Staphysagria (স্ট্যাফিসেগ্রিয়া): গুরুত্বপূর্ণ রুব্রিকসহ

স্ট্যাফিসেগ্রিয়া (Staphysagria)।
D.H.M.S. (3rd year).
♣ সমনামঃ ডেলফিনিয়াম স্ট্যাফিসেগ্রিয়া, স্ট্যাফিডিস এগ্রিয়া, লাউস সীডস, লার্কস্পার।
♣ মায়াজমঃ সোরিক, সাইকোটিক, সিফিলিটিক, টিউবারকুলার।
♣ সাইডঃ ডানদিক।
♣ কাতরতাঃ উভয়কাতর।
♣ উপযোগিতাঃ হস্তমৈথুন ও অতিরিক্ত যৌনাচারহেতু মানসিক বিশৃঙ্খলায় উপযোগী। সামান্যতম আঘাতে, সামন্য ব্যাপারে অসহিষ্ণু উত্তেজিত হয়ে পড়ে, তুচ্ছ নির্দোষ কথাতেও অপমানিত বোধ করে (ইগ্নে), ক্রোধ, বিরক্তি বা দীর্ঘদিনের অসন্তোষ জমা হয়ে (অরাম-মেট) তার কুফলে রোগ হলে উপযোগী।তীক্ষ্ণ ধারালো অস্ত্রে কেটে গেলে, অস্ত্র দ্বারা অপারেশনের পর হুল ফোটানো ব্যথা, ছুরি দিয়ে কেটে ফেলার মতো তীক্ষ্ণ বেদনা হলে উপযোগী।
♣ ক্রিয়াস্থলঃ মন, প্রস্টেটগ্ল্যান্ড, স্নায়ু, দাঁত, জননাঙ্গগুলো, মূত্রযন্ত্র, পাকাশয়, চোখ, চামড়া।
♣ বৈশিষ্ট্যঃ দাঁত ও দন্তস্থলী আবরণের ওপর কাজ করে। তন্তুগুলো ছিন্নভিন্ন হলে ব্যবহার্য। সঙ্কোচক পেশিগলো ছিন্ন বা প্রসারিত।
♣ সারসংক্ষেপঃ অতিরিক্ত রতিজ দুরাচার, অপমানিত বোধ, ক্রোধ, দীর্ঘদিনের অসন্তোষ জমা হওয়ার কুফল। রাগের পর হতে গলগহ্বরে সংকোচন বোধ হয়।
দিবাভাগে, দৈহিক ও মানসিক পরিশ্রমে, উপবাসকালে, তামাকে প্রকোপ, স্পর্শে, জৈব তরল পদার্থের ক্ষয়ে, ঘৃণায়, রুটি ও মসলাদার খাদ্যে বাড়ে।
গোসলে, বিশ্রামে, উত্তাপে, নাস্তা খেলে, পূর্ণিমার আগে ও অমাবস্যার সময় কমে।
অস্হিরতা, স্নায়বিকতা, ক্রোধ: বিরক্তি ও ঘৃণাভাবসহ, উত্তেজনাপ্রবণতা, অত্যানুভূতিযুক্ত, কামুকতা, অলসভাব, ঔদাসীনতা ও স্মৃতিশক্তির দুর্বলতা। মলদ্বারের অত্যন্ত স্পর্শকাতরতাযুক্ত শ্লেষ্মাগুটি। নব বিবাহিত মহিলার মূত্রবেগ সংক্রান্ত সমস্যা। চোখের অঞ্জলি ও দাঁতের পোকা। কোনো অস্ত্রোপচারের কুফল।
♣ বিশেষ লক্ষণঃ ১) ঘৃণামিশ্রিত রাগের সাথে মনোকষ্ট হতে রোগোৎপত্তি।২) যার প্রতি উত্তেজিত হয় তার প্রতি জিনিস-পত্র ছুঁড়ে মারে।
♣ অনুভূতিঃ ১) উত্তাপের অনুভূতি।২) ভারবোধ: বাহ্যিকভাবে, অভ্যন্তরীণভাবে।
♣ ক্রম ও সহচর লক্ষণঃ ১) অতিরিক্ত যৌনকাজের পর স্বল্পবাক বা চোখ লাল হয়ে যায় বা চোখে ঝাপসা দেখে বা অন্ডকোষের শীর্ণতা প্রাপ্তি। ২) শিশুরা ঘুম থেকে জেগে পালিয়ে যেতে চায়।
= উপরোক্ত লক্ষণ সাদৃশ্যে যে কোন রোগেই আমরা স্ট্যাফিসেগ্রিয়া প্রয়োগ করতে পারবো।

