Natrum Phos (ন্যাট্রাম ফস): গুরুত্বপূর্ণ রুব্রিকসহ

নেট্রাম ফসফরিকাম (Natrum Phos)।
DHMS (2nd year).
♣ সমনামঃ ফসফেট অব সোডিয়াম, সোডিয়াম ফসফেট।
♣ মায়াজমঃ সাইকোটিক, টিউবারকুলার।
♣ কাতরতাঃ শীতকাতর।
♣ উপযোগিতাঃ । শিশু ও অম্লপীড়াগ্রস্ত ব্যক্তিদের রোগে এ ওষুধটি বিশেষ উপযোগী।
♣ ক্রিয়াস্থলঃ মাথার পেছন, মিউকাস গ্ল্যান্ডগুলো, ডিওডিনাম, পিত্তথলি, জননেন্দ্রিয়, রক্ত, পেশি, অস্হি, গ্রন্হি, স্নাযু ও মস্তিষ্ক, ফুসফুস।
♣ বৈশিষ্ট্যঃ নেট্রাম ফস রক্তের কণিকা, মাংসপেশির কোষে, স্নায়ু ও মস্তিষ্ক ও ইন্টারসেলুলার তরল পদার্থের মাঝে থাকে। নেট্রাম ফসের উপস্থিতিতে ল্যাকটিক অ্যাসিড ভেঙ্গে কার্বোনিক অ্যাসিড ও পানি হয়।
♣ সারসংক্ষেপঃ শিশু ও অম্লপীড়াগ্রস্ত ব্যক্তিদের রোগ। স্রাবে অম্লগন্ধ ও হরিদ্রাবর্ণ। ঘন ঘন ক্ষুধা বা ক্ষুধার অভাব। অনুভূতি- যেন হৃদপিন্ডে এক প্রকার বুদবুদ শুরু হয়ে দ্রুতবেগে ধমনীগুলোতে ছড়িয়ে পড়লো। প্রাতে, বিকেলে, সন্ধাকালে, শুক্রপাতে, চর্বিতে, দুধে, চিনিতে, মানসিক পরিশ্রমে ও খালি পেটে বাড়ে। ঠান্ডায়, আহারের পরে ও গরম খাদ্যে কমে। মানসিক অবসাদ, বিষণ্নতা, ভয়, সহানুভূতি পাবার আকাঙ্ক্ষা, ভ্রান্ত বিশ্বাস, ঔদাসীনতা, হতাশা, অতিরিক্ত অনুভূতিপ্রবণ ও চমকে ওঠা। কৃমিজনিত পীড়া। চিনি ও তৈলাক্ত খাবারে অজীর্ণতা। মুখের তালু ও জিবে হলদে ক্রিমের মতো বর্ণ হয়ে যায়। বীর্যস্খলনের পর হাত-পা কাঁপতে থাকে।
♣ অনুভূতিঃ ১) জিবে চুল থাকার অনুভূতি। ২) ধমনী বেয়ে চলছে এমন অনুভূতি।
♣ ক্রম ও সহচর লক্ষণঃ ১) সন্ধ্যাবেলায় মুখের তালুতে কৃত্রিম আবরণের সৃষ্টি হয়। ২) সিঁড়ি বেয়ে ওপরের দিকে ওঠলে হৃদপিন্ড কাঁপতে থাকে।
= উপরোক্ত লক্ষণ সাদৃশ্যে যে কোন রোগেই আমরা নেট্র-ফস প্রয়োগ করতে পারবো।

গুরুত্বপূর্ণ কয়েকটি রুব্রিকঃ (ক্যান্ট রেপার্টরী অনুযায়ী)
১) ঔদাসীনতা, অনীহা, উৎসাহহীনতা (Indifference, apathy,etc.) / উৎসাহহীনতা (Apathy) / নিরানন্দ (Joyless) / অমনোযোগী (Listless)/ জড়তাভাবাপন্ন (Phlegmatic)- A= অ্যাপিস, কার্বো-ভে, চায়না, ক্রোটেল-ক্যাস্ক, হেলি, লিলি-টি, মিজের, ন্যাট্র-কা, ন্যাট্র-মি, ন্যাট্র-ফস, ওনোস, ওপি, ফস-অ্যাসি, ফস, প্ল্যাটি, পালস, সিপি, স্ট্যাফি ।
