Calcarea fluor (ক্যাল্কেরিয়া ফ্লোর): গুরুত্বপূর্ণ রুব্রিকসহ

Homeopathic BD  > M. Calcerea Group >  Calcarea fluor (ক্যাল্কেরিয়া ফ্লোর): গুরুত্বপূর্ণ রুব্রিকসহ

Calcarea fluor (ক্যাল্কেরিয়া ফ্লোর): গুরুত্বপূর্ণ রুব্রিকসহ

0 Comments

ক্যাল্কেরিয়া ফ্লুরিকাম (Calcaria Fluoricum)
DHMS (2nd year).
♣ সমনামঃ ক্যালসিয়াম ফ্লোরাইড, ফ্লোরাইড অব লাইম, ক্যালকেরিয়া ফ্লোরেটা।
♣ মায়াজমঃ সোরিক, সাইকোটিক, সিফিলিটিক।
♣ কাতরতাঃ শীতকাতরতা।
♣ উপযোগিতাঃ এটি একটি শক্তিশালী তন্তর ওষুধ। পাথরের মতো শক্তগ্রন্থি, প্রসারিত ও বেড়ে যাওয়া শিরা, অস্হির অপুষ্টি।
♣ ক্রিয়াস্থলঃ হাড়, দাঁত, চামড়া, কানেক্টিভ টিসু, গ্ল্যান্ডগুলো।
♣ বৈশিষ্ট্যঃ ক্যাল্কেরিয়া ফ্লুওর সুসলারের বোন সল্ট বা অস্হিলবণ। এটি অস্হির উপরিভাগে, দাঁতের এনামেলে স্থিতিস্থাপক তন্তুতে ও ইপিডার্মিস কোষে দেখা যায়।
♣ সারসংক্ষেপঃ গলগন্ড ও সিফিলিস দোষযুক্ত। জৈব উত্তাপের অভাব। কঠিনতা বা শক্তভাব, কঠিনতা : গ্রন্হিগুলোতে। ক্ষতের চারদিকে পাথরের মতো শক্ত ফোলা। চামড়া ফেটে বা শক্ত হয়ে যায়। ধনলিপ্সা ও কৃপণ- কাল্পনিক অর্থনাশ হবার ভয়ে ভীত। রোগী অত্যন্ত সন্ধিগ্ধ চিত্ত। কোনো বিষয়ে চিন্তা করে স্হির সিদ্ধান্তে উপনীত হতে পারে না। ভূমিষ্ট শিশুর টিউমার।
♣ ক্রম ও সহচর লক্ষণঃ
১) লিখলে চোখে কামড়ানো মতো ব্যথা হয়।
২) গর্ভাবস্থায় পেট ফাঁপে।
♣ < বৃদ্ধিঃ প্রাতে, ঠান্ডায়, বিশ্রামে, স্হির হয়ে থাকলে, আবহাওয়ার পরিবর্তনে, নাড়াচড়ার শুরুতে,
ভেজা আবহাওয়ায়, ঋতু পরিবর্তন হয়ে ঠান্ডা পড়লে, বেদনাপূর্ণ পাশে শয়নে, গলাব্যথা শীতল পানীয়ে।
♣ > হ্রাসঃ ঋতুস্রাবকালে, ক্রমাগত নড়াচড়ায়, উত্তাপে, অস্হিপীড়ায় উত্তাপে ও গরম পানীয়ে, ঘর্ষণে ও হাত বুলালে, সঙ্কোচনযোগ্য স্থানে শীতল প্রয়োগে, পানি পানে।
♣ প্রয়োগঃ এটি প্রাচীন পীড়ার ওষুধ। ওষুধটির কাজ করতে কিছু সময় লাগে। খুব ঘন ঘন প্রয়োগ করা উচিত নয়।
= উপরোক্ত লক্ষণ সাদৃশ্যে যে কোন রোগেই আমরা ক্যাল্ক-ফ্লু প্রয়োগ করতে পারবো।

