Selenium (সেলিনিয়াম): গুরুত্বপূর্ণ রুব্রিকসহ

সেলিনিয়াম মেটালিকাম (Selenium)।
D.H.M.S. (3rd year).
♣ সমনামঃ সেলিনিয়াম ।
♣ মায়াজমঃ সোরিক, সাইকোটিক, সিফিলিটিক, টিউবারকুলার।
♣ কাতরতাঃ উভয়কাতর।
♣ উপযোগিতাঃ শীর্ণতা : আক্রান্ত অঙ্গে, বিশেষ অঙ্গে, জৈব তরল পদার্থের ক্ষয়, স্তনদুগ্ধপায়ী শিশু, অকাল বার্ধক্য, বুড়া ব্যক্তি; যাদের রঙ ফর্সা, সুন্দর চেহারা অথচ মুখ, হাত, পা, পায়ের পাতা বা দেহের কোনো একটি অঙ্গ বেশীরকম শুকিয়ে যায় তাদের পক্ষে উপযোগী।
♣ ক্রিয়াস্থলঃ স্নায়ুতন্ত্র, শ্বাসনালি, কণ্ঠনালি, যকৃত, জননযন্ত্র, মূত্রযন্ত্র, লিভারের ওপর ক্রিয়া করে।
♣ প্রয়োগক্ষেত্রঃ ভুলোমন, মাথা-যন্ত্রণা, চুলপড়া, মদ পানে ইচ্ছা, রাতে ক্ষুধার্ত, কোষ্ঠাবদ্ধতা, অসাড়ে প্রস্রাব, ধ্বজঃভঙ্গ, বেদনাযুক্ত লিঙ্গোত্থান, স্বরলোপ, টাইফয়েডের পরবর্তী লক্ষণ, চুলকানিযুক্ত চর্মরোগ।
♣ বৈশিষ্ট্যঃ সেলিনিয়াম হাড় ও দাঁতের আবশ্যকীয় উপাদান। জননেন্দ্রিয় ও প্রস্রাবযন্ত্রের ওপর বিশেষ কাজ এবং প্রায়ই বয়স্ক লোকদের, বিশেষতঃ প্রস্টেট গ্রন্হির প্রদাহ ও রতিজ অক্ষমতায় সূচিত হয়। অত্যন্ত দুর্বলতা, উত্তাপে বাড়ে। বুড়ো বয়সে অতি সহজে মানসিক ও শারীরিক অবসাদ। অবসাদের রোগের পরবর্তী দুর্বলতা।
♣ সারসংক্ষেপঃ জৈব তরল পদার্থের ক্ষয়, অতিরিক্ত শুক্রক্ষয় বা অতিদীর্ঘ রোগভোগের পর স্তনদুগ্ধপায়ী শিশু, অকাল বার্ধক্য, বুড়া ব্যক্তিদের শীর্ণতা। মাথা ব্যথার সময় কানে বায়ুপ্রবাহ হওয়ার অনুভূতি। বায়ু প্রবাহে, শুক্রপাতে, জৈবিক তরল পদার্থের ক্ষয়ে, শারীরিক ও মানসিক পরিশ্রমে, রোদে, লেমনেড খেলে, লবণে, টক খাদ্যে ও চা পানে বাড়ে। সূর্যাস্তের পর, ঠাণ্ডা পানীয় পানে, রক্তস্রাবে, অনাচ্ছাদিত হলে ও ঠাণ্ডা ঘরে কমে। মনোসংযোগ, স্মৃতিশক্তির দুর্বলতা, ভয়, উত্তেজনাপ্রবণতা, বিষণ্নতা, বিরূপভাব, বাচালতা, ধর্মানুরাগ ও ধর্মান্ধাতা। ধ্বজভঙ্গসহ কামবিষয়ক চিন্তা। প্রস্টেটগ্রন্হির স্ফীতি বা ফোলার ক্ষেত্রে মূল-মূত্র ত্যাগের পর ফোঁটা ফোঁটা প্রস্রাব পড়ে। হালকা ও আধা ঘুমে সার্বদৈহিক লক্ষণের উপশম হয়। স্বরভঙ্গ ও কোষ্টকাঠিন্য। তৈলাক্ত ও লবণাক্ত ঘাম।
♣ অনুভূতিঃ ১) মাথা ব্যথার সময় কানে বায়ুপ্রবাহ হওয়ার অনুভুতি।
