাট্র-কা, ন্যাট্র-মি, ন্যাট্র-সাল, নাই-অ্যাসি, স্ট্র্যামো ।
১৪) রক্তাল্পতা ( Anaemia) – A= আর্স, বোরা, ক্যাল্ক, ক্যাল্ক-ফস, চায়না, ফেরাম, ফেরা-আর্স, গ্রাফ, হেলি, ক্যালি-আর্স, ক্যালি-কা, ক্যালি-ফস, ম্যাঙ্গে, মেডো, মার্ক, ন্যাট্র-মি, নাই-অ্যাসি, ফস, প্লাম্বা, পালস, স্কুই, স্ট্যাফি, সালফ।
১৫) সঙ্গমের পরে- A= অ্যাগারি, ক্যাল্ক, ক্যালি-কা, ক্যালি-ফস, সিপি।
১৬) সাধারণভাবে ঠান্ডায় বাড়ে-(Cold in general agg)- A= আর্স, ব্যারা-কা, ক্যাল্ক-আর্স, ক্যাল্ক, ক্যাল্ক-ফ্লু, ক্যাল্ক-ফস, ক্যাল্ক-সিলি, ক্যাপসি, কস্টি, চায়না, ডালকা, গ্র্যাফ, হিপার, হাইপেরি, ক্যালি-আর্স, ক্যালি-কা, ক্যালি-ফস, লাইকো, ম্যাগ-ফস, মস্কাস, ন্যাট্র-আর্স, নাই-অ্যাসি, নাক্স-ভ, ফস, সোরিন, পাইরো, র্যানান-বা, রাস, রিউমেক্স, স্যাবাডি, সিপি, সাইলি, স্পাইজে, স্ট্রনসি।
১৭) ঠান্ডা লাগার প্রবণতা- A=অ্যাকোন, অ্যালু, ব্যারা-কা, ব্রায়ো, ক্যালি-ফস, ক্যামো, ডালকা, হিপার, ক্যালি-কা, ক্যালি-ফস, লাইকো, মার্ক, ন্যাট্র-আর্স, ন্যাট্র-মি, নাই-অ্যাসি, নাক্স-ভ, সোরিন, রিউমেক্স, সিপি, সাইলি, টিউবার ।
১৮.১) সূঁচফোটানো ব্যথা বাহ্যিকভাবে (Stitching externally)- A= অ্যাসাফ, বেল, ব্রায়ো, ক্যাল্ক, কার্বো-সাল, সাইকু, কোনি, ক্যালি-কা, ক্যালি-ফস, ক্যালি-সাল, লিডাম, মার্ক, পালস, র্যানান-বা, রাস, স্পাইজে, স্ট্যাফি ।
১৮.২) ছিন্নকর ব্যথা বাহ্যিকভাবে- A= অ্যাকোন, ইস্কু, আর্নি, বেল, বার্বে, ব্রায়ো, কার্বো-সাল, চায়না, সাইকু, সিনা, কলচি, হাইপেরি, ইগ্নে, ক্যালি-কা, ক্যালি-ফস, ক্যালি-সাল, লিডাম, লাইকো, ন্যাট্র-মি, ন্যাট্র-ফস, ন্যাট্র-সাল, নাই-অ্যাসি, পালস, সিপি, সাইলি, সালফ।
১৯) অতিরিক্ত যৌনক্রিয়ার পর ( Sexual excesses, after) – A= ক্যাল্ক, কস্টি, কোনি, ক্যালি-ফস, লাইকো, নাক্স-ভ, ফস-অ্যাসি, ফস, সেলি, সিপি, সাইলি, স্ট্যাফি, সালফ।
২০) দাঁড়ালে বাড়ে ( Standing agg.) – A= ককুল, কোনি, সাইক্লে, ক্যালি-ফস, লিলি-টি, পালস, সিপি, সালফ।
২১) দ্রুত প্রকোপ বাড়ে (fast agg.)- A= আর্স, বেল, ব্রায়ো, কফি, কোনি, হায়োস, ক্যালি-ফস, নাই-অ্যাসি, ফস, পালস, সালফ, সাইলি।
২২) দুর্বলতা/ক্লান্তি (Weakness enervation) -A= অ্যামন-কা, অ্যান্টি-টা, অ্যাপিস, আর্নি, আর্স, আর্স-আই, ব্র্যাপটি, ব্যারা-কা, ক্যাল্ক, চায়না, কলচি, ফেরাম, ফেরা-আই, ফেরা-মেট। জেলস, গ্র্যাফ , আই, ক্যালি-কা, ক্যালি-ফস, ক্যালমি, ল্যাকে, লরো,মার্ক, মার্ক-কর, মার্ক-সায়ান, নাই-অ্যাসি, নাক্স-ভ, ওলিয়ে, ফস-অ্যাসি, ফস,পিক্রি-অ্যাসি, প্লাম্বা, সোরিন, র্যানান-বা, রাস, সিকেলি, সেলে, সিপি, সিল, স্কুই, স্ট্যানা, স্ট্যাফি, সালফ, টিউবার, ভিরেট ।
২৩) ক্লান্তিবোধ ( Weariness) – A= অ্যালু, বেঞ্জু-অ্যাসি, ক্যাল্ক-ফস, ক্যানা-স্যাট, ক্যান্থা, ক্যাপসি, কার্বো-সাল, চেলিডো, সাইকু, ক্রোকা, ফেরাম, জেলস, গ্র্যাফ, ক্যালি-ফস, লাইকো, পালস, রুটা, স্ট্যাফি, সালফ।