প্র্যাকটিস অব মেডিসিন বা ব্যবহারিক চিকিৎসাঃ পাঠ্যক্রম ও সহায়কগ্রন্থ

ডি.এইচ.এম.এস. (ডিপ্লোমা) কোর্সঃ ৩য় বর্ষ ও ৪র্থ বর্ষ।
৩য় বর্ষ:
১। প্র্যাকটিস অব মেডিসিনের সংজ্ঞা।
২। হোমিওপ্যাথিতে প্র্যাকটিস অব মেডিসিনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা।
৩। হোমিওপ্যাতিতে প্রাথমিক চিকিৎসা।
৪। হজম প্রক্রিয়ার রোগ সমূহ: (ক) স্টোম্যাটাইটিস; (খ) গ্লোসিটিস বা জিহ্বা প্রদাহ; (গ) টনসিলাইটিস; (ঘ) ফেরিংজাইটিস; (ঙ) পেপটিক আলসার (গ্যাস্ট্রিক ও ডিওডেনাল); (চ) অন্ননালীর ক্যান্সার; (ছ) হায়াটাস হার্নিয়া; (জ) রিপ্লেক্স ও মোফ্যাজাইটিস; (ঝ) গ্যাস্ট্রো এন্টারটাইস (খাদ্যের বিষক্রিয়া জনিত); (ঞ) যায়ারিয়া; (ট) পেরিটোনাইটিস।
৫। ডাইজেস্টিভ গ্ল্যান্ডের রোগ সমূহ: (ক) সিরোসিস অব লিভার; (খ) হেপাটাইটিস; (গ) লিভারের ক্ষত; (ঘ) জন্ডিস; (ঙ) কোরীসমাইটিস; (চ) কোলিলিথাইসিস; (ছ) ডায়বেটিস বা বহুমূত্র।
৬। শ্বাসযন্ত্রের রোগ সমূহ: (ক) স্বরযন্ত্র প্রদাহ; (খ) ব্রংকাইটিস; (গ) লিউমোনিয়া; (ঘ) লাংস এবসেস; (ঙ) লিউমোথেরাক্স; (চ) ইম্পাইজিমা; (ছ) ব্রোঙ্কোজেনিক কার্সিনোমা; (জ) এজমা; (ঝ) পালমোনারী টিউবার কুলোসিস; (ঞ) প্লুরিসি ও ফ্লুরার ইফিউশন।
৭। জননতন্ত্র-মূত্রযন্ত্রের রোগ সমূহ: (ক) নেফ্রাইটিস; (খ) নেফ্রাইটিক সিনড্রম; (গ) ইউরিমিয়া; (ঘ) রেনাল কলিক; (ঙ) মূত্রথলি প্রদাহ; (চ) মূত্রনালী প্রদাহ; (ছ) প্রোষ্টেট গ্রন্থির বৃদ্ধি।
৮। চর্মরোগ সমূহ: (ক) খোঁসপাচড়া; (খ) টিনাইটিস বাছুলি; (গ) একজিমা; (ঘ) ডারমাইটিস; (ঙ) আর্টেকেরিয়া বা আমবাত; (চ) দদ্রু বা দাদ।
ব্যবহারিকঃ
১। পরীক্ষণ: (ক) পৌষ্টিকতন্ত্রের; (খ) শ্বাসতন্ত্রের; (গ) হৃৎপিন্ডে রক্ত সংবহন তন্ত্রের; (ঘ) স্নায়ুতন্ত্রের।
২। কমপক্ষে ১০জন রোগীর রোগের ইতিহাস সংগ্রহ করা।
৪র্থ বর্ষ:
১। হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানে প্র্যাকটিস অব মেডিসিনের প্রয়োজনীয়তা।
২। কার্ডিও বাসকুলার সিস্টেমের রোগসমূহ: (ক) জন্মগত হৃদপিন্ডের পীড়া; (খ) হৃৎপিন্ডের ভাল্বের রোগ; (গ) সাব একিউট ব্যাকটরিয়াল এনাডাকারডাইটিস; (ঘ) কার্ডিয়াক এরিথমিয়াস, প্যারোক্সিসমাল ট্যাকিকার্ডিয়া, আট্রিয়ার ফাইব্রিলেশন, ভেনট্রিকুলার ফাইব্রিলেশন, হার্টব্লক; (ঙ) রিউম্যাটিক ফিবার; (চ) হাইপার টেনশন।