♣ ক্রম ও সহচর লক্ষণঃ ১) প্রস্টেটগ্রন্হির স্ফীতি বা ফোলার ক্ষেত্রে মূল-মূত্র ত্যাগের পর ফোঁটা ফোঁটা প্রস্রাব পড়ে। ২) টাইফয়েড জ্বরের পর পিঠের দুর্বলতা। ৩) লেমনেডে মাথা ব্যথা হয়। ৪) বীর্যে অস্বাভাবিক গন্ধ। ৫) হালকা ও আধা ঘুমে সার্বদৈহিক লক্ষণের উপশম হয়।
< বৃদ্ধিঃ প্রাতে, অপরাহ্নে, রাতে, বায়ু প্রবাহে, খোলা বাতাসে, সঙ্গমকালে ও পরে, আহারের পরে, শুক্রপাতে, খাদ্য: লেমনেড খেলে, লবণে, টক খাদ্যে, চা পানে, বিছানায় শুলে, সঞ্চালনে, ঘামের পর লক্ষণ, ট্রেনের কামড়ায় বা গাড়িতে, অতিরিক্ত যৌনক্রিয়ার পর, ঘুম থেকে জাগরণে, রোদে, গীষ্মে, অতিরিক্ত যৌনাচারে, নিদ্রার ব্যাঘাত ঘটলে, রাত জাগরণে, স্পর্শে, নিদ্রার পর, গান গাইলে, মলত্যাগের পর, মদ জাতীয় উত্তেজক পদার্থে, জৈবিক তরল পদার্থের ক্ষয়ে, জ্বরে, উত্তাপে, শারীরিক ও মানসিক পরিশ্রমে, গরম আবহাওয়ায়, কুইনাইন সেবনে।
> হ্রাসঃ সূর্যাস্তের পর, ঠাণ্ডা বাতাসের শ্বাস গ্রহণ করলে, ঠাণ্ডা পানীয় পানে, রক্তস্রাবে, অনাচ্ছাদিত হলে, ঠাণ্ডা ঘরে।
♣ কারণঃ অতিরিক্ত সঙ্গমক্রিয়া, দীর্ঘকাল স্হায়ী জ্বর, জৈব তরল পদার্থের ক্ষয়, অতিরিক্ত হস্তমৈথুন, গ্রীষ্মকালে উত্তাপের দরুন শারীরিক ও মানসিক দুর্বলতা, রাতজাগরণ, মদ পানের কুফল, অতিরিক্ত চা পান, ভারি বোঝা তোলা, পেশি ও কন্ডুরাগুলোতে চাপ লাগা।
♣ ক্রিয়ানাশকঃ চায়না, ইগ্নে, পালস ।
♣ শত্রুভাবাপন্নঃ চায়না।
♣ প্রয়োগঃ এর রোগী কী গ্রীষ্ম, কী শীত, কী বর্ষা কোনো সময়ের দমকা হাওয়া বা ঝড় সহ্য করতে পারে না। সেলিনিয়াম বুড়ো বয়সের রোগে এবং গৌরকান্তি রোগীদের পক্ষে বেশি উপযোগী। -ডা. হ্যারিং।
= উপরোক্ত লক্ষণ সাদৃশ্যে যে কোন রোগেই আমরা সেলিনিয়াম প্রয়োগ করতে পারবো।

গুরুত্বপূর্ণ কয়েকটি রুব্রিকঃ (ক্যান্ট রেপার্টরী অনুযায়ী)
১) মানসিক পরিশ্রমে বৃদ্ধি (Exertion) : –
A- আর্জ-মেট, আর্জ-নাই, অরাম, ক্যাল্ক, ক্যাল্ক-ফস, ইগ্নে, ক্যালি-ফস, ল্যাকে, লাইকো, ন্যাট্র-কা, ন্যাট্র-মি, নাক্স-ভ, সেলিনি, সিপি, সাইলি, স্ট্যাফি।
২) বাচালতা ( Loquacity) / বাচাল ( Talkative)- A= হায়োস, ল্যাকে, স্ট্র্যামো। B= আর্জ-মেট, অরাম, বেল, ক্যাম্ফ, কার্ল, সিমিসি, ককুল, ক্রোকা, ক্রোটেল- ক্যাস্ক, কোকা, জেলস, ক্যালি-আই, ল্যাকন্যান্থ, মিউ-অ্যাসি, ন্যাট্র-কা, ওপি, ফস, প্লাম্বা, পডো, পাইরো, সেলিনি, ভিরেট।
