Nuxvom (নাক্সভম): গুরুত্বপূর্ণ রুব্রিকসহ

নাক্স-ভমিকা (Nux-vom)।
D.H.M.S. (1st year).
♣ সমনামঃ স্ট্রাইকোনস কলুব্রিনা, পয়জন নাট ।
♣ মায়াজমঃ সোরিক, সাইকোটিক, টিউবারকুলার, সিফিলিটিক ।
♣ সাইডঃ ডানপাশ, ওপরে ডানপাশ নিচে বামপাশ, ওপরে বামপাশ নিচে ডানপাশ, বামপাশ হতে ডানপাশ।
♣ কাতরতাঃ শীতকাতর ।
♣ উপযোগিতাঃ শীর্ণতা, জৈব উত্তাপের অভাব, শ্লেষ্মাক্ষরণ বর্ধিত, স্তনদুগ্ধপায়ী শিশু, রক্তপ্রধান ধাতু বিশিষ্ট ব্যক্তি, কৃশ/ শুকনো ব্যক্তি, রোগা চেহারা, মেজাজ খিটখিটে, অতি সাবধানী, চুল কালো, যারা মদ্যপ, অলস, পিত্ত অথবা রক্তপ্রধান ধাতুর রোগী। একটুতেই ঝগড়া শুরু করে দেয়, হিংসুটে, মনে বিদ্বেষভাব, স্নায়বিক ও বিষাদগ্রস্ত এমন রোগীদের ক্ষেত্রে উপযোগী।
♣ ক্রিয়াস্থলঃ দেহের প্রায় প্রতিটি অঙ্গে নাক্স ভমিকা ক্রিয়া প্রকাশ করে ।
♣ বৈশিষ্ট্যঃ এ ওষুধের ব্যবহারের কারণের ক্ষেত্রটি হলো আধুনিক জীবন যাত্রার প্রতিটি কাজে ” অতিরিক্ত ” বিশেষণটির ব্যবহার। যেমন- ক) অতিরিক্ত রাতজাগরণ। খ) অতিরিক্ত হস্তমৈথুন বা নারী/পুরুষ সম্ভোগ। গ) অতিরিক্ত পড়াশোনা।ঘ) অতিরিক্ত বিলাস-বহুল জীবন যাপন করা।
নাক্সের বিষাক্ততার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে আক্ষেপ ও খেঁচুনি যা শ্বাস-প্রশ্বাসে বাধা সৃষ্টি করে মৃত্যু ঘটায়।
♣ সারসংক্ষেপঃ জৈব উত্তাপের অভাব, শ্লেষ্মাক্ষরণ বর্ধিত, অলস, পিত্ত অথবা রক্তপ্রধান ধাতুর রোগী। “অতিরিক্ত” ও “সকালে বৃদ্ধি”। ভারবোধ: বাহ্যিকভাবে ও অভ্যন্তরীণভাবে।প্রাতে, খোলা বাতাসে, মদে, সাধারণভাবে ঠান্ডায়, আহারের পরে, উত্তেজক খাবারে, জাগরণে, ঋতুস্রাবকালে ও পরে বাড়ে।গোসলে, গরম পানাহারে, শুয়ে থাকলে, ভালো ঘুম হলে, মলত্যাগের পর (অল্পক্ষণ), মাথা ঢেকে রাখলে কমে। প্রচন্ড রাগী, অধৈর্য্য, অত্যানুভূতিযুক্ত, খিটখিটে, উত্তেজনাপ্রবণতা, রুষ্ট স্বভাব, একগুঁয়ে, অপরাধ গ্রহণ করে সহজেই, কলহপ্রিয়, চমকে ওঠে, বিষণ্নতা, খুঁতখুঁতে, হিংসুটে ও মনোসংযোগ কষ্টকর। অতিরিক্ত শীতানুভব ও সচেতনতা। আমাশয় রোগজ অবস্হার সাথে রাক্ষুসে ক্ষুধা। ওষুধের। অপব্যবহারজনিত অজীর্ণতা বা বদহজম। দীর্ঘ সময় ঘুমানোর পরেও ঘুম অতৃপ্ত মনে হয়।
♣ অনুভূতিঃ ১) পোকা হাঁটার মতো অনুভূতি: অস্থিগুলোতে । ২) বুদবুদ ওঠার অনুভূতি। ৩) টেনে লম্বা করার অনুভূতি, টেউয়ের মতো অনুভূতি, ঠান্ডা লাগার অনুভূতি।
