Agnus Castus (এগনাস ক্যাস্টাস): গুরুত্বপূর্ণ রুব্রিকসহ
অ্যাগ্নাস ক্যাস্টাস (Agnas castus )।
DHMS (3rd year).
♣ সমনামঃ চেস্টট্রি, ভাইটেক্স অ্যাগ্নাস, ক্যাস্টার।
♣ মায়াজমঃ সাইকোটিক, সিফিলিটিক।
♣ কাতরতাঃ শীতকাতর ।
♣ উপযোগিতাঃ শ্লেষ্মাপ্রবণতা যে সব লোকের, তাদের পক্ষে উপযোগী । রোগী অন্যমনস্ক, বোধশক্তি কমে যায়, কোনো কিছু স্মরণ রাখতে পারে না, একই কথা দু’বার পড়তে হয় তবে কিছু বুঝতে পারে (লাইকো, ফস, সিপি)।
♣ ক্রিয়াস্থলঃ মন, সেক্সুয়াল অর্গান (মেল ও ফিমেল), মলদ্বার, নার্ভ, চোখ । স্ত্রী ও পুরুষ উভয়ের জননেন্দ্রয়ের ওপর প্রধন কাজ; তবে সাধারণত ঃ এটি স্ত্রী অপেক্ষা পুরুষের ওপরই বেশী ক্রিয়া প্রকাশ করে।
♣ বৈশিষ্ট্যঃ অ্যাগ্নাস ক্যাস্টাস যৌনমণ্ডলে প্রধান ক্রিয়া প্রকাশ করে, তেমনি স্বাভাবিক ক্রিয়া ও অবসন্নতা ঘটায়। মানসিক পরিমণ্ডলে এর বিশেষ চরিত্রগত লক্ষণ হলো প্রবল দূঃখভাব তার সাথে আসন্ন মৃত্যুর বদ্ধমূল ধারণা। যে সব ব্যক্তি দীর্ঘকাল ইন্দ্রীয়সেবা করে ক্রমে একেবারেই ধ্বজঃভঙ্গ হয়ে পড়েছে তাদের কামরিপু চরিতার্থ করার ইচ্ছে অত্যন্ত প্রবল থাকলেও ক্ষমতা একেবারে হীন ।
♣ সারসংক্ষেপঃ শেষ্মাপ্রবণ, অতিরিক্ত ইন্দ্রিয়সেবা ও অকাল বার্ধক্য ; কর্মক্ষমতা হারিয়ে ফেলে। যৌন অপব্যবহারে, নড়াচড়ায় ও স্পর্শে বাড়ে। খোলা বাতাসে ও বিশ্রামে উপশম। ঘৃণাপরায়ণ, অনুশোচনা ও আত্নগ্লানি, অমনোযোগী, স্মৃতিশক্তির দুর্বলতা, উৎসাহহীনতা, অন্যমনস্ক। মৃত্যুভয় ও আসন্ন বিপদের আশঙ্কা। গরম খাদ্য বা পানীয়ে দাঁতের ব্যথা। গনোরিয়া অবরুদ্ধ, মূত্রনালি দিয়ে গনোরিয়াজাত স্রাব নির্গমন সে সাথে ধ্বজভঙ্গ।
♣ অনুভূতিঃ ১) ব্যথা যেনো সন্ধিচ্যুত।
২) মাথা ব্যথায় মনে হয় তাকে কোনো কক্ষে আবদ্ধ করে রাখা হয়েছে।
♣ ক্রম ও সহচরঃ ১) মূত্রনালি দিয়ে গনোরিয়াজাত স্রাব নির্গমন সে সাথে ধ্বজভঙ্গ।
২) ঘুমাতে যাবার আগ মুহূর্তে কাশি হয়।
♣ ইচ্ছাঃ খোলা বাতাসে।
♣ অসহ্যঃ পানীয়ে।
♣ বৃদ্ধিঃ যৌন অপব্যবহারে, মচকানো অথবা ভারোত্তোলন, গরমঘরে, স্পর্শে, নড়াচড়ায়, নিচে বসতে গেলে, হাঁটলে।
♣ হ্রাসঃ খোলা বাতাসে, চাপে, বিশ্রামে।
♣ কারণঃ যৌন অপব্যবহারে, গনোরিয়া অবরুদ্ধ বা বার বার গনোরিয়া, মচকানো, ভারোত্তোলন, ভেজালাগা : পদাদি ভেজায়।
♣ ক্রিয়ানাশকঃ ক্যাম্ফ, নাক্স-ভ, ন্যাট্র-মি, লবণ মিশ্রিত পানি।
উপরোক্ত লক্ষণ সাদৃশ্যে যে কোন রোগেই আমরা অ্যাগ্নাস প্রয়োগ করতে পারবো।
গুরুত্বপূর্ণ কয়েকটি রুব্রিকঃ
১) মনোসংযোগ (Concentration) :কষ্টকর -বিদ্যাভ্যাস, পঠন প্রভৃতিকালে – A= নাক্স-ভ । B= ইথু, অ্যাগ্নাস, ব্যারা-কা, ড্রসে। C= অ্যাকোন, অ্যালু, অ্যাসের, ব্যারা-মি, বেল, কার্বো-সাল, কস্টি, ক্যামো, কফি, কর্না, ফ্যাগু, হেলি, ক্যালি-কা, ল্যাকে, ন্যাট্র-কা, অক্স্যা-অ্যাসি, স্পাইজে, সালফ ।
