Acid Nitric (এসিড নাইট্রিক): গুরুত্বপূর্ণ রুব্রিকসহ

Homeopathic BD  > M. Acidum Group >  Acid Nitric (এসিড নাইট্রিক): গুরুত্বপূর্ণ রুব্রিকসহ

Acid Nitric (এসিড নাইট্রিক): গুরুত্বপূর্ণ রুব্রিকসহ

0 Comments

Acid Nitric (অ্যাসিড নাইট্রিক)।
DHMS (3rd year).
♣ সমনামঃ নাইট্রিক অ্যাসিড, অ্যাসিড নাইট্রিক।
♣ মায়াজমঃ সোরিক, সাইকোটিক, সিফিলিটিক
♣ কাতরতাঃ শীতকাতর।
♣ উপযোগিতাঃ রোগা চেহারা, শক্তপেশী, গায়ের রং ময়লা, ঘন কালো চুল, কালো চোখ, যারা স্নায়বিক প্রকৃতি এমন লোকদের, পারদ, সিফিলিস ও স্ক্রোফুলা দোষযুক্ত, সহজেই যাদের ঠান্ডা লাগে, একটুতেই উদরাময় হয় তাদের জন্যে উপযোগী।
♣ ক্রিয়াস্থলঃ শরীরের বিভিন্ন নির্গমন দ্বারের শ্লৈষ্মিক ঝিল্লি ও চামড়ার সংযোগস্থল, মুখগহবর, গলা, মলদ্বার, প্রস্টেট, স্যালিভারি গ্লান্ড, লিভার, বোনস, ব্লাড, চর্ম, শরীরের ডান দিকে অধিক ক্রিয়াশীল।
♣ বৈশিষ্ট্যঃ ক্ষততায় প্রাচুর্যপূর্ণ দানাদার ও অতি সহজে রক্ত পড়ে। ড্রেসিং করলে রক্তপাত ঘটে এবং প্রত্যেক স্পর্শে ঘটে “খোঁচামারা ব্যথা যেন তারকাঁটা ঢোকানো থাকে।”
♣ সারসংক্ষেপঃ যারা স্নায়বিক প্রকৃতি এমন লোকদের, স্রাবে দুর্গন্ধ বিশেষত প্রস্রাবের, শ্লৈষ্মিক ঝিল্লি ও চামড়ার সন্ধস্হলে ক্ষত/ ফেটে যাওয়া, সহজেই রক্ত পড়ে, কাঁটা ফোটার মতো ব্যথা বা খোঁচা মারা ব্যথা ও উত্তাপের ঝলকাবোধ । প্রাতে, রাতে, ঠাণ্ডায়, নড়াচড়ায়, স্পর্শে ঝাকুনিতে, দুধে । দৃঢ়স্হায়ী চাপে, পোশাক ঢিলা করে দিলে ও ট্রেনের কামড়ায় বা গাড়িতে উপশম । অতিশয় খিটখিটে, একগুঁয়ে ও ক্ষমাহীন। ব্যথা: সহসা উপস্হিত হয়- দ্রুত প্রকোপ বাড়ে । আকুঞ্চন। পর্যাবৃত্তি, জৈব উত্তাপের অভাব, দুর্বলতা/ক্লান্তি।
♣ অনুভূতিঃ মাথার চারদিকে, হাড়গুলোর চারধারে যেন এঁটে বাঁধন আছে (অ্যাসি-কার্ব, সালফ)।
♣ স্বপ্নঃ ভয়াবহ দুঃস্বপ্ন। অস্হির স্বপ্ন। স্বপ্নে চমকে ওঠা।
♣ ইচ্ছাঃ চর্বি, তৈলাক্ত কাবার, সামুদ্রিক মাছ, লেবু, কাঠ, কয়লা, মাটি, খড়িমাটি, কাদামাটি, চুন, পেনসিল, লবণ, উত্তেজক, দ্রব্য ও গরম ঘরে থাকা।