♣ ক্রম ও সহচর লক্ষণঃ ১) তার স্বাস্থ্য সম্বন্ধে বেশি কথা বলে। ২) মাথার পেছনভাগের ব্যথার সাথে চোখে ব্যথা হয়। ৩) সর্বদা মূত্রবেগ লেগেই থাকে উত্তাপে উপশম।
♣ < বৃদ্ধিঃ প্রাতে, খোলাবাতাসে, মদ জাতীয় উত্তেজক পদার্থে, ব্র্যান্ডিতে, প্রাতরাশের পর, সাধারণভাবে ঠান্ডায়, ঠান্ডা বাতাসে, ঠান্ডা লাগালে পরে, শুষ্ক আবহাওয়ায়, আহারের পরে, শুক্রপাতে, কফিপানে, ঠান্ডা খাদ্যে, চিৎ হয়ে শুলে, ঋতুস্রাবকালে ও পরে, সঞ্চালনে, নিদ্রাকারক ওষুধে, রাতের আগমনে, জাগরণে, অতিরিক্ত যৌনক্রিয়ার পর, নিদ্রাহীনতা হেতু, ধুমপানে, ধোঁয়ায়, সামান্য স্পর্শে, অনাচ্ছাদনে, পোশাক ছাড়লে, হাঁটলে, আদ্রবায়ু, শীতকালে ।
♣ > হ্রাসঃ গোসলে, আক্রান্ত অঙ্গে পানি দিলে, গরম খাদ্যে, গরম পানিয়ে, শুয়ে থাকলে, একপাশে চেপে শুলে, মর্দনে, বসে থাকলে, নিচে বসে গেলে, ঘুমের পরে, দাঁড়ালে, উনুনের গরমে, বিশ্রামে, গরমঘরে, গরম কাপড়ে, পরিধান আলগা করলে, ভালো ঘুম হলে, দুধপানে, দিনে, অল্প ঘুমে, মাথা ঢেকে রাখলে, জোরে চাপ দিলে, মলত্যাগের পর ( অল্পক্ষণ)।
♣ কারণঃ জৈব তরল পদার্থের ক্ষয়, হামের পরবর্তী অবস্হা, রক্তের শ্বেতকণিকার আধিক্য, সূর্যালোকে থাকার ফলে, ভিটামিন সি-এর অভাবজনিত রোগ, ক্রোধ, মানসিক পরিশ্রম, অনিদ্রা, মদ, ওষুধ, চা, কফি, ব্যভিচার, অতিরিক্ত খাদ্য, অতি-ইন্দ্রিয়ভোগ, হস্তমৈথুন, উত্তেজক গরম খাদ্য, বিলাস-বহুল জীবন-যাপন, অনিয়মিত পানাহার, কোনো রকম ব্যায়াম না করা, ঘুমের ব্যাঘাত, খোলা ঠান্ডা বাতাসে, আঘাত।
♣ ইচ্ছঃ উত্তেজক খাদ্য, ঝাল, অম্ল, তেতো জিনিস।
♣ অনিচছাঃ মাংস।
♣ বিতৃষ্ণাঃ লোকসঙ্গ, খোলা বাতাসে, সঞ্চালনে, পোশাক অসহ্যবোধ হয় ।
♣ ক্রিয়ানাশকঃ অ্যাকোন, অ্যালেট্রি, অ্যাম্ব্রা, আর্স, বেল, ক্যাম্ফ, ক্যামো, ককুল, ওয়াইন, কফি, ডিজিটে, ইউফর, ইগ্নে, আইরি, ল্যাকে, ওপি, প্যালাডি, প্ল্যাটি, পালস, স্ট্র্যামো, থুজা ।
♣ শত্রুভাবাপন্নঃ অ্যাসে-অ্যাসি, কস্টি, ইগ্নে, নাক্স-ম, ট্যাবে, জিঙ্ক।
♣ প্রয়োগঃ নাক্স-ভমিকার সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো মানসিক চাপ, আর যেখানে এই লক্ষণটির অভাব সেখানে এর কথা চিন্তাই করা যায় না । —- ডা. এফ. কে. বেলোকোসি।
= উপরোক্ত লক্ষণ সাদৃশ্যে যে কোন রোগেই আমরা নাক্স-ভমিকা প্রয়োগ করতে পারবো।

গুরুত্বপূর্ণ কয়েকটি রুব্রিকঃ (ক্যান্ট রেপার্টরী অনুযায়ী)