২) ঘৃণাপরায়ণ: নিজের ওপর – C=অ্যাগ্নাস, কোপেই ।
৩) মৃত্যু ইচ্ছা করে : মনে করে যেনো সে (স্ত্রী) শীর্ঘই মরবে এবং তাকে বাঁচানো যাবে না – C= অ্যাগ্নাস।
৩.২) মৃত্যু অনুভূতি-B=অ্যাগ্নাস, আর্স, ফস, প্ল্যাটি। C=ক্যাম্ফ, ক্যানা-ই, স্যাঙ্ক্রি, সাইকু, ক্যালি-বাই, ক্যালি-নাই, নাক্স-ভ, ওপি, সাইলি, ভিরেট ।
৪) অসন্তুষ্ট :নিজের ওপর-B= অ্যাগ্নাস, হিপার, নাই-অ্যাসি, ফস-অ্যাসি, সালফ। C= অ্যালোজ, আর্স, অরাম, বেল, ব্রায়ো, ক্যাল্ক-ফস, কস্টি, ক্যামো, সিন্নাবে, কোবাল্ট, ককুল, ক্যালি-কা, লাইকো, ম্যাঙ্গে, মিনিয়ে, মার্ক, মেজের, মিউ-অ্যাসি, পালস, রুটা, ট্যারেন্টু, থেরিডি, ভায়ো-ট্রা ।
৫.১) ভয়, মৃত্যুর : শীঘ্রই সে মরে যাবে- অ্যাগ্নাস।
৫.২) ভয়, জাগাবস্হায়- C= অ্যাগ্নাস, বেল, বোরা, লাইকো, ন্যাট্র-মি, নাক্স-ভ, পালস, সাইলি, স্পঞ্জি, স্ট্র্যামো, সালফ ।
৬) বিস্তৃতিপরায়ণ: জিনিসপত্র কিনে তা ফেলে আসে -B= ল্যাক-ক্যান। C= অ্যাগ্নাস, বেল, আই।
৭.১) স্মৃতিশক্তির দুর্বলতা: বিষয় কর্ম সম্বন্ধে – C= অ্যাগ্নাস, চেলিডো, ফ্লু-অ্যাসি, হায়োস, ক্যালি-কা, ক্রিয়ো, ফস, স্যাবি, সেলিনি, সালফ, টেলু, ট্যাপলি ।
৭.২) স্মৃতিশক্তির দুর্বলতা: কী করেছিলো, সে সম্বন্ধে- B= ব্যারা-কা, কার্ডুমে, চেলিডো, নাক্স-ম, ওনোস । C= অ্যাগ্নাস, বেল, ক্যাল্ক-ফস, ক্যাল্ক-সাল, কার্বো-অ্যাসি, ক্যানা-স্যাট, সিন্নাবে, ফ্লু-অ্যাসি, গ্র্যানেট, হাইড্রা, জুগ-ক্যা, ক্রিয়ো, ম্যাঞ্চে, সালফ ।
৮) গনোরিয়া (Gonorrhdea) -অবরুদ্ধ – B= ক্যাল্ক, ক্লিমে, নাই-অ্যাসি, পালস, সার্সা, স্ট্যাফি । C=অ্যাগ্নাস, অরাম, ব্যানজো-অ্যাসি, ব্রোমি, ক্রোটেল, ড্যাফ, ক্যালমি, মেডোর, মার্ক, মেজের, থুজা, ভিরেট, জিঙ্ক ।
৯) অকাল বার্ধক (Old age premature) – A= সেলি । অ্যাম্ব্রা, ব্যারা-কা, ক্যালি-কা । B=অ্যাগ্নাস, বিউফো, লাইকো।
১০) ব্যথা :টেনে ধরার মতো : হাড়ে বাহ্যিকভাবে যন্ত্রণা- A=অ্যাগ্নাস, আর্জ-মে, আর্নি, বেল, ব্রায়ো, ক্যালাডি, ক্যাল্ক, ডালকা, হায়োস, ইগ্নে, নাক্স-ভ, ওলিয়ে, প্ল্যাটি, প্লাম্বা, র্যানান-স্ক্লে, স্ট্যাফি । B=ব্যারা-কা, ক্যাণ্হা, ক্যামো, ক্রোট-টি, ড্রসে, গ্লোন, ক্যালি-কা, ম্যানি, প্যারিস, ফস-অ্যাসি, ফস, পালস, রুটা, স্পঞ্জি ।
১১) শিউরে ওঠা/ কাঁপা/ ঝাঁকুনি (Shrivelling) – C= অ্যামন-কা, অ্যাগ্নাস, আর্নি, চায়না, কুপ্রা, মার্ক, রডো, ভিরেট, জিঙ্ক ।
১২) ভেজালাগা: পদাদি ভেজায়- A=সিল,। B= ডালকা, ন্যাট্র-মি, ফস, রাস, সিপি । C=অ্যাগ্নাস, ক্যামো, মার্ক, ন্যাট্র-কা, নাক্স-ম, পালস।