Acid Phos (এসিড ফস):গুরুত্বপূর্ণ রুব্রিকসহ

অ্যাসিড ফসফরিক (Acid phosphoric)
DHMS (2nd year).
সমনামঃ অ্যাসিড ফস, অ্যাসিড ফসফরিকাম, ফসফরিক অ্যাসিড।
উপযোগিতাঃ দ্রুত বর্ধনশীল দেহ, বয়সের অনুপাতে দেহ বড়, যারা শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই অল্পতেই পরিশ্রান্ত হয়ে পড়ে।
কারণঃ জৈব তরল পদার্থর অপচয়, অতিরিক্ত সেক্সুয়াল, দুঃসংবাদ, শোক, বিরক্তি, প্রবাস, আঘাত, গৃহবিরহে, ভালোবাসায় অবহেলা।
ক্রিয়াস্থলঃ মন, স্নায়ু, কিডনি, পেশী, বিপাক, অন্ত্র, মূত্রগ্রন্থি, চামড়া, অস্থি, জননযন্ত্র।
বৈশিষ্ট্যঃ এ ওষুধটি এক প্রকার স্নায়বিক ক্লান্তি উৎপন্ন করে থাকে। অ্যাসিড ফসে প্রথমে মন আক্রান্ত হয় তারপর শরীর অর্থাৎ প্রথমতঃ মস্তিষ্ক তারপর পেশিগুলো আর অ্যাসিড মিউরে প্রথমতঃ পেশিগুলো তারপর মন।
সারসংক্ষেপঃ জৈব উত্তাপ ও উত্তেজনা প্রবণতার অভাব,অসাড়তা(বাহ্যিক)। ঠান্ডায়,প্রাতে,পূর্বাহ্নে ও সন্ধ্যাকালে বাড়ে। জৈব তরল পদার্থের ক্ষয়,ভয়,হতাশ প্রেম, অতিরিক্ত যৌনক্রিয়া বা হস্তমৈথুন হতে রোগ। মানসিক অবসাদ, ঔদাসীনতা, তন্দ্রাচ্ছন্ন, নির্বাক, মনোসংযোগ কষ্টকর, ভ্রান্ত বিশ্বাস। উৎকন্ঠা, উত্তেজনাপ্রবণ বা আবেগপূর্ণ, বিস্তৃতিপরায়ণ, গৃহকাতরতা ও প্রেমাতুর। নাড়ির গতি অস্বাভাবিক, দূর্বলতা/ক্লান্তি,ঘামের পর লক্ষণ বাড়ে ও আহারে অস্বীকার। দুধের মতো সাদা প্রস্রাব, ঘন ঘন প্রচুর প্রস্রাব।
অনুভূতিঃ শরীরে পিঁপড়ে চলার মতো সড়সড় করে।
বৃদ্ধিঃ জৈব তরল পদার্থের অপচয় বিশেষত শুক্রক্ষয়ে, অতিরিক্ত যৌনক্রিয়া, অতিরিক্ত ভারোত্তলন, মানসিক বিষাদে, পরিশ্রমে, কথা বললে, দুঃখে, ঠান্ডায়, সংগীতে, বায়ু প্রবাহে, স্পর্শে, বসে থাকলে, শোক-দুঃখে, রেতঃপাতে।
হ্রাসঃ উষ্ণতায়, স্বল্প নিদ্রায়, নড়াচড়ায় বা চাপে ব্যথার উপশম, আচ্ছাদনে, সান্ত্বনায়, মলত্যাগে।
প্রয়োগঃ শোকের ফলে হিস্টিরিয়া হলে প্রাথমিক অবস্থায় ইগ্নেশিয়া এবং পুরাতন অবস্থায় অ্যাসিড ফস।
ক্রিয়ানাশকঃ ক্যাম্ফর, কফিয়া, স্ট্যাফি।
উপরোক্ত লক্ষণ সাদৃশ্য যে কোন রোগেই আমরা অ্যাসিড ফস প্রয়োগ করতে পারবো।

গুরুত্বপূর্ণ কয়েকটি রুব্রিকঃ
১) মনোসংযোগ (Concentration) :কষ্টকরঃ অ্যানাকা, ব্যারা-কা,কার্বো-সাল, কার্বো -ভে, কস্টি,গ্লোন, গ্রাফ, হেলি, ল্যাকে, ল্যাসি,লাইকো, ন্যাট্র-অ্যার্স, নাক্স-ম, নাক্স-ভ, ফস-অ্যাসি, ফস, সিপি, সাইলি ।
২) গৃহকাতরতা (Home,sickness) -ক্যাপসি, ক্যার্বো-অ্যানি,ফস -অ্যাসি।
৩) ঔদাসীনতা,অনীহা,উৎসাহহীনতা (Indifference,apathy,etc.)/:শীতাবস্হায়-ওপি,ফস, ফস-অ্যাসি ।
