প্যাথলজি ও হোমিওপ্যাথি

ডা. রবিন বর্মন
হোমিওপ্যাথিতে প্যাথলজীর কোন প্রয়োজন আছে কি?
এ প্রসঙ্গে জানাই—-
শরীরেন নর্মাল ফাংশান = ফিজিওলজী,
এ্যাবনর্মাল ফাংশন = প্যাথলজী,
তাই আমাদের সবাইকে শরীরের নর্মাল, এবং এ্যাবনর্মাল দুইরকম ফাংশনই জানার দরকার,
★প্যাথলজি জানলে আমরা শরীরের কোন অর্গান কি পজিসনে আছে তা জানতে পারবো,
★রোগটি আরোগ্যের মধ্যে, না আরোগ্যের বাইরে, তা জানতে পারবো,
★আরোগ্যের মধ্যে হলে, ঔষধে সারবে, না সার্জিকাল, তা জানতে পারবো,
★আর আরোগ্যের বাইরে গেলে, বিষয়টি রোগীকে, বা তার বাড়ীর লোকদেরকে জানাতে পারবো,
★একটা অর্গান বা সিস্টেম কতটা ক্ষতিকর স্টেজে আছে, তা জানতে পারলে পোটেনসি সিলেকশনে সাহায্য হবে,
কারন অর্গান বেশী ডেসট্রাকশন হলে লো বা নিম্ন শক্তি দিতে হবে, আর অর্গান বেশী ডেসট্রাকশন না হয়ে ফাংশনাল ডিসটারবানস হলে উচ্চ শক্তির ঔষধ দিতে হয়,
★প্যাথলজী জানতে পারলে আমরা রোগের ডেসট্রাকশন বা প্রলিফারেশন —- ব্যাপারটি কি হচ্ছে তা বুঝতে পারি, ফলে রোগীটি কোন মায়াজমের তার আভাষ পেতে পারি,
কারন—- যত বেশী ডেসট্রাকশন দেখবো, তার মানে সিফিলিটিক, আর যত বেশী প্রলিফারেশন বা ইনকোঅর্ডিনেশন দেখবো, তার মানে সাইকোটিক,
★ প্যাথলজির নলেজ বেশী থাকলে তাই, seat of lesion বুঝে ডীপ এ্যাকটিং মায়াজমেটিক মেডিসিন দিয়ে চিকিৎসা করবো, না সর্ট এ্যাকটিং সুপারফিসিয়াল মেডিসিন দিয়ে চিকিৎসা করবো, তা সহজেই বুঝতে পারবো,
★ নলেজ অব প্যাথলজী থাকলে আমরা কোন্ রোগের কোন্ সিমপটমসগুলি কমন, আর কোনগুলি আনকমন, তা বুঝতে পারবো,
ফলে কমন সিমপটমস বাদ দিয়ে আনকমন বা ডিটারমিনেটিভ সিমপটমসগুলি রেখে তার মধ্য থেকে সিমপটমস এভালুয়েশন করতে পারবো,
★ নলেজ অব প্যাথলজী ও প্রাকটিস অব মেডিসিন জানলে আমরা রোগীর খাদ্য সম্মন্ধীয় উপদেশ ঠিকমতন দিতে পারবো,
কারন—কিছু কিছু রোগে কিছু খাদ্যদ্রব্যের রেসট্রিকশন বা বাধানিষেধ থাকে,
★ প্যাথলজী ও প্রাকটিস অব মেডিসিনের নলেজ থাকলে, আমরা সঠিক রোগের নাম দিয়ে মেডিকেল সার্টিফিকেট ইসু করতে পারবো ,
★ নলেজ অব প্যাথলজি বা প্রাকটিস অব মেডিসিন থাকলে, আমরা ইনফেকসাস বা কনটেজেয়াজ রোগ ধরতে পারবো, এবং যাতে রোগ না ছড়ায় তার জন্য রোগীকে সেপারেশনট বা আইসোলেশন বা কোয়ারেনটাইন করতে পারবো
তাহলে দেখা যাচ্ছে নলেজ অব প্যাথলজী এবং প্রাকটিস অব মেডিসিন সব মেডিকেল ব্রাঞ্চের মতন হোমিওপ্যাথিক চিকিৎসকদের কাছেও অপরিহার্য,
কিন্তু, প্যাথলজী ও প্রাকটিস অব মেডিসিনের নলেজ না থাকলেও একজন হোমিওপ্যাথের রোগীকে সঠিক প্রেসক্রিপশন করতে কোন অসুবিধা হয় না, কারন সিলেকশন অব মেডিসিন যেহেতু সিমপটমস সিমিলাটির উপরে, তাই সুবিধা হয় প্রধানতঃ ম্যানেজমেন্ট এবং প্রগনোসিসে,
আর একবার সংক্ষেপে বলছি—
প্যাথলজীর নলেজ দরকার—-
★ To help, selection of a medicine,
★To help, selection of a potency,
★ To help, selection of doses ,
★To help, repetition of a medicine,
★To isolation a patient,
★To issue a medical certificate,
★To issue, a death certificate,
★To selection of the Miasm,
★To know the prognosis of a Case,
But —-
★ —- not helps at all, To select a similimum,