♣ অনিচ্ছাঃ মাংস (যক্ষ্মায়), রুটি, মিষ্টি, ঠাণ্ডা জলে স্নান ।
♣ অসহ্যঃ দুধ ও চর্বিযুক্ত খাবার।
♣ বৃদ্ধিঃ তাপমাত্রা এবং আবহাওয়ার পরিবর্তনে, প্রাতে, বিকালে, সন্ধ্যায়, রাতে, মধ্যরাতের পর, ঠাণ্ডায়, ঠাণ্ডা জলবায়ুতে, গরম খাদ্যে, সঞ্চলনে, পারদ, শব্দে, নড়াচড়ায়, পদশব্দে, গন্ধে, স্পর্শে, ঝাকুনিতে, দুধে, আহারকালে, চাপে, চর্বিযুক্ত খাদ্যে, হাঁটলে, ঘুম থেকে ওঠার পর, গোসলে ও ঘাম নিঃস্বরণকালে, বিশ্রামে, ঘুমে ও শব্দে, গ্রীষ্মকালে, শীতপ্রধান স্হানে, পদচারণাকালে, গরম আবহাওয়ায় অর্শ ও বিছানার গরমে নিশাঘর্ম বেড়ে যায়।
♣ হ্রাসঃ যানবাহনে ভ্রমণকালে বা গাড়িতে চড়লে (গ্রাফাই), দৃঢ়স্হায়ী চাপে, শয়নে (মাথা ব্যথায়) । পোশাক ঢিলা করে দিলে।
♣ কারণঃ পারদের কুফল, সিফিলিস, স্ক্রোফিউলা, নিয়মিত, ঘুম কম হলে, দীর্ঘস্হায়ী উৎকণ্ঠা, ডিজিটালিস এর পুনঃ পুনঃ।
♣ ক্রিয়ানাশকঃ অ্যাকোন, ক্যাল্ক, হিপার-সালফ, কোনিয়াম, মার্ক, মেজেরিয়াম, কোনি, সালফ।
শত্রুভাবাপন্নঃ হিপার, নেট্র-মি, ল্যাকে।
♣ প্রয়োগঃ ১) নিম্নশক্তি ব্যবহার না করাই ভালো। যে কোনো উচ্চশক্তি জটিল ও পুরাতন অবস্হায় সর্বদাই প্রয়োজন হয়। – ডা.এম ভট্রাচার্য
২) মুখের কোণাগুলো ক্ষতকর এবং মামড়িযুক্ত। –ডা. এম. ই. ডগলাস
৩) নাইট্রিক অ্যাসিডের ট্রাইটুরেশন বা বড়িতে এ ওষুধ ব্যবহার করা উচিৎ নয়। কারণ, এটি অক্সালিক অ্যাসিড উৎপন্ন করে তা সুগারকে পঁচিয়ে ফেলে। — ডা. আন্ডার হিল।
♣ সতর্কীকরণঃ ল্যাকেসিসের পরে বা আগে নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয় না।
উপরোক্ত লক্ষণ সাদৃশ্য যে কোন রোগেই আমরা অ্যাসিড নাই প্রয়োগ করতে পারবো।

গুরুত্বপূর্ণ কয়েকটি রুব্রিকঃ
১) ক্রোধ (Anger) -: প্রচণ্ড- A= অ্যাকোন, অ্যানাকা, অরাম, ক্যামো,হিপার,নাই-অ্যাসি,ন্যাক্স-ভ,ট্যারেন্টু।
২) প্রলাপ (Delirium):ক্রোধোন্মত্ত, গর্জনশীল-A= অ্যাগারি, বেল, ক্যান্হা, হায়োস, লাইকো, নাই-অ্যাসি, ওপি, স্ট্র্যামো, ভিরেট |
৩) ভয়: মৃত্যুর-A= অ্যাকোন, আর্স, ক্যাল্ক, সিমিসি, জেলস, ল্যাকে-ক্যান, নাই-অ্যাসি, ফস, প্ল্যাটি।