২) মানসিক অবসাদ ( Prostration of mind/প্রোসট্রেইশন অপ মাইন্ড) / মানসিক শ্রম, সহ্য করতে পারে না ( Mental effort, inability to sustain) – A- আর্জ-মে, অরাম, কোনি, কুপ্রা, ফেরা-পিক্রি, ক্যালি-ফস, ল্যাকে, লাইকো, ন্যাট্র-কা, ন্যাট্র-ফস, নাই-অ্যাসি, নাক্স-ভ, ফস-এসিড, ফস, পিক্রি-অ্যাসি, সিপি, সাইলি, সালফ।
৩.১) চমকে ওঠে: সহজেই- A= বোরা, ক্যালি-কা, ক্যালি-ফস, ন্যাট্র-কা, ন্যাট্র-মি, ন্যাট্র-ফস।
৩.২) চমকে ওঠে: গোলমাল হতে- A= বোরা, ক্যালি-কা, ন্যাট্র-কা, ন্যাট্র-মি, ন্যাট্র-ফস, ন্যাট্র-সাল, নাক্স-ভ, সাইলি।
৪) শুক্রপাতে বাড়ে (Emissions agg.) A= ক্যালি-কা, ন্যাট্র-ফস, নাক্স-ভ, সেলি, সিপি।
৫ ) খাদ্য: টক খাদ্যে বাড়ে- A= অ্যান্টি-ক্রু। B= আর্স, বেল, ফেরাম, ন্যাট্র-ফস, সেলিনি, সিপি, স্ট্যাফি, সালফ।
৬) রক্তে শ্বেতকণিকার আধিক্য (Leqkaemia) – A= ন্যাট্র-আর্স, ন্যাট্র-সাল। B= ক্যাল্ক, ক্যাল্ক-ফস, কার্বো-সাল, চায়না, ন্যাট্র-মি, ন্যাট্র-ফস, পিক্রি-অ্যাসি।
৭) খাদ্য: দুধে বাড়ে- A= ইথু, ক্যাল্ক, ক্যাল্ক-সাল, চায়না, কোনি, ল্যাক-ডি, নাই-অ্যাসি, সিপি, সালফ । B= অ্যালু, অ্যাম্ব্রা, অ্যান্টি-ক্রু, অ্যান্টি-টা, আর্জ-মে, আর্স, ব্রায়ো, কার্বো-ভে, ক্যামো, চেলিডো, সাইকু, কুপ্রা, আইরি, ক্যালি-কা, ক্যালি-আই, লাইকো, ম্যাগ-কা, ন্যাট্র-আর্স, ন্যাট্র-কা, ন্যাট্র-মি, ন্যাট্র-ফস, ন্যাট্র-সাল, নাক্স-ভ, ওলি-জে, ফস, সোরিন, পালস, জিঙ্ক।
৮ ) স্তনদুগ্ধপায়ী শিশু ( Nursing children) : A= বোরা, ক্যাল্ক, ন্যাট্র-ফস, পালস, সিপি। B= আর্স, বেল, ক্যাল্ক, ক্যামো, চায়না, সিনা, ডালকা, ইগ্নে, ম্যাগ-কা, ফস-অ্যাসি, রাস, সালফ।
৯) হস্তমৈথুন হতে পীড়া (Onanism from) – ক্যাল্ক, চায়না, ককুল, কোনি, জেলস, ন্যাট্র-ফস, ওরিগে, ফস-অ্যাসি, সেলি,সিপি, স্ট্যাফি, সালফ।
১০) ছিন্নকর ব্যথা বাহ্যিকভাবে- A= অ্যাকোন, ইস্কু, আর্নি, বেল, বার্বে, ব্রায়ো, কার্বো-সাল, চায়না, সাইকু, সিনা, কলচি, হাইপেরি, ইগ্নে, ক্যালি-কা, ক্যালি-ফস, ক্যালি-সাল, লিডাম, লাইকো, ন্যাট্র-মি, ন্যাট্র-ফস, ন্যাট্র-সাল, নাই-অ্যাসি, পালস, সিপি, সাইলি, সালফ।
১১) ) সংবেদনশীল বাহ্যিকভাবে ( Sensitiveness externally) – A= অ্যাপিস, আর্নি, বেল, ক্যাল্ক, চায়না, চিনি-সাল, ল্যাকে, ন্যাট্র-ফস, নাক্স-ম, ফস, পালস, র্যানান-বা, সাইলি, স্পাইজে, স্ট্যাফি, স্ট্রনসি
১২) দুর্বলতা/ক্লান্তিঃ স্নায়ুবিক- A= চায়না, কলো, ল্যাকে, ন্যাট-কা, ন্যাট্র-ফস, নাই-অ্যাসি, পিক্রি-অ্যাসি, পালস, সিপি, সিলি, স্ট্যানা, স্ট্যাফি।