৩। স্নায়ুতন্ত্রের পীড়া: (ক) লিজানস অব আপার মটর নিউরন ও লেয়ার মটর নিউরন; (খ) এক্সট্রোরিমিডার ও সেরিব্রালার লিজন; (গ) নিউরালজিয়া ও নিউরাইটিস; (ঘ) মেনিনজাইটিস; (ঙ) কার্ডিও-ভাসকুলার এক্সিডেন্ট ও সেরিব্রাল হেমারেজ; (চ) লাম্বাগো সায়েটিকা; (ছ) ইপিলেপ্সি; (জ) মাইগ্রেন; (ঝ) ফেসাল পালসি; (ঞ) প্যারাপ্লাজিয়া; (ট) হেমাপ্লাজিয়া (প্যারালাইসিস)।
৪। মানসিক রোগ: (ক) সাইকোনিরোসিস; (খ) হিসাটোরিয়া; (গ) মাইকোক্রেনিয়া; (ঘ) ম্যানিকডেপ্রসিভ সাইকোসিস।
৫। অস্থি ও অস্থিসন্ধির পীড়া: (ক) রিউমিটয়েড আর্থ্রাইটিস; (খ) গাউট; (গ) অষ্ট মাইজোক্রেনিয়া।
৬। সংক্রোমক ব্যধিসমূহ: (ক) ডিপথেরিয়া; (খ) হুপিং কাশি; (গ) হাম; (ঘ) মাম্পস; (ঙ) ইনফ্লুয়েঞ্জা; (চ) বসন্ত; (ছ) পানি বসন্ত; (জ) টাইফয়েড জ্বর; (ঝ) কলেরা; (ঞ) ডিসেনট্রি; (ট) টিটেনাস; (ঠ) পলিও মায়েলাইটিস; (ড) যৌন ব্যাধি সমূহ।
৭। পুষ্টি সংক্রান্ত পীড়া সমূহ: (ক) রিকেটস; (খ) স্কার্ভি; (গ) বেরিবেরি; (ঘ) ম্যারাসমাস; (ঙ) কোয়াশিওরকর।
৮। রক্ত সংক্রান্ত পীড়া সমূহ: (ক) রক্তস্বল্পতা; (খ) লিউকোমিয়া; (গ) থেলাসেমিয়া।

সহায়ক গ্রন্থ
Therapeutic Guide: Forty Years Practice – GHG Jahr
Homoeopathic Vade Mecum – Edward H. Ruddock
Margaret Lucy Tyler Pointers to the Common Remedies
Homeopathic therapeutics – Samuel lilienthal
Practice of Medicine – N. K. Banerjee
Special pathology and diagnostics with therapeutic hints. – Charles Godlove Raue
A treaties on Homeopathic practice of Medicine – Hunting Sherrill (MD)
The Homeopathic Theory and Practice of Medicine – E. E. Marcy (MD) & F. W. Hunt (MD)
Therapeutic Materia medica and Practice of Medicine – S. V. Clevenger (MD)
Jahr’s Clinical Guide
Homeopathic Practice of Medicine – Jacob Jeans (MD)
Homeopathic Practice of Surgery – B. L. Hill (MD) & Jas G. Hunt (MD)
মডার্ন প্র্যাকটিস অব মেডিসিন – এস. কে পাল
হোমিওপ্যাথিক চিকিৎসা – নীলমনি ঘটক
৩০ বৎসরের অভিজ্ঞতা – আর. বিশ্বাস
৪৫ বৎসরের অভিজ্ঞতা – ইসমাইল হোসেন
সহজ হোমিওপ্যাথিক প্র্যাকটিস – কিংকর দাস।