গুরুত্বপূর্ণ কয়েকটি রুব্রিকঃ (ক্যান্ট রেপার্টরী অনুযায়ী)
১.১ ) ক্রোধ (Anger) ঃ-খিটখিটে ভাব- অ্যাকোন, অ্যানাকা,আর্স, অরাম, ব্রায়ো, ক্যামো, ইগ্নে ক্যালি-কা,ক্যালি-সাল, লাইকো, ন্যাট্র-মি, নাই-অ্যামি,নাক্স-ভ, পেট্রো,সিপি,স্ট্যাফি, সালফ।
১.২) ক্রোধ: বিরক্তি প্রভৃতি পরবর্তী পীড়া হেতু- A= অ্যাকোন, ক্যামো, ককুল, কলো, ইগ্নে, ইপি, নাক্স-ভ, ওপি, প্লাটি, স্ট্যাফি।
১.৩) ক্রোধ: ঘৃণাভাবসহ- A= কলো, স্ট্যাফি।
B= অরাম, নাক্স-ভ। C= ইপি, লাইকো, মার্ক, মিউ-অ্যাসি, ন্যাট্র-মি, প্লাটি।
২) বিমূঢ় ( Dollness) / অলসভাব ( Sluggishness) : আর্জ-নাই, ব্যাপটি, ব্যারা-কা, ব্যারা-মি, বেল, ব্রায়ো, ক্যাল্ক, ক্যাল্ক-ফস, ক্যাল্ক-সাল, কার্বো-ভে, জেলস, গ্রাফ, গুয়াই, হেলি, হায়োস, ক্যালি-ব্রো, ক্যালি-কা, লরো, লাইকো, ন্যাট-আর্স, ন্যাট্র-কা, ন্যাট্র-মি, নাক্স-ম, ফস-অ্যাসি, পিক্রি-অ্যাসি, পালস, সেনেগা, সিপি, সাইলি, স্ট্যাফি, স্টিলি, সালফ, টিউবার।
৩) ঔদাসীনতা, অনীহা, উৎসাহহীনতা (Indifference, apathy,etc.) / উৎসাহহীনতা (Apathy) / নিরানন্দ (Joyless) / অমনোযোগী (Listless)/ জড়তাভাবাপন্ন (Phlegmatic)- A= অ্যাপিস, কার্বো-ভে, চায়না, ক্রোটেল-ক্যাস্ক, হেলি, লিলি-টি, মিজের, ন্যাট্র-কা, ন্যাট্র-মি, ন্যাট্র-ফস, ওনোস, ওপি, ফস-অ্যাসি, ফস, প্ল্যাটি, পালস, সিপি, স্ট্যাফি ।
৪) উত্তেজনাপ্রবণতা (Irritability) – A= অ্যাকোন, অ্যালু, অ্যান্টি-ক্রু, অ্যাপিস, অরাম, বেল, বোভি, ব্রায়ো, ক্যাল্ক, কার্বো-সাল, কস্টি, ক্যামো, গ্র্যাফ, হিপার, ক্যালি-কা, ক্যালি-আই, ক্যালি-সাল, লিলি-টি, লাইকো, ন্যাট্র-কা, ন্যাট্র-মি, নাই-অ্যাসি, নাক্স-ভ, পেট্রো, ফস-অ্যাসি, ফস, প্ল্যাট, পালস, র্যানান-বা, রাস, সিপি, সাইলি, স্ট্যাফি, স্ট্রিকনি, সালফ, সাল-অ্যাসি, থুজা, ভিরেট-ভি, জিঙ্ক।
৫) কামুকতা, ভোগকামনাযুক্ত- ( Lasciviousness lustful / স্বল্পে প্রেমাসক্ত ( Amorous) – A= হায়োস, ল্যাকে, লিলি-টি, ওরিগে, ফস, পিক্রি-অ্যাসি, প্ল্যাটি, স্ট্যাফি।
৬) শিষ্টাচার ভঙ্গের প্রবৃত্তি ( Libertinism) – B= নাক্স-ভ, প্ল্যাটি, স্ট্যাফি।