১.১) ক্রোধ (Anger) ঃ-খিটখিটে ভাব- অ্যাকোন, অ্যানাকা,আর্স, অরাম, ব্রায়ো, ক্যামো, ইগ্নে ক্যালি-কা,ক্যালি-সাল, লাইকো, ন্যাট্র-মি, নাই-অ্যামি,নাক্স-ভ, পেট্রো,সিপি,স্ট্যাফি, সালফ।
১.২) ক্রোধ: বিরক্তি প্রভৃতি পরবর্তী পীড়া হেতু- A= অ্যাকোন, ক্যামো, ককুল, কলো, ইগ্নে, ইপি, নাক্স-ভ, ওপি, প্লাটি, স্ট্যাফি।
১.৩) ক্রোধ: উত্তর দিতে বাধ্য হলে- A= নাক্স-ভ।
B= আর্নি, ফস-অ্যাসি।
২) লোকসঙ্গ (Company) বিতৃষ্ণা / সমাজ (Society)/ নির্জনতা (Solitude)- A= অ্যানাকা, ব্যারা-কা, কার্বো-অ্যানি, ক্যামো, সাইকু, জেলস, ইগ্নে, ন্যাট্র-মি, নাক্স-ভ।
৩) মনোসংযোগ: কষ্টকর- A= অ্যানাকা, ব্যারা-কা, কার্বো-সাল, কার্বো-ভে, কষ্টি, গ্লোন, গ্র্যাফ, হেলি, ল্যাকে, ল্যাসি, লাইকো, ন্যাট্র-আর্স, নাক্স-ম, নাক্স-ভ, ফস-অ্যাসি, ফস, সিপি, সাইলি।
৪)স্বপ্নাচ্ছন্নমতো( Dream, as if in a)- A= নাক্স-ভ, ওপি, স্ট্র্যামো।
৫) উত্তেজনা,উত্তেজনাপ্রবণ (Excitement, editable )/মানসিক আলোড়ন (Agitation )/আবেগপূর্ণ (Emotional)- A= অ্যাকোন, আর্জ-নাই,অরাম, বেল, ক্যামো, কফি, কলিন, গ্র্যাফ, হায়োস, ক্যালি-ব্রো, ক্যালি-আই, ল্যাক-ক্যান, ল্যাকে, মস্কাস, ন্যাট্র-মি, নাই-অ্যাসি, নাক্স-ভ, ওপি, ফস-অ্যাসি, ফস, পালস, স্ট্রিকনি।
৬) মানসিক পরিশ্রমে বৃদ্ধি (Exertion) : –
A- আর্জ-মেট, আর্জ-নাই, অরাম, ক্যাল্ক, ক্যাল্ক-ফস, ইগ্নে, ক্যালি-ফস, ল্যাকে, লাইকো, ন্যাট্র-কা, ন্যাট্র-মি, নাক্স-ভ, সেলিনি, সিপি, সাইলি, স্ট্যাফি।
৭) দ্রুত ক্রিয়াশীল (Impetuous)- A= হিপার, নাই-অ্যাসি, নাক্স-ভ সিপি।
৮) আলস্য, কাজ-কর্মে অনিচ্ছা (Indolence, aversion to work )/ উচ্চাকাঙ্ক্ষা (Ambition) লুপ্ত- A= কার্বো-সাল, চেলিডো, চায়না, গ্র্যাফ, ল্যাকে, ন্যাট্র-মি, নাই-অ্যাসি, নাক্স-ভ, সিপি, সালফ।
৯) হিংসুক ( Malicious) – A= নাক্স-ভ, স্ট্র্যামো।
B= অ্যাকোন, অ্যানাকা, আর্স, অরাম, বেল, বোরা, ক্যাল্ক, কুপ্রা, হিপার, হায়োস, ল্যাক-ক্যান, ল্যাকে, লিডাম, লাইকো, ন্যাট্র-মি, নাই-অ্যাসি।
১০) একগুঁয়ে (Obstinate) / জেদী (Stubborn) – A=অ্যালু, অ্যানাকা, আর্জ-নাই, ক্যাল্ক, ক্যামো, নাক্স-ভ। B=অ্যাকোন, অ্যাগারি, আর্স, ক্যাপসি, চায়না, সিনা, হিপার, ইগ্নে, ক্যালি-কা, ম্যাগ-মি, নাই-অ্যাসি,ফস-অ্যাসি, সোরিন, সাইলি, সালফ।
১১) অপরাধ গ্রহণ করে সহজেই ( Offended) – A= নাক্স-ভ।
