ডি.এইচ.এম.এস.(ডিপ্লোমা)কোর্সঃ ১ম বর্ষের পাঠ্যক্রম

প্রথম পত্র: হোমিওপ্যাথির নিয়মনীতি
১। হোমিওপ্যাথিক সংজ্ঞা এবং হোমিওপ্যাথির দৃষ্টিতে রোগের সংজ্ঞা।
২। হোমিওপ্যাথিক চিকিৎসার নীতিমালা বা কোড।
৩। (ক) হোমিওপ্যাথির ইতিহাস, হ্যানিম্যানের জীবনী ও কর্ম। (খ) চিকিৎসা বিজ্ঞানী ও হোমিও মনিষিদের জীবনী।
৪। হোমিওপ্যাথিক নিয়মনীতির উৎস ও উৎপত্তি।
৫। নিয়মনীতির সংজ্ঞা ও মতামতের পর্থক্য।
৬। হোমিওপ্যাথিক নিয়মনীতির মূলনীতি সমূহ। যথা- (ক) আরোগ্যের বিশ্বজনীন নিয়ম “সিমিলিয়া, সিমিলিবাস, কিউরেন্টস”। (খ) হোমিওপ্যাথির প্রাকৃতিক সাদৃশ্য নিয়ম। (গ) হোমিওপ্যাথিক ঔষধ এবং প্রতিষেধকের সংজ্ঞা। (ঘ) ঔষধের পরীক্ষণ। (ঙ) ঔষধের গতিশক্তি সৃষ্টিকরণ বা শক্তিকরণ। (চ) রোগীর ব্যক্তি স্বাতন্ত্র্য ও ঔষধের সত্ত্বা স্বাতন্ত্র্য নির্ণয়। (ছ) সূক্ষ্ম বা ক্ষুদ্রতম মাত্রা। (জ) একক প্রতিষেধক। (ঝ) রোগ নয় রোগীকে চিকিৎসা করা। (ঞ) রোগীকে আংশিক বা আঙ্গিকভাবে নয়, সামগ্রিকভাবে চিকিৎসা করা। (ট) সংরক্ষণের সংজ্ঞা ও গুরুত্ব। (ঠ) ব্যক্তি নিষ্ঠ ও বস্তু লক্ষণ। (ড) লক্ষণের সমগ্রীকতা (টোটালিটি অব সিমটসম)। (ঢ) হোমিওপ্যাথিক মাত্রাতত্ত্ব। (ম) রোগীকে পরীক্ষা।

দ্বিতীয় পত্র: অর্গানন অব মেডিসিন
১। অর্গাননের ভূমিকাসহ অর্গানন শব্দের বিশ্লেষণ।
২। সময়ের বিবর্তনের ধারায় অর্গাননের বিভিন্ন সংস্করণে আলোচিত উপাধির পরিবর্তন।
৩। অর্গাননের ভূমিকা, উপক্রমনিকা এবং বিভিন্ন সংস্করণে বিশেষ করে ৫ম ও ৬ষ্ঠ সংস্করণের ব্যাখ্যা।
৪। সম্পূর্ণ সূত্র সমূহের উপদেশ সহ ১নং সূত্র থেকে ৮২নং সূত্র পর্যন্ত।
(১) চিকিৎসকের উদ্দেশ্য (সূত্র-১-৪)
(২) রোগের মূল কারণ ও উত্তেজক কারণ (সূত্র-৫)
(৩) রোগ লক্ষণ (সূত্র-৬-৮)
(৪) জীবনীশক্তি (সূত্র-৯-১৬)
(৫) রোগ আরোগ্যের সূত্র (সূত্র-১৭-১৮)
(৬) ঔষধ ও আরোগ্য (সূত্র-১৯-২৩)
(৭) হোমিওপ্যাথিক বিধান (সূত্র-২৪-২৯)
(৮) প্রাকৃতিক রোগ ও ঔষধজ শক্তি (সূত্র-৩০-৩৮)
(৯) এলোপ্যাথিক ও হোমিওপ্যাথিক চিকিৎসা (সূত্র-৩৯-৪৬)
(১০) হোমিওপ্যাথিক চিকিৎসা (সূত্র-৪৭-৫৩)
(১১) হোমিওপ্যাথিক ও এলোপ্যাথিক চিকিৎসার তুলনা (সূত্র-৫৪-৬২)
(১২) ঔষধের মূখ্য ও গৌণক্রিয়া (সূত্র-৬৩-৭০)
(১৩) রোগ সমীক্ষা (সূত্র-৭১-৮২)

