Rhus Tox (রাস-টক্স): গুরুত্বপূর্ণ রুব্রিকসহ
রাস-টক্সিকোডেনড্রন (Rhus Tox)।
D.H.M.S. (1st year).
♣ সমনামঃ আইভি বিষ, পয়জন ওক, পয়জন আইভি, রাস রেডিকেনস।
♣ মায়াজমঃ সোরিক, সাইকোটিক।
♣ সাইডঃ ডানপাশ, ওপরে বামপাশ নিচে ডানপাশ, বামপাশ হতে ডানপাশ।
♣ কাতরতাঃ শীতকাতর।
♣ উপযোগিতাঃ মোটা রক্তপ্রধান ধাতু বিশিষ্ট ব্যক্তি, শ্লেষ্মাক্ষরণ বর্ধিত, স্তনদুগ্ধপায়ী শিশু। হাইড্রোজেনয়েড ধাতু ও বাতরোগযুক্ত ব্যক্তি যারা স্যাঁতস্যাঁতে স্থানে বসবাস করে, পানিতে ভিজে, বিশেষতঃ শরীর অত্যাধিক গরম হয়ে তারপর ঠান্ডা পানিতে ভিজে তার কুফলে অসুখ হলে উপযোগী।
♣ ক্রিয়াস্থলঃ চামড়া, স্নায়ুমন্ডলী, মাংসপেশি, গ্রন্হি, শ্লৈষ্মিক ঝিল্লি, কোষতন্তু, সন্ধিগুলো, গ্রন্থিমালা, রক্তসঞ্চালনমন্ডলী।
♣ বৈশিষ্ট্যঃ উত্তর আমেরিকার সর্বত্র জঙ্গলে, ঝোপে ঝাড়ে হয়ে থাকে, গুল্ম জাতীয় বিষাক্ত লতানো গাছ। মেঘাচ্ছন্ন, বন্ধ গুমোট আবহাওয়ায়, সূর্যাস্তের পর, অন্ধকার স্থানে হয়ে থাকা গাছের তাজাপাতা ফুল হবার সময়ের আগে ওষুধ তৈরি করতে সংগৃহীত হয়। এর ক্রিয়ায় প্রধানত সঞ্চালনে উপশমশীল পেশির ও বন্ধনীর বাত; সঞ্চালনে বর্ধনশীল পক্ষাঘাত, বিশ্রামে উপশমশীল মাথার শিরায় রক্তসঞ্চয়, ক্ষুধাহীনতা এবং ক্ষুধার বিলক্ষণতা, উদরে বায়ুসঞ্চয়জনিত পরিপোষণ যন্ত্রের দুর্বলতা, মুখমন্ডল, গলগহ্বর জননেন্দ্রিয়, পা প্রভৃতি বিবিধ স্থানে কোষময় বিধান তন্ত্ততে।
♣ সারসংক্ষেপঃ জৈব উত্তাপের অভাব। হাইড্রোজেনয়েড ধাতু ও বাতরোগগ্রস্ত ব্যক্তি যারা স্যাঁতস্যাঁতে স্থানে বসবাস করে, পানিতে ভিজে। ঠান্ডা বা উত্তাপের অনুভূতি: রক্তবহা নালিগুলোতে। জিবের অগ্রভাগে দাঁতের ছাপ ও ত্রিকোণাকার লাল বর্ণ। প্রাতে, অপরাহ্নে, রাতে, বায়ু প্রবাহে, গোসলে, মেঘলা আবহাওয়ায়, সাধারণভাবে ঠান্ডায়, দৈহিক পরিশ্রমে, শীতল পানাহারে, সঞ্চালন আরম্ভকালে ও বিশ্রামে বাড়ে। খোলা বাতাসে, অবস্হান পরিবর্তনে, গরম পানাহারে, শুয়ে থাকলে উপশম পরে বাড়ে, শুয়ে থাকার পরে, চিৎ হয়ে শুলে, সঞ্চালনে, ঘামের পরে, উনুনের গরমে ও চাপে কমে। অস্থিরতা, খিটখিটে, উত্তেজনাপ্রবণতা, উৎকন্ঠা, বিষণ্নতা, নম্রতা, কাঁদে, প্রলাপ, ভ্রান্ত বিশ্বাস ও ভয়। আত্মহত্যার চিন্তা করে, কিন্তু সাহসের অভাব ও ভীতু প্রকৃতির। রসযুক্ত চর্মরোগ, জ্বরঠুঁটো ও কায়িক শ্রমের স্বপ্ন দেখে। হাঁটলে হাত ও পা পক্ষাঘাতগ্রস্ত মনে হয়।