৭) অস্হিরতা, স্নায়বিকতা (Restlessness, nervousness) /অস্হির (Fidgety) – অ্যাকোন, অ্যানাকা,আর্জ-নাই,আর্স,আর্স-আই,ব্যাপটি,বেল,ক্যাল্ক,ক্যাল্ক -ফস,ক্যাম্ফ,সিমিসি,সাইকু, কলো, কুপ্রা, কুপ্রা-আর্স,ফেরাম, ফেরা-আর্স, হায়োস, লাইকো, মার্ক, প্লাম্বা, পালস, রাস, সিকেলি,সিফি, সাইলি,স্ট্যাফি, স্ট্র্যামো, সালফ,ট্যারেন্টু,জিঙ্ক ।
৮) দিবাভাগে (Daytime)বাড়ে- A= সিপি, স্ট্যানা, স্ট্যাফি। B= ফেরাম, মেডো, ন্যাট্র-আর্স, ন্যাট্র-মি, নাই-অ্যাসি, পালস, রাস, স্যাঙ্গুই।
৯) রাতে (Night) বাড়ে- A= অ্যাকোন, আর্জ-নাই, আর্নি, আর্স, আর্স-আই, ক্যাল্ক, ক্যাল্ক-আই, ক্যাল্ক-ফস, ক্যাল্ক-সাল, কার্বো-অ্যানি, কার্বো-সাল, ক্যামো, চায়না, সিন্নাবে, কফি, কলচি, কোনি, সাইক্লে, ডালকা, ফেরাম, ফেরা-আর্স, ফেরা-আই, গ্র্যাফ, হিপার, হায়োস, আয়োড, ইপি, ক্যালি-আর্স, ক্যালি-বাই, ক্যালি-কা, ক্যালি-আই, ল্যাকে, লিলি-টা, ম্যাগ-কা, ম্যাগ-মি, ম্যাঙ্গে, মার্ক, নাই-অ্যাসি, ফস, প্লাম্বা, সোরিন, পালস, রাস,রোমেক্স, সিপি, সাইলি, স্ট্রনসি, সালফ, ট্যালু, জিঙ্ক ।
১০) দৈহিক পরিশ্রমে বাড়ে (Exertion, physical, agg.)- A= অ্যালু, আর্নি, আর্স, আর্স-আই, ব্রায়ো, ক্যাল্ক, ক্যাল্ক-সাল, ককুল, কোনি, ফেরা-আই, জেলস, আই, লরো, ন্যাট্র-আর্স , ন্যাট্র-কা, ন্যাট্র-মি, পিক্রি-অ্যাসি, রাস, সেলি, সিপি, স্পাইজে, স্পঞ্জি, স্ট্যানা, স্ট্যাফি, সালফ।
১১) উপবাসকালে ( Fasting, while) – A= ক্যাল্ক, ক্রোকা, আই, ল্যাকে, প্ল্যাটি, প্লাম্বা, র্যানান-বা, সিপি, স্ট্যাফি, ট্যাবে।
১২) কঠিনতা (Indurations)/ শক্তভাব (Hardness)- A= ব্যাডি, বেল, ক্যাল্ক-ফ্লু, কার্বো-অ্যানি, কার্বো-ভে, চায়না, ক্লিমে, কোনি, ল্যাকে, ম্যাগ-মি, ফস, রাস, সেলি, সিপি, সাইলি, স্ট্যাফি।
১৩) প্রদাহ, বাহ্যিকভাবে (Inflammation, externally)- A= আর্স, বেল, ইচিনে, ল্যাকে, পালস, সাইলি, স্ট্যাফি।
১৪) হস্তমৈথুন হতে পীড়া (Onanism from) – ক্যাল্ক, চায়না, ককুল, কোনি, জেলস, ন্যাট্র-ফস, ওরিগে, ফস-অ্যাসি, সেলি,সিপি, স্ট্যাফি, সালফ।
১৫) ) সংবেদনশীল বাহ্যিকভাবে ( Sensitiveness externally) – A= অ্যাপিস, আর্নি, বেল, ক্যাল্ক, চায়না, চিনি-সাল, ল্যাকে, ন্যাট্র-ফস, নাক্স-ম, ফস, পালস, র্যানান-বা, সাইলি, স্পাইজে, স্ট্যাফি, স্ট্রনসি
১৬) দুর্বলতা/ক্লান্তিঃ স্নায়ুবিক- A= চায়না, কলো, ল্যাকে, ন্যাট-কা, ন্যাট্র-ফস, নাই-অ্যাসি, পিক্রি-অ্যাসি, পালস, সিপি, সিলি, স্ট্যানা, স্ট্যাফি।