ডি.এইচ.এম.এস. (ডিপ্লোমা) কোর্স কারিকুলাম
#ডি.এইচ.এম.এস. (ডিপ্লোমা) কোর্স এর প্রশাসনিক তথ্য:
বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃক স্বীকৃত কলেজে ডিপ্লোমা কোর্সে (ডিএইচএমএস) ভর্তির জন্য মাধ্যমিক সার্টিফিকেশন পরীক্ষা বা স্বীকৃত বোর্ডের সমমানের পরীক্ষায় দ্বিতীয় বা উচ্চতর বিভাগে বা জিপিএ-২.৫ উত্তীর্ণ হতে হবে এবং লিখিত ও ভাইভা দ্বারা অনুমোদিত হলে, প্রথম বর্ষের ক্লাসে ভর্তি হতে পারবে।
ডিপ্লোমা কোর্স (ডিএইচএমএস, ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি) চার বছরের মেয়াদে, ইন্টার্নশিপ ছয় মাসের জন্য অতিরিক্ত মেয়াদী হবে।
#ডি.এইচ.এম.এস. কোর্সের সিলেবাস:
ডি.এইচ.এম.এস. কোর্সের অধ্যয়ন ও পরীক্ষার বিষয়গুলি নিম্নরূপ-
#প্রথম বর্ষ-
প্রথম পত্র: মেটেরিয়া মেডিকা (১ম বর্ষ থেকে ৪র্থ বর্ষ)
দ্বিতীয় পত্র: অর্গানন অব মেডিসিন (১ম বর্ষ থেকে ৩য় বর্ষ)
তৃতীয় পত্র: হোমিওপ্যাথিক নিয়মনীতি
চতূর্থ পত্র: পদার্থ ও রসায়ন বিদ্যা
পঞ্চম পত্র: জীব ও উদ্ভিদ বিদ্যা
#দ্বিতীয় বর্ষ-
প্রথম পত্র: মেটেরিয়া মেডিকা (১ম বর্ষ থেকে ৪র্থ বর্ষ)
দ্বিতীয় পত্র: অর্গানন অব মেডিসিন (১ম বর্ষ থেকে ৩য় বর্ষ)
তৃতীয় পত্র: হোমিওপ্যাথিক ফার্মেসী ও ফার্মাকোপিয়া
চতূর্থ পত্র: স্বাস্থ্যবিজ্ঞান ও গণস্বাস্থ্য (হাইজিন ও কমিউনিটি হেল্থ)
পঞ্চম পত্র: অঙ্গ-ব্যবচ্ছেদ বা এনাটমি
ষষ্ঠ পত্র: শরীর-বিদ্যা বা ফিজিওলজি
#তৃতীয় বর্ষ-
প্রথম পত্র: মেটেরিয়া মেডিকা (১ম বর্ষ থেকে ৪র্থ বর্ষ)
দ্বিতীয় পত্র: অর্গানন অব মেডিসিন (১ম বর্ষ থেকে ৩য় বর্ষ)
তৃতীয় পত্র: হোমিওপ্যাথিক দর্শণ
চতূর্থ পত্র: ব্যবহারিক চিকিৎসা বিদ্যা বা প্রাকটিস অব মেডিসিন (৩য় ও ৪র্থ বর্ষ)
পঞ্চম পত্র: মিডওয়াইফারি ও গাইনিকোলজি (প্রসূতী ও স্ত্রীরোগ বিদ্যা)
ষষ্ঠ পত্র: প্যাথলজী বা রোগনির্ণয় বিদ্যা
#চতূর্থ বর্ষ-
প্রথম পত্র: মেটেরিয়া মেডিকা (১ম বর্ষ থেকে ৪র্থ বর্ষ)
দ্বিতীয় পত্র: ক্রণিক ডিজিজ বা চিররোগ তত্ব
তৃতীয় পত্র: রোগলিপি ও রেপার্টরি
চতূর্থ পত্র: ব্যবহারিক চিকিৎসা বিদ্যা বা প্রাকটিস অব মেডিসিন (৩য় ও ৪র্থ বর্ষ)
পঞ্চম পত্র: চিকিৎসা আইন বিদ্যা
ষষ্ঠ পত্র: সার্জারী বা শৈল্য বিদ্যা