♣ অনুভূতিঃ ১) পোকা হাঁটার মতো অনুভূতি: অভ্যন্তরীণ, অস্থিগুলোতে, গ্রন্থিগুলোতে। ২) পূর্ণতাবোধ: অভ্যন্তরীণভাবে। ৩) শয্যা কঠিন মনে হওয়ার অনুভূতি। ৪) আড়াআড়িভাবে অনুভূত বাম উর্ধাঙ্গ, ডান নিম্নাঙ্গ।
♣ ক্রম ও সহচর লক্ষণঃ ১) পানিতে ভেজা হতে আমবাত দেখা দেয়। ২) উদ্গার ওঠলে কোমরে/ পিঠে ব্যথা হয়। ৩) ঠান্ডা ভেজা আবহাওয়ায় উর্ধ্বাঙ্গের অবশ ভাব / অসাড়ভাব। ৪) কবজি মচকে যাবার মতো ব্যথা হয়; কোনো কিছুকে আকড়ে ধরলে বাড়ে।
= উপরোক্ত লক্ষণ সাদৃশ্যে যে কোন রোগেই আমরা রাস-টক্স প্রয়োগ করতে পারবো।
গুরুত্বপূর্ণ কয়েকটি রুব্রিকঃ (ক্যান্ট রেপার্টরী অনুযায়ী)
১) উৎকণ্ঠা (Anxiety)/ দুশ্চিন্তাপূর্ণ (Cares)/ অমঙ্গল সম্বন্ধে পূর্বাভাষযুক্ত (Forebodings)- A= অ্যাকোন, আর্জ-নাই, আর্স, আর্স-আই, অরাম, বেল, বিসমা, ব্রায়ো, ক্যাক্টা, ক্যাল্ক, ক্যাল্ক-ফস, ক্যাল্ক-সাল, ক্যাম্ফ, ক্যানা-ই, কার্বো-সাল,। কার্বো-ভে, কস্টি, চায়না, কোনি, আই, ক্যালি-আর্স, ক্যালি-কা, ক্যালি-সাল, লাইকো, মেজের, ন্যাট্র-আর্স, ন্যাট্র-কা, নাই-অ্যাসি, ফস, সোরিন, পালস, রাস, সিকেলি, সালফ, ভিরেট।
২) মনের বিশৃঙ্খল অবস্হা ( Confusion) : A= বেল, ব্রায়ো, ক্যাল্ক, কার্বো-ভে, ককুল, ইউপি, গ্লোন, ল্যাকে, মার্ক, ন্যাট্র-মি, নাক্স-ম, নাক্স-ভ, ওনোস, ওপি, পেট্রো, রাস, সিপি, সাইলি, স্ট্রিকনি।
৩) প্রলাপ (Delirium) A= অ্যাগারি, আর্স, অরাম-ট্রি,বেল, ব্রায়ো, ক্যানা-ই, চেলিডো, হায়োস, ল্যাকে, লাইকো, নাই-অ্যাসি, ওপি, রাস, সিকেলি স্ট্যামো। B= অ্যাকোন
৪)উত্তেজনাপ্রবণতা (Irritability) – A= অ্যাকোন, অ্যালু, অ্যান্টি-ক্রু, অ্যাপিস, অরাম, বেল, বোভি, ব্রায়ো, ক্যাল্ক, কার্বো-সাল, কস্টি, ক্যামো, গ্র্যাফ, হিপার, ক্যালি-কা, ক্যালি-আই, ক্যালি-সাল, লিলি-টি, লাইকো, ন্যাট্র-কা, ন্যাট্র-মি, নাই-অ্যাসি, নাক্স-ভ, পেট্রো, ফস-অ্যাসি, ফস, প্ল্যাট, পালস, র্যানান-বা, রাস, সিপি, সাইলি, স্ট্যাফি, স্ট্রিকনি, সালফ, সাল-অ্যাসি, থুজা, ভিরেট-ভি, জিঙ্ক।
৫) ভীরুতা (Timidity) / বিব্রত (Embarrassed)- A= ব্যারা-কা, ক্যাল্ক, ক্যাল্ক-সাল, ক্যালি-কা, লাইকো, ন্যাট্র-কা, পেট্রো, ফস, প্লাম্বা, সালফ। B= অ্যালু, অ্যামন-মি, আর্স, অরাম, বোরা, কার্বো-সাল, কার্বো-ভে, কস্টি, চায়না, কোকা, কোনি, কুপ্রা, গ্র্যাফ, ইগ্নে, ক্যালি-আর্স, ক্যালি-ব্রো, ক্যালি-সাল, মার্ক, ন্যাট্র-আর্স, ন্যাট্র-মি, নাক্স-ভ, পালস, রাস, সাইলি, স্পঞ্জি, স্ট্র্যামো।
৬) নম্রতা (Mildness) / শান্তভাব ( Gentleness) – A= আর্নি, আর্স, বোরা, ককুল, ন্যাট্র-মি, পালস, রাস, সাইলি।