তৃতীয় পত্র: মেটেরিয়া মেডিকা
১। হোমিও মেটেরিয়া মেডিকার সংজ্ঞা।
২। মেটেরিয়া মেডিকার ব্যবহার বা কার্যক্ষেত্র।
৩। হোমিওপ্যাথিক ও এলোপ্যাথিক মেটেরিয়া মেডিকার পার্থক্য।
৪। হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকার উৎস সমূহ।
৫। ১ম বর্ষে পঠিতব্য হোমিওপ্যাথিক ঔষধ সমূহের তালিকা:
(১) একোনাইট নেপেলাস। (২) আর্সেনিক এলবাম। (৩) এলিয়াম সেপা। (৪) এন্টিমনিয়াম ক্রডাম। (৫) এন্টিমনিয়াম টারটারিনাম। (৬) এপিস মেলিফিকা। (৭) আর্নিকা মন্টেনা। (৮) ইথুজা সাইনোপিয়াম। (৯) এলো সকোন্ট্রিনা। (১০) এপোসাইনাম ক্যানবিনাম। (১১) বেলাডোনা। (১২) ব্রাইওনিয়া এলবাম। (১৩) বোরাক্স। (১৪) চায়না অফিসানিলিস। (১৫) চেলিডোনিয়াম মেজাস। (১৬) ক্যামোমিলা। (১৭) সিনা ম্যারিটিমা। (১৮) ক্রোটন টিগরিয়াম। (১৯) গ্লোনোইন। (২০) ইগ্নেশিয়া আমাড়। (২১) ইপিকাকায়েনহা। (২২) ম্যাগনেসিয়া কার্বোনিকা। (২৩) নাক্স ভমিকা। (২৪) পডোফাইলাম। (২৫) রাস টক্সিকো।

চতুর্থ পত্র: পদার্থ ও রসায়ন বিদ্যা
পদার্থ অংশঃ——–
১। সংজ্ঞাঃ বিজ্ঞান এবং পদার্থ।
২। পদার্থঃ সংজ্ঞা, শ্রেণীবিভাবগ এবং পদার্থের সাধারণ গুণাবলী।
৩। পরিমাপের এককঃ (ক) দৈর্ঘের একক। (খ) ক্ষেত্র ও আয়তনের একক। (গ) ভরের একক। (ঘ) সময়ের একক।
৪। গতিঃ স্থিতি ও গতি, গতির প্রকৃতি, নির্দিষ্ট সময়ের সাথে গতির সমপর্ক, ত্বরণ ও মন্দন, গতির সমীকরণ, জড়তা ও শক্তি (গতিশীলতা), নিউটনের গতিসূত্র ও ব্যাখ্যা।
৫। অভিকর্ষ ও মহাকর্ষ-মধ্যাকর্ষণঃ (ক) অভিকর্ষ সূত্র। (খ) মধ্যাকর্ষণ জনিত ত্বরণ। (গ) ভর ও ওজন। (ঘ) ওজনের পরিবর্তন।
৬। তাপঃ (ক) তাপের প্রভাব। (খ) তাপমাত্রার উষ্ণতা। (গ) ক্লিনিক্যাল থার্মোমিটার। (ঘ) আপেক্ষিক তাপ। (ঙ) মানব শরীরে তাপমাত্রা।
৭। আলোঃ (ক) আলোর প্রতিফলন ও প্রতিসরণ। (খ) প্রতিসরণের মাধ্যম ও লেন্স সমূহ। (গ) মানব চক্ষু। (ঘ) দর্শনের বা দৃষ্টির ক্রটি সমূহ ও তাদের প্রতিষেধক।
৮। শব্দঃ (ক) শব্দের সংজ্ঞা। (খ) শব্দ উৎপন্ন ও শব্দের বিস্তার। (গ) শব্দের প্রতিফলন। (ঘ) মানব কান ও শব্দ গ্রহণ পদ্ধতি।
৯। আধুনিক পদার্থ বিদ্যাঃ (ক) এক্সরে-ইহার উৎপত্তি, গুণাবলী ও ব্যবহার। (খ) অণু ও আনবিক শক্তি। (গ) আলফা, বিটা ও গামা রশ্মি।
১০। ব্যবহারিকঃ (ক) মধ্যাকর্ষণ জনিত ত্বরণের পরিমাপ। (খ) আলোর প্রতিফলন ও প্রতিসরণের পরীক্ষা। (গ) শব্দের বেগ পরিমাপ।
রসায়ন অংশঃ——–
১। রসায়নঃ সংজ্ঞা ও শাখাসমূহ, জৈব ও অজৈব পদার্থের পার্থক্য।
২। অজৈব রসায়নঃ মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থের বৈশিষ্ট্য।
৩। সাধারণ ল্যাবরেটরীর সংক্ষিপ্ত বর্ণনা ও সংজ্ঞা।
৪। প্রতীক, সংকেত, যোজনী ও সমীকরণ, অম্ল, ক্ষার ও লবন।
৫। কঠিন, তরল ও গ্যাসের সাধরাণ গুণাবলী। ডাল্টনের আনবিক তত্ত্ব ও বস্তুর অবিনামিতাবাদ, আয়নস, অভিশ্রবণ, বৈদ্যুতিক বিশ্লেষণ ও সংশ্লেষণ।
৬। মৌল ও যৌগ সমূহঃ (ক) অধাতুর প্রস্তুত প্রণালী, অক্সিজেন, সালফার, হাইড্রোজেন ও কার্বন ডাই অক্সাইড এর ধর্ম ও ব্যবহার। (খ) ধাতু সমূহ- ক্যালসিয়াম, আয়রন ও সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাই কার্বনেট, ফেরাম সালফেট, ক্যালসিয়াম সালফেট (প্লাষ্টার অব পেরিশ)।
৭। জৈব রসায়নঃ (ক) জৈব যৌগের বৈশিষ্ট্য। (খ) জৈব ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য।
৮। এলকোহলঃ (ক) সংজ্ঞা ও শ্রেণীবিভাগ। (খ) ইথাইল এলকোহল।
৯। সংক্ষিপ্ত আলোচনাঃ (১) জৈব এসিড সমূহ- সাইট্রক এসিড ও ফরমিক এসিড। (২) ক্লোরফর্ম। (৩) কার্বোহাইড্রেডস- গ্লুকোজ ও ফ্রকটোজ।
১০। ব্যবহারিকঃ
(ক) হাইড্রোজেন ও অক্সিজেনের প্রস্তুত প্রনালী ল্যাবরেটরীতে।
(খ) লবন সনাক্তকরণঃ (১) ফেরাম সালফেট। (২) সোডিয়াম ক্লোরাইড। (৩) ক্যালসিয়াম সালফেট। (৪) সোডিয়াম বাইকার্বনেট। (৫) ক্যালসিয়াম ক্লোরাইড। (৬) ক্যালসিয়াম সালফেট।
(গ) এসিড, এলক্যালি, এলকোহল ও ক্লোরোফর্মের পরীক্ষা।