গুরুত্বপূর্ণ কয়েকটি রুব্রিকঃ
১) ধনলিপ্সা ( Avarice) A= আর্স। B= লাইকো, পালস, সিপি। C= ব্রায়ো, ক্যাল্ক-ফ্লু, সিনা, কলো, মেলিলো, ন্যাট্র-কা, রিউম।
২) ভ্রান্ত বিশ্বাস ( Delusions) : দরিদ্র নিজেকে ভাবে- B= সিপি। C= বেল, ক্যাল্ক-ফ্লু, হিপার, মেজের, নাক্স-ভ, স্ট্যামো, ভ্যালের।
৩) ভয় ( Fear) দারিদ্রের- A= ব্রায়ো। B= ক্যাল্ক, সোরিন, সিপি। C= অ্যাম্ব্রা, ক্যাল্ক-ফ্লু, ক্লোরেল, মেলিলো, নাক্স-ভ, পালস, সালফ।
৪) প্রাতে (Morning) বাড়ে- A= অ্যাগারি, অ্যামন-মি, আর্জ-মে, আর্স-আই, অরাম, ব্রায়ো, ক্যাল্ক, ক্যাল্ক-ফ্লু, কার্বো-অ্যানি, কার্বো-সাল, কার্বো-ভে, ক্যামো, চেলিডো, সিনা, ক্রোকা, ক্যালি-বাই, ক্যালি-নাই, ল্যাকে, ন্যাট-আর্স, ন্যাট্র-মি, নাই-অ্যাসি, নাক্স-ভ, ওনোস, পেট্রো, ফস-অ্যাসি, ফস, পালস, রডো, রাস, রোমেক্স, সিপি, স্পাইজে, স্কুই, সালফ, ভ্যালের ।
৫) অস্হিক্ষত (Caries of bone) -A= অ্যাঙ্গুস্টু, অ্যাসাফ, ফ্লু-অ্যাসি, ক্যালি-আই, লাইকো, মার্ক, সাইলি, থেরেডি। B= আর্স, অরাম, ক্যাল্ক, ক্যাল্ক-ফ্লু, সিস্টা, কুপ্রা, গুয়াই, হিপার, আই, মেজের, নাই-অ্যাসি, ফস-অ্যাসি, ফস, পালস, স্ট্যাফি থুজা।
৬) সাধারণভাবে ঠান্ডায় বাড়ে (Cold in general agg)- আর্স,অরাম, ব্যারা-কা, ক্যান্হা, ক্যামো, হিপার, ক্যালি-আর্স, ক্যালি-বাই, ক্যালি-কা, লাইকো, মস্কাস,নাক্স-ভ, ফস-অ্যাসি, পাইরো, রাস, স্যাবাডি, সিপি, সাইলি, সাল-অ্যাসি ।
৭) জৈব উত্তাপের অভাব, (Heat, flashes of) – A= অ্যারেনি,আর্স,ব্যারা-কা, ক্যাল্ক, ক্যাল্ক-আর্স, ক্যাল্ক-ফস, ক্যাম্ফ, কার্বে-অ্যানি, কস্টি, সিস্টা, ক্রোটেল-ক্যাস্ক, ডালকা, ফেরাম,গ্র্যাফ, হেলি,হিপার, ক্যালি-আর্স, ক্যালি-বাই, ক্যালি-কা , ক্যালি-ফস, লিডাম, ম্যাগ-ফস, নাই-অ্যাসি, নাক্স-ভ, ফস-অ্যাসি, ফস,সোরিন,পাইরো,রাস,সাইলি।
৮) কঠিনতা (Indurations) / শক্তভাব (Hardness) -A= ব্যাডি, বেল, ক্যাল্ক-ফ্লু, কার্বো-অ্যানি, কার্বো-ভে, চায়না, ক্লিমে, কোনি, ল্যাকে, ম্যাগ-মি, ফস, রাস, সেলি, সিপি, সাইলি, স্ট্যাফি।
৯) কঠিনতা: গ্রন্হিগুলোতে – A= ব্যাডি, ব্যারা-মি, বেল, ব্রোমি, ক্যাল্ক, ক্যাল্ক-ফ্লু, কার্বো-অ্যানি, ক্লিমে, কোনি, আই, ফাইটো, স্পঞ্জি, সালফ ।
১০) ঋতুস্রাবকালে উপশম – A= ল্যাকে। B=ক্যালি-কা, মস্কাস, স্ট্যানা, জিঙ্ক । C= আ্যালু, অ্যাপিস, অ্যারেনি, বেল, ক্যাল্ক, ক্যাল্ক-ফ্লু, সিমিসি, সাইক্লে, ক্যালি-বাই, ক্যালি-ফস, ল্যাক-ক্যান, ফস, পালস, রাস, সিমিসি, সিপি, সালফ, আস্টি,ভিরেট ।