Thuja Occi (থুজা অক্সি): গুরুত্বপূর্ণ রুব্রিকসহ

থুজা অক্সিডেন্টালিস (Thuja Occi)।
DHMS. (4th year).
♣ সমনামঃ আরবর ভাইটাই, ওআইট সীডার, জীবনবৃক্ষ।
♣ মায়াজমঃ সোরিক, সাইকোটিক, সিফিলিটিক।
♣ সাইডঃ বামপাশ, ওপরে বামপাশ নিচে ডানপাশ।
♣ কাতরতাঃ শীতকাতর, উভয় কাতর।
♣ উপযোগিতাঃ হাইড্রোজেনয়েড ধাতু, প্রমেহ বিষদুষ্ট ধাতুু এবং সামান্য পরিমাণে সিফিলিস ধাতুর লোকদের পক্ষে উপযোগী। কাজের সাথে কারণের যেরূপ সম্বন্ধ হাইড্রোজেনয়েড ধাতুর সাথে সাইকোসিস মায়াজমের সেইরূপ সম্বন্ধ।
শ্লেষ্মা প্রধান ধাতুর লোকদের যারা খুব মোটাসোটা, রঙ কালো, কালোচুল, অপরিষ্কার চামড়া এমন লোকদের অসুখে খুব ভালো কাজ করে।
♣ ক্রিয়াস্থলঃ মিউকাস মেমব্রেনস, মূত্র ও জননযন্ত্র, অন্ত্রসমূহ, মন, স্নায়ু, মাথার পেছন দিক, গ্ল্যান্ডস, চামড়া, রক্ত, মস্তিষ্ক, পাকাশয়-অন্ত্রপ্রদাহ, বাম ওভারি। মলদ্বার ও চামড়ার ওপর এর প্রধান ক্রিয়া: তবে সাইকোসিস দোষের ওপরই এর ক্রিয়া সর্বাধিক।
♣ বৈশিষ্ট্যঃ এর প্রধান ঔষধি কাজ মাংসার্বুদ ডুমুরের মতো মাংসপিণ্ড এবং স্পঞ্জের মতো অর্বুদ প্রভৃতি উৎপন্ন করা। এটি মন, অনুভূতি ও কোষকলার বিকৃতি ঘটায়। এটি শক্ত টিস্যুকে নরম টিস্যুতে পরিণত করে।
♣ সারসংক্ষেপঃ সাইকোটিক এবং শ্লেষ্মাপ্রধান ধাতুবিশিষ্ট কালোবর্ণ মোটাদেহবিশিষ্ট রক্তহীন লোকের টীকা ও প্রমেহ অবরুদ্ধ হেতু শারিরীক ও মানসিক বিকৃতি। এটি মন, অনুভূতি ও কোষকলার বিকৃতি ঘটায়। আড়াআড়িভাবে অনুভূতি বাম উর্ধাঙ্গ, ডান নিম্নাঙ্গ। অপরাহ্নে, ভোর ৩টায়, সাধারণভাবে ঠান্ডায়, আর্দ্র আবহাওয়ায়, চর্বিতে, পিঁয়াজে, মাংসে, মাসলাদার খাদ্যে, বায়ুতে ও স্ত্রী সংগমে বাড়ে। শীতল পানীয়ে, চিৎ হয়ে শুলে, ঘুমের পরে, গরমে, পায়ের ওপর আড়া-আড়ি পা চাপালে, সঞ্চালনে কমে। খিটখিটে, ক্রোধ, উৎকন্ঠা, খুঁতখুতে, গোপনপ্রিয়তা, আত্মবিশ্বাসের অভাব, ভ্রান্ত বিশ্বাস, বিস্তৃতিপরায়ণ, উত্তেজনাপ্রবণতা, বিষণ্নতা, ভয়, ধর্মোন্মাদ ও কাঁদে। মূত্রবেগ আসলে ওভারিতে/ ডিম্বায়ে ব্যথা হয়। মাথা ছাড়া শরীরের অন্যত্র অনাবৃত অংশে প্রচুর ঘাম হয়। সর্দি হলে সার্বদৈহিক লক্ষণের উপশম হয়।
♣ অনুভূতিঃ ১) একগাছি চুল থাকার মতো অনুভূতি। ২) উত্তাপের ঝলকাবোধ: শীত শীত ভাবসহ।
♣ ক্রম ও সহচর লক্ষণঃ ১) কথা বলতে গেলে বাক্যের শেষ শব্দ ছুটে যায়। ২) টিকা দেয়ার পর পাকস্হলীতে ব্যথা হয় বা আঙুল হাড়া হয় যা শুরু হয় নখের চারপাশ হতে বা অস্হিরতা। ৩) হাতে ও পায়ের শীতলতার সাথে উরুতে উত্তাপাবস্থা। ৪) ব্যথাকর লিঙ্গোত্থান হতে অনিদ্রা।
