Apis Mellifica (এপিস মেলিফিকা): গুরুত্বপূর্ণ রুব্রিকসহ
অ্যাপিস মেলিফিকা (Apis Mellifica )
D.H.M.S. (1st year ).
♣ সমনামঃ অ্যাপিয়াম ভাইরাস, হানি-বি, মৌমাছির বিষ।
♣ মায়াজমঃ সোরিক, সাইকোটিক, সিফিলিটিক।
♣ সাইডঃ ডানপাশ, ডানপাশ হতে বামপাশ।
♣ কাতরতাঃ গরমকাতর।
♣ উপযোগিতাঃ গন্ডমালাধাতু বিশিষ্ট ( যাদের গলার গ্ল্যান্ড ফোলে), গ্রন্থি বা গ্ল্যান্ড বাড়ে ও শক্ত হয়।
♣ ক্রিয়াস্থলঃ মন, মস্তিষ্ক, উদর, জরায়ু, চোখ, ডিম্বকোষ, কিডনি, মূত্রথলী, মূত্রযন্ত্র, গলনালি, সিরাস গ্ল্যান্ড, চামড়া, ডানদিকে, হৃদপিন্ড, রক্ত, শ্বাসযন্ত্র, শ্লৈষ্মিক ঝিল্লি, কৈষিক ঝিল্লি।
♣ বৈশিষ্ট্যঃ এ ওষুধটির দুটি নাম রয়েছেে – (১) মৌমাছি থেকে যেটি প্রস্তুত করা তাকে অ্যাপিস মিলিফিকা এবং (২) মক্ষিকার বিষ হতে যেটি প্রস্তুত করা হয় তাকে বলে অ্যাপিয়াস ভাইরাস। সুপরিচিত মৌমাছি হুল ফোটানোর ফলে জ্বালা, হুল ফুটানো ব্যথা, ছুরি দিয়ে কেটে যাওয়ার মতো ব্যথা তার সাথে অত্যাধিক ফুলে ওঠা এটির বিভিন্ন ক্ষেতে প্রয়োগের মূলসুর। এর সাথে স্পর্শে রয়েছেে অত্যানুভূতি।
♣ সারসংক্ষেপঃ গন্ডমালাধাতু বিশিষ্ট, জ্বালা, ফোলা, আরক্তিমতা, হুলবেঁধামতো যন্ত্রণা, উত্তপ্ততা, স্পর্শকাতরা। টাইট বা শক্ত অনুভূতি : আঁটসাটো কিছু পরতে অনিচ্ছা। শুয়ে থাকলে, গরমে, উষ্ণতায়, গরম ঘরে, আবরণে ও চাপে বাড়ে। ঠান্ডা পানিতে, খাদ্য : শীতল পানীয়ে , দুধে, ঋতুস্রাবকালে ও ঘুমের পরে উপশম। স্ভম্ভিতভাব, অন্যমনষ্ক, ঔদাসীনতা, অনীহা, উচ্চ চিৎকার করে, অশ্রুপূর্ণ ভাব, অপটুতা, আলস্য, কর্মব্যস্ত, খিটখিটে ও হিংসুটে। মূত্র-স্বল্পতা, মূত্রকষ্ট ও পিপাসাহীনতা। নিদ্রালুতা ও ঘুম ঘুম ভাব। রোগীর শোথের স্থান ও গায়ের চামড়া স্বচ্ছ ও মোমের মতো সাদাটে ; চামড়া পর্যায়ক্রমে শুকনো, গরম ও ঘামে। দুধ খাবার প্রবল ইচ্ছে।
♣ অনুভূতিঃ ১) বুকের রোগে সংকোচনের অনুভূতি থাকে ও শোতে অক্ষম।
২) তলপেটে অনুভূতি যেনো কিছু আঁটসাঁট এবং ভেঙ্গে ফেলবে যখন কোষ্টকাঠিনের মলত্যাগের সময় চাপ দেয়া হয়।
♣ ক্রম ও সহচর লক্ষণঃ ১) চোখের চারপাশে ফোলার কারণে চোখের পাতা খুলতে পারে না।
২) চামড়ার চুলকানিযুক্ত ফোলা/অ্যালার্জি।
< বৃদ্ধিঃ প্রাতে, দুপুরবেলা, বেলা ৩টায়, সন্ধাকালে, মধ্য রাতের আগে, আর্দ্র আবহাওয়ায়, আহারের পরে, খাদ্য : শীতল পানীয়ে, শয়ে থাকলে, সঞ্চালনে, ঘুমের সময়ে ও পরে, গরমে, উষ্ণতায়, বিছানায় শুলে, গরমে ঘরে, স্টোভের গরমে, আবরণে, স্পর্শে ও চাপে, নড়াচড়ায়, বিছানার গরমে, গরম পানীয়ে, গরম আবহাওয়ায়, সঙ্গমের পরে।
