Silicea (সাইলিসিয়া)

♣ সমনামঃ সিলিকা, অক্সাইড অব সিলিকন, সিলিকন ডাই-অক্সাইড।
♣ মায়াজমঃ সোরিক, সাইকোটিক, টিউবারকুলার, সিফিলিটিস।
♣ সাইডঃ ডানপাশ, বামপাশ, ওপরে ডানপাশ নিচে বামপাশ।
♣ কাতরতাঃ শীতকাতর।
♣ উপযোগিতাঃ জৈব উত্তাপের অভাব, আলস্য, কৃশ/ শুকনো ব্যক্তি, রক্তপ্রধান ধাতু বিশিষ্ট ব্যক্তি, স্তনদুগ্ধপায়ী শিশু, শ্লেষ্মাক্ষরণ বর্ধিত। দুর্বল ও খর্বকায় যাদের শরীর খাদ্যদ্রব্য সমীকরণের দোষ হেতু পরিপুষ্ট হয় না।
♣ ক্রিয়াস্থলঃ পরিপোষণ, টিস্যুগুলো-ইলাস্টিক, সেলুলার, নার্ভস, গ্ল্যান্ডস, টিউবস-ইউসটেচিয়াস, অশ্রুস্থলী, ফিসচুলা, অস্থি, মিউকাস মেমব্রন, চামড়া।
♣ বৈশিষ্ট্যঃ খাদ্যবস্তুর অসম্পূর্ণ পরিপাকক্রিয়া এবং এ জন্য পুষ্টির অভাব কিন্তু এর ক্রিয়া আরো সুদূর প্রসারী- আনুষাঙ্গিকভাবে এটি স্নায়ুগুলোর দুর্বলকর অবস্হার সৃষ্টি করে, স্নায়ুবিক উত্তেজনার অত্যানুভূতি এবং প্রতিক্ষিপ্ত ক্রিয়ার বৃদ্ধি সাধন করে। সাইলেসিয়া দেহযন্ত্রকে উত্তেজিত করে সৌত্রিক পদার্থ এবং বিক্ষত টিস্যুগুলোকে পুনশোষণ করতে পারে।
♣ ফিজিওলজিক্যাল কাজঃ সাইলিসিয়ার প্রধান কাজ হচ্ছে পরিপোষণ ক্রিয়ার ওপর এবং সাইলিসিয়ার এ জাতীয় কাজ শিশু এবং অল্প বয়স্ক বালকদের মাঝে যতো বেশি এবং সুন্দররূপে সম্পাদন হয় বয়সে অবস্হায় সেইরূপ হয় না। এ কারণে পরিপোষণ ক্রিয়ায় ব্যতিক্রমে সাইলিসিয়া প্রয়োগের উপযুক্ত সময়ই হচ্ছে বাল্যাবস্থা কিন্তু সে কারণে যুবা, প্রৌঢ় অথবা বার্ধক্যাবস্থায় সাইলিসিয়া আদপেই যে ব্যবহার হয় না তা বলতে ইচ্ছে করি না।
♣ সারসংক্ষেপঃ জৈব উত্তাপের অভাব, আলস্য, স্নায়ু ও রক্তপ্রধান ধাতু বিশিষ্ট ব্যক্তি, শরীর খাদ্যদ্রব্য সমীকরণের দোষ হেতু পরিপুষ্ট হয় না। স্ক্রোফুলাদোষ ও রিকেটদোষদুষ্ট শিশু। শয্যা কঠিন মনে হওয়ার অনুভূতি। অপরাহ্নে, সন্ধাকালে, রাতে, মানসিক পরিশ্রমে, বায়ু প্রবাহে, অমাবস্যায় ও পূর্ণিমায়, সাধারণভাবে ঠান্ডায়, আহারের পরে, সঞ্চালনে, স্পর্শে ও অনাচ্ছাদনে বাড়ে। গরম খাদ্যে, চাপে, দৌড়ালে, উনুনের গরমে, মাথায় গরম আচ্ছাদনে ও গরমে কমে। নম্র, ভীরু, মনের বিশৃঙ্খল অবস্হা, একগুঁয়েমি, অস্হিরতা, অত্যানুভূতিযুক্ত, ভয়, ভ্রান্ত বিশ্বাস, খিটখিটে, চমকে ওঠে ও কাঁদে। দৃঢ়তার অভাব ও শীতার্ততা। মাথায় এবং পায়ের তলায় দুর্গন্ধ ঘাম বা বাধাপ্রাপ্ত ঘামের কুফল। শিশুদের পায়ের পাতায় ঘাম। টিকাজনিত কুফল।

= উপরোক্ত লক্ষণ সাদৃশ্যে যে কোন রোগেই আমরা সাইলিসিয়া প্রয়োগ করতে পারবো।

One Comment