৪) প্রেম,হতাশা প্রেম হতে রোগ (Love, ailments, from disappointed) – হায়োস,ইগ্নে, ন্যাট্র- মি,ফস-অ্যাসি ।
৫) প্রেমাতুর (Love -sick) – নির্বাক দুঃখ- ইগ্নে, ন্যাট্র-মি, ফস-অ্যাসি ।
৬) স্মৃৃতিশক্তির দুর্বলতা (Memory weakness of) – অ্যাম্ব্রা, আর্জ-নাই, আর্স, ব্যারা-কা, বিউফো, বিউফো – সা, কার্বো-সাল, কস্টি, কলচি, কোনি, গ্লোন,হেলি, হিপার, হায়োস, ক্যালি-ফস, ল্যাকে,লাইকো, মেডো,মার্ক, নাই-অ্যাসি, নাক্স-ম, ফস-অ্যাসি, ফস, প্ল্যাটি, প্লাম্বা,সিপি,ভিরেট।
৭) মানসিক অবসাদ (Prostration of mind) /মানসিক শ্রম, সহ্য করতে পারে না (Mental effort,inability to sustain) – আর্জ-মে, অরাম, কোনি, কুপ্রা,ফেরা-পিক্রি,ক্যালি-ফস, ল্যাকে, ল্যাসি, লাইকো, ন্যাট্র-কা, ন্যাট্র-ফস, নাই-অ্যাসি, নাক্স-ভ, ফস-অ্যাসি, ফস,পিক্রি-অ্যাসি সিপি,সাইলি, সালফ।
৮) স্বল্পবাক/নির্বাক ( Silent) -অরাম, কার্বে-অ্যানি,ককুল,গ্লোন, নাক্স-ম, ফস-অ্যাসি, ফস, প্ল্যাটি, পালস, সালফ,ভিরেট,জিঙ্ক ।
৯) সাধারণভাবে ঠান্ডায় বাড়ে (Cold in general agg)- আর্স,অরাম, ব্যারা-কা, ক্যান্হা, ক্যামো, হিপার, ক্যালি-আর্স, ক্যালি-বাই, ক্যালি-কা, লাইকো, মস্কাস,নাক্স-ভ, ফস-অ্যাসি, পাইরো, রাস, স্যাবাডি, সিপি, সাইলি, সাল-অ্যাসি ।
১০) জৈব উত্তাপের অভাব, (Heat, flashes of) – অ্যারেনি,আর্স,ব্যারা-কা, ক্যাল্ক, ক্যাল্ক-আর্স, ক্যাল্ক-ফস, ক্যাম্ফ, কার্বে-অ্যানি, কস্টি, সিস্টা, ক্রোটেল-ক্যাস্ক, ডালকা, ফেরাম,গ্র্যাফ, হেলি,হিপার, ক্যালি-আর্স, ক্যালি-বাই, ক্যালি-কা , ক্যালি-ফস, লিডাম, ম্যাগ-ফস, নাই-অ্যাসি, নাক্স-ভ, ফস-অ্যাসি, ফস,সোরিন,পাইরো,রাস,সাইলি।
১১) জৈব তরল পদার্থের ক্ষয় (Loss of fluids) -ক্যাল্ক, ক্যাল্ক-ফস, কার্বো-ভে, চায়না, চিনি-সাল, গ্র্যাফ, ফস-অ্যাসি, পালস, সেলি,সিপি, স্ট্যাফি ।
১২) হস্তমৈথুন হতে পীড়া (Onanism from) – ক্যাল্ক, চায়না, ককুল, কোনি, জেলস, ন্যাট্র-ফস, ওরিগে, ফস-অ্যাসি, সেলি,সিপি, স্ট্যাফি, সালফ ।
১৩) দুর্বলতা/ক্লান্তি (Weakness enervation) – দুর্বলতা/ক্লান্তি: সকালে- অ্যাগারি,আর্স, ল্যাকে লাইকো, ফস-অ্যাসি, সিপি
১৩.০১) দুর্বলতা/ক্লান্তি: খাবার পরে- আর্স ব্যারা-কা, ক্যাল্ক-ফস, ক্যানা-স্যাট,সাইক্লে,নাক্স-ভ, ফস-অ্যাসি, সাল-অ্যাসি ।
১৩.০২) দুর্বলতা/ক্লান্তি:সামান্য পরিশ্রমে- আর্স, ব্রায়ো, ক্যাল্ক, কোনি, ল্যাকে, ন্যাট্র-কা, ফস-অ্যাসি, পিক্রি-অ্যাসি, রাস, স্যালে,স্পঞ্জি ।
১৩.০৩) দুর্বলতা/ক্লান্তি :হাঁটা থেকে-অ্যালু, আর্স, ব্রায়ো, ক্যাল্ক, ক্যানা-ই, কোনি, ফেরাম, ল্যাকে, মিউ-অ্যাসি, নাই-অ্যাসি, ফস-অ্যাসি, ফস, সোরিন, রাস, সিপি, স্কুই, সালফ ।