> হ্রাসঃ ঠান্ডা পানিতে, খাদ্য : শীতল পানীয়ে, দুধে, ঠান্ডা বাতাসে, খোলা ও মুক্ত বাতাসে, মাথা পেছনে নোয়ালে, অনাবৃত হলে, গোসলে, কফ বের হলে, বসলে, চিৎ হয়ে শুলে, ঋতুস্রাবকালে ও ঘুমের পরে।
♣ কারণঃ দুঃখ, আতঙ্ক, ক্রোধ, ভয়, বিরক্তি, হিংসা, মন্দ সংবাদ শ্রবণে,মানসিক সক, গোলমাল, উদ্ভেদ প্রচাপনে। সঙ্গম বাসনা চাপা রাখা হেতু।
♣ ইচ্ছাঃ দুধ, অম্ল জিনিস, খোলা বাতাসে।
♣ অনিচ্ছাঃ পানীয়, আঁটসাটো কাপড়।
♣ শত্রুভাবাপন্নঃ রাস, ফস, সোরিন।
♣ ক্রিয়ানাশকঃ ক্যান্থা, কার্বো-ভে, ইপি, অ্যাসিড-কার্বো, ল্যাকে, ল্যাক-অ্যাসি, লিডাম, নেট্র-মি, প্লান্টেগো, লবণ, পেঁয়াজ, মিষ্টি দ্রব্য, অ্যামোনিয়া, তেল।
♣ এটি ক্রিয়ানাশকঃ ক্যান্থা, আয়োড, চায়না, ডিজি।
♣ প্রয়োগঃ রক্তিমতা ও ফোলাসহ, হুলফোটানো ও জ্বালাকর ব্যথা। বিশেষ করে চোখে, চোখের পাতায়, কানে, মুখমন্ডলে, ঠোঁটে, জিবে, গলায়, মলদ্বারে ও অন্ডকোষে দেখা গেলে অ্যাপিস-মেল উপযোগী (এর সাথে ঠান্ডা বাহ্য প্রয়োগে উপশম– এ লক্ষণটি অবশ্যই থাকতে হবে)। —- ডা. হ্যারিং।
♣ সতর্কতাঃ গর্ভের প্রথম তিন মাসের মাঝে অ্যাপিস সতর্কতার সাথে প্রয়োগ করতে হবে। নিম্নশক্তিগুলো গর্ভস্রাব ঘটানোর সম্ভাবনা সৃষ্টি করে।
= উপরোক্ত লক্ষণ সাদৃশ্যে যে কোন রোগেই আমরা অ্যাপিস-মেল প্রয়োগ করতে পারবো।
গুরুত্বপূর্ণ কয়েকটি রুব্রিকঃ
১) অন্যমনষ্ক ( Absent- minded) / অন্য বিষয়ে নিবিষ্টচিত্ত ( Pre-occupied) – A= অ্যাপিস, ক্যানা-ই, কস্টি, ক্যামো, হেলি, ল্যাকে, মেজের, ন্যাট্র-মি, নাক্স-ম, প্লাটি, পালস, সিপি, ভিরেট।
২) মৃত্যু ইচ্ছা করে : ঐ বিষয়ে পূর্বানুভূতি- A= অ্যাকোন, অ্যাপিস।
৩) প্রলাপ: ঘুমের মাঝে – A=অ্যাপিস, বেল। B= ক্যাক্টা, জেলস, ওপি।
৪) ঔদাসীনতা, অনীহা, উৎসাহহীনতা (Indifference, apathy, etc.)/উৎসাহহীনতা (Apathy)- A= অ্যাপিস, কার্বো-ভে, চায়না, ক্রোটেল-ক্যাস্ক, হেলি, লিলি-টা, মিজের, ন্যাট্র-কা, ন্যাট্র-মি, ন্যাট্র-ফস, ওনাস, ওপি, ফস-অ্যাসি, ফস, প্ল্যাটি, পালস, সিপি, স্ট্যাফি।
৫.১) উন্মাদ : কর্মব্যস্ত – A= অ্যাপিস । B= ক্যালি-ব্রো।
৫.২) উন্মাদ : প্রেমভাবাপন্ন – A= অ্যাপিস, ব্যারা-মি, প্ল্যাটি, ভিরেট।
৬.১) উচ্চ চিৎকার করে (Shrieking)/ চিৎকার(Exclamation) A= অ্যাপিস, ক্যাম্ফ, সাইকু, কুপ্রা, ক্যালি- কা, লাইকো, প্ল্যাটি, স্ট্র্যামো, ভিরেট।
৬.২) উচ্চ চিৎকার করে : মস্তিক বিকার হতে- A= অ্যাপিস। B= কার্বো-অ্যাসি, গ্লোন, হেলি, হায়োস,, ক্যালি-কা, লাইকো, রাস, জিঙ্ক ।
৭) স্তম্ভিতভাব (Stupefaction)/অসাড় ভাব (Benumbed)/ অভিভূত (Stunned)- A= অ্যাপিস, ব্যাপটি, বেল, ব্রায়ো, ককুল, হেলি, হায়োস, নাক্স-ভ, ওপি, ফস-অ্যাসি, ফস, রাস, স্ট্র্যামো, ভিরেট।
