বায়োলজি (জীব-উদ্ভিদ), ফিজিক্স ও কেমিস্ট্রি (পদার্থ ও রসায়ন): পাঠ্যক্রম ও সহায়কগ্রন্থ

ডি.এইচ.এম.এস. (ডিপ্লোমা) কোর্সঃ ১ম বর্ষ:
জীব বিদ্যা অংশঃ——
১। জীব বিদ্যা: (ক) জীবনের সংজ্ঞা। (খ) প্রোটোপ্লাজমের বর্ণনা। (গ) জীব বিজ্ঞান এবং এর শাখা সমূহ। (ঘ) জীবের বৈশিষ্ট্য। (ঙ) জীব ও জড়ের মধ্যে পার্থক্য। (চ) উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য।
২। উদ্ভিদ কোষ: (ক) আদর্শ উদ্ভিদ কোষের অংশ সমূহ ও তাদের কার্যাবলী। (খ) কোষের বিভাজন (মাইটোসিক ও মেডাসিক)। (গ) কলা সমূহের প্রাথমিক ধারণা এবং উদ্ভিদ কোষ কলা টিস্যু সিসটেম।
৩। পুষ্প বিন্যাস, ফুল, ফল ও বীজ: (ক) পুষ্প বিন্যাস (রেসিমোর্স ও মাইমোজ টাইপ)। (খ) একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ এবং তাদের কার্যাবলী। (গ) পরাগায়ন ও গর্ভধারণ। (ঘ) একটি আদর্শ ফলের অংশ সমূহ এবং বড় আকারের ফল সমূহ। (ঙ) বিভিন্ন রকমের ফল। (চ) একটি আদর্শ দ্বিবীজপত্রী ও একবীজপত্রী বীজের অংশ। (ছ) বীজের অংকুরোদমের প্রয়োজনীয় কার্যাবলী।
৪। প্রোটোফাইট: (ক) ব্যাকটেরিয়া সম্বন্ধে প্রাথমিক ধারণ। (খ) ভাইরাস সম্বন্ধে প্রাথমিক ধারণা।
৫। ছত্রাক: পেরিনসিলিয়াম নোটেটাইম এর বর্ণনা।
উদ্ভিদ বিদ্যা অংশঃ——
৬। উদ্ভিদ বিদ্যা: (ক) সোলানেসী পরিবার (ডাইকট) বর্ণনা। (খ) লিলিয়েসী পরিবার (মানকাট) বর্ণনা।
৭। উদ্ভিদের শরীর তত্ত্ব: (ক) সালেক সংশ্লেষণ সম্পর্কে প্রাথমিক ধারণা। (খ) শ্বাস-প্রশ্বাস সম্বন্ধে প্রাথমিক ধারণা।
ব্যবহারিক জীব বিদ্যা অংশঃ——
১। পিয়াজের খোলস হতে উদ্ভিদ কোষ পরীক্ষণ ও মূল্যের ব্যবচ্ছেদ পরীক্ষণ।
২। অনন্ত কমলালেবু থেকে পেনিমিলিয়াম নোটেটামেন পরীক্ষণ।
৩। ধুথুরা ফুলের পরীক্ষণ (সোলানেসী পরিবার)।
ব্যবহারিক উদ্ভিদ বিদ্যা অংশঃ——
১। ফাইলেরিয়া পর্যন্ত প্রাণী রাজ্যের শ্রেণী বিভাগ (দলীয় বৈশিষ্ট্য উদাহরণসহ)।
২। এ্যামিবারের জীবনচক্র।
৩। ব্যাঙের জীবনচক্র।