৪,১) ঘৃণা (Hatred) : যারা পীড়া দিয়েছে তাদের ওপর- B=অরাম, ন্যাট্র-মি । C= ম্যাঙ্গে, নাই-অ্যাসি, সালফ।
৪,২) ঘৃণা (Hatred) : যারা পীড়া দিয়েছে তাদের ওপর ক্ষমা প্রার্থনায় নরম হয় না- A= নাই-অ্যাসি ।
৫) দ্রুত ক্রিয়াশীল ( Impetuous) -A=হিপার, নাই-অ্যাসি, নাক্স-ভ, সিপি ।
৬) আলস্য, কাজ-কর্মে অনিচ্ছা (Indolence, aversion to work) / উচ্চাকাঙ্ক্ষা (Ambition) লুপ্ত- A= কার্বো-সাল, চেলিডো, চায়না, গ্র্যাফ, ল্যাকে, ন্যাট্র-মি, নাই-অ্যাসি, নাক্স-ভ, সিপি, সালফ।
৭) একগুঁয়ে (Obstinate) / জেদী (Stubborn) – A=অ্যালু, অ্যানাকা, আর্জ-নাই, ক্যাল্ক, ক্যামো, নাক্স-ভ। B=অ্যাকোন, অ্যাগারি, আর্স, ক্যাপসি, চায়না, সিনা, হিপার, ইগ্নে, ক্যালি-কা, ম্যাগ-মি, নাই-অ্যাসি,ফস-অ্যাসি, সোরিন, সাইলি, সালফ।
৮) বিষন্নতা (Sadness) : সন্ধ্যাকালে – A- অরাম, নাই-অ্যাসি, পালস। B- অ্যান্টি-ক্রু, আর্স, ক্যাল্ক, কার্বো-সাল, হিপার, লাইকো, ফস, প্ল্যাটি, রুটা, সিপি, সালফ, ভিরেট,
৯,১) অত্যানুভূতিযুক্ত (oversensitive) : গোলমালে/ গোলমালে বিরক্তি জন্মে (Noise, averse to) – A=অ্যাকোন, অ্যাসের, বেল, বোরা, চায়না, চিনি-আর্স, কফি, কোনি, ক্যালি-কা, নাই-অ্যাসি, নাক্স-ভ, ওপি, সিপি, সাইলি, থেরিডি।
৯,২) অত্যানুভূতিযুক্ত (oversensitive) : পায়ের আওয়াজে-A=কফি, নাক্স-ভ। B=নাই-অ্যাসি,। C=স্যাঙ্গুই।
৯,৩) অত্যানুভূতিযুক্ত (oversensitive) : পানির ছল ছল শব্দে- A= লাইসি, নাই-অ্যাসি,। B=স্ট্র্যামো।
১০) চমকে ওঠে (Starting) : ভয় হতে- A =বেল, বোরা, হায়োস, ক্যালি-কা, ক্যালি-ফস, ন্যাট্র-কা, ন্যাট্র-মি, ন্যাট্র-সাল, নাই-অ্যাসি, স্ট্র্যামো।
১১) রাতে (Night) বাড়ে – A= অ্যাকোন, আর্জ-নাই, আর্নি, আর্স, আর্স-আই, ক্যাল্ক, ক্যাল্ক-আই, ক্যালি-ফস, ক্যাল্ক-সাল, কার্বো-সাল, কার্বে-অ্যানি, ক্যামো, চায়না, সিন্নাবে, কফি, কলচি, কোনি, সাইক্লে, ডালকা, ফেরাম, ফেরা-আর্স, ফেরা-আই, গ্র্যাফ, হিপার, হায়োস, আয়োড, ইপি, আর্স, ক্যালি-বাই, ক্যালি-কা, ক্যালি-আই, ল্যাকে, লিলি-টা, ম্যাগ-কা, ম্যাগ-মি, ম্যাঙ্গে,মার্ক,নাই-অ্যাসি, ফস, প্ল্যাম্বা, সোরিন, পালস, রাস, রোমেক্স, সিপি, সাইলি, স্ট্রনসি, সালফ, ট্যালু, জিঙ্ক ।