♣ < বৃদ্ধিঃ প্রাতে, সকালের নাস্তার পর, অপরাহ্নে, বেলা ৩টায়, রাতে, অবস্হান পরিবর্তনে, সাধারণভাবে ঠান্ডায়, আর্দ্র আবহাওয়ায়, আহারের পরে, গ্রীষ্মকালে, অনাচ্ছাদনে, বায়ুতে, বিছানায় শুলে, বিছানার গরমে, চোখ বন্ধ করলে, স্ত্রী সঙ্গমের।
♣ > হ্রাসঃ শীতল পানীয়ে, আক্রান্ত অঙ্গে হাত রাখলে, চিৎ হয়ে শুলে, একপাশে চেপে শুলে,ঘামের পর, ঘুমের পর, মর্দনে, গরমে, স্পর্শে, চাপে, পায়ের ওপর আড়া-আড়ি পা চাপালে, মাথা ডাকলে, হাঁচলে, সঞ্চালনে, বাত আক্রান্তস্থান ঢেকে রাখলে।
♣ কারণঃ টীকা নেয়া, গনোরিয়া, গনোরিয়া চাপা পড়লে, যৌন অপব্যবহার, সূর্যাঘাত, সালফার, পারদ, চা, কফি, মদ, মিষ্টি, পেঁয়াজ, ধুমপান, জীবজন্তুর দংশন।
♣ ইচ্ছঃ ঠান্ডা পানীয়ে, লবণ, ঠান্ডা খাদ্য।
♣ অনিচছাঃ লোকসঙ্গ, সঞ্চালনে, মাংস, আলু, পেয়াজ।
♣ ক্রিয়ানাশকঃ ক্যাম্ফ, ক্যামো, কক্কাস, মার্ক, পালস, স্যাবাইনা, সালফ, স্ট্যাফি।
♣ প্রয়োগঃ থুজা পুঁজযুক্ত বসন্তকে সক্রিয় করে।
= উপরোক্ত লক্ষণ সাদৃশ্যে যে কোন রোগেই আমরা থুজা প্রয়োগ করতে পারবো।

গুরুত্বপূর্ণ কয়েকটি রুব্রিকঃ (ক্যান্ট রেপার্টরী অনুযায়ী)
১) উত্তর দেয়: ধীরে ধীরে- A- মার্ক, ফস-এসিড, ফস। B- অ্যানাকা, কার্বো-ভে, ককুল, কোনি, হেলি, নাক্স-ম, রাস, সালফ, থুজা।
২) উৎকন্ঠা: বিবেক দংশনে – A= অ্যালু, আর্স, অরাম, চেলিডো, ডিজি, সোরিন। B= অ্যামন-কা, কার্বো-ভে, কস্টি, ককুল, কোনি, ফেরাম, গ্র্যাফ, হায়োস, ইগ্নে, মেডো, মার্ক, ন্যাট্র-মি, নাক্স-ভ, রাস, সাইলি, সালফ, থুজা, ভিরেট, জিঙ্ক।
৩) সামান্য বিষয় সম্বন্ধে অতি সচেতন খুঁতখুঁতে (Scrupulous) (Conscientious)/ খুঁতখুঁতে (Scrupulous)- A= ইগ্নে, সাইলি। B= আর্স, ব্যারা-কা, লাইকো, মিউ-অ্যাসি, ন্যাট্র-কা, নাক্স-ভ, স্ট্র্যামো, সালফ, থুজা।
৪.১) ভ্রান্ত বিশ্বাস: জীবজন্তু যেনো, পেটের মাঝে রয়েছে- B= থুজা।
৪.২) ভ্রান্ত বিশ্বাস: মনে করে সে যেনো মরতে বসেছে- A= অ্যাকোন। B= আর্জ-নাই, চেলিডো, ক্রোকা, নাই-অ্যাসি, থুজা।
৪.৩) ভ্রান্ত বিশ্বাস: মূর্তি, ছায়ামূর্তি দেখে- A= বেল, ল্যাকে। B= অ্যাম্ব্রা, অ্যাপিস, আর্জ-নাই, আর্স, কার্বো-ভে, ক্রোটেল, হিপার, হায়োস, লাইকো, মার্ক, ন্যাট্র-মি, ওপি, ফস, স্যাম্বু, ট্যারেন্টু, থুজা, জিঙ্ক।
৪.৪) ভ্রান্ত বিশ্বাস: ছায়ামূর্তি, ভূত, প্রেত দেখে, চোখ বুজলে- ব্রায়ো, ক্যাল্ক, ল্যাকে, সালফ, থুজা।
৫) ধর্মোন্মাদ ( Fanaticism)- B= থুজা। C= কস্টি, রোবি, সোলেনি, সালফ।
৬.১) তাড়াতাড়ি করে ( Hurry) : A- লিলি-টি, মেডো, মার্ক, ন্যাট্র-মি, সালফ, সাল-অ্যাসি, ট্যারেন্টু। B- অ্যাকোন, আর্জ-নাই, আর্স, আর্স-আই, ব্যারা-কা, ব্রায়ো, ক্যাম্ফ, কার্বো-সাল, কফি, হিপার, ইগ্নে, ক্যালি-কা, ল্যাকে, নাক্স-ভ, ফস-এসিড, পালস, স্ট্র্যামো, থুজা।
