প্যাথলজি বা রোগনির্ণয় বিদ্যা: পাঠ্যক্রম ও সহায়কগ্রন্থ
ডি.এইচ.এম.এস. (ডিপ্লোমা) কোর্সঃ ৩য় বর্ষ:
১। হোমিওপ্যাথিতে প্যাথলজি শিক্ষার প্রয়োজনীয়তা।
২। প্যাতলজির হোমিওপ্যাথিক ও এরৈাপ্যাথিক দৃষ্টিভঙ্গির পার্থক্য।
৩। প্যাথলজির সংজ্ঞা ও শ্রেণীবিভাগ।
৪। সাধরাণ প্যাথলজি:
(ক) প্রদাহ (তরুণ ও পরাতন) এবং রিপেয়ার;
(খ) টকসিমিয়া, সেপটিসোমিযা বা রক্তদুষ্টি, রক্তে পীড়া ও জীবাণুর অবস্থা;
(গ) অপকষ, নেক্রোসিস, গ্যাংগ্রিন, আলসার;
(ঘ) গ্রোথ ও ইহার ডিসঅরডাস- কালাশীর্ণতা, হাইপার ট্রাপি বা কলার অতিবৃদ্ধি, হাইপার প্লাসিয়া বা কলা বিবর্ধন, আদ্দি কোষান্তরন, কলা রুপান্তর;
(ঙ) নিউ প্লাসিয়া শ্রেণীবিভাগ, বিনাইন টিউমার বা সরল টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার বা মারাত্মক টিউমার;
(চ) কনজেশন বা রক্তবদ্ধতা, কোগুলেশন বা তঞ্চন, থ্রোম্বোরিজম, রক্তস্বল্পতা, করাবিনাষ্টি বা ইনফাকশন;
(ছ) ইডিমা বা শোথ, রক্তক্সরণ, শক বা অবিঘাত;
(জ) রক্ত- রক্তস্বল্পতা, লিউমিমিয়া, পারফিউরা বা ধুম্ররোগ;
(ঝ) ইমিউনিটি বা রোগ প্রতিরোধ্যতা (সক্রিয় ও নিষ্ক্রিয়), অতি সংবেদনশীল।
৫। ব্যাকটেরিওলজি বা রোগজীবাণূ শাস্ত্র:
(ক) জীবাণুমুক্ত করণ ও সিবীজন;
(খ) ব্যকটেরিয়া ও ভাইরাসের শ্রেণীবিভাগ;
(গ) বর্ণায়িত করার পদ্ধতি;
(ঘ) সংক্ষেপে নিম্নলিখিত বিষয়গুলো অধ্যয়ন- ষ্ট্যাপাইলোকক্সি, ষ্ট্যাপটোকক্সি, মাইক্রোব্যাকটেরিয়াম, যক্ষ্মা, নিউমোকক্সি, নিসেরিয়া, কলিফরম, ব্যাকটেরিয়া, টাইফয়েড, বেসিলি, কমাবেসিলি, শীগেরা, ক্লাট্রিডিয়াম, করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া;
(ঙ) সংক্ষেপে সাধারণ ভাইরাস ও ছত্রাকের অধ্যায়ন।
৬। প্যারাসাইটোলজি বা পরাঙ্গপুষ্ট জীবতত্ত্ব:
(ক) পরজীবীর উপক্রমনিকা ও শ্রেণীবিভাগ;
(খ) ম্যালেরিয়া প্যারাসাইটস;
(গ) এন্টামিবা হিসটোলাইটিকা;
(ঘ) হেরমিসাথিস বা ক্রিমিরোগ, যেমন- গোলকৃমি, বক্রকৃমি, সূতা কৃমি, ফিতা কৃমি, ফাইলেরিয়া বা গোদ, জিয়ারডিয়া।
#ব্যবহারিকঃ
১। রক্ত পরীক্ষার পদ্ধতি: টিসি; ডিসি; ইএসআর; এইচ বি শতকরা; ডব্লিউআরএর; টিসিটি; এমপি।
২। রক্তে চিনি ও ইউরিয়ার হিসাব।
৩। প্রস্রাবের রুটিন পরীক্ষা।
৪। মলের রুটিন পরীক্ষা।
৫। রক্তের অকাল্ট (গুপ্ত) পরীক্ষা।
৬। সিএসএফ এর পরীক্ষা।
৭। লালা ও বীর্য পরীক্ষা।
#সহায়ক গ্রন্থ——
প্যাথলজি – ডা. নন্দলাল পাল
মাইক্রোবায়োলজি – ডা. এস. এ. খালেক (বাংলা একাডেমি)
মডার্ন প্যাথলজি – ড. জি. হোসেন ভূঁইয়া
প্র্যাকটিক্যাল প্যাথলজি – এস. কে. দাস
প্যাথলজি – এস. এম. পান্ডে
Robbins Basic Pathology – (Latest Edition)
Fairbrother’s Textbook of Bacteriology
Parasitology: Protozoology And Helminthology – K D Chatterjee
Textbook of Pathology – Harsh Mohan
A Text-Book of General Pathology for the Use of Students and Practitioners – James Martin Beattie
A Hand Book on Clinical Pathology
Practical Pathology & Microbiology – এ. খালেক