Agnus cast (অ্যাগ্নাস ক্যাস্ট): ডা.এইচ.সি.এলেন
এগনাস কাস্ট (Agnus castus)
#নিজস্বকথাঃ
১। অতিরিক্ত ইন্দ্রিয় সেবাজনিত ধাতুদৌর্বল্য।
২। অতিরিক্ত হস্তমৈথুন বা পুনঃপুনঃ গণোরিয়া বশতঃ ধব্জভঙ্গ দোষ ।
৩। আত্মহত্যার ইচ্ছা, স্মৃতিশক্তির দুর্বলতা ।
৪। প্রসূতির স্তনে দুধের অভাব। নিদারুন বিষন্নতা।
#মূলকথাঃ
১। ইন্দ্রিয়ের অতিরিক্ত অত্যাচারের ফলে অকাল বার্ধক্য, সম্পূর্ণ ভাবে স্বাস্থ্য ধ্বংস হওয়ার ভয়।
২। অতিরিক্ত হস্তমৈথুন করার ফলে ধাতুদৌর্বল্য, অল্প সময় স্থায়ী লিঙ্গ উত্থান।
৩। সর্বদা বিষণœ, রোগী মনে করে কাজকর্ম করে কোন লাভ নেই, কারণ শীঘ্র মৃত্যু হবে, মরে যাব, একথা বারবার বলে।
৪। ঘরের ভিতরের বাতাস ঘন ও ভারি অনুভূত হয়।
৫। অমনোযোগী, কোন কাজে, বিষয়ে বা পড়াশোনায় মনোযোগ দিতে পারেনা।
৬। কোন বস্তুর দিকে একদৃষ্টে তাকিয়ে থাকলে মাথাব্যথার উপশম।
#উপযোগিতা:
* শ্লেষ্মাপ্রবণতা যে সব লোকের, তাদের পক্ষে উপযোগী। রোগী অন্যমনস্ক বোধশক্তি কমে যায়, একই কথা দু’বার পড়তে হয় তবে কিছু বুঝতে পারে (লাইকো, ফসফো, সিপিয়া)।
* অকালবার্ধক্য, বিষণ্ন, উদাসীন, মানসিক বিশৃঙ্খলা, নিজেই নিজেকে ঘৃণা করে- এইরূপ অবস্থা ইন্দ্রিয়ের অপব্যবহার ও শুক্রক্ষয় থেকে হয়েছে। সেইসব যুবকের পক্ষে উপযোগী।
#অনুভূতি:
হেরিং মাছ অথবা মৃগনাভির গন্ধ পাচ্ছেন- এইরূপ ভূল কল্পনা।
#ধ্বজভঙ্গ:
* সম্পূর্ণ ধ্বজভঙ্গ, ইন্দ্রিয় শিথিল, ঝুলে পড়ে, ঠান্ডা। কোনরকম সঙ্গমশক্তি বা ইচ্ছা থাকে না (ক্যালেডি, সেলেনি)।
* বারে বারে গণোরিয়া রোগে ভুগে ধ্বজভঙ্গ। গণোরিয়া চাপাপড়ে তার কুফল (মেডো)।
* প্রমেহ রোগ তৎসহ সঙ্গমেচ্ছার অভাব বা লিঙ্গ উত্তেজিত হয় না।
* ব্যাভিচারীদের ধ্বজভঙ্গ তৎসহ প্রমেহ রোগগ্রস্থ, অবিবাহিত ও স্নায়ুবিক দূর্বলতায় ভুগছে, তাদের পক্ষে উপযোগী।
#প্রদরস্রাব:
স্বচ্ছ কিন্তু কাপড়ে দাগ লাগে। ইন্দ্রিয় অত্যন্ত শিথিল অথচ অসাড়ে স্রাব বের হতে থাকে।
#স্তনদুগ্ধ:
স্তন্যদাত্রী মায়েদের দুগ্ধস্রাব কম বা লোপ পায় (এসাফো, ল্যাক-ক্যান, ল্যাক-ডি), সেই সাথে প্রায়ই অত্যন্ত বিষণ্নতা ও মৃত্যুভাবনা।
#উরু:
হাঁটাচলা করলে উরুর মাঝখানে ছাল ওঠে- এই লক্ষণ এগ্নাসে সারে।
#সম্বন্ধ:
জননেন্দ্রিয়ের দূর্বলতা ও ধ্বজভঙ্গরোগে এগনাস- এর পরে ক্যালাডিয়াম ও সেলেনিয়াম ভাল কাজ করে।
শক্তি: নিম্ন শক্তি হতে ২০০শক্তি।
সূত্র- এলেন কিনোটস অব মেটিরিয়া মেডিকা