পঞ্চম পত্র: জীব ও উদ্ভিদ বিদ্যা
জীব বিদ্যা অংশঃ——
১। জীব বিদ্যা: (ক) জীবনের সংজ্ঞা। (খ) প্রোটোপ্লাজমের বর্ণনা। (গ) জীব বিজ্ঞান এবং এর শাখা সমূহ। (ঘ) জীবের বৈশিষ্ট্য। (ঙ) জীব ও জড়ের মধ্যে পার্থক্য। (চ) উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য।
২। উদ্ভিদ কোষ: (ক) আদর্শ উদ্ভিদ কোষের অংশ সমূহ ও তাদের কার্যাবলী। (খ) কোষের বিভাজন (মাইটোসিক ও মেডাসিক)। (গ) কলা সমূহের প্রাথমিক ধারণা এবং উদ্ভিদ কোষ কলা টিস্যু সিসটেম।
৩। পুষ্প বিন্যাস, ফুল, ফল ও বীজ: (ক) পুষ্প বিন্যাস (রেসিমোর্স ও মাইমোজ টাইপ)। (খ) একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ এবং তাদের কার্যাবলী। (গ) পরাগায়ন ও গর্ভধারণ। (ঘ) একটি আদর্শ ফলের অংশ সমূহ এবং বড় আকারের ফল সমূহ। (ঙ) বিভিন্ন রকমের ফল। (চ) একটি আদর্শ দ্বিবীজপত্রী ও একবীজপত্রী বীজের অংশ। (ছ) বীজের অংকুরোদমের প্রয়োজনীয় কার্যাবলী।
৪। প্রোটোফাইট: (ক) ব্যাকটেরিয়া সম্বন্ধে প্রাথমিক ধারণ। (খ) ভাইরাস সম্বন্ধে প্রাথমিক ধারণা।
৫। ছত্রাক: পেরিনসিলিয়াম নোটেটাইম এর বর্ণনা।
উদ্ভিদ বিদ্যা অংশঃ——
৬। উদ্ভিদ বিদ্যা: (ক) সোলানেসী পরিবার (ডাইকট) বর্ণনা। (খ) লিলিয়েসী পরিবার (মানকাট) বর্ণনা।
৭। উদ্ভিদের শরীর তত্ত্ব: (ক) সালেক সংশ্লেষণ সম্পর্কে প্রাথমিক ধারণা। (খ) শ্বাস-প্রশ্বাস সম্বন্ধে প্রাথমিক ধারণা।
ব্যবহারিক জীব বিদ্যা অংশঃ——
১। পিয়াজের খোলস হতে উদ্ভিদ কোষ পরীক্ষণ ও মূল্যের ব্যবচ্ছেদ পরীক্ষণ।
২। অনন্ত কমলালেবু থেকে পেনিমিলিয়াম নোটেটামেন পরীক্ষণ।
৩। ধুথুরা ফুলের পরীক্ষণ (সোলানেসী পরিবার)।
ব্যবহারিক উদ্ভিদ বিদ্যা অংশঃ——
১। ফাইলেরিয়া পর্যন্ত প্রাণী রাজ্যের শ্রেণী বিভাগ (দলীয় বৈশিষ্ট্য উদাহরণসহ)।
২। এ্যামিবারের জীবনচক্র।
৩। ব্যাঙের জীবনচক্র।