৭) অস্হিরতা, স্নায়বিকতা (Restlessness, nervousness) /অস্হির (Fidgety) – অ্যাকোন, অ্যানাকা,আর্জ-নাই,আর্স,আর্স-আই,ব্যাপটি,বেল,ক্যাল্ক,ক্যাল্ক -ফস,ক্যাম্ফ,সিমিসি,সাইকু, কলো, কুপ্রা, কুপ্রা-আর্স,ফেরাম, ফেরা-আর্স, হায়োস, লাইকো, মার্ক, প্লাম্বা, পালস, রাস, সিকেলি,সিফি, সাইলি,স্ট্যাফি, স্ট্র্যামো, সালফ,ট্যারেন্টু,জিঙ্ক ।
৮) বিষন্নতা, মানসিক অবসাদ ( Sadness, mental depression) – A= অ্যাকোন, আর্স, আর্স-আই, অরাম, অরাম-মি, ক্যাল্ক, ক্যাল্ক-আর্স, ক্যাল্ক-সাল, কার্বো-অ্যানি, কার্বো-সাল, কস্টি, ক্যামো, চায়না, সিমিসি, ক্রোট-কা, ফেরাম, ফেরা-আই, জেলস, গ্র্যাফ, হেলি, হিপ্পো, ইগ্নে, আই, ক্যালি-ব্রো, ক্যালি-ফস, ল্যাক-ক্যান, ল্যাকে, ল্যাপ্টে, লিলি-টি, লাইকো, মার্ক, মেজের, মিউরে, ন্যাট-আর্স, ন্যাট্র-কা, ন্যাট্র-মি, ন্যাট্র-সাল, নাই-অ্যাসি, প্ল্যাটি, সোরিন, পালস, রাস, সিপি, স্ট্যানা, সালফ, থুজা, ভিরেট।
৯) স্তম্ভিতভাব ( Stupefaction) – A- অ্যাপিস, ব্যাপটি, বেল, ব্রায়ো, ককুল, হেলি, হায়োস, নাক্স-ভ, ওপি, ফস-এসিড, ফস, রাস, স্ট্র্যামো, ভিরেট।
১০) সন্দেহযুক্ত (Suspicious)/অবিশ্বাসযুক্ত -(Distrustful) -A= অ্যাকোন, আর্স, ব্যারা-কা, ব্রায়ো, ক্যানা-ই, কস্টি, সেঙ্ক্রি, সাইকু, ডিজি, ক্যালি-আর্স, আর্স, ল্যাকে, লাইকো, পালস, রাস, সিকেলি, স্ট্যামো, সালফ ।
১১) প্রাতে (Morning) বাড়ে- A= অ্যাগারি, অ্যামন-মি, আর্জ-মে, আর্স-আই, অরাম, ব্রায়ো, ক্যাল্ক, ক্যাল্ক-ফ্লু, কার্বো-অ্যানি, কার্বো-সাল, কার্বো-ভে, ক্যামো, চেলিডো, সিনা, ক্রোকা, ক্যালি-বাই, ক্যালি-নাই, ল্যাকে, ন্যাট-আর্স, ন্যাট্র-মি, নাই-অ্যাসি, নাক্স-ভ, ওনোস, পেট্রো, ফস-অ্যাসি, ফস, পালস, রডো, রাস, রোমেক্স, সিপি, স্পাইজে, স্কুই, সালফ, ভ্যালের ।
১২) রাতে (Night) বাড়ে- A= অ্যাকোন, আর্জ-নাই, আর্নি, আর্স, আর্স-আই, ক্যাল্ক, ক্যাল্ক-আই, ক্যাল্ক-ফস, ক্যাল্ক-সাল, কার্বো-অ্যানি, কার্বো-সাল, ক্যামো, চায়না, সিন্নাবে, কফি, কলচি, কোনি, সাইক্লে, ডালকা, ফেরাম, ফেরা-আর্স, ফেরা-আই, গ্র্যাফ, হিপার, হায়োস, আয়োড, ইপি, ক্যালি-আর্স, ক্যালি-বাই, ক্যালি-কা, ক্যালি-আই, ল্যাকে, লিলি-টা, ম্যাগ-কা, ম্যাগ-মি, ম্যাঙ্গে, মার্ক, নাই-অ্যাসি, ফস, প্লাম্বা, সোরিন, পালস, রাস,রোমেক্স, সিপি, সাইলি, স্ট্রনসি, সালফ, ট্যালু, জিঙ্ক।
১৩) গোসলে (Bathing) ভীতি- A= অ্যামন-কা, অ্যান্টি-ক্রু, ক্লিমে, সোরিন, রাস, সিপি, স্পাইজে, সালফ।