Syphilinum (সিফিলিনাম): গুরুত্বপূর্ণ রুব্রিকসহ
সিফিলিনাম (Syphilinum)।
D.H.M.S. ( 4th year).
♣ সমনামঃ সিফিলিটিক ভাইরাস, সিফিলিস বিষ, উপদংশের বিষ।
♣ মায়াজমঃ সিফিলিটিক।
♣ কাতরতাঃ উভয়কাতর।
♣ উপযোগিতাঃ ব্যথা বেদনা সন্ধ্যা হতে ভোর অবধি হতে থাকে (দিনের আলোয় ব্যথা থাকে না) সূর্য অস্ত যাওয়ার পরে শুরু হয়ে ভোরের সূর্যালোক প্রকাশ পেলে ব্যথা যন্ত্রণা কমে যায় (মার্ক, ফাইটো)। প্রতিক্রিয়াহীনতার অভাব, অত্যন্ত ক্রদ্ধ। ব্যথা ধীরে ধীরে বেড়ে ধীরে ধীরে কমতে থাকে (স্ট্যানাম), নড়াচড়া করতে থাকে। অনবরত স্হান পরিবর্তন করতে থাকে।
♣ ক্রিয়াস্থলঃ স্নায়ু, শ্লৈষ্মিক ঝিল্লি, অস্হি, বংশগত সিফিলিস দোষ।
♣ বৈশিষ্ট্যঃ স্হান পরিবর্তনশীল বাত ব্যথা। পুরাতন উদ্ভেদ ও বাত রোগ। মীনবক্কিতা। উপদংশেজ রোগ। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ব্যথা। ব্যথা ধীরে ধীরে বেড়ে ধীরে ধীরে কমতে থাকে। বংশানুক্রমিক মদ পানের প্রবৃত্তি। মুখ, নাক, জননেন্দ্রিয় এবং চামড়ার ক্ষত। একটার পর একটা ফোঁড়া ওঠে।
♣ সারসংক্ষেপঃ বংশগত উপদংশ বা উপযুক্ত ওষুধের ব্যর্থতা। প্রতিক্রিয়ার অভাব। ব্যথা ধীরে ধীরে বেড়ে ধীরে ধীরে কমতে থাকে (স্হান পরিবর্তনশীল)। খর্বতা, পক্ষাঘাত, ক্ষত ও দুর্গন্ধ। মনে হয় চোখের ভেতর শীতল বায়ু প্রবাহিত হচ্ছে। রাতে, অতিরিক্ত গরমে ও ঠাণ্ডায়, স্যাঁতস্যাঁতে স্হানে, ঝড়বৃষ্টিতে, দু’হাত পাশাপাশিভাবে ওপরে ওঠালে ও সঞ্চালনে বাড়ে। দিনের বেলায়, ক্রমাগত বা ধীরে ধীরে চললে বা চলে বেড়ালে ও ঠাণ্ডা বা গরম পানিতে গোসলে কমে। হাত ধোয় অবিরত, নোংরামি স্বভাব, স্মৃতিশক্তির দুর্বলতা, বোকাটে ও নিরাশ, অবসন্নতা, স্নায়বিকতা ও উত্তেজনাপ্রবণতা ও অস্হিরতা। জন্মগত ট্যারাদৃষ্টি। জন্মগতভাবেই চেহারার আকারগত বিকৃতি। তালু ফাটা। অনিদ্রা ও অক্ষুধা। মুখে অতিরিক্ত থু থু জমে, ঘুমালে লালা পড়ে।
♣ অনুভূতিঃ ১) মনে হয় চোখের ভেতর শীতল বায়ু প্রবাহিত হচ্ছে।
♣ ক্রম ও সহচর লক্ষণঃ ১) রাতের বেলায় মাথার পেছনভাগে কেটে ফেলার মতো ব্যথা হয়। ২) সূর্যাস্ত হতে সূর্যোদয় পর্যন্ত কোমর বা পিঠে ব্যথা হয়। ৩) জন্মগত ট্যারাদৃষ্টি। জন্মগতভাবেই চেহারার আকারগত বিকৃতি। তালু ফাটা।
< বৃদ্ধিঃ রাতে, সূর্যাস্ত হতে সূর্যোদয়, স্পর্শে, শীতকালে, ঝড়ো আবহাওয়ায়, সঞ্চালনে, ডানপাশে,,,,।
> হ্রাসঃ অবস্হানের পরিবর্তন করলে, নড়েচড়ে বসলে বা শুলে, সমুদ্র হতে দূরবর্তী স্হানে, পাহাড়ে, দিনের বেলায়, ক্রমাগত বা ধীরে ধীরে চললে বা চলে বেড়ালে, গরমে, ঠাণ্ডা বা গরম পানিতে গোসলে।
♣ ক্রিয়ানাশকঃ নাক্স-ভ, সালফার ।
