মেটেরিয়া মেডিকা ও টিস্যু রেমেডিসঃ পাঠ্যক্রম ও সহায়কগ্রন্থ

ডি.এইচ.এম.এস. (ডিপ্লোমা) কোর্সঃ ১ম বর্ষ থেকে ৪র্থ বর্ষ পর্যন্ত।
১ম বর্ষ: প্রথম পত্র: মেটেরিয়া মেডিকা:
১। হোমিও মেটেরিয়া মেডিকার সংজ্ঞা।
২। মেটেরিয়া মেডিকার ব্যবহার বা কার্যক্ষেত্র।
৩। হোমিওপ্যাথিক ও এলোপ্যাথিক মেটেরিয়া মেডিকার পার্থক্য।
৪। হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকার উৎস সমূহ।
১ম বর্ষে পঠিতব্য হোমিওপ্যাথিক ঔষধ সমূহের তালিকা:—
(১) একোনাইট নেপেলাস। (২) ইথুজা সাইনোপিয়াম। (৩) এলিয়াম সেপা। (৪) এলো সকোন্ট্রিনা। (৫) এন্টিমনিয়াম ক্রডাম। (৬) এন্টিমনিয়াম টারটারিনাম। (৭) এপিস মেলিফিকা। (৮) এপোসাইনাম ক্যানবিনাম। (৯) আর্নিকা মন্টেনা। (১০) আর্সেনিক এলবাম। (১১) বেলাডোনা। (১২) ব্রাইওনিয়া এলবাম। (১৩) বোরাক্স। (১৪) ক্যামোমিলা। (১৫) চেলিডোনিয়াম মেজাস। (১৬) চায়না অফিসানিলিস। (১৭) সিনা ম্যারিটিমা। (১৮) ক্রোটন টিগরিয়াম। (১৯) গ্লোনোইন। (২০) ইগ্নেশিয়া আমাড়। (২১) ইপিকাকায়েনহা। (২২) ম্যাগনেসিয়া কার্বোনিকা। (২৩) নাক্স ভমিকা। (২৪) পডোফাইলাম। (২৫) রাস টক্সিকো।
২য় বর্ষ: প্রথম পত্র: মেটেরিয়া মেডিকা ও টিস্যু রেমেডিস:
হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকার অংশ (হোমিওপ্যাথিক ঔষধ সমূহের তালিকা):
(১) এসিডাম ফসফরিকাম। (২) এনাকার্ডিয়াম অক্সিডেন্টাল। (৩) ব্যাপ্টেসিয়া টিংটেরিয়া। (৪) ক্যাল্কেরিয়া কার্বনিকা। (৫) ক্যান্থারিস। (৬) কার্বোভেজ। (৭) কলোফাইলাম। (৮) ক্লিমেটিস ইরেক্টা। (৯) ককুলাস ইন্ডিকা। (১০) কলচিকাম অটামনেল। (১১) কলোসিন্থিস। (১২) ডায়োস্কোরিয়া ভিলোসা। (১৩) ড্রসেরা বোটাগুফোরিয়া। (১৪) হেমামেলিস ভার্জিনিকা। (১৫) হিপার সালফিউরিস। (১৬) হাইপেরিকাম। (১৭) লিডাম প্যালাষ্টার।
বায়োকেমিক মেটেরিয়া মেডিকা বা টিস্যু রেমেডির অংশ:—
১। সুসলার বায়োকেমিষ্ট্রি ও সাধারণ বায়োকেমিষ্ট্রির মধ্যে পার্থক্য।
২। হোমিওপ্যাথিক ও বায়োকেমিক চিকিৎসার মধ্যে পার্থক্য।
৩। টিস্যু রেমিডির সংজ্ঞা।
৪। মানবদেহের বায়োকেমিক লবণের প্রয়োজনীয়তা।
৫। মায়াজম (উপবিষ) এর ক্ষেত্রে বায়োকেমিক প্রতিষেধকের ফল।
৬। টিস্যু রেমিডির ইতিহাস; সুসলার বায়োকেমিষ্ট্রির পদ্ধতি ও তত্ত্ব; মানব অঙ্গের উপাদান সমূহ; টিস্যু বিল্ডিং; কোষের অজৈব উপাদান সমূহ; স্বাস্থ্যের টিস্যুর গঠন ও রোগ; স্বাভাবিক কোষের সমতা আনয়নের প্রয়োজনীয় টিস্যু সল্টের মাত্রা ও পরিমান; প্রস্তুতি ও মাত্রার (সুসলারের নিজস্ব প্রক্রিয়া) গঠন; বায়োকেমিক চিকিৎসা ও হোমিও চিকিৎসার সম্পর্ক।
বায়োকেমিক ঔষধসমূহের তালিকা:—
(১) ক্যালকেরিয়া ফ্লোরিকাম। (২) ক্যালকেরিয়া ফসফরিকাম। (৩) ক্যালকেরিয়া সালফিউরিকাম।
(৪) ফেরাম ফসফরিকাম। (৫) ক্যালিয়াম মিউরিকাম। (৬) ক্যালিয়াম ফসফরিকাম। (৭) ক্যালিয়াম সালফিউরিকাম। (৮) ম্যাগনেসিয়া ফসফরিকাম। (৯) ন্যাট্রাম মিউরিকাম। (১০) ন্যাট্রাম ফসফরিকাম। (১১) ন্যাট্রাম সালফিউরিকাম। (১২) সাইলিসিয়া।
৩য় বর্ষ: প্রথম পত্র: মেটেরিয়া মেডিকা: ৩য় বর্ষে পঠিতব্য হোমিওপ্যাথিক ঔষধ সমূহের তালিকা:—