৮) অজ্ঞানতা : জ্বরকালে – A= অ্যাপিস, আর্নি, মিউ-অ্যাসি, ন্যাট্র-মি, ওপি।
৯.১) কাঁদে, অশ্রুপূর্ণ ভাব ( Weeping, tearful mood, etc.)- A= অ্যাপিস, ক্যাল্ক, ক্যাল্ক-সাল, কার্বো-সাল, কস্টি, সাইকু, গ্রাফ, ইগ্নে, ক্যালি-ব্রো, ল্যাক-ক্যান, লাইকো, ন্যাট্র-মি, ক্যালাডি, প্লাটি, পালস, সিপি, সালফ, ভিরেট।
৯.২) কাঁদে : বিনা কারণে – A= অ্যাপিস, পালস, সালফ।
১০) খুব অসুস্থ অবস্হায় বলে সে ভালো রয়েছেে ( Well, says he is, when very sick) – A= আর্নি। B= অ্যাপিস।
১১.১) শোথ বাহ্যিকভাবে ( Dropsy, external) – A= অ্যাপিস, আর্স, চায়না, কলচি, ডিজি, গ্রাফ, হেলি, মেডো, ওলিয়ে, ওপি, স্কুই, টেরিবি।
১১.২) শোথ : অভ্যন্তরীন – A= অ্যাপিস, আর্স, বেল, কার্ডুমে, চায়না, কলচি, ডিজি, হেলি, সালফ।
১২) প্রদাহ : সৌত্রিক ঝিল্লিগুলোতে – A= অ্যাকোন, অ্যাপিস, আর্স, ব্রায়ো, ক্যাল্ক, হেলি, লাইকো, সাইলি।
১৩) উত্তেজনা প্রবণতা ( Irritability, excessive physical) অত্যধিক, দৈহিক – A= অ্যাপিস, আর্নি, অ্যাসের, অরাম, বেল, ক্যান্থা, কফি, মেডো, মার্ক, নাই-অ্যাসি, নাক্স-ভ, সাইলি, স্ট্যাফি, টিউক্রি।
১৪) ব্যথা : জ্বালাকর বাহ্যিকভাবে – A= অ্যাপিস, আর্স, অ্যারাম-টি, ব্রায়ো, ক্যাম্ফ, কার্বো-সাল, কার্বো-ভে, কস্টি, ইউফ্রে, আইরি, মার্ক, ন্যাট্র-মি, নাক্স-ভ, ফস-এসিড, ফস, র্যাটান, রাস, সিকেলি, সিপি, সাইলি, স্ট্যানা, সালফ।
১৫) সংবেদনশীল বাহ্যিকভাবে ( Sensitiveness externally) – A= অ্যাপিস, আর্নি, বেল, ক্যাল্ক, চায়না, চিনি-সাল, ল্যাকে, ন্যাট্র-মি, নাক্স-ম, ফস, পালস, র্যানান-বা, সাইলি, স্পাইজে, স্ট্যাফি, স্ট্রনসি।
১৬) সঙ্গম বাসনা চাপা রাখা হেতু ( desire, supression of agg.)- A= অ্যাপিস, ক্যাম্ফ, কোনি।
১৭) সাধারণ ফোলা ( Swelling in general) – A= অ্যাপিস, আর্স, বেল, ব্রায়ো, ক্যালি-বাই, মার্ক, নাক্স-ভ, পালস, রাস।
১৮) স্পর্শে প্রকোপ বাড়ে ( Touch agg) – A= অ্যাগারি, অ্যাপিস, আর্জ-নাই, অ্যাসাফ, বেল, ক্যামো, ককুল, কফি, কলচি, ক্রোট-কা, কুপা, হিপার, হায়োস, ক্যালি-আর, ক্যালি-কা, লাইকো, নাই-অ্যাসি, রডো, সাইলি, স্ট্যাফি, সালফ।
১৯) গরমে, উষ্ণতায় বাড়ে ( Warm agg.)- A= অ্যালু, অ্যাপিস, আর্স-আই, উইফর্বি, ফেরাম, জেলস, গ্লোন, ক্যালি-ব্রো, আয়োড, লিডাম, পালস, সিকেলি।
২০) গরম ঘরে বাড়ে ( Room agg.)- A= অ্যাপিস, ক্যাল্ক-সাল, কার্বো-সাল, গ্রাফ, ক্যালি-আই, ক্যালি-সাল, লাইকো, পালস, সালফ।
২১) আবরণে বাড়ে ( wraps agg.)- A= অ্যাপিস, লাইকো, পালস, সিকেলি, সালফ।