৬.২) তাড়াতাড়ি করে : চলার সময়- A- আর্জ-নাই, সাল-অ্যাসি। B- সালফ, থুজা। C- অ্যাকোন, ক্যান্থা, আই, মস্কাস, স্ট্র্যামো, ট্যারেন্টু।
৭) উত্তেজনাপ্রবণতা (Irritability) – A= অ্যাকোন, অ্যালু, অ্যান্টি-ক্রু, অ্যাপিস, অরাম, বেল, বোভি, ব্রায়ো, ক্যাল্ক, কার্বো-সাল, কস্টি, ক্যামো, গ্র্যাফ, হিপার, ক্যালি-কা, ক্যালি-আই, ক্যালি-সাল, লিলি-টি, লাইকো, ন্যাট্র-কা, ন্যাট্র-মি, নাই-অ্যাসি, নাক্স-ভ, পেট্রো, ফস-অ্যাসি, ফস, প্ল্যাট, পালস, র্যানান-বা, রাস, সিপি, সাইলি, স্ট্যাফি, স্ট্রিকনি, সালফ, সাল-অ্যাসি, থুজা, ভিরেট-ভি, জিঙ্ক।
৮) ভুল করে: লিখতে- A= ল্যাকে, লাইকো, থুজা।
৯) বিষন্নতা, মানসিক অবসাদ ( Sadness, mental depression) – A= অ্যাকোন, আর্স, আর্স-আই, অরাম, অরাম-মি, ক্যাল্ক, ক্যাল্ক-আর্স, ক্যাল্ক-সাল, কার্বো-অ্যানি, কার্বো-সাল, কস্টি, ক্যামো, চায়না, সিমিসি, ক্রোট-কা, ফেরাম, ফেরা-আই, জেলস, গ্র্যাফ, হেলি, হিপ্পো, ইগ্নে, আই, ক্যালি-ব্রো, ক্যালি-ফস, ল্যাক-ক্যান, ল্যাকে, ল্যাপ্টে, লিলি-টি, লাইকো, মার্ক, মেজের, মিউরে, ন্যাট-আর্স, ন্যাট্র-কা, ন্যাট্র-মি, ন্যাট্র-সাল, নাই-অ্যাসি, প্ল্যাটি, সোরিন, পালস, রাস, সিপি, স্ট্যানা, সালফ, থুজা, ভিরেট।
১০) অপরাহ্নে (Afternoon) বাড়ে- A= বেল, ক্যালি-নাই, লাইকো, পালস, রাস, সিপি, সাইলি, সিনাপি-না, থুজা, জিঙ্ক।
১১) ছত্রাক জাতীয় রক্তার্বুদ- A= আর্স, কার্বো-অ্যানি, ল্যাকে, ফস, সাইলি, থুজা। B= ক্যাল্ক, কার্বো-ভে, ক্রিয়ো, লাইকো, মার্ক, ন্যাট্র-মি, নাই-অ্যাসি, পালস, সালফ।
১২) উত্তাপের ঝলকাবোধ (Flashes of heat) –
A= ক্যাল্ক, কস্টি, ককুল, গ্লোন, ল্যাকে, লাইকো, ম্যাঙ্গে, ন্যাট্র-সাল, নাই-অ্যাসি, ফস, সোরিন, সিপি, সালফ, সাল-অ্যাসি, স্যাম্বুল, থুজা, টিউবার ।
১৩) চন্দ্রালোকে বাড়ে- ( Moonlight) –
B= অ্যান্টি-ক্রু। C= হেলি, থুজা।
১৪) সাধারণ ফোলা: গ্রন্হিগুলোতে (glands)- A= আর্স-আই, ব্যারা-কা, ব্যারা-আই, ব্যারা-মি, বেল, ব্রোমি, ক্যাল্ক-আই, ক্যাল্ক-সাল, ক্যাপসি, কার্বো-অ্যানি, কার্বো-ভে, সিস্টা, ক্লিমে, ডালকা, গ্র্যাফ, হিপার, আই, লাইকো, মার্ক, মার্ক-কর, নাই-অ্যাসি, ফস, প্লাম্বা, রাস, সাইলি, স্পঞ্জি, স্কুই, সালফ, থুজা।
১৫) সাইকোসিস (Sycosis) -A= আর্জ-মে, আর্জ-নাই, ক্যালি-সাল, মেডো, সিপি, স্ট্যাফি, থুজা । B= অ্যাগারি, অ্যাপিস, অ্যাস্টার, অরাম-মি, ব্যারা-কা, ক্যাল্ক, কস্টি, ডালকা, ফেরাম, ফ্লু-অ্যাসি, গ্র্যাফ, আই, ল্যাকে, লাইকো, মেজের, ফাইটো, সার্সা, সিকেলি, সেলে, সাইলি, সালফ।
১৬) টিকা দেয়ার পর ( Vaccination after)- A= ম্যালান্ড, সাইলি, সালফ, থুজা।