পদার্থ ও রসায়ন বিদ্যা
পদার্থ অংশঃ——–
১। সংজ্ঞাঃ বিজ্ঞান এবং পদার্থ।
২। পদার্থঃ সংজ্ঞা, শ্রেণীবিভাবগ এবং পদার্থের সাধারণ গুণাবলী।
৩। পরিমাপের এককঃ (ক) দৈর্ঘের একক। (খ) ক্ষেত্র ও আয়তনের একক। (গ) ভরের একক। (ঘ) সময়ের একক।
৪। গতিঃ স্থিতি ও গতি, গতির প্রকৃতি, নির্দিষ্ট সময়ের সাথে গতির সমপর্ক, ত্বরণ ও মন্দন, গতির সমীকরণ, জড়তা ও শক্তি (গতিশীলতা), নিউটনের গতিসূত্র ও ব্যাখ্যা।
৫। অভিকর্ষ ও মহাকর্ষ-মধ্যাকর্ষণঃ (ক) অভিকর্ষ সূত্র। (খ) মধ্যাকর্ষণ জনিত ত্বরণ। (গ) ভর ও ওজন। (ঘ) ওজনের পরিবর্তন।
৬। তাপঃ (ক) তাপের প্রভাব। (খ) তাপমাত্রার উষ্ণতা। (গ) ক্লিনিক্যাল থার্মোমিটার। (ঘ) আপেক্ষিক তাপ। (ঙ) মানব শরীরে তাপমাত্রা।
৭। আলোঃ (ক) আলোর প্রতিফলন ও প্রতিসরণ। (খ) প্রতিসরণের মাধ্যম ও লেন্স সমূহ। (গ) মানব চক্ষু। (ঘ) দর্শনের বা দৃষ্টির ক্রটি সমূহ ও তাদের প্রতিষেধক।
৮। শব্দঃ (ক) শব্দের সংজ্ঞা। (খ) শব্দ উৎপন্ন ও শব্দের বিস্তার। (গ) শব্দের প্রতিফলন। (ঘ) মানব কান ও শব্দ গ্রহণ পদ্ধতি।
৯। আধুনিক পদার্থ বিদ্যাঃ (ক) এক্সরে-ইহার উৎপত্তি, গুণাবলী ও ব্যবহার। (খ) অণু ও আনবিক শক্তি। (গ) আলফা, বিটা ও গামা রশ্মি।
১০। ব্যবহারিকঃ (ক) মধ্যাকর্ষণ জনিত ত্বরণের পরিমাপ। (খ) আলোর প্রতিফলন ও প্রতিসরণের পরীক্ষা। (গ) শব্দের বেগ পরিমাপ।
রসায়ন অংশঃ——–
১। রসায়নঃ সংজ্ঞা ও শাখাসমূহ, জৈব ও অজৈব পদার্থের পার্থক্য।
২। অজৈব রসায়নঃ মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থের বৈশিষ্ট্য।
৩। সাধারণ ল্যাবরেটরীর সংক্ষিপ্ত বর্ণনা ও সংজ্ঞা।
৪। প্রতীক, সংকেত, যোজনী ও সমীকরণ, অম্ল, ক্ষার ও লবন।
৫। কঠিন, তরল ও গ্যাসের সাধরাণ গুণাবলী। ডাল্টনের আনবিক তত্ত্ব ও বস্তুর অবিনামিতাবাদ, আয়নস, অভিশ্রবণ, বৈদ্যুতিক বিশ্লেষণ ও সংশ্লেষণ।
৬। মৌল ও যৌগ সমূহঃ (ক) অধাতুর প্রস্তুত প্রণালী, অক্সিজেন, সালফার, হাইড্রোজেন ও কার্বন ডাই অক্সাইড এর ধর্ম ও ব্যবহার। (খ) ধাতু সমূহ- ক্যালসিয়াম, আয়রন ও সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাই কার্বনেট, ফেরাম সালফেট, ক্যালসিয়াম সালফেট (প্লাষ্টার অব পেরিশ)।
৭। জৈব রসায়নঃ (ক) জৈব যৌগের বৈশিষ্ট্য। (খ) জৈব ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য।
৮। এলকোহলঃ (ক) সংজ্ঞা ও শ্রেণীবিভাগ। (খ) ইথাইল এলকোহল।
৯। সংক্ষিপ্ত আলোচনাঃ (১) জৈব এসিড সমূহ- সাইট্রক এসিড ও ফরমিক এসিড। (২) ক্লোরফর্ম। (৩) কার্বোহাইড্রেডস- গ্লুকোজ ও ফ্রকটোজ।
১০। ব্যবহারিকঃ
(ক) হাইড্রোজেন ও অক্সিজেনের প্রস্তুত প্রনালী ল্যাবরেটরীতে।
(খ) লবন সনাক্তকরণঃ (১) ফেরাম সালফেট। (২) সোডিয়াম ক্লোরাইড। (৩) ক্যালসিয়াম সালফেট। (৪) সোডিয়াম বাইকার্বনেট। (৫) ক্যালসিয়াম ক্লোরাইড। (৬) ক্যালসিয়াম সালফেট।
(গ) এসিড, এলক্যালি, এলকোহল ও ক্লোরোফর্মের পরীক্ষা।

সহায়ক গ্রন্থ: জীব ও উদ্ভিদ বিদ্যা (বায়োলজি)
উচ্চ মাধ্যমিক উদ্ভিদ বিজ্ঞান – মো. আবুল হোসেন
উচ্চ মাধ্যমিক উদ্ভিদ বিজ্ঞান – হোসেন মোল্লা এন্ড মোস্তফা
কলেজ বায়োলজি – ফাতাহ এন্ড ইসলাম
সংক্ষিপ্ত জীববিদ্যা – এ. ইউ. হাওলাদার

সহায়ক গ্রন্থ: পদার্থ ও রসায়ন বিদ্যা (ফিজিক্স ও কেমিস্ট্রি)
এইচ. এস. সি এন্ড হাইয়ার সেকেন্ডারি ফিজিক্স – পার্ট- ১,২ – বোস এন্ড চ্যাটার্জী
উচ্চ মাধ্যমিক পদার্থ বিজ্ঞান – পার্ট- ১,২ – কামিনী মোহন শাহা এবং আ. কা. নাসিরুদ্দিন প্রামাণিক
সংক্ষিপ্ত পদার্থ ও রসায়ন – এ ইউ হাওলাদার
উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যা – ১ম ও ২য় খণ্ড – ইসহাক, নুরুন্নবী
অজৈব রসায়ন – লাডলি মোহন মিত্র
জৈব রসায়ন – এম. এস. আলী
উচ্চ-মাধ্যমিক অজৈব রসায়ন – নুরুল হক ও মহিউদ্দিন।