১২) মানসিক অবসাদ ( Prostration of mind/প্রোসট্রেইশন অপ মাইন্ড) / মানসিক শ্রম, সহ্য করতে পারে না ( Mental effort, inability to sustain) – A- আর্জ-মে, অরাম, কোনি, কুপ্রা, ফেরা-পিক্রি, ক্যালি-ফস, ল্যাকে, লাইকো, ন্যাট্র-কা, ন্যাট্র-ফস, নাই-অ্যাসি, নাক্স-ভ, ফস-এসিড, ফস, পিক্রি-অ্যাসি, সিপি, সাইলি, সালফ।
১৩) কলহপ্রিয় (Quarrelsome) – A= অরাম, ইগ্নে, নাক্স-ভ, পেট্রো, সালফ, ট্যারেন্টু।
১৪) ঘৃণা হতে রোগ ( Scorn) – A= ব্রায়ো, ক্যামো, নাক্স-ভ। B= অরাম, কলো, প্যারিস, ফস, প্ল্যাটি।
১৫) অতি-ইন্দ্রিয়ভোগ হতে রোগ (Sexual) – A= ক্যাল্ক, লাইকো, নাক্স-ভ, ফস-অ্যাসি, ফস, সিপি, স্ট্যাফি ।
১৬) বসে থাকার প্রবৃত্তি (Sit, inclination to)- A= চায়না, কোনি, গ্র্যাফ, গুয়াই হিপ্পো, নাক্স-ভ, ফস, পালস, স্কুই ।
১৭) চমকে ওঠে: গোলমাল হতে- A= বোরা, ক্যালি-কা, ন্যাট্র-কা, ন্যাট্র-মি, ন্যাট্র-ফস, ন্যাট্র-সাল, নাক্স-ভ, সাইলি।
১৮) প্রচণ্ড, অতিশয় আবেগযুক্ত (Violent )- A= অরাম, বেল সাইকু, হায়োস, নাক্স-ভ, স্ট্যামো।
১৯) কাজ, মানসিক কাজে বিতৃষ্ণা ( Work, aversion to mental) – A- অ্যালোজ, ব্যাপটি, চেলিডো, চায়না, ল্যাসি, নাক্স-ভ, ফস।
২০) প্রাতে (Morning) বাড়ে- A= অ্যাগারি, অ্যামন-মি, আর্জ-মে, আর্স-আই, অরাম, ব্রায়ো, ক্যাল্ক, ক্যাল্ক-ফ্লু, কার্বো-অ্যানি, কার্বো-সাল, কার্বো-ভে, ক্যামো, চেলিডো, সিনা, ক্রোকা, ক্যালি-বাই, ক্যালি-নাই, ল্যাকে, ন্যাট-আর্স, ন্যাট্র-মি, নাই-অ্যাসি, নাক্স-ভ, ওনোস, পেট্রো, ফস-অ্যাসি, ফস, পালস, রডো, রাস, রোমেক্স, সিপি, স্পাইজে, স্কুই, সালফ, ভ্যালের ।
২১) খোলা বাতাসে (Open air) বিতৃষ্ণা – A= অ্যামন-কা, ব্যাপটি, ক্যাল্ক, ক্যাল্ক-ফস, ক্যামো, ককুল, কফি, ইগ্নে, ক্যালি-কা, ন্যাট্র-মি, নাক্স-ভ, পেট্রো, রুমেক্স, সাইলি, সালফ।
২২) প্রাতরাশের ( Breakfast) পরে বাড়ে- A= ক্যামো, নাক্স-ভ, ফস, জিঙ্ক।
২৩) পোশাক অসহ্যবোধ হয় (Clothing, intolerance, of) -A=আর্জ-নাই, ক্যাল্ক, ক্রোটেল-ক্যাস্ক, ল্যাকে, লাইকো, নাক্স-ভ, ওনোস, স্পঞ্জি । B= অ্যামন-কা, অ্যাপিস, বোভি, ব্রায়ো, ক্যাপসি, কার্বো-সাল, কার্বো-ভে, কস্টি, ক্রোটেল, গ্র্যাফ, হিপার, ন্যাট্র-সাল, পালস, র্যানান-বা, স্যানিকি, সার্সা, সিপি, স্পাইজে, স্ট্যানা, ট্যারেন্টু।
