Antim Crud (এন্টিম ক্রুড): গুরুত্বপূর্ণ রুব্রিকসহ
অ্যান্টিম ক্রুড (Antim Crud)
DHMS (1st year).
♣ সমনামঃ সালফাইড অব অ্যান্টিমোনি, বাংলায়- সুরমা, ব্লাক সালফাইড অব অ্যান্টিমোনি।
♣ মায়াজমঃ সোরিক, সাইকোটিক, সিফিলিটিক, টিউবারকুলার।
♣ সাইডঃ বামদিক, ওপরে ডানদিক নিচে বামদিক।
♣ কাতরতাঃ উভয়কাতর।
♣ উপযোগিতাঃ যে সব শিশু ও যুবক-যুবতী মোটা হতে থাকে ( ক্যাল্ক- কা) ; বাতপ্রধান ধাতু। যাদের জীবনীশক্তি নিঃশেষিত তাদের ক্ষেত্রে উপযোগী।
♣ ক্রিয়াস্থলঃ মল, পরিপাক নালি, পাকস্থলী, চামড়া, পায়ের তলা।
♣ বৈশিষ্ট্যঃ অ্যান্টিমোনি ওষুধগুলোর ক্রিয়া হৃদপিন্ড ও রক্তসঞ্চালন ক্রিয়ার ওপর যথেষ্ট প্রকাশ পায়। এদের কাজে অবসাদ ঘটিয়ে শ্বাস-প্রশ্বাসের কাজে ব্যাঘাত উৎপন্ন করে বা অধিকাংশ স্হলেই তা হেতু ঘাম বাড়তে দেখা যায় । অ্যান্টিমনির দ্বিতীয় কাজ অন্নবহা নালির ওপর- বমি, বমনোদ্বেগ ভেদ ইত্যাদি প্রকাশ পায়।
♣ সারসংক্ষেপঃ যে সব শিশু ও যুবক-যুবতী মোটা হতে থাকে, স্হূলদেহ, বাতপ্রধান ধাতু এবং জিহ্বার ওপর সাদা পুরু লেপ । ফোলা অনুভূতি: হাড়গুলোতে, গ্রন্হিগুলোতে। টক খাদ্যে, মাংসে, ভিনেগারে, উত্তপ্ত হলে, ঠাণ্ডা পানিতে গোসলে ও সূর্যোত্তাপে পরিশ্রমে বাড়ে । খোলা বাতাসে, বিশ্রামকালে, গরম খাদ্যে ও গরম পানিতে গোসলে উপশম। উত্তেজিত, স্পর্শ করলে অথবা তার দিকে তাকালে অসহ্য। আবেগপ্রবণ, হর্ষোচ্ছ্বাস: জ্যোৎস্নারাতে, অপ্রসন্ন, জীবনের ও গোসলের প্রতি বিতৃষ্ণা । পর্যাবৃত্তি : ২১ দিন অন্তর । পরিপাক যন্ত্রের দুর্বলতা, টক প্রিয় কিন্তু অসহ্য, আহারে অরুচি এবং আহারের পর বমি ও অতি ভোজনজনিত পেটের রোগ । আঙুলের নখগুলো চেরা চেরা হয়ে গজায়।
♣ অনুভূতিঃ
*পায়ের পাতায় এমন ব্যথা যেনো পাথরের শান বাঁধা রয়েছে ।
** ফোলা অনুভূতি: হাড়গুলোতে, গ্রন্হিগুলোতে।
♣ ক্রম ও সহচর লক্ষণঃ
* শিশু কান্নাবস্হায় তাকে স্পর্শ করলে বিষাদিত হয়ে পড়ে ।
** জ্বরের ক্ষেত্রে উত্তাপ ও ঘামাবস্হা পর পর আসে ।
< বৃদ্ধিঃ প্রাতঃকালে, সকালে, সন্ধ্যায়, রাত ৩টায়, টক খাদ্যে, মাখনে, শীতল পানীয়ে, ঠান্ডা খাদ্যে, টক ফলে, দুধে, মিষ্টান্নে, খাবার পর, গরমে, উত্তপ্ত হলে, চুলার গরমে, ধোয়ার কাজ করলে, চন্দ্রালোকে, ঠান্ডা পানিতে গোসলে, সিঁড়ি বেয়ে ওপরে ওঠলে, স্পর্শে, ঠান্ডা পানীয় পানের পর, শীত-গ্রীষ্মের আতিশয্যে, গ্রীষ্মকালের উত্তাপে, সূর্যের উত্তাপে পরিশ্রমে, অতিভোজনে, তৈলাক্ত খাদ্যে, মাংসে, রোদ ও আগুনের তাপে (শিরঃপীড়া), ভেজা আবহাওয়ায়, মিষ্টি খেলে। ঘুমের সময়ে, ঘুম থেকে জাগরণে, বাতাসে, মুক্তবাতাসে, বিছানায় শুলে, গরম ঘরে।
> হ্রাসঃ খোলা বাতাসে, বিশ্রামকালে, ভেজা স্যাঁতস্যাঁতে আবহাওয়ায়, শয়নে, গরম খাদ্যে, গরম পানিতে গোসলের পর।
♣ কারণঃ নিরাশ ভালোবাসা, নদীতে এবং ঠাণ্ডা পানিতে গোসল, মদ, সির্কা, অম্ল, রুটি এবং পিষ্টক চাটনি, অতিভোজন, ইরাপশনের চাপাজনিত, অত্যধিক উত্তাপে, সূর্যের উত্তাপে, অত্যাধিক তাপ এবং ঠান্ডায়।