৩) অত্যানুভূতিযুক্ত: ব্যক্তি বিশেষ সম্বন্ধে – A= ন্যাট্র-কা। B= অ্যামন-মি, অরাম, ক্যাল্ক, ক্রোটেল, সেলিনি, স্ট্যানা।
৪) চমকে ওঠে: ঘুমাতে গেলে- A= আর্স, বেল, হিপার, লাইকো, সালফ। B= অ্যালু, কার্বো-অ্যানি, কস্টি, সিনা, কফি, ডালকা, ক্যালি-কা, ল্যাকে, মার্ক-কর, ন্যাট্র-আর্স, ন্যাট্র-কা, ন্যাট্র-মি, নাই-অ্যাসি, নাক্স-ভ, ফস, সেলিনি, সাইলি, ট্যাবে।
৫) বায়ু প্রবাহে বাড়ে- A= বেল, ক্যাল্ক, ক্যাল্ক-ফস, ক্যালি-কা, রাস, সেলিনি, সাইলি, সালফ।
৬) মদ জাতীয় উত্তেজক পদার্থে (Alcoholic Stimulants) – A= আর্স, অ্যাসের, ব্যারা-কা, ল্যাকে, নাক্স-ভ, ওপি, B= অ্যাগারি, অ্যান্টি-ক্রু, আর্জ-নাই, বেল, ক্যাল্ক, ক্যাল্ক-আর্স, কার্বো-সাল, কার্বো-ভে, চেলিডো, চায়না, কফি, কোনি, ক্রোটেল, ডিজি,ইগ্নে, লিডাম, লাইকো, ন্যাট্র-কা, ন্যাট্র-মি, নাক্স-ম, পেট্রো, পালস, রডো, রাস, রুটা, স্যাঙ্গুই, সাইলি, স্ট্র্যামো।
৭) সঙ্গমকালে (coition during)- B= ক্যান্থা, গ্র্যাফ, ক্যালি-কা, সেলি। C= অ্যানাকা, অ্যাসাফ, ব্যারা-কা, ক্যালাডি, ফেরাম, লাইকো, সিপি, থুজা।
৮) সঙ্গমের পরে- A= অ্যাগারি, ক্যাল্ক, ক্যালি-কা, ক্যালি-ফস, সিপি। B= অ্যাপিস, বোভি, ক্যালাডি, সিড্রন, চায়না, কোনি, গ্র্যাফ, ন্যাট্র-ফস, নাক্স-ভ, পেট্রো, ফস-অ্যাসি, ফস, সেলিনি, স্ট্যাফি।
৯.১) শীর্ণতাঃ (Emaciation) – অ্যাব্রোটে, আর্স, ব্যারা-কা, ক্যাল্ক, চায়না, ফেরাম, গ্র্যাফ, হেলি, আই, লাইকো, ন্যাট্র-মি, নাই-অ্যাসি, নাক্স-ভ, ফস, প্লাম্বা, সেলি, সাইলি,স্ট্যানা, সালফ, টিউবার।
৯.২) শীর্ণতা: বিশেষ অঙ্গে- B= আই, সেলিনি।
৯.৩) শীর্ণতা: জৈব তরল পদার্থের ক্ষয় হেতু- চায়না, লাইকো, সেলিনি।
৯.৪) শীর্ণতা: বৃদ্ধ ব্যক্তির- A= ব্যারা-কা, আই, লাইকো।
১০) শুক্রপাতে বাড়ে (Emissions agg.) A= ক্যালি-কা, ন্যাট্র-ফস, নাক্স-ভ, সেলি, সিপি।
১১) দৈহিক পরিশ্রমে বাড়ে (Exertion, physical, agg.)- A= অ্যালু, আর্নি, আর্স, আর্স-আই, ব্রায়ো, ক্যাল্ক, ক্যাল্ক-সাল, ককুল, কোনি, ফেরা-আই, জেলস, আই, লরো, ন্যাট্র-আর্স , ন্যাট্র-কা, ন্যাট্র-মি, পিক্রি-অ্যাসি, রাস, সেলি, সিপি, স্পাইজে, স্পঞ্জি, স্ট্যানা, স্ট্যাফি, সালফ।
১২.১) খাদ্য: লেমনেড খেলে বাড়ে- B= সেলিনি।
C= ফাইটো।
