হোমিওপ্যাথিক চিকিৎসার বিভিন্ন মেথড

-ডাঃ রবিন বর্মন
অনেকে জানতে চান হোমিওপ্যাথিক চিকিৎসার বিভিন্ন মেথড সম্বন্ধে,
রামকৃষ্ণানের ক্যান্সার চিকিৎসার মেথড,
রাজেন শংকরনের আট বাক্স মেথড,
শেগালের মেন্টাল মেথড,
শ্যামল দাসের গো ব্যাক থিওরী মেথড,
মেথডের ছড়াছড়ি,
বাংলায় একটা কথা আছে— খোদার উপরে খোদাগিরি,
হ্যানিম্যান তার আবিস্কৃত হোমিওপ্যাথিক চিকিৎসার সব নিয়ম কানুন বলে দিয়ে গেছেন,
তাহলে আবার কিসের এত মেথড?
এত সব মেথদের ব্যাপারে আমি তাই বেশী কিছু বুঝি না ।
আমি নিজে এইসব মেথড ব্যবহার করিও না।
আমি শুধু বুঝি হোমিওপ্যাথির আবিষ্কারক হ্যানিম্যানের মেথড, এবং হ্যানিমানের মেথডকে যে সব গুণীজন হ্যানিম্যানের পথে মডিফাই করেছে সেই বোনিংহোসেন এবং কেন্টের মডিফিকেশন অব হ্যানিম্যানস মেথড।
কি সেই মেথড?
১) ভালোভাবে কেস টেকিং করতে হবে, তার ভাগগুলি হবে —
প্রতিটি রোগীর — ★প্রেজেন্ট কমপ্লেইনস, ★পাস্ট হিস্ট্রি , ★ ফ্যামিলি হিস্ট্রি, ★ পার্সোনাল হিস্ট্রি, এবং ★জেনারেলিটিস বা জেনারেল সিমপটমস,
জেনারেল সিমপটমসের মধ্যে সব থেকে বেশী দাম দেবো মেন্টাল সিমপটমসকে,
তারপর ফিজিক্যাল জেনারেল সিমপটমসদেরকে, অর্থাৎ রোগীর সার্বদৈহিক লক্ষনাবলীকে,
এবং তারপর প্যাথলজিক্যাল জেনারেল সিমটমসগুলিকে,
এবং সবশেষে পার্টিকুলার সিমপটমসদেরকে,
তবে পারটিকুলারসদেরকে টোটাল থেকে বাছাই করে কমন বাদ দিয়ে আনকমনদেরকে নিতে হবে, —-কজেশনস, মডালিটিস, বা কনকোমিট্যান্টস দিয়ে সেপারেশন ব্যাপারটা করা হবে,
★ এবারে টোটাল সিমপটোমেটলজী থেকে মেটিরিয়া ও রেপার্টরীর নলেজ দিয়ে ইন্টারপ্রিটেশন করে একটি মাত্র ঔষধ সিলেকশন করতে হবে,
★ হ্যানিম্যানের নির্দেশ মতন ষষ্ঠ সংস্করণ মেনে 50 সহস্রতমিক ঔষধ দেওয়ার চেষ্টা করবো,
তবে বহুল পরীক্ষিত হ্যানিমান কৃত তার আগের ফর্মুলা অনুযায়ী ক্ষেত্র বিশেষে শততমিক শক্তির ঔষধও প্রয়োগ করতে পারি,
—- যা হবে রোগীর সাসসেপটিবিলিটি এবং রোগের সাইট অব লিজন বা প্যাথলজী বিবেচনা করে ,
কটা ডোজ দেবো, তা ও বিচার্য হবে ঐভাবে রোগীর সাসসেপটিবিলিটি এবং রোগের প্যাথলজিকাল কন্ডিশন বিচার করে, অর্থাৎ কোন লেভেলে রোগটি আছে— ডাইনামিক লেভেল না স্ট্রাকচারাল লেভেল তা বিচার করে, স্ট্রাকচারাল ক্ষতি হলে তারও লেভেলটা দেখবো — রোগটা কোন গ্রেডে বা কোন স্টেজে আছে।
★তারপরে রেপিটেশনের ব্যাপার, — যতদিন পূর্বের ডোজে রোগীর উন্নতি হতে থাকবে, ততদিন অপেক্ষা করবো, কোন রেপিটিশন করবো না ।
উন্নতি হতে হতে আবার যদি পূর্বের সিমপটমস ফিরে আসে কেবলমাত্র রেপিটিশনের চিন্তা করবো।
হ্যানিম্যান নিজে বলেছেন, আমরা হোমিও মহাপুরুষদের বিভিন্ন বইয়েও এই ভাবে, এই মেথডে রোগী চিকিৎসার ব্যাপারটা জেনেছি,
আমাদের শ্রদ্ধেয় মাষ্টারমশাইরা –যেমন– ডাঃ জে এন কাঞ্জিলাল, ডাঃ এস পি দে, ডাঃ কে সি দাস, ইত্যাদি গুণীজনেরাও এই পদ্ধতি শিখিয়েছেন,
এই পদ্ধতিতে আমি শত শত রোগী সারিয়েছি, সারিয়ে চলেছি, আশা করি ভবিষ্যতেও সারাতে পারবো,
এর বাইরে অন্য কোন মেথড আমি জানি না, বুঝি না, তাই দয়া করে কেউ অন্য কোন মেথড সম্মন্ধে আমাকে জিজ্ঞাসা করো না, আমি বলতে পারবো না।