১২) পোশাক (Clothing)- ঢিলা করে দিলে উপশম- A=ক্যাল্ক, ল্যাকে, লাইকো, নাই-অ্যাসি, নাক্স-ভ ।
১৩) ঠাণ্ডা লাগার প্রবণতা- A= অ্যাকোন, অ্যালু, ব্যারা-কা, ব্রায়ো, ক্যাল্ক-ফস, ক্যামো, ডালকা, হিপার, ক্যালি-কা, ক্যালি-ফস, লাইকো, মার্ক, ন্যাট-আর্স, ন্যাট্র-মি, নাই-অ্যাসি, নাক্স-ভ, সোরিন, রিউমেক্স, সিপি, সাইলি, টিউবার, ।
১৪) আকুঞ্চন বাহ্যিকভাবে (Construction externally) -A=সিমিসি, ককুল, গ্র্যাফ, হায়োস, মার্ক, নাই-অ্যাসি, নাক্স-ভ, প্লাম্বা, রাস, স্ট্যানা, স্ট্র্যামো।
১৫) উত্তাপের ঝলকাবোধ (Flashes of heat) – A=ক্যাল্ক, কস্টি, ককুল, গ্লোন, ল্যাকে, লাইকো, ম্যাঙ্গে, ন্যাট্র-সাল, নাই-অ্যাসি, ফস, সোরিন, সিপি, সালফ, সাল-অ্যাসি, স্যাম্বুল, থুজা, টিউবার ।
১৬) জৈব উত্তপের অভাব ( Heat, flashes) -A= অ্যারেনি, আর্স, ব্যারা-কা, ক্যাল্ক, ক্যাল্ক-আর্স, ক্যাল্ক-ফস, ক্যাম্ফ, কার্বো-অ্যানি, কস্টি, সিস্টা, ক্রোটেল-ক্যাস্ক, ডালকা, ফেরাম, গ্র্যাফ, হেলি, হিপার, ক্যালি-আর্স, ক্যালি-বাই, ক্যালি-কা, ক্যালি-ফস, লিডাম, ম্যাগ-ফস, নাই-অ্যাসি, নাক্স-ভ, ফস-অ্যাসি, সোরিন, পাইরো, রাস, সাইলি,
১৭) উত্তেজনা প্রবণতা ( Irritability, excessive physical) অত্যাধিক, দৈহিক – A= অ্যাপিস, আর্নি, অ্যাসের, অরাম, বেল, ক্যান্থা, কফি, মেডো, মার্ক, নাই-অ্যাসি, নাক্স-ভ, সাইলি, স্ট্যাফি, টিউক্রি।
১৮) ব্যথা (Pain) : সহসা উপস্হিত হয়- A- বেল, নাই-অ্যাসি। B- আর্জ-মে, পালস, স্যাবি, ট্যাবে, ভ্যালের।
১৯) স্পর্শে প্রকোপ বাড়ে ( Touch agg.) – A- অ্যাগারি, অ্যাপিস, আর্জ-মেট, অ্যাসাফ, বেল, ক্যামো, ককুল, কফি, কলচি, ক্রোট-কা, কুপ্রা, হিপার, হায়োস, ক্যালি-আর, ক্যালি-কা, লাইকো, নাই-অ্যাসি, রডো, সাইলি, স্ট্যাফি, সালফ।
২০) ক্ষত ( Wounds) : ধীরে সারছে ( Heal, slow to) – A- হিপার, নাই-অ্যাসি, সিল, সালফ।