♣ ইচ্ছাঃ অম্ল ও আচার খাবার প্রবল স্পৃহা, বেয়ার, খোলা বাতাসে ।
♣ অনিচ্ছাঃ মায়ের দুধ, ঠাণ্ডা পানিতে গোসল ।
♣ অসহ্যঃ টক ।
♣ ক্রিয়ানাশকঃ ক্যাল্ক, হিপার, মার্ক, ব্রায়ো, পালস, ইপি, ওপি, ল্যামোনেড ।
♣ প্রয়োগঃ পরিপাক যন্ত্রের অল্পদিনের যোগাযোগ এটা বিশেষভাবে বিবেচ্য । ডা.ই.বি. ন্যাস ।
= উপরোক্ত লক্ষণ সাদৃশ্যে যে কোন রোগেই আমরা অ্যান্টি-ক্রু প্রয়োগ করতে পারবো।
গুরুত্বপূর্ণ কয়েকটি রুব্রিকঃ
১) ক্রোধ : স্পর্শ করলে- A= ট্যারেন্টু। B= অ্যান্টি-ক্রু। C= আই।
২) হর্ষোচ্ছ্বাস : চন্দ্রালোকে বেড়াবার সময়- A= অ্যান্টি-ক্রু।
৩) প্রেমাতুর ( Love-sick) : B= অ্যান্টি-ক্রু। C= টিলি- ইউ।
৪) আবেগপ্রবন ( Sentimental) – A= অ্যান্টি-ক্রু, ইগ্নে। B= ক্যাল্ক-ফস, কফি, কুপ্রা, ফস, সালফ।
৫) অপ্রসন্ন ( Sulky) – A= অ্যান্টি-ক্রু। B= অ্যাগারি, কস্টি , কোনি, ক্যালি-কা, নাক্স-ভ, প্লাটি।
৬) কেউ স্পর্শ করুক ইচ্ছে করে না ( Toudhed, aversion to being) – A= অ্যান্টি-ক্রু, ক্যামো, ক্যালি-কা, ট্যারেন্টু।
৭) গোসলে ( Bathing) ভীতি- A= অ্যামন-কা, অ্যান্টি-ক্রু, ক্লিমে, সোরিন, রাস, সিপি, স্পাইজে, সালফ।
৮) গোসলে বাড়ে- A= অ্যামন-কা, অ্যান্টি-ক্রু, ক্যাল্ক, ক্যাল্ক-সাল, ক্লিমে, রাস, সিপি, সালফ।
৯) ঠান্ডা পানিতে গোসলে বাড়ে- A= অ্যান্টি-ক্রু, ম্যাগ-ফস, রাস, টিউবার।
১০.১) খাদ্য : টক খাদ্যে বাড়ে- A= অ্যান্টি-ক্রু। B= আর্স, বেল, ফেরাম, ন্যাট্র-ফস, সেলি, সিপি, স্ট্যাফি, সালফ।
১০.২) খাদ্য : ভিনেগারে বাড়ে- A= অ্যান্টি-ক্রু। B= বেল, ড্রসে, ফেরাম, ন্যাট্র-ফস, সিপি, সালফ।
১১) উত্তপ্ত হলে ( Heated becoming) – A= অ্যান্টি-ক্রু, ব্রায়ো, আই, ক্যালি-কা, ক্যালি-সাল, পালস, সাইলি।
১২) চন্দ্রালোকে বাড়ে- ( Moonlight) – B= অ্যান্টি-ক্রু। C= হেলি, থুজা।
১৩) নাড়ির গতি অস্বাভাবিক : অনিয়মিত ( irregular) – A= অ্যাকোন, অ্যান্টি-ক্রু, আর্স, চায়না, ডিজি, ল্যাকে, মার্ক-সায়া, ন্যাট্র-মি, ফস-এসিড, ভিরেট-ভি।
১৪) সূর্যালোকে থাকার ফলে ( Sun, from exposure to): A=অ্যান্টি-ক্রু গ্লোন, পালস।
১৫) ক্লান্তি হেতু- A= অ্যান্টি-ক্রু।
১৬) সাধারণ ফোলা : স্ফীত বা ফোলা ( Puffy) – A= অ্যান্টি-ক্রু, অ্যাপিস আর্স, ক্যাল্ক, ক্যাপসি, কুপ্রা, ডিজি, ফেরাম, গ্রাফ, হেলি, ওলিয়ে, স্কুই।
১৭) লাফানো ( Twitching) – A= অ্যাগারি, অ্যামন-কা, অ্যান্টি-ক্রু, অ্যাসাফ, ক্যাক্টা, হায়োস, ইগ্নে, আই, ক্যালি-কা, মেজের, ন্যাট্র-কা, স্ট্যামো, জিঙ্ক।
১৮) দুর্বলতা/ক্লান্তি : আবহাওয়ায় প্রকোপ বাড়ে- A= অ্যান্টি-ক্রু। B= আই, ন্যাট্র-আর্স, স্যালে, সালফ।
১৯) মদ : টকে প্রকোপ বাড়ে- A= অ্যান্টি-ক্রু। B= আর্স। C= অ্যান্টি-টা, ফেরাম, সিপি, সালফ।