(১) এব্রোটেনাম; (২) এসিডাম নাইট্রিকাম; (৩) এগনাস ক্যাষ্টাস; (৪) এলুমিনা; (৫) এমোনিয়াম কার্বোনিকাম; (৬) ব্যারাইটা কার্বোনিকাম; (৭) ক্যাম্ফোরা অফ; (৮) সিমিসিফিউগা; (৯) আয়োডিয়াম; (১০) ক্যালি বাইক্রোম; (১১) ক্যালি কার্বোনিকাম; (১২) ক্রিয়োজটাম; (১৩) মার্কসল; (১৪) মেজেরিয়াম; (১৫) ফসফরাস; (১৬) প্লাটিনাম মেট; (১৭) প্লামবাম মেট; (১৮) পালসেটিলা নাইগ্রা; (১৯) স্যাঙ্গুনেরিয়া ক্যান; (২০) সার্সাপেরিলা; (২১) সিকেলিকর; (২২) সেলেনিয়াম; (২৩) সেনেগা; (২৪) সিপিয়া; (২৫) স্পাইজেলিয়া; (২৬) স্পঞ্জিয়া টোস্টা; (২৭) স্ট্যানাম মেট; (২৮) স্ট্যাফিসেগ্রিয়া; (২৯) সালফার;
৪র্থ বর্ষ: প্রথম পত্র: মেটেরিয়া মেডিকা: ৪র্থ বর্ষে পঠিতব্য হোমিওপ্যাথিক ঔষধ সমূহের তালিকা:—
(১) এসিডাম ফ্লোরিকাম; (২) আর্জেন্টাম নাইট্রিকাম; (৩) অরাম মেটালিকাম; (৪) কষ্টিকাম হ্যানিম্যানি; (৫) ক্লোরাম ফেনিকল; (৬) কোনিয়াম মেকুরেটাম; (৭) কুপ্রাম মেটালিকাম; (৮) গ্রাফাইটিস; (৯) হেলিবোরাস নাইজার; (১০) হায়োসিয়ামাস নাইজার; (১১) জাষ্টিসিয়া আডাটোডা; (১২) ল্যাক কেনিনাম; (১৩) ল্যাকেসিস; (১৪) লাইকোপোডিয়াম; (১৫) মেডোরিনাম; (১৬) ওপিয়াম; (১৭) পেনিসিলিয়াম; (১৮) পেট্রোলিয়াম; (১৯) পাইরোজেনিয়াম; (২০) সেনিকিউলা একুয়া; (২১) স্ট্র্যামোনিয়াম; (২২) সিফিলিনাম; (২৩) টিউবার কুলিনাম; (২৪) থুজা অক্সিডেন্টালিস; (২৫) ভ্যারিওলিনাম; (২৬) ভেরেট্রাম এলবাম; (২৭) জিংকাম মেটালিকাম;
——সহায়ক গ্রন্থ——-
ঔষধ পরিচয় – ডা. নরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়
কম্পারেটিভ মেটেরিয়া মেডিকা – মহেশ ভট্টাচার্য্য এন্ড কোং
কম্পারেটিভ মেটেরিয়া মেডিকা – এন. সি. ঘোষ
কম্পারেটিভ মেটেরিয়া মেডিকা – আবু হোসেন সরকার
Pocket Manual of Materia medica & Repertory – Dr. William Boericke
Leaders In Homoeopathic Therapeutics – E B Nash
Keynotes with Nosodes – Henry Allen
Systematic key of the homeopathic materia media – Dr. C. M. Bogar
Systematic key of the homeopathic materia media- Dr. K. N. Mathur
Drug pictures – Dr. M. L. Tyler
Clinical Materia Medica – Dr. E. A. Farrington (MD)
A Dictionary of Homeopathic Materia Medica – Dr. J. T. Kent
Homeopathic Materia Medica Pura – Dr. Hahnemann (Two Vol.)
The Twelve Tissue Remedies of Schussler – William Boericke
The biochemic system of medicine – George W. Carey
Schuessler’s Biochemistry by J.B. Chapman
বায়োকেমিক মেটেরিয়া মেডিকা – ইউ. এস. সামন্ত
বায়োকেমিক মেটেরিয়া মেডিকা – আর. বিশ্বাস
বায়োকেমিক কম্পারেটিভ মেটেরিয়া মেডিকা – বি. কে. বসু
বায়োকেমিক কম্পারেটিভ মেটেরিয়া মেডিকা – এ. কে. চাকলাদার
বায়োকেমিক মেটেরিয়া মেডিকা ও রেপার্টরি – কে. আলম
তুলনামূলক মেটেরিয়া মেডিকা – এম ভট্টাচার্য এন্ড কোং
The people of the Materia Medica world – F.E. Gladwin
The essence of Materia Medica – George Vithoulkas
The Soul of Remedies – Rajan Sankaran
A Study on Materia Medica – M. Choudhury
Symptomatology of Leading Homeopathic Remedies – H. R. Arndt (MD)
Materia Medica Viva – George Vithoulkas
Textbook of Materia Medica – Ad. Lippe (MD)
Textbook of Homeopathic Materia Medica – George Royal (MD)
Plain talks on Materia Medica with Comparison – W. Ide Pierce (MD)
Physiological Materia Medica – William H Burt
Lectures on materia medica – Carroll Dunham