কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনকারী রোগীর হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগে সর্তকতাঃ
রোগীর শরীরে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন যা মানব শরীরে প্রয়োজনে সংযোজনকৃত যেমন- (ক) চোখে কৃত্রিম লেন্স বা ফ্যাকো সার্জারি, (খ) হার্টে রিং বসানো বা পেস মেকার মেশিন, (গ) কৃত্রিম হাড় বা কৃত্রিম বাহু সংযোগ করা, (ঘ) জন্মনিরোধ কর্পাটি বা কাঠি বিধানো সহ অন্যান্য প্রতিস্থাপনকৃত বস্তু সংযোজনকারীকে শুধুমাত্র প্রতিস্থাপনকারীদের জন্য হোমিওপ্যাথি বর্জনীয় তালিকাভুক্ত ঔষধ প্রতিস্থাপন ব্যক্তির যে কোন ব্যাধিতে প্রয়োগ বা সেবন করলে বিশৃঙ্খলা বা অকেজো হতে পারে।
#কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনকারীদের জন্য বর্জনীয় ঔষধের তালিকাঃ
1. Anagallis, 2. Hepar Sulph, 3. Hyparicum, 4. Ledum Pal, 5. Silicea, 6. Staphysagia, 7. Symphytum off সহ অন্যান্য ঔষধ সমূহ কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনকারী রোগী যে কোন ব্যাধি ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না।
কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনকারী রোগীর কাঁটা বিঁধলে বা ফোঁড়া ফাঁটাতে বা আঞ্জিনা বা ভাঁষি চিকিৎসায় হোমিওপ্যাথি ঔষধ ব্যবহার হয় বা করা যেতে পারে।
# কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনকারীদের জন্য ব্যবহৃত ঔষধঃ
1. Merc Sol, 2. Belladona, 3. Apis Mel, 4. Natrum Mur. সহ অন্যান্য ঔষধ লক্ষণ অনুযায়ী ব্যবহৃত করা যাবে।