Mezereum (মেজেরিয়াম)
♣ সমনামঃ মেজেরিয়াম চামেলিয়া জার্মানিকা, স্পার্জ
অলিভ।
♣ মায়াজমঃ
সোরিক,
সাইকোটিক, সিফিলিটিক।
♣ সাইডঃ
ডানপাশ,
বামপাশ, ওপরে ডানপাশ।
♣ কাতরতাঃ
উভয়কাতর।
♣ উপযোগিতাঃ
মেজেরিয়াম সাধারণতঃ চামড়ার রোগে, বিশেষত ছোট ছোট ছেলেদের মাথায় চামড়া রোগের
প্রাধান্য থাকলে এটি ব্যবহৃত হয়ে থাকে। সর্দি কাশিতে ভোগে, গন্ডমালা
স্বভাব অস্হিরচিত্ত ও পাতলা চুল এমন লোকদের রোগলক্ষণে উপযোগী।
♣ ক্রিয়াস্থলঃ
চামড়া,
জননেন্দ্রিয়, মূত্রনালির
শ্লৈষ্মিক ঝিল্লি, অন্ননালী, দীর্ঘহাড় যেমন- টিবিয়া হাড়, দাঁত, স্নায়ু, মন, নার্ভ, অস্থি, মাথা, মুখ, চোয়াল, মিউকাস
মেমব্রেন,
মুখাভ্যন্তর
ও পাকস্হলী। চামড়ার ওপর এর প্রধান ক্রিয়া।
♣ বৈশিষ্ট্যঃ
মেজেরিয়ামের প্রতিটি ক্রিয়া “প্রচন্ড ” বিশেষণ দ্বারা প্রকাশ করা হয়, যেমন-
প্রচন্ড মাথা ব্যথা, প্রচন্ড দাঁত ব্যথা, প্রচন্ড চুলকানি ইত্যাদি। নানা
প্রকারের ব্যথা সে সাথে শীতবোধ এবং ঠান্ডাবায়ু অসহ্য। শরীরস্থ
চর্বিশূন্য চর্মের অংশে উদ্ভেদ বা একজিমা এবং হাড়ের পীড়া বিশেষতঃ লম্বা হাড়ের যেমন
টিবিয়া বোনের পীড়া।
♣ সারসংক্ষেপঃ
সর্দি কাশিতে ভোগে, গন্ডমালা স্বভাব অস্হিরচিত্ত ও পাতলা চুল এমন লোকদের।
নানা
প্রকারের ব্যথা সে সাথে শীতবোধ এবং ঠান্ডাবায়ু অসহ্য। শরীরস্থ
চর্বিশূন্য চর্মের অংশে উদ্ভেদ বা একজিম হতে প্রচুর রস নিঃসরণ। পূর্বাহ্নে, সন্ধাকালে, রাতে, গরম খাদ্যে, বিছানায়
শুলে, ঘর্ষণে, বিছানার
গরমে, অগ্নি
উত্তাপে,
ঋতু
কালে বাড়ে। খোলা বাতাসে, গোসলে, দুধে, আহারে, বিকীরিত
তাপে কমে। বিষন্নতা, মানসিক অবসাদ, অস্থিরচিত্ত
ও অসহিষ্ণু এবং অমূলক আশঙ্কাযুক্ত, স্মৃতিশক্তির দুর্বলতা, অন্যমনষ্ক, উৎকন্ঠ ও ভয়। টিকাজনিত
কুফল বা চর্মরোগ চাপা দেয়ার কুফল। মাথায় ফাটা মামড়িযুক্ত খুস-পাঁচড়া
জাতীয় উদ্ভেদ। উদ্ভেদগুলোর নিচে সাদা গাঢ় পূঁজ। সাদা
স্রাবের সমস্যার সাথে ঋতুস্রাবের স্বল্পতা।
♣ অনুভূতিঃ
গরম খাবার খেলে বুকের মাঝে সুড়সুড়ি বা পোকা হাঁটার অনুভুতি।
♣ ক্রম ও সহচর
লক্ষণঃ ১) বিরক্তির পর মাথায় ক্ষতকর ব্যথা। ২) হাতের
আঙুলের মাথার দুর্বলতা।
< বৃদ্ধিঃ
পূর্বাহ্নে,
সন্ধাকালে, রাতে, মধ্য রাতের
আগে ও পরে,
বায়ু
প্রবাহে,
আবহাওয়া
পরিবর্তনে,
সাধারণভাবে
ঠান্ডায়,
শুষ্ক
আবহাওয়ায়,
আর্দ্র
আবহাওয়ায়,
আহারের
পরে, বিয়ার মদে, গরম খাদ্যে, বিছানায়
শুলে, আক্রান্ত
অঙ্গের সঞ্চালনে, ঘর্ষণে প্রকোপ, স্পর্শে, পোশাক ছাড়লে, হাঁটলে, ঠান্ডা
বাতাসে,
ঠান্ডা
পানিতে ধৌত করলে, বিছনার গরমে, অগ্নি উত্তাপে, ঋতু কালে, উদ্ভেদ বসে
গেলে, টিকার কুফলে
ও পারদের অপব্যবহারে।
> হ্রাসঃ
খোলা বাতাসে, গোসলে, আক্রান্ত অঙ্গে পানি দিলে, মুখে ঠান্ডা
পানি দিলে,
দুধে, মদে, সকল
স্নায়ুবিক ও অস্হি বেদনা আচ্ছাদনে, আহারে, ঠান্ডাবিহীন মুক্ত হাওয়ায়, মুখে হাও য়া
টানলে,
বিকীরিত
তাপে।
♣ কারণঃ
বসন্তের টিকা দানে, একজিমায় বাহ্য অপপ্রয়োগ, পারদ, বিরক্তি, ক্রোধ, মদ ও
ভ্যাকসিন।
♣ ইচ্ছাঃ মদ ও
কফি।
♣ ক্রিয়ানাশকঃ
মেজেরিয়াম ও মার্ক-সল পরস্পর ক্রিয়ানাশক। অ্যাকোন, ব্রায়ো, ক্যাল্ক, কেলি-আই, কেলি-কা, নাক্স-ভ, অরাম।
♣ এটি
ক্রিয়ানাশকঃ মার্ক, নাই-অ্যসি, ফস, অ্যালকোহল।
= উপরোক্ত লক্ষণ সাদৃশ্যে যে কোন রোগেই আমরা মেজেরিয়াম প্রয়োগ করতে পারবো।