স্বাস্থ্য বিজ্ঞান ও জনস্বাস্থ্যঃ পাঠ্যক্রম ও সহায়কগ্রন্থ
ডি.এইচ.এম.এস. (ডিপ্লোমা) কোর্সঃ ২য় বর্ষ:
১। লোকসমাজ, চিকিৎসা বিজ্ঞানের ধারণা, জনস্বাস্থ্যের সংজ্ঞা, স্বাস্থ্য বিজ্ঞান, সামাজিক ঔষধ।
২। বাংলাদেশের স্বাস্থ্য সেবা; প্রাথমিক স্বাস্থ্য যত্ন, বাংলাদেশের গণস্বাস্থ্যের প্রশাসন।
৩। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাসমূহ।
৪। স্বাস্থ্যশিক্ষা: পেশাগত স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত স্বাস্থ্য বিজ্ঞান।
৫। টিকা ও রোগ প্রতিরোধক চিকিৎসা সম্বন্ধে হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গি।
৬। রোগের প্রাকৃতিকি ইতিহাস, আইসবার্গ ফেনম্যানা, রোগ প্রতিরোধের পরিচয়।
৭। ইকোলজিক্যার শর্ত সমূহ এবং ইপডেমিওলজিক্যাল ধারণা সমূহ।
৮। স্বাস্থ্য উপযোগী প্রতিষ্ঠান: পরিবেশগত স্বাস্থ্য উপযোগী বিজ্ঞান, আন্তর্জাতিক স্বাস্থ্য বিজ্ঞানের নিয়মাবলী, স্বাস্থ্য সম্মত পায়খান, স্বাস্থ্য উপযোগী কূপ, টিউবওয়েল, শহরে পানি সরবরাহ, ডিসপোজাল অব রিফিউজ এন্ড হিউম্যান এক্সক্রেটা।
৯। পুষ্টি ও খাদ্য: খাদ্যের শ্রেণীবিভাগ, ভিটামিন বা খাদ্য প্রাণ, ভিটামিনের উৎসসমূহ, ভিটামিনের অভাব জনিত রোগসমূহ, উন্নত খাদ্য তালিকা।
১০। মাতৃসদন ও শিশু স্বাস্থ্য যত্ন।
১১। সংক্রমন, রোগ সংক্রমনকাল, সঙ্গরোধ, সংক্রোমক ব্যাধি সমূহ, রোগ জীবানু সংক্রমন প্রণালী।
১২। হোমিওপ্যাথিক প্রক্রিয়ায় নিম্নলিখিত রোগসমূহ নিবারণের উপায়- ম্যালেরিয়া, টাইফয়েড, যক্ষ্মা, কলেরা, বসন্ত, পানি বসন্ত, হাম, মাম্পস, ধনুষ্টংকার, ডিপথেরিয়া।
ব্যবহারিক
১। আতর্শ হিসেবে হাম, বসন্ত, পানি বসন্তের বাস্তব চিত্র উপস্থাপন।
২। সেনিটার লেট্রিন ও টিউবওয়েলের ব্যবহার প্রদর্শন।
সহায়ক গ্রন্থ
লেকচারস ইন কমিউনিটি মেডিসিন – সাইদুর রহমান
এ গাইড টু হাইজিন এন্ড পাবলিক হেলথ – সরমা এন্ড ভাটিয়া
স্বাস্থ্যবিদ্যা – আর গুপ্তা, একাডেমিক পাবলিশারস, কলকাতা
পাবলিক হেলথ এন্ড হাইজিন – বি. এন. ঘোষ
লোক সমাজ চিকিৎসাবিজ্ঞান – ডা. সাইয়্যেদ হায়দার (১ম পত্র, বাংলা একাডেমি)
সমাজ স্বাস্থ্য শিক্ষা – ড. বদরুল আলম
Park’s Textbook of Preventive and Social Medicine.