১২.২) খাদ্য: লবণে বাড়ে- A= ফস। B= অ্যালু, কার্বো-ভে, ড্রসে, সেলিনি।
১২.৩) খাদ্য: টক খাদ্যে বাড়ে- A= অ্যান্টি-ক্রু। B= আর্স, বেল, ফেরাম, ন্যাট্র-ফস, সেলিনি, সিপি, স্ট্যাফি, সালফ।
১২.৪) খাদ্যঃ চা পানে বাড়ে- B= ইস্কু, চায়না, ফেরাম, সেলিনি, থুজা।
১৩) কঠিনতা (Indurations)/ শক্তভাব (Hardness)- A= ব্যাডি, বেল, ক্যাল্ক-ফ্লু, কার্বো-অ্যানি, কার্বো-ভে, চায়না, ক্লিমে, কোনি, ল্যাকে, ম্যাগ-মি, ফস, রাস, সেলি, সিপি, সাইলি, স্ট্যাফি।
১৪) শুয়ে থাকার অনুভূতি/প্রবৃত্তি ( Lie down, inclination to) – A= অ্যাকোন, অ্যালু, অ্যারেনি, আর্স, ক্যালাডি, কার্বো-সাল, ক্যামো, ফেরাম, ক্যালি-আর্স, ক্যালি-কা, নাক্স-ভ, সেলি, সাইলি।
১৫) অকাল বার্ধক (Old age premature) – A= সেলি । অ্যাম্ব্রা, ব্যারা-কা, ক্যালি-কা । B=অ্যাগ্নাস, বিউফো, লাইকো।
১৬) বুড়ো ব্যক্তি – A= অ্যাম্ব্রা, অরাম, ব্যারা-কা, কোকা, ক্যালি-কা, লাইকো, ওপি, সিকেলি, সেলি।
১৭) হস্তমৈথুন হতে পীড়া (Onanism from) – ক্যাল্ক, চায়না, ককুল, কোনি, জেলস, ন্যাট্র-ফস, ওরিগে, ফস-অ্যাসি, সেলি,সিপি, স্ট্যাফি, সালফ।
১৮.১) ছিন্নকর ব্যথা বাহ্যিকভাবে- A= অ্যাকোন, ইস্কু, আর্নি, বেল, বার্বে, ব্রায়ো, কার্বো-সাল, চায়না, সাইকু, সিনা, কলচি, হাইপেরি, ইগ্নে, ক্যালি-কা, ক্যালি-ফস, ক্যালি-সাল, লিডাম, লাইকো, ন্যাট্র-মি, ন্যাট্র-ফস, ন্যাট্র-সাল, নাই-অ্যাসি, পালস, সিপি, সাইলি, সালফ।
১৮.২) ভ্রাম্যমান ব্যথা- A= চেলিডো, জেলস, ইগ্নে, ক্যালি-বাই, ক্যালি-সাল, ল্যাক-ক্যান, লিডাম, পালস। B= অ্যামন-মি, আর্নি, অরাম, বেল, ক্যাল্ক-ফস, কার্বো-সাল, কার্বো-ভে, কলো, কস্টি, চায়না, কলচি, ডায়োস্কো, আইরি, ক্যালি-কা, ক্যালমি, ল্যাকে, ম্যাগ-মি, ম্যাঙ্গে, নাক্স-ভ, ফাইটো, প্লাম্বা, র্যানান-বা, স্যাবি, সেলি-অ্যাসি, স্পাইজে, সেলি, টিউবার।
১৯) ট্রেনের কামড়ায় বা গাড়িতে বাড়ে-
A= ককুল, পেট্রো, প্ল্যাটি, সিপি। B= আর্জ-মে, আর্জ-নাই, আর্নি, অরাম, বোরা, কোনি, হিপার, ইগ্নে, ল্যাকে, লাইসি, নাক্স-ম, সোরিন, রিউমেক্স, সেলিনি, সালফ, থ্যারিডি।
২০) অতিরিক্ত যৌনক্রিয়ার পর ( Sexual excesses, after) – A= ক্যাল্ক, কস্টি, কোনি, ক্যালি-ফস, লাইকো, নাক্স-ভ, ফস-অ্যাসি, ফস, সেলি, সিপি, সাইলি, স্ট্যাফি, সালফ।