♣ প্রয়োগঃ ডা. এইচ.সি. এলেন প্রাথমিক উপদংশে প্রথমেই সিফিলিনাম ব্যবস্হা করেন। তিনি বলেন, এতে প্রথম ২/১ সপ্তাহ ক্ষত অত্যন্ত বেড়ে যায়, তার পরে ধীরে ধীরে আরোগ্য হয়ে আসে এবং গৌন (Secondary) লক্ষণসহ আর প্রকাশিত হয় না। যদি এতে সম্পূর্ণ আরোগ্য না হয়, শেষে-নাই-অ্যাসি-৩০ শক্তি কয়েক দিন ব্যবস্হা করলে তাতেই রোগ সম্পূর্ণ সেরে যায়।
= উপরোক্ত লক্ষণ সাদৃশ্যে যে কোন রোগেই আমরা সিফিলিনাম প্রয়োগ করতে পারবো।
গুরুত্বপূর্ণ কয়েকটি রুব্রিকঃ (ক্যান্ট রেপার্টরী অনুযায়ী)
১) উত্তেজনাপ্রবণতা: শিরঃপীড়াকালে- A= সিফিলি। B= অ্যামন-কা, অ্যানাকা, আর্স, ক্রিয়ো, ল্যাক-ক্যান, ম্যাগ-ফস, ন্যাট্র-কা, নিক্কো, ফস।
২) স্মৃৃতিশক্তির দুর্বলতা (Memory weakness of) – অ্যাম্ব্রা, আর্জ-নাই, আর্স, ব্যারা-কা, বিউফো, বিউফো – সা, কার্বো-সাল, কস্টি, কলচি, কোনি, গ্লোন,হেলি, হিপার, হায়োস, ক্যালি-ফস, ল্যাকে,লাইকো, মেডো,মার্ক, নাই-অ্যাসি, নাক্স-ম, ফস-অ্যাসি, ফস, প্ল্যাটি, প্লাম্বা,সিপি,ভিরেট। B= অ্যাকোন, অ্যাগ্নাস, অ্যালু, অ্যানাকা, অ্যাপিস, আর্নি, অরাম, সিফিলি,,
৩) স্মৃতিশক্তির দুর্বলতা: তারিখ সম্বন্ধে – B=কোনি। C= অ্যাকোন, ক্রোটেল, ফ্লু-অ্যাসি, ক্যালি-বাই, ক্যালি-ব্রো, মার্ক, সিফিলি।
৪) ভুল করে হিসাব করতে ( Mistakes in calculating) – B= অ্যামন-কা, ক্রোটেল, লাইকো, নাক্স-ভ, স্যাম্বুল। C= এইল্যাকন্যান্থ, চিনি-সাল, কোনি, মার্ক, রাস, সিফিলি।
৫) অস্থিরতা: শিরঃপীড়াকালে- আর্স, বেল, ল্যাকে, লাইকো। C= অ্যানাকা, আর্জ-নাই, ব্রায়ো, ক্যাডমি, ক্যালাডি, ক্যান্থা, ক্যামো, চায়না, ড্যাফ, ইগ্নে, ক্যালি-আই, মর্ফি, ন্যাজা, নাক্স-ম, র্যানান-বা, রুটা, সাইলি, সিফিলি, ভাইপো।
৬) হাত ধোয় অবিরত ( Washing always, her hands) – সিফিলি।
৭) সূর্যাস্ত হতে সূর্যোদয় পর্যন্ত বাড়ে- B= অরাম, সিফিলি। C= সিমিসি, কলচি।
৮) রাত ৬টা থেকে প্রাত ৬টা: বাড়ে- B= সিফিলি।
C= ক্রিয়ো।
৯) প্রতিক্রিয়ার অভাব (Reaction lack of) -A= অ্যাম্ব্রা, অ্যামন-কা, ক্যাল্ক, ক্যাপসি, কার্বো-ভে, কস্টি, ক্যামো, কোনি, জেলস, হেলি, হাইড্রো-অ্যাসি, মেডো, ওলিয়ে, ওপি, ফস-অ্যাসি, সোরিন, সালফ । B= অ্যালু, অ্যানাকা, আর্স, ব্যারা-কা, ক্যাল্ক-আই, ক্যাল্ক-সাল, ক্যাম্ফ, কার্বে-অ্যানি, ক্যাস্ট, চায়না, ককুল, কুপ্রা, ডালকা, ফেরাম, ফ্লু-অ্যাসি, গ্র্যাফ, ইপি, ক্যালি-কা, ক্যালি-সাল, ল্যাকে, লাইকো, মার্ক, ফস, প্লাম্বা, সিকেলি, সেনেগা, সিপি, স্ট্যানা, স্ট্র্যামো, সিফিলি, থুজা, ভিরেট ।
১০) ঝড়, অত্যন্ত ক্রুদ্ধ হওয়ার মূহুর্তে ( Storm, approach of a)- A= সোরিন, রডো। B= অ্যাগারি, সিড্রন, জেলস, ক্যালি-বাই, ল্যাকে, লাইকো, সিফিলি,,