২৪) পোষাক ঢিলা করে দিলে উপশম – A= ক্যাল্ক, ল্যাকে, লাইকো, নাই-অ্যাসি, নাক্স-ভ । B= ক্যানা-ই, ক্যাপসি, কার্বো-ভে, হিপার, স্যানিকি, সার্সা, সিপি, স্পাইজে, স্পঞ্জি, স্ট্যানা, সালফ।
২৫) সাধারণভাবে ঠান্ডায় বাড়ে-(Cold in general agg)- A= আর্স, ব্যারা-কা, ক্যাল্ক-আর্স, ক্যাল্ক, ক্যাল্ক-ফ্লু, ক্যাল্ক-ফস, ক্যাল্ক-সিলি, ক্যাপসি, কস্টি, চায়না, ডালকা, গ্র্যাফ, হিপার, হাইপেরি, ক্যালি-আর্স, ক্যালি-কা, ক্যালি-ফস, লাইকো, ম্যাগ-ফস, মস্কাস, ন্যাট্র-আর্স, নাই-অ্যাসি, নাক্স-ভ, ফস, সোরিন, পাইরো, র্যানান-বা, রাস, রিউমেক্স, স্যাবাডি, সিপি, সাইলি, স্পাইজে, স্ট্রনসি।
২৬) শুষ্ক আবহাওয়ায় বাড়ে ( Dry weather agg.)-
A= অ্যাসের, কস্টি, হিপার, নাক্স-ভ।
২৭) আহারের পরে- A= অ্যালো, আর্স, ব্রায়ো, ক্যাল্ক, ক্যাল্ক-ফস, কস্টি, কলো, কোনি, ক্যালি-বাই, ক্যালি-কা, ল্যাকে, লাইকো, ন্যাট্র-মি, নাক্স-ভ, ফস, পালস, রিউমেক্স, সিপি, সাইলি, সালফ। B= অ্যাগারি, অ্যামন-কা, অ্যাপিস, আর্জ-নাই, অ্যাসাফ, ব্যারা-কা, বেল, বিসমা, কার্বো-অ্যানি, কার্বো-সাল, কার্বো-ভে, ক্যামো, চেলিডো, চায়না, ককুল, কোক্কাস, কফি, ক্রোটন-টিগ, সাইক্লে, ফেরাম, ফেরা-আই, গ্র্যানেট, গ্র্যাফ, ইন্ডিগো, ইপি, জুগ-রে, মেজের, ন্যাট্র-কা, নাই-অ্যাসি, অক্সা-অ্যাসি, পেট্রো, ফস-অ্যাসি, সোরিন, রিউম, রাস, সেলি, সেনেগা, ট্যারাক্সি, থুজা।
২৮) শুক্রপাতে বাড়ে (Emissions agg.) A= ক্যালি-কা, ন্যাট্র-ফস, নাক্স-ভ, সেলি, সিপি।
২৯.১) খাদ্য: ঠান্ডা খাদ্যে বাড়ে/ গরম খাদ্যে উপশম- A= আর্স, ডালকা, ল্যাকে, লাইকো, নাক্স-ভ, রাস, সাইলি।
২৯.২) খাদ্য: গরম পানীয়ে উপশম-
A= আর্স, নাক্স-ভ, রাস।
৩০) নিদ্রাকারক ওষুধে বাড়ে ( Narcotics agg.)-
A= ক্যামো, কফি, ল্যাকে, নাক্স-ভ।
৩১) সংবেদনশীলতা: ব্যথায় (to pain) -A= অরাম, ক্যামো, কফি, কলচি, হেলি, হিপার, ইগ্নে, ল্যাকে, লাইকো, নাই-অ্যাসি, নাক্স-ভ, ওলিয়ে, ফস, সোরিন, পালস, সিপি, সাইলি, স্ট্যাফি।
৩২) ডান দিক (Right) A= আর্জ-মে, আর্স, অরাম, ব্যাপটি, বেল, ব্রায়ো, ক্যাল্ক, ক্যান্থা, চেলিডো, কলো, কোনি, ক্রোট-কা, ক্রোট-হ,লাইকো, নাক্স-ভ, পালস, স্যাঙ্গুই,সার্সা, সিকেলি।
৩৩) অনাচ্ছাদনে বাড়ে ( Uncovering agg.)- A= আর্স, হিপার, ক্যালি-আর, ক্যালি-কা, লাইকো, ম্যাগ-ফস, নাক্স-ম, নাক্স-ভ, রডো, রাস, সাইলি, স্কুই, স্ট্রনসি।