Petroselinum (পেট্রোসেলিনিয়াম)
Petroselinum (পেট্রোসেলিনিয়াম):
#নিজস্বকথা:
(১) প্রমেহ রোগের শেষ অবস্থ।
(২) মূত্রযন্ত্রেরপীড়া।
(৩) হঠাৎ প্রবল মূত্রবেগ এবং পরক্ষনেই মুত্রত্যাগ।
(৪) মূত্রনালীতে ভয়ানক জ্বালা ও অনবরত মূত্রবেগ।
# চরিত্রগত লক্ষণ:
১. হঠাৎ প্রস্রাবের প্রবল বেগ আসে এবং উঠিতে না উঠিতে প্রস্রাব আপনিই হইয়া যায়, এইটিই ইহার প্রধান চরিত্রগত লক্ষণ।
২. হঠাৎ দূর্দম্য মূত্র ইচ্ছা, ইউরেথ্রার গভীর প্রদেশে দারুন চুলকানি ও দুগ্ধের মত স্রাব।
৩. লিঙ্গমূলে বেদনা।
৪. খুব ক্ষুধা, তৃষ্ণা কিন্তু খেতে বা পান করতে গেলেই তাহা থাকে না।
৫. সকালের দিকে প্রচুর স্রাব।
৬. মূত্রমার্গে ভয়ানক চুলকানি এত চুলকায় যে, একটা কাঠি ঢুকাইয়া দিয়া চুলকাইলে আরাম হইবে বলিয়া রোগী মনে করে।
৭. প্রমেহ রোগের শেষ অবস্থায় যখন মূত্রনালীর পুরাতন প্রদাহ মূত্রথলীর মুখ পর্যন্ত পরিচালিত হয়।
৮. দুধের ন্যায় স্রাব।
৯. অবিলম্বে মূত্রত্যাগ করিতেই হইবে, অন্যথায় কর্তনবৎ অসহ্য জ্বালা।
১০. প্রস্রাবের বেগ হইলে শরীরে শিহরণ অনুভূত হয়।
১১. ডিজিটেলিসের ন্যায় সাদা বাহ্যে।
১২. অর্শরোগে অত্যন্ত চুলকানি।
১৩. মূত্রস্বল্পতা, প্রমেহ, অর্শ, জ্বর, রাতকানা।
১৪. বর্জনীয় খাবার : বাধাকপি, লতা জাতীয় শাক।